বিআইএম সময় এবং ব্যয়কে সহজ করে এবং স্কাই স্ক্র্যাপারসমূহ, হাসপাতাল, অফিস ও আবাসিক বিল্ডিং সহ নানান রকম কাঠামোর প্রযুক্তিগত আধুনিকায়ন ও উন্নতি করার নিমিত্তে জনবল এবং প্রযুক্তিকে একই সুতোয় বেঁধেছে। বিআইএম কী, বিআইএম কীভাবে ব্যবহৃত হয়, বিআইএম কী করতে পারে, বিআইএম-এর মাধ্যমে ফাস্ট কনস্ট্রাকশন এবং ডিজিটালাইজেশনের নতুন দুনিয়া আবিষ্কার করতে চলুন পড়ে নেওয়া যাক হাল-আমলের স্থাপত্যকলার এই বিস্ময়কে!