জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ মহাকাব্য এবং ডিসি সুপারহিরোদের ভবিষ্যত!
সুপারম্যান মৃত। পৃথিবী এখন ধূসর, হতাশাপীড়িত এবং নিরাপত্তাহীন। পৃথিবী নিজের অপার সম্ভাবনা টের না পেলেও তার মাঝে থাকা অ্যান্টি-লাইফ ইকুয়েশনের সন্ধান পেয়ে গেছে অন্ধকার জগতের সর্বশ্রেষ্ঠ দানব। উন্মাদ বিজ্ঞানী লেক্স লুথারও জানিয়েছিল সেই মহাজাগতিক অপশক্তির কথা।