সংখ্যালঘুর ‘ঠ্যাকারে’; মোদীভক্তের ‘মনমোহন’ রূপ: বলিউডে ভারতের গণতন্ত্রের আত্মার পুনর্জাগরণ বছরের প্রথম মাসটিতেই ভারতের চলচ্চিত্র জগৎ বলিউডে মুক্তি পাবে দুটি হিন্দি ছবি- ‘ঠ্যাকারে’ এবং ‘দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’।
বর্তমান পৃথিবীতে গণতন্ত্রের জয়জয়কার নাকি গুরুত্ব বাড়ছে একনায়কদের? বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন কী হয়েছে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তরে কী আশা করা যেতে পারে?
২০১৯ লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল নরেন্দ্র মোদীর বিজেপি এই নির্বাচনের সবচেয়ে বড় চমক হিন্দি বলয়ের তিনটি রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে বিজেপির পরাজয় এবং কংগ্রেসের পুনরুত্থান।
এই ভারত সেই ভারত নয় যেখানে বড় হয়েছিলাম নেহেরুর আমলে যদি হিতকরী রাষ্ট্রের সঙ্গে ভৌগোলিক জাতীয়তাবাদের মেলবন্ধনে এক মধ্যপন্থী রাজনৈতিক ব্যবস্থার প্রচলন থেকে থাকে, আজ তবে উত্তর-উদারবাদী যুগের সঙ্গে সাংস্কৃতিক জাতীয়তাবাদের মেলবন্ধনে তৈরি হয়েছে এক বিপজ্জনক ডানপন্থী রাজনৈতিক ব্যবস্থা, যা তিলে তিলে গ্রাস করছে ভারতের সনাতন ভাবমূর্তিকে; বিশ্বের সামনে দেশের এতদিনের অর্জিত সুনামকে ধ্বংস করছে।
অযোধ্যায় শিবসেনার হুঙ্কার: বিজেপিকে বিপাকে ফেলার এক সুচিন্তিত কৌশল সম্প্রতি শিবসেনা দলের প্রধান উদ্ধভ ঠাকরে উত্তরপ্রদেশের অযোধ্যায় দুই দিনের সফরে গিয়ে বেশ আলোড়ন ফেলে দেন। তিনি সরাসরি শাসকদল ভারতীয় জনতা পার্টিকে চ্যালেঞ্জ জানান রাম মন্দির বানানোর প্রসঙ্গে।
চন্দ্রবাবু নাইডুর মোদী-বিরোধী ঐক্যবন্ধনের ভূমিকা পালন: বেশ চতুর রাজনৈতিক চাল ভারতের পরবর্তী লোকসভার খুব বেশি দেরি নেই। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর কাছে বিষম ধাক্কা খাওয়ার পরে বিরোধী দলগুলি এবং তাদের নেতাদের কাছে সামনের বছরের সাধারণ নির্বাচনের গুরুত্ব অনেক। কারণ আরও একটি বড়সড় ধাক্কা খেলে তাদের অনেকেরই রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাবে। তাই সাধারণ নির্বাচনের আগে এই নেতা-নেত্রীরা মরিয়া হয়ে চেষ্টা করছেন একটা মিলিত বিরোধিতা তুলে ধরার যাতে একক ভাবে না হলেও একসাথে মোদীর মোকাবেলা করা সম্ভব হয়।
সর্দার প্যাটেলের লৌহমূর্তি আসলে নরেন্দ্র মোদীর রাজনীতিরই এক জ্বলজ্বলে প্রতীক গত অক্টোবরে পশ্চিম ভারতের গুজরাট প্রদেশে নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন স্বাধীন ভারতের প্রথম গৃহমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের এক বিরাট লৌহমূর্তি।
ভারতকে কড়া ভাষায় আক্রমণ করে হিতে বিপরীত করলেন ইমরান খান সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীদের প্রস্তাবিত বৈঠক বাতিল হওয়াকে কেন্দ্র করে যে ভাষায় খান সাহেব ভারতীয় শাসকদের আক্রমণ করলেন, তাতে মনে হল যেন তার জুলাইয়ের বচনে যথার্থতা কমই ছিল।
শ্রীলঙ্কার সঙ্কট: ক্ষমতান্ধ নেতারা আঘাত হানলেন গণতন্ত্রের মূলেই দেশের রাষ্ট্রপতি মৈত্রীপাল সিরিসেনা আচমকা সেখানকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে বরখাস্ত করলেন এবং তার স্থলাভিষিক্ত করলেন প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষেকে।
বিজেপির নামবদলের রাজনীতি: আসলে কি সংঘ পরিবারের মধ্যেই দেখা দিয়েছে অস্থিরতা? বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ রাজ্যে যেমন এলাহাবাদের নতুন নাম হয়েছে ‘প্রয়াগরাজ’ আর ফৈজাবাদের নাম হয়েছে ‘অযোধ্যা’। এছাড়াও চেষ্টা করা হচ্ছে আগ্রার নাম অগ্রবন বা অগ্রবাল করার।
মোদী ‘শিবলিঙ্গের উপরে কাঁকড়াবিছে’! শশী থারুরের এই বিশ্লেষণ ক’জন সাধারণ ভোটার বুঝবেন? কংগ্রেস সাংসদ শশী থারুর ফের সংবাদের শিরোনামে। কয়েকদিন আগে কর্ণাটকের বেঙ্গালুরু শহরের এক অনুষ্ঠানে কেরালার এই পণ্ডিত নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে মন্তব্য করে এক নয়া বিতর্কের জন্ম দেন। সম্প্রতি মোদীর উপরে একটি বই লিখেছেন থারুর। আর সেই প্রধানমন্ত্রীর উপরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে তার ব্যক্তিকেন্দ্রিক শাসন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর পছন্দ নয়।
রেললাইনের উপরে উৎসব উদযাপন এবং অনিবার্য মৃত্যু: আর কতদিন অসচেতন থাকব আমরা? গত ১৯ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে দশেরার রাবণের কুশপুত্তলিকা দহনের সময়ে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। যখন দশেরা উদযাপনে বহু মানুষ একত্রিত হয়েছে অমৃতসরের জোড়া ফটক অঞ্চলে, ভিড় উপচে পড়েছে পাশের রেললাইনের উপরে; সবার নজর রাবণ দহনের দিকে, তক্ষুনি একটি দ্রুতগামী ট্রেন হুড়মুড়িয়ে এসে পড়ে দাঁড়িয়ে থাকা মানুষের উপরে। তৎক্ষণাৎ ছিন্নভিন্ন হয়ে যায় বহু মানুষ। ষাটজনের মৃত্যু ঘটে; আহত হয় আরও প্রচুর মানুষ।