ফখরউদ্দিন মুবারক শাহ: মধ্যযুগীয় বাংলার ইতিহাসে বিস্মৃতপ্রায় এক নাম

জীবদ্দশায় দীর্ঘ এগারো বছর শাসন করেন ফখরউদ্দিন। এক দশকের এই শাসনামলে বাংলার সীমান্তের পূর্ব-রেখা চিরদিনের জন্য অঙ্কিত হয়ে যায়।

article

আবদুর রাজ্জাকের উচ্চতর গবেষণা এবং অধ্যাপক হ্যারল্ড লাস্কি সমাচার

“প্রথমে লাইব্রেরিতে ঢুইক্যাই আপনার টপিকের কাছাকাছি যে যে বই পাওন যায় পয়লা একচোট পইড়া ফেলাইবেন। তারপর একটা সময় আইব আপনি নিজেই খুঁইজ্যা পাইবেন আপনার আগাইবার পথ।”

article

সের্গেই করোলেভ: মহাশূন্য অভিযানে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে একাই হারিয়ে দিয়েছিলেন

ঐতিহাসিক অনেক প্রথমের পেছনে মূল কারিগর ছিলেন সের্গেই করোলেভ, যাকে তার মৃত্যুর আগে পৃথিবীবাসী ‘চীফ ডিজাইনার’ নামে জানত

article

শিক্ষক হিসেবে কেমন ছিলেন জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক?

উচ্চশিক্ষা পেয়েছেন, প্রথম শ্রেণীর ডিগ্রি আছে, মুসলমান মধ্যবিত্ত তখন চাকরিতে কিছু কিছু সুযোগ- সুবিধা পাচ্ছে, সেকালে আমলা না হয়ে শিক্ষক হলেন এবং সরকারি অফিস অভিমুখে যাত্রা না করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে বেছে নিলেন, দফতরে না গিয়ে বিলেত গেলেন, ফাইল না ধরে বই ধরলেন, এটা নিয়ম ছিল না। ছিল ব্যতিক্রম। আমাদের রাজ্জাক স্যার ব্যতিক্রমই ছিলেন।

article

End of Articles

No More Articles to Load