চলছে টি-২০ বিশ্বকাপ। আফগানিস্তান কিংবা নামিবিয়ার মতো তরুণ দলের দারুণ খেলা, আসিফ আলীর মতো নতুন মুখের ব্যাটের ঝলক কিংবা শক্তিশালী ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দাপুটে জয়- এমন নানান ঘটনায় ধীরে ধীরে জমে উঠছে টুর্নামেন্ট। তবে খেলা দেখতে বসলেই কিন্তু মনে পড়ে যাচ্ছে পুরনো দিনের অসাধারণ ম্যাচগুলোর কথা। ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুলের ঝড়ো ফিফটি, ২০১৪ সালে রঙ্গনা হেরাথের অবিশ্বাস্য স্পেল কিংবা ২০০৯ সালে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হল্যান্ডের হারিয়ে দেওয়া- এমন ঐতিহাসিক মুহূর্তগুলো কি ভোলা যায়? এপর্যন্ত অনুষ্ঠিত মোট ৬টি টি২০ বিশ্বকাপের এমন সেরা সব মুহূর্তগুলোকে আমরা তুলে এনেছি আপনাদের জন্য। সেরা ৫ ব্যাটিংশৈলী, সেরা ৫ মুহূর্ত, সেরা ৩ রান তাড়ার গল্প, সেরা ৪ বোলিং পারফর্ম্যান্স আর সেরা ৫ অঘটনের গল্প এক নজরে দেখুন আমাদের এই বিশেষ সিরিজে।