Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

কুয়েট অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ফটো-স্টোরি কন্টেস্ট ‘পথে প্রান্তরে’

They say, “To be human is to have a collection of memories that tells you who you are and how you got there.”

সময় চির বহমান। পাশে থাকা মানুষগুলোও সময়ের সাথে সাথে যে যার পথে আলাদা হয়ে যায়, থেকে যায় শুধু স্মৃতি। বিশেষ মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় ধরে রাখার সবচেয়ে ভালো মাধ্যম ছবি। আর এই প্রতিটি ছবির পেছনেই লুকিয়ে থাকে আলোকচিত্রীর একান্ত নিজস্ব কিছু গল্প, অনেকগুলো দিন পার হয়ে যাওয়ার পরও পুরনো কোনো ছবি সেই স্মৃতি রোমন্থন করিয়ে দেয়।

ভ্রমণ সবসময়ই আনন্দময়, সেটা হোক একা কিংবা প্রিয় মানুষের সাথে। প্রতিটি ভ্রমণেই তৈরি হয় অসংখ্য গল্প, যে গল্পগুলো হয়তো সবসময় সবাইকে ঘটা করে জানানো হয় না, সময়ের অভাবে লিখে রাখাও হয়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রে। সময়ের সাথে সাথে স্মৃতির পাতায় জমতে থাকে ধূলো। এসব স্মৃতি আর গল্প সবার সাথে শেয়ার করার সুযোগ পাওয়া যাবে চলমান জাতীয় ইভেন্ট ‘পথে প্রান্তরে’-তে।

‘পথে প্রান্তরে’ KUET Adventure Club কর্তৃক আয়োজিত একটি ফটোস্টোরি কনটেস্ট (Photo-story contest), যেখানে অংশগ্রহণকারীরা ফ্রেমবন্দী কিছু বিশেষ মুহূর্তের সাথে জুড়ে দেবে তাদের সেসব ছবির পেছনের গল্প।

বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়সহ শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। ইভেন্টে বিচারক হিসেবে থাকছেন আমাদের তানভীর অপু, সালেহীন আরশাদী, এবং বাবর আলী। তাদের প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে নেশা হিসেবে বেছে নিয়েছেন ভ্রমণকে, পাশাপাশি নিজেদের ভ্রমণের গল্পগুলো নিয়মিত পৌঁছে দিচ্ছেন দেশের সাধারণ মানুষের কাছে। তাদের মাধ্যমে ভ্রমণে উৎসাহিত হচ্ছে শত শত মানুষ।

‘পথে প্রান্তরে’ ইভেন্টের এবারের মোটো হলো ‘Say no to suicide’। মূলত আত্মহত্যার বিরুদ্ধে অবস্থান জানিয়ে এবং জনসাধারণকে এই বিষয়ে সতর্ক করার জন্য এটি আয়োজকদের একটি ছোট্ট পদক্ষেপ।

Language: Bangla
Topic: This is a pre-event article on the photo-story contest 'Pothe Prantore' by KUET Adventure Club. Roar Bangla is a media partner of this event.

Related Articles