করোনা ভাইরাস মোকাবেলায় সুপারকম্পিউটার পুরো ব্যাপারটা শুরু হয়েছিল মার্চের ১৭ তারিখে, হোয়াইট হাউজে একটা ফোন কলের মাধ্যমে। এই কলটি ইন্ডাস্ট্রি, অ্যাকাডেমিয়া এবং বিভিন্ন দেশের সরকারদের একসঙ্গে কাজ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে কাজ করেছিল।
নাইভস আউট: কাছের ঘটনা, দূরের চোখ এছাড়া জন্মদিনের পার্টির দিন বেশ খানিকটা আগেই এসে পৌঁছেছিল রিচার্ড। পার্টির আগে রিচার্ডের সঙ্গেও হারলানের একটা ছোটখাট ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার কারণ, অন্য এক নারীর সঙ্গে রিচার্ডের অ্যাফেয়ার চলছিল, আর সে অ্যাফেয়ারের প্রমাণ পেয়েছিলেন হারলান।