Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

হগওয়ার্টসের প্রতিষ্ঠাতারা || পর্ব ৪ || সালাজার স্লিদারিন

গড্রিক গ্রিফিন্ডরের পর হ্যারি পটার সিরিজে যে সালাজার স্লিদারিনকে নিয়ে বেশি আলোচনা করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। পিওর ব্লাডের অধিকারী, ধূর্ত এ জাদুকরের হগওয়ার্টস জীবনটা কিছু বিষাদময় কাহিনীতে পূর্ণ। নিজ স্বভাবের অনেকটাই দিয়ে গেছেন নিজের তৈরি করা হাউজে, যা হাজার বছর পর্যন্ত একই ধারায় বয়ে গেছে। ফলে স্বভাব-চরিত্রে হাউজ স্লিদারিনের অনেক ছাত্র ছিল বাকি তিন হাউজের চেয়ে অন্যরকম। 

সে হাউজ থেকে খ্যাতনামা এমন অনেক জাদুকর বেরিয়েছিল, যারা জাদু জগতে অমর হয়ে আছে। হগওয়ার্টসের প্রতিষ্ঠাতাদের নিয়ে আলোচনামূলক সিরিজের প্রথম পর্বে গড্রিক গ্রিফিন্ডর, দ্বিতীয় পর্বে হেলগা হাফলপাফ, এবং তৃতীয় পর্বে রোয়েনা র‍্যাভেনক্ল‘কে নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে চতুর্থ ও সর্বশেষ পর্ব সাজানো হয়েছে হাউজ স্লিদারিনের প্রতিষ্ঠাতা সালাজার স্লিদারিনকে নিয়ে।

সালাজার স্লিদারিন জন্মেছিলেন এক পিওর-ব্লাড পরিবারে। যাদের পূর্বপুরুষ মোটামুটি সবাই জাদুকর ছিল, তাদেরকেই পিওর-ব্লাড বলে অভিহিত করা হয়। পিওর-ব্লাড বা বিশুদ্ধ-রক্ত সমৃদ্ধ পরিবারের ছায়ায় বেড়ে উঠায় ছোটবেলা থেকেই জাদুর সান্নিধ্যে আসার সুযোগ পান তিনি। এভাবেই পরিবারের কাছে জাদুতে হাতেখড়ি হয় তার। পরে অনুশীলনের মাধ্যমে ক্রমশ নিজের দক্ষতাকে পাকাপোক্ত করে তুলে, জাদু জগতে নিজেকে অন্যতম শ্রেষ্ঠ জাদুকর হিসেবে প্রতিষ্ঠিত করেন।

৯৯৩ খ্রিষ্টাব্দের দিকে প্রিয় বন্ধু গড্রিক গ্রিফিন্ডর, হেলগা হাফলপাফ, ও রোয়েনা র‍্যাভেনক্ল’কে সাথে নিয়ে অতি-যত্নে গড়ে তোলেন হগওয়ার্টস স্কুল অভ উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ড্রি। তারপর পুরো স্কুলকে চারটি হাউজ বা শাখায় ভাগ করা হয়। উদ্দেশ্য, চারজন প্রতিষ্ঠাতা তাদের পছন্দের গুণ অনুযায়ী নিজ হাউজে ছাত্র নির্বাচন করবেন। অন্যান্য গুণ থেকে স্লিদারিন সুচতুরতা, উচ্চাকাঙ্ক্ষা, বিশ্বস্ততা ও রক্তের বিশুদ্ধতাকে প্রাধান্য দিতেন বেশি।

সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি পিওর-ব্লাড ছাড়া বাকিদের তেমন পছন্দ করতেন না। তাই, নিজ হাউজে পিওর-ব্লাড ছাড়া অন্য কোনো শিক্ষার্থীকে ভর্তি করতেন না। এদিক থেকে স্লিদারিন ছিল অন্যসব হাউজ থেকে আলাদা। কারণ, স্লিদারিন বাদে অন্য হাউজগুলোতে হাফ-ব্লাড, মাড-ব্লাডরাও (যাদের মা-বাবা কেউই জাদুকর নয়) ভর্তি হতে পেরেছিল। তার হাউজের চিহ্ন ছিল সাপ এবং রং ছিল সবুজ ও রূপালি।

স্লিদারিনের লোগো; Image Source: wallpapercave.com

প্রতিষ্ঠার পর খ্যাতি কুড়িয়ে হগওয়ার্টস চলছিল তার নিজস্ব স্রোতে। সবকিছু ভালোভাবেই সম্পন্ন হচ্ছিল। কিন্তু হঠাৎ দেখা দিল এক গোলযোগ। নিজে বিশুদ্ধ রক্তের অধিকারী ও খানিকটা অহংকারী হওয়ায় অর্ধ-বিশুদ্ধ ও অবিশুদ্ধ রক্তের জাদুকরদের ঘৃণা করতেন স্লিদারিন। তার মতে, জাদুবিদ্যা শুধু পিওর-ব্লাডদেরই শেখার অধিকার আছে, আর মাগলরা হলো জাদু-শিক্ষায় অসমর্থ ও বিশ্বাসের অযোগ্য। সেজন্য, পিওর-ব্লাড ছাড়া অন্য কেউ যাতে হগওয়ার্টসের চৌকাঠ মাড়াতে না পারে, সে বিষয়ে তিনি হগওয়ার্টসের বাকি তিনজনের কাছে এক প্রস্তাব উত্থাপন করেন। সে প্রস্তাবে তিনজন- হেলগা, গড্রিক, ও রোয়েনা ঘোর আপত্তি করেন। গড্রিক স্লিদারিনের কাছের বন্ধু হওয়ায়, তার সাথে বাক-বিতণ্ডা শুরু করেন, যা একপর্যায়ে দ্বন্দ্বযুদ্ধে গিয়ে গড়ায়। যুদ্ধে জয় পান গড্রিক গ্রিফিন্ডর। এরপর চিরকালের জন্য হগওয়ার্টস ত্যাগ করেন সালাজার স্লিদারিন।

চেম্বার অভ সিক্রেটস

হগওয়ার্টস ত্যাগ করার আগে, সালাজার স্লিদারিন হগওয়ার্টসে গোপন এক কক্ষ নির্মাণ করে গিয়েছিলেন। সেখানে তিনি পাহারায় রেখে গিয়েছিলেন ব্যাসিলিস্ক নামক অতিকায় এক সরীসৃপকে। তিনি বিশ্বাস করতেন, কোনো একদিন তার যোগ্য কোনো উত্তরসূরী হগওয়ার্টসে এসে সেই গোপন কক্ষটিতে প্রবেশ করতে পারবে। সেই গোপন কক্ষটিই চেম্বার অভ সিক্রেটস নামে পরিচিত। এই গোপন কুঠুরি শুধু তারাই খুলতে পারবে, যারা সর্প-ভাষা জানে। স্লিদারিনের পরিবারের সবাই সাপের ভাষায় কথা বলতে পারত। তাই, তিনি ভেবেছিলেন তার পরিবারের যোগ্য উত্তরসূরী ছাড়া এটা কেউ খুলতে পারবে না। আর এ কক্ষ খুললেই বেরিয়ে আসবে ব্যাসিলিস্ক নামক দানবীয় সরীসৃপ, যে কিনা সুযোগ পেলেই হত্যা করবে স্কুল পড়ুয়া সকল মাগলকে।

চেম্বার অভ সিক্রেটসে স্লিদারিনের বিশাল মূর্তি; Image Source: express.co.uk

স্লিদারিনের আমলের প্রায় হাজার বছর পর প্রথমবারের মতো চেম্বার অভ সিক্রেটস খুলে বসে হগওয়ার্টসের এক শিক্ষার্থী ‘টম মারভোলো রিডল।’ স্লিদারিনের বংশধর হওয়ায় সর্প-ভাষা জানত সে। ফলে পোষ মানিয়ে নিল ব্যাসিলিস্ককে। সেবার ব্যাসিলিস্ক আক্রমণ করে বসে বহু মাগল শিক্ষার্থীর উপর। মোনিং মার্টল নামক এক শিক্ষার্থী মারাও যায় সে সময়। কিন্তু টম রিডল সম্পূর্ণ দোষ চাপায় হাউজ গ্রিফিন্ডরের রুবিয়াস হ্যাগ্রিডের পোষা প্রাণী অ্যারাগগ ও অ্যাক্রুম্যান্টুলার উপর। ফলে, হগওয়ার্টস থেকে বহিষ্কার করা হয় হ্যাগ্রিডকে।

টম রিডল; Image Source: weheartit.com

চেম্বার অভ সিক্রেটসে স্লিদারিনের মুখাবয়বের এক বিশাল মূর্তি স্থাপন করা ছিল। তার মুখে ছিল সাদা লম্বা দাড়ি। চেহারায় একটা চতুর চতুর ভাব ছিল। 

সালাজার স্লিদারিন তার স্থির সংকল্প, উচ্চাকাঙ্ক্ষা ও চতুরতার জন্য জগদ্বিখ্যাত ছিলেন। ওই বৈশিষ্ট্য দ্বারা তিনি নিজ হাউজ স্লিদারিনে শিক্ষার্থী নির্বাচন করতেন। একটা সময় সর্টিং হ্যাট তাকে ‘ক্ষমতা-ব্যাকুল স্লিদারিন’ বলেও আখ্যায়িত করেছিল। নিজ সংকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তিনি সর্বদা ছিলেন অটুট। যেমন, হগওয়ার্টসকে মাগল-মুক্ত করার প্রত্যক্ষ প্রচেষ্টায় ব্যর্থ হলেও, তিনি পরোক্ষভাবে সফল হবার জন্য চেম্বার অভ সিক্রেটস নির্মাণ করে গিয়েছিলেন।

তার এ স্বভাবের সাথে টম মারভোলো রিডল ওরফে লর্ড ভলডেমর্টের স্বভাবে পুরোপুরি মিল ছিল। স্লিদারিনের মনের মাঝে আত্ম-অহমিকা ও অহংকার পোষণ করতেন। সেজন্য তিনি বিশুদ্ধ রক্ত ছাড়া বাকিদের ঘৃণা করতেন। চেম্বার অভ সিক্রেটসে নিজের বিশাল মূর্তি স্থাপন তার দম্ভকেই যেন প্রতিফলিত করে।

সালাজার স্লিদারিনের পোর্ট্রেট; Image Source: Twitter.com

বিশুদ্ধ রক্তের জাদুকর পরিবার থেকে উঠে আসায়, জাদুবিদ্যায় স্বভাবতই অনেক ভালো দখল ছিল স্লিদারিনের। 

সালাজার স্লিদারিন ও তার পরিবার সাপের ভাষায় কথা বলতে পারতেন। এছাড়াও তিনি ব্যাসিলিস্ককে নিয়ন্ত্রণ করতে পারতেন। ব্যাসিলিস্ককে তিনি হাজার বছর ধরে চেম্বার অভ সিক্রেটস এ প্রহরায় নিযুক্ত করে রেখেছিলেন। তার তৈরি একেকটি ব্যাসিলিস্ক প্রায় নয় হাজার বছর পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা রাখত। এজন্য তার হাউজে প্রধান চিহ্ন হিসেবে স্থান পেয়েছে একটি সাপ।

ব্যাসিলিস্ক; Image Source: screenrant.com

এরকম কানাঘুষাও শোনা যায় যে, স্লিদারিন চেম্বার অভ সিক্রেটস বানিয়েছিলেন মূলত তার হাউজের শিক্ষার্থীদেরকে কালো জাদু বা ডাকিনীবিদ্যা শেখানোর জন্য। তিনি কিলিং কার্স, ইম্পেরিয়াস কার্স সহ অনেকগুলো অমার্জনীয় অভিশাপের ব্যবহার খুব ভালোভাবে জানতেন। জাদু জগতের দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভলডেমর্টের অনুসারীদের মধ্যে প্রায় সবাই ছিল হাউজ স্লিদারিনের। ধারণা করা হয়, হাউজ স্লিদারিনের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই নিষিদ্ধ জাদু চর্চার প্রতি আগ্রহ দেখায় বেশি।

স্লিদারিন সর্প-কাঠ ও ব্যাসিলিস্কের শিং দিয়ে শক্তিশালী একটি জাদু ছড়ি তৈরি করেছিলেন। তার একটি লকেট প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়েছে। টম রিডল একটা সময় সেটাকে হরক্রাক্সে রূপান্তর করে ফেলে।

স্লিদারিনের লকেট; Source: pinterest.com

স্লিদারিনের উত্তরসূরীদের মধ্যে গন্ট পরিবারের কথাই ভালো করে জানা গেছে। জাদু জগতের ত্রাস ভলডেমর্ট ওরফে টম মারভোলো রিডলের নানা ছিল মারভোলো গন্ট। তার এক ছেলে ও এক মেয়ে ছিল- মরফিন ও মেরোপি গন্ট।

গন্ট পরিবার। মারভোলো গন্ট (মাঝে), মরফিন গন্ট (ডানে), মেরোপি গন্ট (বাঁয়ে); Image Source: harrypotter.fandom.com

গন্ট পরিবারের কাছেই স্লিদারিনের লকেট সংরক্ষিত ছিল। জাদু জগতের দ্বিতীয় মহাযুদ্ধে ভলডেমর্ট মারা যাবার পর তার গোপন কন্যা ‘ডেলফিনি’কে স্লিদারিনে সর্বশেষ উত্তরাধিকারী হিসেবে ধরা হয়।

ডেলফিনি রিডল; Image Source: bellatrisia.artstation.com

হাউজ স্লিদারিন থেকে যুগ যুগ ধরে খ্যাতনামা সব জাদুকর বেরিয়ে এসেছেন। সর্বকালের অন্যতম সেরা জাদুকর হিসেবে খ্যাত মেরলিনও স্লিদারিন হাউজের শিক্ষার্থী ছিল। এছাড়াও হোরেস স্লাগহর্ন, সেভেরাস স্নেইপ, বেল্লাট্রিক্স লেস্ট্রেঞ্জ, লেটা লেস্ট্রেঞ্জ, রেগুলাস ব্ল্যাক, লুসিয়াস ম্যালফয়, অ্যান্ড্রোমিডা টঙ্কসের মতো দুনিয়া কাঁপানো জাদুকরেরা স্লিদারিন থেকেই বেরিয়ে এসেছে। জাদু জগতে ত্রাস ছড়ানো ভয়ানক জাদুকর লর্ড ভলডেমর্টও এই স্লিদারিনেরই ছাত্র। এমনকি হ্যারি পটারের ছেলে অ্যালবাস সেভেরাস পটারকে সর্টিং হ্যাট হাউজ স্লিদারিনের জন্যই নির্বাচন করেছিল।

Related Articles