করোনা মহামারির জন্য ২০২০ সালের জন্য নির্ধারিত ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ (ইউরো) এক বছর পিছিয়েছে, যা শুরু হয়েছে গত ১১ জুন, শুক্রবার থেকে। পুরো ইউরোপের ভিন্ন ভিন্ন ১১টি শহরের ১১টি স্টেডিয়ামে মোট ৫১টি ম্যাচ খেলা হবে অংশগ্রহণকারী ২৪টি দল নিয়ে। পুরোটা সময়জুড়েই রোর বাংলা থাকবে আপনাদেরই সঙ্গে।