বুয়েনস আইরেসের বস্তিতে খুব ছোট্ট একটি ঘরে থাকত তার পরিবার। নর্দমার পাঁকের গন্ধে সে বস্তিতে টেকা মুশকিল। কিন্তু সেই গোবরে পদ্মফুল হয়ে ফুটেছেন একজন ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা, সবার ভালোবাসার 'ডিয়েগো'। প্রতি রাতে তিনি সে বলটা বুকে জড়িয়ে ঘুমাতেন, পারফর্মও করছিলেন দুর্দান্ত। দাঁড়িয়ে ছিলেন স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে, ডাক পেতে পারতেন বিশ্বকাপের দলেও। কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়ল না। ম্যারাডোনা ঘরে বসে দেখলেন আর্জেন্টিনার জয়যাত্রা। এরপর?