একটা দুইটা নয়, অর্ধশতাধিক অণু-গল্পের সংকলন এ বইটি। তবে এগুলোকে ঠিক গল্প বলা চলে না। বরং দৃশ্যকল্প বলা যায়। দৃশ্যগুলো আমাদের চিরচেনা কিংবা অচেনা জগতের। দৃশ্যগুলো আমাদের জানা কিংবা অজানা মানুষদের। দৃশ্যগুলো দূর আকাশের তারা হয়ে যাওয়া মুমুর। এসিডে মুখ ঝলসে যাওয়া মীরার। ঠাণ্ডা মাথার প্রফেশনাল কিলার মাসুমের। বুয়েটের টপার হয়েও প্রবাসী পার্ভার্টকে বিয়ে করতে প্রায় বাধ্য হওয়া লুনার। দৃশ্যগুলো বিশ্বাস, অবিশ্বাস, বিশ্বাসভঙ্গের। দৃশ্যগুলো ভালোবাসার-ঘৃণার-জিঘাংসার! দৃশ্যকল্পগুলোতে জীবনের খণ্ড খণ্ড মূহুর্তগুলো উঠে এসেছে, হয়তো কোনোটা হাসাবে, কোনোটা মন খারাপ করিয়ে দেবে, কোনোটা হয়তো থমকে দিতে পারে আপনাকে কিছু সময়ের জন্য। শেষ হইয়াও হইলো না শেষ- এই অনুভূতির রেশ কাটতে না কাটতেই ডুবে যেতে হবে দৃশ্য থেকে দৃশ্যান্তরে!