আজকালকার টিনেজ দাবাড়ুরা, কাপাব্লাঙ্কাদের চেনে না, স্মিস্লভ-পেত্রশিয়ান এরা আবার কারা? আলফা জিরো, স্টকফিশ এদের যুগে এসে কাপাব্লাঙ্কাদের না চেনা যদিও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে না, তবে তা হবে দাবার সমৃদ্ধ অতীত আর দাবা-সংস্কৃতির পরিপন্থী। তাই অ্যাশলক আশা করেন, তার এই চিত্রকর্মগুলো থেকে কিছু হলেও যেন নব্য দাবাড়ুগণ তাদের পূর্বসূরিদের চিনতে শেখে এবং জানতে আরও আগ্রহী হয়।