ধাতুকে সোনায় বদলে দেয়া পরশ পাথর, অমরত্বের স্বাদ দেয়া ‘এলিক্সির অফ লাইফ’, পৃথিবীর আনাচে কানাচে প্রাগৈতিহাসিক কাল থেকে রয়ে যাওয়া অজানা সব রহস্য যা আদতে দেয় অতিপ্রাকৃতের খোঁজ, উপকথা আর পুরাকাহিনীর মিশেল, কালো জাদুবিদ্যার এপার ওপার, নিষিদ্ধ সব কাহিনী যা ছিল চাপা পড়ে- সবকিছু যেন এক মলাটে পেয়ে যাবেন এই ‘অতিপ্রাকৃতের সন্ধানে’ সিরিজে। আপনার অতৃপ্ত কৌতূহল মেটাবার এই তো সুযোগ!