Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

মন ভাল করে দেয়ার মতো পাঁচটি সিনেমা

সিনেমা আমরা কম বেশি সবাই দেখি। পছন্দ হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু দেখার কমতি খুব যে থাকে তা বোধ করি অনেকেই মানতে নারাজ হবেন। কারও পছন্দ হাসির, কারও অ্যাকশন, কারও ভূত প্রেতের, কারও ডিটেকটিভ, আর কারও বা থ্রিলার। কাহিনীর ভিন্নতায় প্রতিটি সিনেমার আবেদন ভিন্ন। ভাষার ভিন্নতাও রয়েছে অনেক। হিন্দি, বাংলা, তামিল বা ইংরেজি ভাষার তারতম্যে ভাল লাগা, মন্দ লাগার পার্থক্য তো রয়েছেই। ইরানি, কোরিয়ান, জাপানিজ আরও কত দেশের সিনেমা নিত্য যোগ হচ্ছে আমাদের পছন্দের লিস্টে। কাহিনীর ভিন্নতা আর অভিনেতা ও পরিচালকের মুন্সিয়ানা অনেক ছবিতে যোগ করে বিনোদনের ভিন্ন মাত্রা। আর তা হবেই না বা কেন? এখনও যে সিনেমা বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে রয়েছে আমাদের মনে!

Image Source: www.clipartfest.com

আজ তেমনি কয়েকটি বাংলা সিনেমার নিয়ে কথা বলবো যেগুলো হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে। ওপার বাংলার হলেও এপার বাংলার সিনেমাপ্রেমীদের খুব একটা হতাশ করবে বলে মনে হয় না। হালকা হাস্যরস-বিনোদনের মন ভাল করা এই মুভিগুলো যেকোনো বয়সের দর্শকের পছন্দ হতে বাধ্য। এই কর্মব্যস্ততার ভিড়ে কেউ যদি মুভি বেছে নেয়ার দ্বন্দ্বে ভোগেন, তাহলে কিছুটা হয়তো সাহায্য করতে পারে আজকের এই লেখা।

রংমিলান্তি

প্রথমেই যে মুভিটির কথা বলতে যাচ্ছি সেটা হল কৌশিক গাঙ্গুলির ‘রংমিলান্তি’। কৌশিক গাঙ্গুলি বর্তমান সময়ের খুব নামকরা পরিচালকদের মধ্যে একজন। তার সুনিপুণ হাতের লেখা এবং দক্ষ পরিচালনায় ‘রংমিলান্তি’ সিনেমাটি খুব সহজেই দর্শকদের মন ভোলাতে যথেষ্ট সামর্থ্য রাখে।

কৌশিক গাঙ্গুলি; Image Source: www.indianexpress.com/

এই সিনেমার কাহিনী প্রেমের আবর্তে তৈরি হলেও আর চার পাঁচটি সাধারণ প্রেমের কাহিনীর মতো নয়। সিনেমাটির বিষয়বস্তু হজম করতেও অনেকের একটু বিষম খেতে হবে তা বলতে বাঁধা নেই। কিন্তু কাহিনীর উথান পতন, লেখকের লেখনি এবং পরিচালকের দক্ষ পরিচালনায় সিনেমাটি হয়ে উঠেছে প্রাণবন্ত।

রংমিলান্তি

কমলিকা নামের একটি মেয়ের জীবনসঙ্গী বেছে নেয়ার দোলাচালে কাহিনীর গোড়াপত্তন ঘটে। চারজন প্রিয় বন্ধুর মধ্যে উপযুক্ত পাত্রটি বেছে নেয়ার এক অদ্ভুত মানসিক টানাপোড়েন। বাকিটা তো পুরো সিনেমা দেখার পরেই জানা যাবে। কাহিনীর মন মাতানো সংলাপের পাশাপাশি শ্রুতিমধুর গানের মূর্ছনা দিবে সিনেমাটিতে অন্যমাত্রা। হাস্যরস আর বাস্তবতার নিরিখে চমৎকার একটি সিনেমা এই ‘রংমিলান্তি’।

নটবর নট আউট

বাঙালি মাত্রই আমাদের কবি হওয়ার শখ। কার মনের মধ্যে নিজের কবিতা রচিত হয় নি? প্রথম প্রেমে পড়ার কবিতা, প্রথম বিরহের কবিতা, আশা ভঙ্গের কবিতা, আবার আশা জাগানোর কবিতা।

নটবর নট আউট। Image Source: www.calcuttaweb.com

পরিচালক অমিত সেন যেন কবি হওয়ার এই ইচ্ছেটাকেই অস্থিমজ্জায় ধারণ করে হাস্যরসে নিবেদন করেছেন এক অপূর্ব চিত্রকথা। কমলেশ মুখোপাধ্যায়ের স্ক্রিন প্লে ছিল অনবদ্য। আর সিনেমাটির মূলচরিত্রে কে অভিনয় করেছে জানেন? আমাদের দেশের প্রকাশ গোলাম মোস্তাফা। হ্যাঁ, তার অভিনীত প্রথম সিনেমা এটি। আর নায়িকার চরিত্রে রয়েছেন বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন।

রাইমা সেন; Image Source: www.banglamovies.in

কাহিনীর শুরুটা হয় একজন কবিতা পাগল ছেলের বিভিন্ন কাব্যচর্চার নিরিখে। তার স্বপ্নে ধরা দেয় রবীন্দ্রনাথ। আর কাব্য রচনায় মুগ্ধ করতে চায় পাশের বাড়ির মেয়েটিকে। এভাবেই শুরু হয় কাব্যিক প্রেমের যুগলবন্দী। সিনেমাটি যেকোনো কবিতাপ্রেমীকেই ভাসাতে পারে ভালবাসার স্রোতে। অভিনয় এবং কাহিনী বিন্যাস এক কথায় অনবদ্য।

হ্যামলক সোসাইটি

সৃজিত মুখোপাধ্যায়ের লেখা ও পরিচালনায় এক অন্যরকম প্রেমের গল্প ‘হেমলক সোসাইটি’। মানসিক ডিপ্রেশান থেকে আত্মহত্যা করতে যাওয়া কিছু লোকের সংগ্রহে নেমে পড়া এক চরিত্র ‘আনন্দ কর’ যার চিত্রায়ন করেছেন দক্ষ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দেখা মেলে মেঘনা চরিত্ররূপী কোয়েল মল্লিকের। প্রেমে ব্যর্থ হয়ে যে মেয়ে ঘুমের ওষুধ খেয়ে মরতে যাওয়ার বাসনা করে।।

সৃজিত মুখপাধ্যায়। Image Source: www.alchetron.com

পরমব্রত একটা স্কুল চালান যেখানে আত্মহত্যা করতে যাওয়া লোকগুলোকে আরেকবার সুযোগ করে দেয়া হয় জীবনকে নিয়ে নতুন করে ভাববার। চেষ্টা করা হয় আত্মহত্যার পথ থেকে নিজেদের ফিরিয়ে আনার। বিভিন্ন ক্লাস নেয়া হয় আত্মহত্যার বিভিন্ন উপায় নিয়ে। এক এক ক্লাসে গিয়ে ভয়ে শিওরে উঠতে থাকে কোয়েল। পরবর্তিতে কাহিনী মোড় নেই এক নতুন গল্পের আবহে যেখানে প্রেম মুখ্য না হলেও ভাবটা চিরন্তন হয়ে ধরা দেয়।

হেমলক সোসাইটি। Image Source: www.svf.in

সিনেমাটির আরেকটি বিশেষ দিক হলো এর সুরের প্রাচুর্য। অসাধারণ কিছু গানের সৃষ্টি করেছেন বর্তমানে সঙ্গীত জগতের এক খুব পরিচিত মুখ অনুপম রায়। বেশ জনপ্রিয়তা পায় এই সিনেমার প্রত্যেকটি গান। তাই কেউ যদি এখনও না দেখে থাকেন চটজলদি সময় সুযোগ ঠিক করে দেখে ফেলুন ‘হেমলক সোসাইটি’।

স্বাদে আহ্লাদে

মনটা খারাপ, ভাবছেন একটু হালকা গোছের মুভি দেখলে মন্দ হয় না যে মুভি দেখা শেষে এক ধরনের ভাল লাগা কাজ করবে, মনে হবে কিছুটা ভাল সময় কাটানো গেল। খুব একটা পরিচিত সিনেমা নয় এটি।

স্বাদে আহ্লাদে। Image Source: www.india4movie.net

মীরাক্কেলে বিচারকের আসনে তাকে তো হর হামেশাই দেখা যায়। তার অভিনয় প্রতিভাও আর নতুন করে বলার কিছু নেই। সিনেমাটির পুরো গল্পের চিত্রায়ন করা হয়েছে একজন বাস্তববাদী আধুনিক মানসিকতার এক নারীকে কেন্দ্র করে।

শ্রীলেখা মিত্র। Image Source: www.gomolo.com

একজন সাধারণ গৃহবধুর জীবনে প্রাপ্তি বলে আর কতটাই বা থাকে। সকলের লাঞ্ছনা সহ্য করাই যেন নিত্যদিনের সঙ্গী। কিন্তু সিনেমার পরিচালক অরিন্দম শীলের বক্তব্য অন্যরকম।

অরিন্দম শীল। Image Source: www.hindustantimes.com

কেন নারীরা শুধু স্বামীর অত্যাচার সহ্য করে যাবে? সকলেরই নিজস্ব কিছু গুণ রয়েছে। স্ত্রী মাত্রই শুধু স্বামী আর বাড়ির সকলের জন্য সেবায় নিয়োজিত থাকার জন্য জীবন বিলিয়ে দিবেন তেমন তো নয়! নিজের গুণকে চারপাশে ছড়িয়ে দিতে হয়, এটাই তো স্বাভাবিক। যা একজন নারীকে গড়ে তোলে স্বাবলম্বী হিসেবে। আর তারই সফল চিত্রায়ণ দেখা যায় এই সিনামাটিতে।

মনচোরা

বাংলা সাহিত্য সংস্কৃতিতে পরিপূর্ণ কলকাতার সাহিত্যচর্চা। অনেক বলিষ্ঠ গুণী শিল্পীর খোঁজ মেলে এই সাহিত্য ভান্ডারে। আর সেই বিশাল সাহিত্য ভান্ডারে একজন পরিচিত নাম ‘শরদিন্দু বন্দোপাধ্যায়’। এই লেখকটির গুণমুগ্ধ অনুসারী হলেন আরেকজন শক্তিশালী সাহিত্য ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের ছেলে সন্দ্বীপ রায়।

সন্দ্বীপ রায়। Image Source: www.wikimedia.org

হালকা মিষ্টি প্রেমের ভিন্ন স্বাদের একটি গল্প ‘মনচোরা’। নিশ্চিতভাবে বলা যায় গল্পটিতে হাস্যরসের আবেদন ছিল অন্যমাত্রার। সন্দ্বীপ রায়ের দক্ষ পরিচালনা এবং আবির ও রাইমা সেনের অনবদ্য অভিনয় নাটকটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা।

মনচোরা। Image Source: www.allupdateinfo.com

আর পরাণ বন্দোপাধ্যায়ের কথা তো না বললেই নয়। তার সুনিপুণ অভিনয় দক্ষতা সিনেমাটিতে যোগ করেছে মন ভাল করে দেয়ার আবেদন।

সিনেমা পছন্দ করে না এমন ব্যক্তি বর্তমানে খুঁজে পাওয়া বিরল। কিন্তু সব সময় উপযুক্ত সিনেমাটি পছন্দ করে নিতে আমাদের বেশ বেগ পেতে হয়। যারা হালকা ভাবের বাংলা সিনেমা দেখতে অভ্যস্ত তাদের জন্য এই সিনেমাগুলো কিছুটা ভাল সময় কাটাতে বেশ সাহায্য করবে তার এক জোরালো দাবি রাখা যায়।

তথ্যসূত্র

১) en.wikipedia.org/wiki/Rang_Milanti

২) en.wikipedia.org/wiki/Hemlock_Society_(film)

৩) en.wikipedia.org/wiki/Monchora

৪) imdb.com/title/tt2266600/plotsummary?ref_=tt_ov_pl

৫) imdb.com/title/tt5482998/

This article is in Bangla. It is about

References:

Featured Image: 

Related Articles