ইহুদী' শব্দটি দেখা বা শোনার সাথে সাথেই উপমহাদেশীয় মুসলমান সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম যে প্রতিক্রিয়া দেখা দেয় তা হলো ক্রোধ আর ঘৃণা, আর মুসলিম জাতির যাবতীয় দুরবস্থার জন্য বরাদ্দ থাকে ইহুদীদের জন্য শাপ-শাপান্ত। কিন্তু এই ক্রোধানলের উৎপত্তি কবে থেকে? কেন? এ প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য রোর বাংলার পাঠকদেরকে আমরা নিয়ে যাব ইহুদী ধর্মের প্রাচীন সময়ে, হাজার হাজার বছর আগের মধ্যপ্রাচ্য আর মিসরের মরুপ্রান্তরে। পাঠকদের জন্য একদম গোড়া থেকে ধীরে ধীরে এ ঐতিহাসিক সিরিজে তুলে ধরা হবে মুসলিম ও ইহুদীদের দৃষ্টিকোণ থেকে এই জাতির ইতিহাসকে, যে জাতি ‘বনী ইসরাঈল’ নামেও পরিচিত। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ নয়, ইহুদীদের দ্বারা পবিত্র ভূমি দখলের আড়ালের বিশ্বাসটুকু জানতেও সাহায্য করবে এ বইটি।