শ্রী চৈতন্য: ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ বর্ণ ও বংশের বাইরে দাঁড়িয়ে চৈতন্য ঘোষণা করলেন মানুষের মাহাত্ম। প্রতিটি জীব ঈশ্বরেরই ক্ষুদ্র অংশ। প্রত্যেকের হৃদয়েই ঈশ্বর পরমাত্মারূপে বিরাজ করেন। তাই প্রতিটা জীব সম্মানের দাবিদার।
ফ্রেডেরিক ব্যান্টিং: চিকিৎসাবিদ্যায় সর্বকনিষ্ঠ নোবেলজয়ী বিজ্ঞানী সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে মাত্র ৩২ বছর বয়সে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়ে ইতিহাস গড়ে ফেলেন ব্যান্টিং…
সাতোশি নাকামোতো: বিটকয়েনের রহস্যপুরুষ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বিটকয়েনের প্রতিষ্ঠাতা দাবি করলেও ‘সাতোশি নাকামোতো’ আসলে কে, জানা নেই।
মিখাইল কালাশনিকভ: একে–৪৭ রাইফেল উদ্ভাবনের কারিগর কালাশনিকভ রাইফেল হিসেবেও পরিচিত এই একে-৪৭ এর অংশগুলো খুলে ফেলে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তা আবারও সংযুক্ত করে ফেলা সম্ভব।
পিটার থিয়েল: সিলিকন ভ্যালির প্রভাবশালী এক বিলিয়নিয়ার | পর্ব ২ কোম্পানির প্রতিষ্ঠাতাদের নিয়ে আশা করা হয় তারা নিজেদের কোম্পানিগুলোকে যতটা সম্ভব বড় করার জন্য কাজ করবেন। সিলিকন ভ্যালির মিথোলজি বিশ্বাস করলে, তারা বিশ্বকে আরো কল্যাণকর করার জন্য কাজ করবেন। এরকম মনোভাব থাকলে থিয়েল পেপালের বৃদ্ধির জন্য দিনরাত খাটার কথা, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও সমৃদ্ধ করার পেছনে থাকার কথা না। কিন্তু থিয়েল সিলিকন ভ্যালির সংস্কৃতিকে গোনায়ই ধরতেন না। তার কর্মকাণ্ড এমন একটা কৌশলের দুনিয়া খুলে দেয়, তার পূর্বসূরিরা যা চেষ্টা করার মতো নির্লজ্জ ছিলেন না।
পিটার থিয়েল: সিলিকন ভ্যালির প্রভাবশালী এক বিলিয়নিয়ার | পর্ব ১ স্ট্যানফোর্ডে এই চিকন রসকষহীন যুবক পড়া শুরু করার সময় থেকেই তার সহপাঠীদের কাছে ‘এলিয়েন’ হিসাবে বিবেচিত হয়ে আসছিলেন। তিনি মদ পান করতেন না, প্রেম করতেন না, রসিকতা করতেন না। তার মাঝে একই সাথে অতৃপ্ত উচ্চাকাঙ্ক্ষা ছিল, এবং তিনি খুব গভীরভাবে মনে করতেন পুরো পৃথিবীই তার বিপক্ষে। তিনি একইসাথে ছিলেন মেধাবী ও ভয়ংকর। তার এক সহপাঠী মেগান ম্যাক্সওয়েল তার কথা স্মরণ করে বলেন, “এক অদ্ভুত ছেলে”।
স্ট্যালিনকন্যা সভেৎলানা: সোভিয়েত ইতিহাসে সবচেয়ে বড় ‘ডিফেক্টর’? একটি সংবাদ সম্মেলনে তিনি প্রকাশ্যে তার সোভিয়েত পাসপোর্ট পুড়িয়ে ফেলেন
আবুল ফজল: নবরত্নের শ্রেষ্ঠ রত্নটি সঙ্গীরা পলায়নের পরামর্শ দিলেও আবুল ফজল তা নিজের জন্য অপমানজনক বলে মনে করলেন। খুব অল্প সময় সাহসের সাথে টিকে থাকতে পারলেন। তারপর জনৈক পদাতিকের বর্শার আঘাতে লুটিয়ে পড়লেন মাটিতে।
ইবনে সিনা: অদম্য এক সব্যসাচী মানব কত শত বছর আগের এক সব্যসাচী মানব কত কিছুই না করে গেছেন মানবজাতির জন্য, নাম তাঁর ইবনে সিনা। কতটুকু জানেন তাকে নিয়ে?
মুঙ্কের জীবনভর চিৎকার! ১ হাজারেরও বেশি পেইন্টিং এঁকেছিলেন মুঙ্ক। ভাগ্যের কী নির্মম পরিহাস, আধুনিক যুগের অন্যতম প্রভাবশালী মুঙ্ককে পৃথিবী চেনে কেবল একটি ছবি দিয়েই, আর তা হলো ‘দ্য স্ক্রিম’।
সাধগুরু: একজন সাধারণ মানুষের আধ্যাত্মিক গুরু হওয়ার গল্প এইসব আশ্চর্য অভিজ্ঞতার ফলে তিনি এমন সব পদ্ধতি এবং প্রক্রিয়া তৈরি করতে শুরু করেন, যার মাধ্যমে প্রতিটি মানুষ নাগাল পেতে পারে দেহতন্ত্রের ক্ষমতা আর বুদ্ধিমত্তার যা প্রতিটি মানুষের মধ্যে রয়েছে। কিন্তু যথাযথ চর্চা, জ্ঞান আর দিকনির্দেশনার অভাবে সেটা অব্যক্তই রয়ে যায়।
উইলবার স্মিথ: আফ্রিকা, মিশর, নীলনদ ও রহস্য-রোমাঞ্চকর এক গল্পকার উইলবার স্মিথ ৮৮ বছর বয়সে মারা গেছেন নিজ বাসায়। টাইটা ধীরে ধীরে চোখের পানি মুছে নেয়। এক হাতে পানির ঝাপটা দেয় মুখে। মেলে ধরে পাশে পড়ে থাকা পাকানো স্ক্রলটা। এই স্ক্রলে সে লিখবে মানুষটার গল্প। উইলবার স্মিথের গল্প।