হিচহাইকিং: বিনা খরচায় দুঃসাহসিক ভ্রমণ এই কৌশলের নাম ‘হিচহাইকিং’। সাঙ্ঘাতিক রকমের অদ্ভুত শব্দ। অভিধান ঘাঁটলে দেখা যাবে, ‘হিচ’ অর্থ ঝাঁকি দেওয়া। অথবা বাগড়া দেওয়া। আর ‘হাইকিং’ অর্থ ভ্রমণ করা। তাহলে ‘হিচহাইকিং’ শব্দের অর্থ দাঁড়ালো বাগড়া দিয়ে ভ্রমণ করা!
খামখেয়ালি আলাপ পথের ধারে গরুগুলো অলসভাবে ঘাস চিবিয়ে চলে। দৌড়বিদদের প্রতি ওগুলোর কোনো আগ্রহই নেই। অন্যদিকে দৌড়বিদদেরও নজর দেওয়ার ফুরসত নেই গরুগুলো কী করছে সেদিকে।