ইরান ক্যাবল (৮): আমেরিকান আগ্রাসন যেভাবে ইরাককে ইরানের হাতে তুলে দিয়েছে

২০০৫ সালের দিকে আমেরিকা ইরাকে সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার লক্ষ্যে পুরোদমে কাজ শুরু করে। তারা শিয়া ডেথ স্কোয়াডগুলোকে অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিতে শুরু করে এবং তাদের মাধ্যমে সুন্নি সম্প্রদায়ের মধ্যে ত্রাস সৃষ্টি করতে শুরু করে।

article

ইরান ক্যাবল (৭): সৌদি আরবের বিরুদ্ধে কুদস ফোর্স এবং ব্রাদারহুডের গোপন সভা!

ব্রাদারহুডের নেতারা বলেন, “ইয়েমেনে হুথিদের উপর ইরানের প্রভাব এবং সশস্ত্র সুন্নি গোত্রগুলোর উপর ব্রাদারহুডের প্রভাবকে কাজে লাগিয়ে নিজেদের মধ্যে বিরোধ মীমাংসা করে সৌদি আরবের বিরুদ্ধে সম্মিলিত শক্তি প্রয়োগ করা উচিত।

article

ইরান ক্যাবল (৬): ইরাকে ইরানের আমেরিকাপন্থী নীতি

২০১৪ সালের শেষের দিকে ইরানের মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি, MOIS আইসিসের কার্যক্রমে অসন্তুষ্ট জঙ্গিদের সাথে যোগাযোগ করতে শুরু করে এই আশায় যে, তাদের সাথে ইরাকি সরকারের মীমাংসা করিয়ে তাদেরকে আইসিসবিরোধী যুদ্ধে ব্যবহার করা যাবে।

article

ইরান ক্যাবল (৫): ইরানি গুপ্তচরদের আইএসবিরোধী তৎপরতা

২০১৪ সালের ডিসেম্বরে ঐ ইরানি গুপ্তচর আইসিসের খিলাফতের কেন্দ্রীয় কাউন্সিলের একটা মিটিংয়ে যোগ দিয়েছিল, যে মিটিংয়ে সভাপতিত্ব করেছিল স্বয়ং বাগদাদি!

article

ইরান ক্যাবল (৪): ইরাকে কাসেম সোলায়মানির সুন্নিবিরোধী কঠোর নীতি

ইরাকে ইরানের নীতি আমেরিকানদেরকে আগের চেয়েও বেশি বৈধতা নিয়ে ইরাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। এবং সুন্নিদের মধ্যে যেসব ব্যক্তি এবং দল আগে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছিল, তারা এখন চাইছে শুধু আমেরিকা না, ইসরায়েলও ইরাকে প্রবেশ করে ইরানের থাবা থেকে ইরাককে রক্ষা করুক।

article

ইরান ক্যাবল (৩): ইরাকের মন্ত্রীরা সবাই যখন ইরানের পকেটে

ইরাকের সুন্নিরা আজ সম্ভাব্য সবচেয়ে খারাপ অবস্থায় আছে। তারা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। তাদের অবস্থা হয়েছে যাযাবরদের মতো। তাদের শহরগুলো ধ্বংস হয়ে গেছে। তাদের সামনে আছে অনিশ্চিত ভবিষ্যৎ। অন্যদিকে শিয়ারা তাদের আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে।

article

ইরান ক্যাবল (২): ইরাকের মাটিতে ইরানি গোয়েন্দাদের অজানা অপারেশনগুলো

ইরাক আক্রমণ করার মধ্য দিয়ে আমেরিকা বাস্তবে দেশটির নিয়ন্ত্রণ ইরানের হাতেই তুলে দিয়েছিল – এই মত এখন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, এমনকি মার্কিন সেনাবাহিনীর ভেতরেও।

article

ইরান ক্যাবল (১): কী আছে লিক হওয়া ইরানি গোপন ডকুমেন্টে?

ডকুমেন্টগুলোর অনেকগুলোতেই সত্যিকার গোয়েন্দাগিরির কথা এমনভাবে বর্ণিত হয়েছে, মনে হয় সেগুলো যেন কোনো স্পাই থ্রিলারের পাতা থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে।

article

End of Articles

No More Articles to Load