স্ট্যানফোর্ডে এই চিকন রসকষহীন যুবক পড়া শুরু করার সময় থেকেই তার সহপাঠীদের কাছে ‘এলিয়েন’ হিসাবে বিবেচিত হয়ে আসছিলেন। তিনি মদ পান করতেন না, প্রেম করতেন না, রসিকতা করতেন না। তার মাঝে একই সাথে অতৃপ্ত উচ্চাকাঙ্ক্ষা ছিল, এবং তিনি খুব গভীরভাবে মনে করতেন পুরো পৃথিবীই তার বিপক্ষে। তিনি একইসাথে ছিলেন মেধাবী ও ভয়ংকর। তার এক সহপাঠী মেগান ম্যাক্সওয়েল তার কথা স্মরণ করে বলেন, “এক অদ্ভুত ছেলে”।