অ্যাপল
প্রযুক্তিজগতের সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাপল (Apple)। এর লগো এবং নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের কাহিনী প্রচলিত আছে। তবে কোম্পানীটির সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওয়াজনিয়াকের মতে, এই নামকরণের ধারণাটি আসে এর প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকেই। জবস এবং ওয়াজনিয়াক দীর্ঘদিন ধরেই তাদের নতুন প্রতিষ্ঠানের জন্য একটি সুন্দর নাম খুঁজছিলেন। প্রাথমিকভাবে তারা এক্সিকিউটেক্স, ম্যাট্রিক্স ইলেক্ট্রনিক্স প্রভৃতি নাম বিবেচনা করেছিলেন। কিন্তু সেগুলোর কোনোটিই তাদের পছন্দ হচ্ছিল না।
এমন সময় একদিন হঠাৎ করেই স্টিভ জবস তাদের কোম্পানীর নাম হিসেবে ‘অ্যাপল কম্পিউটার’ নামটি প্রস্তাব করে বসেন। ওয়াজনিয়াকের মতে, সে সময় জবস একটি আপেল বাগানে কাজ করতেন বলেই হয়তো তার মাথায় অ্যাপল নামটি এসেছিল। এছাড়াও অ্যাপল নামটি বাছাই করার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, যেন ফোনবুকে নামটির অবস্থান স্টিভ জবসের পূর্বতন প্রতিষ্ঠান আটারির (atari) পূর্বে থাকে।
পেপসি
পেপসি আবিষ্কৃত হয় ১৮৯৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক ওষুধের দোকানে। এর আবিষ্কারক ছিলেন সেই ওষুধের দোকানের মালিক ক্যালেব ব্র্যাডহ্যাম। তার নামানুসারে প্রথমে পেপসির প্রাথমিক নাম ছিল ব্র্যাড’স ড্রিঙ্ক। পেপসির উপাদান ছিল প্রথমে পানি, চিনি,