মিনিউইজ: প্লাস্টিক বর্জ্য থেকে বহুতল ভবন নির্মাতা
প্লাস্টিক দূষণ সমস্যা সমাধানে নানা ধরনের কাজ করছেন বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদরা। এরকমই একটি প্রশংসনীয় উদ্যোগের নাম মিনিউইজ। তাইওয়ানভিত্তিক এ প্রতিষ্ঠানের বিচিত্র সব উদ্যোগ ও প্লাস্টিক দূষণ নিরসনের প্রচেষ্টা সত্যিই বিষ্ময়কর। আর, এর পেছনে আছেন প্রতিষ্ঠাতা আর্থার হুয়াং।