Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

হ্যারি হাউজ স্লিদারিনের শিক্ষার্থী হলে কী হতো?

৯৯৩ খ্রিস্টাব্দে ব্রিটেনের চার খ্যাতনামা জাদুকর গড্রিক গ্রিফিন্ডর, সালাজার স্লিদারিন, হেলগা হাফলপাফ, এবং রোয়েনা র‍্যাভেনক্ল ‘হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ড্রি’ প্রতিষ্ঠার সময় নিজেদের মতাদর্শ অনুযায়ী চারটি হাউজ তৈরি করেন। এর মধ্যে গড্রিক গ্রিফিন্ডর বিশ্বাস করতেন সততা, সংকল্প ও সাহসিকতাই সবকিছুর মূল চালিকাশক্তি। তাই নিজ হাউজে ছাত্র ভর্তি করানোর সময় এই বৈশিষ্ট্যগুলোর উপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাহসের উপাখ্যান হাউজ গ্রিফিন্ডর যে কয়জন যশস্বী জাদুকর পৃথিবীকে উপহার দিয়েছে, তার মধ্যে হ্যারি পটারের নাম স্বর্ণাক্ষরেই লিখা থাকবে। এখন প্রশ্ন হলো, সর্টিং হ্যাট তো হ্যারি পটারকে হাউজ স্লিদারিনে পাঠাতে চেয়েছিল। হ্যারি স্লিদারিনে গেলে কী হতো? গল্পে কোনো পরিবর্তন আসত কি? নাকি পারিপার্শ্বিক দুষ্টচক্রের চোরাবালির ফাঁদে আটকে সে নিজেই ঘোর অমানিশার পথ বেছে নিত? এসব সম্ভাবনা ও প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই আয়োজন।

সাহসের উপাখ্যান হাউজ গ্রিফিন্ডর; Image Source: Tumblr.

প্রথমেই ব্যাখ্যা করা উচিত,

  • হ্যারি কেন গ্রিফিন্ডর হাউজ বেছে নিয়েছিল?
  • সে স্লিদারিন হাউজে কেন যেতে চায়নি?
  • সর্টিং হ্যাট কেন তাকে হাউজ স্লিদারিনে দিতে চেয়েছিল?

প্রথম প্রশ্নের উত্তর

হগওয়ার্টসে পদার্পণের আগেই হ্যারি এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়, যা তাকে গ্রিফিন্ডর হাউজ বেছে নিতে সাহায্য করে। জাদু জগতের যে ব্যক্তিটির সাথে হ্যারির সর্বপ্রথম মোলাকাত হয়, তিনি হলেন রুবিয়াস হ্যাগ্রিড। ডার্সলি পরিবারের অত্যাচারের রোষানলে হ্যারির জীবন যখন অতিষ্ঠ, তখন গ্রীষ্মের তপ্ত প্রখরতা কাটিয়ে দেওয়া শীতল বৃষ্টির মতো হ্যারির জীবনে আশীর্বাদ হয়ে আগমন ঘটে বিশালদেহী হ্যাগ্রিডের। এই হ্যাগ্রিড নিজেও ছিলেন হাউজ গ্রিফিন্ডরের শিক্ষার্থী। এছাড়াও হ্যারির মা-বাবা (লিলি আর জেমস পটার) দুজনেই হাউজ গ্রিফিন্ডর থেকেই হগওয়ার্টসে পড়ালেখার পাঠ চুকিয়েছেন। তাই, এদিকে হ্যারি হাউজ গ্রিফিন্ডরের প্রতি ছিল ইতিবাচক। আর ট্রেনে এক কামরার সে রন আর হারমায়োনির সাথে বসে এসেছিল। এখান থেকেও সে হাউজ গ্রিফিন্ডরে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে।

হাউজ স্লিদারিন; Image Source: Art Station.

দ্বিতীয় প্রশ্নের উত্তর

হ্যারি কেন হাউজ স্লিদারিনের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেছিল? উত্তরটা সোজা। হ্যারি পটার ফ্র‍্যাঞ্চাইজির প্রথম সিনেমা সরসরার্স স্টোনে দেখানো হয়েছে, হ্যারির সাথে ড্রেকো ম্যালফয়ের প্রথম দেখা হয় হগওয়ার্টসে। কিন্তু বইয়ে বলা আছে, হ্যারি-ড্রেকোর প্রথম মোলাকাত হয় ডায়াগন অ্যালিতে, ম্যাডাম মালকিনের দর্জি দোকানে। ওখানে তারা হগওয়ার্টসের ইউনিফর্ম কিনতে গিয়েছিল। কথার এক ফাঁকে ড্রেকো বলেছিল সে হাউজ স্লিদারিনে যেতে চায়। কিন্তু ড্রেকোর অহমিকা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এবং অহংকারী মনোভাব দেখে হ্যারির চোখে তার খালাতো ভাই ডাডলির চিত্র ভেসে ওঠে। ডাডলিকে হ্যারি প্রচণ্ড ঘৃণা করত। সেজন্য ঐসময় থেকেই হ্যারি খানিকটা এড়িয়ে যায় ড্রেকোকে। এখান থেকে হ্যারির স্লিদারিন হাউজের প্রতি খারাপ লাগা শুরু।

ম্যাডাম মালকিনের দোকানে হ্যারি ও ড্রেকো; Image Source: HP Lexicon.

এরপর খেতে বসে হ্যারি যখন হ্যাগ্রিডকে জিজ্ঞেস করল, গ্রিফিন্ডর, স্লিদারিন, হাফলপাফ এসব কী জিনিস, তখন হ্যাগ্রিড বলেছিল, হগওয়ার্টসের ইতিহাসে কুখ্যাত প্রায় সকল ডার্ক উইজার্ডই বের হয়েছে হাউজ স্লিদারিন থেকে। হ্যাগ্রিডের এই কথা হ্যারির মনে হাউজ স্লিদারিনের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলার অন্যতম কারণ। তখনই হ্যারি সিদ্ধান্ত নেয়, বাকি তিন হাউজে গেলেও, সে জীবনে কোনোদিন হাউজ স্লিদারিনে যাবে না।

ডায়াগন অ্যালিতে হ্যাগ্রিডের সাথে হ্যারি; Image Source: Vladislav Pantic.

তৃতীয় প্রশ্নের উত্তর

হাউজ নির্বাচনের সময় সর্টিং হ্যাটকে যখন হ্যারির মাথায় রাখা হলো, তখন হ্যাটটা তার ভিতরের অসম সাহস দেখে তাকে হাউজ গ্রিফিন্ডরে দিতে চাইল। কিন্তু হ্যারির ভিতর ভলডেমর্টের আত্মার একটা অংশ থাকায় সে ছিল একটা হরক্রাক্স এবং একজন পার্সলমাউথ (যে সর্প-ভাষা জানে), যা হ্যারিকে জুড়ে রেখেছিল সালাজার স্লিদারিন পরিবারের এক অংশ হিসেবে।

জানতে পড়ে ফেলুন: স্লিদারিন বংশের অজানা ইতিহাস

সর্টিং হ্যাট মাথায় হ্যারি; Image Source: Warner Bros.

সেজন্য হ্যাট তাকে স্লিদারিন হাউজে দিতে চেয়েছিল। যেহেতু সর্টিং হ্যাট শিক্ষার্থীদের ইচ্ছাকেও প্রাধান্য দেয়, তাই হ্যারিকে স্লিদারিনের বদলে গ্রিফিন্ডরে দেওয়া হয়েছিল, হ্যারির ইচ্ছানুসারে। হ্যারি হাউজ র‍্যাভেনক্লতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ, সে মেধাবী বা পড়ুয়া কোনোটাই ছিল না। হাউজ হাফলপাফের কিছু গুণ, যেমন- আনুগত্য, উদারতা, সততা হ্যারি নিজের মধ্যে ধারণ করত, কিন্তু সে তার বাবার মতো এতটাই সাহসী আর বেপরোয়া ছিল যে, তাকে সর্টিং হাউজ গ্রিফিন্ডরে রাখতেই বাধ্য হয়।

হাউজ স্লিদারিন; Image Source: Art Station.

তবে প্রথম দিন দর্জি দোকানে ড্রেকোর সাথে যদি হ্যারির দেখা না হতো, হ্যাগ্রিড যদি তাকে হাউজ স্লিদারিন সম্পর্কে নেতিবাচক কথা না বলত, তাহলে হয়তো সর্টিং হ্যাট তাকে স্লিদারিনে দিয়ে দিত, আর সে-ও তাতে মানা করত না।

আচ্ছা, ধরি সর্টিং হ্যাট হ্যারিকে হাউজ স্লিদারিনেই দিয়েছে। হ্যারি এখন স্লিদারিনের শিক্ষার্থী। তাহলে কেমন দাঁড়াত ব্যাপারটা? প্রথমেই বলতে হয়, ড্রেকো আর হ্যারি দুজনই সমান মেধাবী হওয়ায়, তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠত। কিন্তু হ্যারি কি তাতে ভলডেমর্টের পক্ষ নিত? অবশ্যই না।

হ্যারি এবং ড্রেকো; Image Source: Warner Bros.

স্লিদারিনে যাওয়ার মানে এই না যে, হ্যারি ভলডেমর্টের পক্ষ নেবে। কারণ ভলডেমর্টই হ্যারির বাবা-মাকে খুন করে তাকে এতিম বানিয়েছে। খুবই রূঢ় এক শৈশব কেটেছে হ্যারির। ভলডেমর্টকে সে আগের মতোই ঘৃণা করত। ক্রেব আর গয়েল ড্রেকোকে কখনো সঠিক রাস্তা বাতলে দিতে পারেনি। কিন্তু হ্যারি হয়তো সে অসাধ্য সাধন করতে পারত। এর উদাহরণ আমরা শেষের দিকেই দেখেছি। বয়স এবং বুঝ হবার পর নিজের বিবেকের কাছে সর্বদাই অপরাধী হিসেবে গণ্য হতো ড্রেকো। সে ছিল তার ডেথ ইটার মা-বাবার ব্যাড প্যারেন্টিংয়ের শিকার।

শেষদিকে নিজের ভুল বুঝতে পেরেছিল ড্রেকো; Image Source: Warner Bros.

তবে শুরু থেকেই হ্যারির প্রতি সকলের যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল, তা হয়তো পাল্টে যেত। চেম্বার অব সিক্রেটস মুভিতে দেখা গেছে, হ্যারি সর্প-ভাষা বলতে পারার জন্য তাকে অনেকে স্লিদারিনের বংশধর মনে করত। তাকে নিয়ে নানা কানাঘুষা এবং গুঞ্জন শুরু হয়। স্লিদারিনে গেলে পূর্বের ইতিহাসের জন্য সকলে শুরুতেই তাকে আলাদাভাবে ভয় পেত। এর ফলে হ্যারির স্বভাব, আচার-আচরণে ব্যাপক পরিবর্তন আসত। সে হয়ে যেতে পারত রূঢ় এবং কঠোর স্বভাবের।

ড্রেকো বনাম হ্যারি; Image Source: Vladislav Pantic.

এবার আসি সেভেরাস স্নেইপের কাছে। সেভেরাস স্নেইপ সারাজীবনই হাউজ স্লিদারিনের পয়েন্ট নিয়ে পক্ষপাতিত্ব করেছেন। আমরা দেখেছি, তিনি হ্যারির সামান্য বা অনিচ্ছাকৃত ভুলের জন্য পুরো হাউজ গ্রিফিন্ডরের পয়েন্ট কেটে নিয়েছেন। হ্যারি স্লিদারিনে থাকলে তিনি কি এমনটা করতেন? উত্তরটা হবে, “সাপও মরবে, লাঠিও ভাঙবে না” ধাঁচের। যেহেতু হ্যারির চেহারায় তারা বাবা জেমস পটারের অবয়ব ভেসে উঠত, তাই নিজ হাউজে থাকা সত্ত্বেও তিনি হ্যারিকে ঘৃণা করতেন। জেমস আর সেভেরাসের মধ্যে ছাত্রাবস্থায় সাপে-নেউলের সম্পর্ক ছিল, সেই বিষয়ে সকলেই অবগত। তবে নিজের হাউজের পয়েন্ট তিনি কমাতেন না। হ্যারিকে কীভাবে ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়া যায়, তিনি সেই উপায় খুঁজে বের করতেন।

সেভেরাস স্নেইপ; Image Source: Vladislav Pantic.

স্লিদারিন হাউজে হ্যারির সাথে সবসময় সেভেরাসের দেখা হতো। আর প্রতিবার দেখাতেই সেভেরাসের লিলির কথা মনে পড়ত। লিলিকে প্রাণে মেরে ফেলায় ভলডেমর্টকে দারুণ ঘৃণা করতেন সেভেরাস। আর ভলডেমর্টের আত্মার একটা অংশ ছিল হ্যারির ভিতরে। এজন্য হয়তো ঘৃণার পরিমাণটা কমবেশি হতো। কিন্তু সেভেরাস এমন এক জটিল ও রহস্যময় এক চরিত্র, যাকে বোঝা বড় দায়। তাই, নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। হ্যারিকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ডুবে থাকতেন হগওয়ার্টসের প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বলডোর। সর্বদা সতর্ক ও বিচক্ষণ দৃষ্টি রাখতে হতো হ্যারির উপরে। কারণ, হ্যারির স্লিদারিনে গমন মানে, ডাম্বলডোরের থেকে হ্যারির দূরত্ব বাড়া আর হ্যারি ভলডেমর্টের আরও সান্নিধ্যে যাওয়া। ফলে ভলডেমর্ট সহজেই হ্যারিকে কাবু করে ফেলতে পারত।

Image Source: Vladislav Pantic.

ঐসময় তার কাছে হরক্রাক্স ধ্বংসের মতো কঠিন এক কাজ সঁপে দেওয়াটা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। হ্যারি স্লিদারিনের গেলে তার বন্ধু-বান্ধব হতো ড্রেকো, গয়েল, ক্রেবরা। রন আর হারমায়োনির সাথে তার বন্ধুত্ব গড়ে উঠত না স্বভাবতই। আর রন এবং হারমায়োনি না থাকলে হ্যারি কখনোই একা এই হরক্রাক্স খুঁজে বের করতে পারত না। অ্যালবাস রন আর হারমায়োনিকে হরক্রাক্স খোঁজার দায়িত্ব দিয়েছিলেন, যা তিনি ড্রেকো, ক্রেব, আর গয়েলকে জীবনেও দিতেন না। তখন সবগুলো হরক্রাক্স ধ্বংস হওয়াও একটা কল্পনা হিসেবে বেঁচে থাকত।

হ্যারি, রন, হারমায়োনি; Image Source: Warner Bros.

এখানে একটা মজার ব্যাপার আছে। হ্যারি স্লিদারিনে চলে গেলে ডাম্বলডোরের মতো মেধাবী ও তুখোড় জাদুকর শুরুতেই বুঝতে পারতেন, হ্যারির ভিতর ভলডেমর্টের আত্মার একটা অংশ রয়েছে। ডাম্বলডোর বুঝে যেতেন, ভলডেমর্ট অমর হবার নেশায় মত্ত হয়ে হরক্রাক্স বানিয়েছে। চেম্বার অব সিক্রেটস অংশেই তিনি বুঝতে পেরেছিলেন টম রিডলের ডায়েরিটা একটা হরক্রাক্স। তার সন্দেহ ছিল আরও হরক্রাক্স থাকতে পারে। হ্যারি যখন পঞ্চম বর্ষে, তখন অ্যালবাস বুঝতে পেরেছিলেন হ্যারি নিজেই একটা হরক্রাক্স।

টম রিডলের ডায়েরি হাতে ডাম্বলডোর; Image Source: Warner Bros.

সর্বশেষ প্রশ্ন হলো হ্যারি স্লিদারিনে গেলে কি ব্যাটেল অভ হগওয়ার্টস সংগঠিত হতো? হয়তো হতো, কিংবা হতো না। কারণ, ওই যুদ্ধ জেতার বড় একটা নিয়ামক ছিল গ্রিফিন্ডরের শিক্ষার্থীরা। সাথে সাহায্য করেছে র‍্যাভেনক্ল আর হাফলপাফের শিক্ষার্থীরাও। আর স্লিদারিনের শিক্ষার্থীদের বাকি তিন হাউজ এমনিতেই এড়িয়ে চলত। ব্যাটেল অভ হগওয়ার্টসে স্লিদারিনের শিক্ষার্থীরা হগওয়ার্টসের পক্ষে লড়েনি। তারা পালিয়ে গিয়েছিল। হ্যারি স্লিদারিনে গেলে তৈরি হতো না ডাম্বলডোর আর্মি, এবং সে যুদ্ধে গ্রিফিন্ডরের শিক্ষার্থীদের সঙ্গ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। ওই যুদ্ধে সবাই ভলডেমর্টের বিপক্ষে অংশ নিয়েছিল। এর মধ্যে ছিল শিক্ষার্থী, শিক্ষক, অর্ডার অব দ্য ফিনিক্সের সদস্য, অরোরেরা।

ব্যাটেল অব হগওয়ার্টসে গ্রিফিন্ডরের শিক্ষার্থীরা; Image Source: Warner Bros.

হ্যারি স্লিদারিনে গেলে কাহিনি বর্তমান থেকে আলাদা হতো। তবে একটা কথা সত্য, হাউজ স্লিদারিন ভালো একজন শিক্ষার্থী পেতো। যেখানে হ্যারি কিছু মানুষকে অন্ধকার ছেঁটে আলোর পথ দেখাতে পারত। বদলাতে পারত তাদের চিন্তা-চেতনা।

ডাম্বলডোর একবার বলেছিলেন,

“তোমরা কে কোনখান থেকে এসেছ, কে কোন হাউজের তা মুখ্য বিষয় নয়। তুমি কী ভাবছ, তুমি কী করতে চাও, তোমার সিদ্ধান্ত, তোমার কর্মই হলো মুখ্য বিষয়।”

প্রতি হাউজেই বিপরীত বৈশিষ্ট্যের শিক্ষার্থী বিদ্যমান। যেমন, সেডরিক আর নিম্ফ্যাডোরা টঙ্কস হাউজ হাফলপাফের হয়েও ছিল গ্রিফিন্ডরের শিক্ষার্থীদের মতো সাহসী। বুদ্ধিমত্তা পড়ুয়া স্বভাবের হাউজ র‍্যাভেনক্লর গিল্ডরয় লকহার্ট ছিলেন মহামূর্খ এবং ধাপ্পাবাজ। হাউজ স্লিদারিনের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও সত্য পথ বেছে নিয়েছিলেন প্রফেসর হোরেস স্লাগহর্ন এবং সেভেরাস স্নেইপ। আর গ্রিফিন্ডরের শিক্ষার্থী হয়েও পিটার পেটিগ্রু ছিল ভীতুর ডিম আর বিশ্বাসঘাতক।

সেডরিক, সেভেরাস এবং স্লাগহর্ন, লকহার্ট, পেটিগ্রু; Image Source: Warner Bros.

হ্যারির সুন্দর একটা মন ছিল। ডাডলি পরিবারের অত্যাচার সহ্য করেও সে থেকেছে দয়ালু, হয়েছে পরোপকারী। তাই স্লিদারিনে গেলেও ভালো একজন জাদুকর হিসেবে জাদুজগত হয়তো তাকে স্মরণে রাখত।

পড়তে পারেন: লিলি সেভেরাস স্নেইপকে বেছে নিলে কী হতো?

This is a Bengali article about what would happen if Harry Potter was a student of House Slytherin?
Feature Image: Warner Bros

Related Articles