মাহমুদউল্লাহ, সম্মানটুকু নিয়ে বিদায় বলা যেত না?
টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহ অবসর নিচ্ছেন, এমন কোনো গুঞ্জন অবশ্য এখনও শোনা যাচ্ছেনা। কিন্তু নেয়া কি যেত না? কেনো শুধু শুধু বছরখানেক ধরে নিজেকে অসম্মানিত হতে দেখতে হলো সোশ্যাল মিডিয়ায়, শেষের আগে কেনো হতে হলো প্রায় পুরো সমর্থকগোষ্ঠীর চক্ষুশূল?