হাঁটার সময় পাহাড়ি ঘন জঙ্গলে বানরের গাছের ডাল ভাঙ্গার শব্দ চমকে দিচ্ছিল আমাদের। কখনোবা অসতর্কে একদম মুখের সামনে চলে আসছিল ঝুলন্ত বিছা। কখনোবা ছোট ছোট টিলার মতো জঙ্গল উঠে গেছে রাস্তা থেকে আরো উপরের দিকে, কখনোবা নেমে গেছে একদম খাদের মতো নীচের দিকে। ঝিঁঝিঁ পোকার ঝি-ঝি শব্দের ঝিম ধরানো ভাব, আর নিস্তব্ধ এমন পরিবেশ, সবুজের বুক চিরে ক্লান্ত হয়ে হেঁটে চলা সিএনজিতে উঠে আয়েশ করে যাওয়ার চাইতে হাজার গুণে ভালো; অন্তত পাহাড় আর প্রকৃতি প্রেমী তো তাই বলবে।