Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

মিঠুন-শ্রীদেবী: যে প্রেমকাহিনী বলিউডের ছবিকেও হার মানায়

বলিউড আর বাস্তবতা, এই দুইয়ের মাঝে অনেকেই আকাশ পাতাল তফাৎ খুঁজে পান। বলিউডের জগৎটা যেহেতু কাল্পনিক, তাই সেটি বর্ণিল ও আড়ম্বর। সে তুলনায় বাস্তবতা অনেকটাই বিবর্ণ মনে হয়, যার মাঝে লুকিয়ে আছে অজস্র অন্ধকার গলি-ঘুপচি।

তবে প্রকৃতপক্ষে বলিউড আর বাস্তবতা মোটেই ভিন্ন কিছু নয়। বাস্তবে যেমন, বলিউডেও তেমনই রয়েছে অনেক বীভৎসতা, কদর্যতা। সেখানেও রয়েছে দীর্ঘশ্বাস, না পাওয়ার হাহাকার, কিংবা কতশত অব্যক্ত ব্যথা।

পর্দায় বেশিরভাগ সময়ই হয়তো আমরা স্বপ্নের ফানুস উড়তে দেখতে পাই, কিন্তু সেই স্বপ্নের কারিগররা যে দিনশেষে মানুষ, এবং বাস্তবের রুক্ষ-কঠিন জমিনেই তাদের পদচারণা। তাই পর্দার রসায়নের বাইরেও বলিউডের নায়ক-নায়িকাদের একটি বাস্তবিক ব্যক্তিজীবন থাকে, যেখানে তারাও প্রেম করে, তারাও আবেগের স্রোতে ভেসে যায়, আবার তাদেরও মন ভাঙে, হৃদয় হয় চূর্ণ-বিচূর্ণ।

বলিউডের নায়ক-নায়িকাদের এমন বিয়োগান্তক প্রেমকাহিনীর সংখ্যা নেহাত কম নয়। যুগে যুগে অসংখ্য জুটি পরস্পরের সাথে প্রেমের খেলায় মেতেছে, হয়ে উঠেছে টক অভ দ্য টাউন। আবার একটা নির্দিষ্ট সময় পর তাদের প্রেমকাহিনী গণমানুষের মন থেকে ফিকেও হয়ে গেছে, যেমন তাদের নিজেদের মন থেকে উধাও হয়েছে প্রেম।

হাতেগোনা অল্প কিছু বিয়োগান্তক প্রেমকাহিনীই আছে, যারা দীর্ঘসময় পরও সমান আলোচনা-বিতর্কের রসদ জোগাতে পারে, যেসব প্রেমকাহিনীকে ঘিরে রোমাঞ্চ সর্বদাই থাকে তুঙ্গে।

বলিউডের সবচেয়ে রহস্যময় প্রেমকাহিনীর একটি মিঠুন-শ্রীদেবীর; Image Source: India Today

বলিউডের ঠিক এই ঘরানার একটি প্রেমকাহিনীর প্রধান দুই কুশীলব হলেন মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী। তাদের প্রেমকাহিনীটি আজো যে বড্ড বেশি মুখরোচক, তার কারণ সম্ভবত এর পেছনের জট পাকানো দুর্বোধ্যতা ও রহস্যময়তা। একটি ঘটনা যখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়, তখন সেটির ব্যাপারে মানুষের আগ্রহও ক্রমশ কমে আসতে থাকে। কিন্তু ধোঁয়াশাপূর্ণ ঘটনার রেশ মানুষের মনে জমে থাকে দিনের পর দিন।

মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর এই প্রেমকাহিনীতে পার্শ্বচরিত্র হিসেবে রয়েছেন আরো অন্তত তিনজন। তাদের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ চরিত্রটি হলেন প্রযোজক বনি কাপুর। তার সাথে মিঠুনের বন্ধুত্ব দিয়েই এ গল্পের শুরু।

মিঠুন ও বনির প্রথম সাক্ষাৎ ‘হাম পাঁচ’ ছবিটি নির্মাণকালে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮০ সালে। সুনির্মিত সেই ছবিটি ব্যবসায়িকভাবে ছিল দারুণ সফল। সেখানে সঞ্জীব কুমার, শাবানা আজমি, নাসিরুদ্ধিন শাহ, রাজ বাব্বর, অমরেশ পুরীদের পাশাপাশি অভিনয় করেছিলেন মিঠুন। আর ছবিটির প্রযোজক হিসেবে ছিলেন বনি। ওই ছবিটি করতে গিয়েই মিঠুন ও বনির মাঝে মোটামুটি ভালো বন্ধুত্বের সূচনা হয়।

এদিকে মিঠুন প্রথম বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী হেলেনা লিউককে। কিন্তু তাদের বৈবাহিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের চার মাসের মাথায় বিচ্ছেদ হয়ে যায়। এরপর ওই বছরই মিঠুন বিয়ে করেন অভিনেত্রী যোগিতা বালিকে, যিনি ইতোমধ্যেই বেশ প্রতিষ্ঠিত তো ছিলেনই, পাশাপাশি বয়সেও ছিলেন উঠতি অভিনেতা মিঠুনের চেয়ে বড়। তাছাড়া যোগিতার আরেকটি বড় পরিচয় হলো, তিনি ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমারের স্ত্রী। তিন বছর বিয়ের পর ১৯৭৮ সালে ভেঙেছিল যোগিতা-কিশোরের সম্পর্ক।

মুম্বাইয়ে অভিনয়জীবনের প্রাথমিক পর্যায়ে মিঠুনকে বেশ সংগ্রাম করতে হয়েছিল। তখন তার পাশে দাঁড়িয়েছিলেন যোগিতা। যোগিতার কারণেই তিনি চলচ্চিত্রভুবনে পরিচিতি পেয়েছিলেন। এজন্য যোগিতার প্রতি মিঠুনের মনে সবসময়ই ছিল দারুণ কৃতজ্ঞতাবোধ।

‘ডিস্কো ড্যান্সার’ দিয়ে সুপারস্টার বনে যান মিঠুন; Image Source: Mumbai Mirror

তবে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিস্কো ড্যান্সার’ ছবিটি ব্লকবাস্টার হওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করেন মিঠুন। সামাজিক-অ্যাকশন ছবি করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠা মিথুন ‘জাগ উঠা ইনসান’ (১৯৮৪) ছবির শুটিং সেটে প্রেমে পড়ে যান শ্রীদেবীর। শ্রীদেবীর পক্ষ থেকেও কাঙ্ক্ষিত সাড়া পান তিনি। এবং এক পর্যায়ে তারা নাকি বিয়েও করে ফেলেন।

যদিও এ তথ্যের সত্যতা কখনোই স্বীকার করেননি মিঠুন বা শ্রীদেবী, তবে তৎকালীন একটি জনপ্রিয় সংবাদমাধ্যম ফাঁস করে দেয় মিঠুন-শ্রীদেবীর বিয়ের সনদপত্র, যেখানে উল্লেখ করা হয় বিয়েটি হয়েছিল ১৯৮৫ সালে। এভাবেই বলিউডের সেই পরকীয়া ও দ্বিতীয় বিয়ের স্বর্ণযুগে ধরম-হেমা, রাজ বাব্বর-স্মিতার দেখানো পথেই নাকি হাঁটেন মিঠুন-শ্রীদেবী।

যা-ই হোক, মিঠুন-শ্রীদেবী জুটির পরবর্তী ছবি ‘ওয়াতান কি রাখোওয়ালে’ মুক্তি পায় ১৯৮৭ সালে। ততদিনে তাদের সম্পর্কের মাঝে বাধার দেয়াল হিসেবে আবির্ভাব ঘটে গেছে বনি কাপুরের। ১৯৮৪ সালেই ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে অভিনয়ের সময় প্রযোজক বনির সঙ্গে যোগাযোগ ঘটে শ্রীদেবীর। অসামান্যা সুন্দরী শ্রীদেবীর প্রেমে পাগল হয়ে যান বনি। উল্লেখ্য, বনিও তখন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন মোনা কাপুরের সাথে। তবে শ্রীদেবী তখন বনিকে খুব একটা পাত্তা দেননি, যেহেতু তিনি তখন মগ্ন মিঠুনের প্রেমে।

শ্রীদেবীর অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন বনি; Image Source: IANS

তাৎক্ষণিকভাবে শ্রীদেবীর মন না পেলেও চেষ্টা চালিয়ে যেতে থাকেন বনি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানার থেকে অনিল কাপুর-শ্রীদেবী জুটিকে নিয়ে উপর্যুপরি ছবি বানান তিনি। এছাড়া শ্রীদেবীর মাকেও হাত করার চেষ্টা করেন তিনি বিশাল অঙ্কের দেনা শোধের মাধ্যমে।

শ্রীদেবীর প্রতি বনির এই দুর্বলতা নজর এড়ায়নি মিঠুনেরও। ফলে চিড় ধরে যায় মিঠুন-বনির বন্ধুত্বে। এছাড়া শ্রীদেবীর ব্যাপারেও নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন মিঠুন। অবস্থা এক পর্যায়ে এতটাই গুরুতর হয়ে ওঠে যে, মিঠুনের মন থেকে সন্দেহ দূর করতে বনিকে রাখী পরাতে বাধ্য হন শ্রীদেবী।

তবে অচিরেই ধৈর্যচ্যুতি হয় ‘বলিউড ডিভা’ শ্রীদেবীরও। দিনের পর দিন মিঠুনের জীবনের ‘অন্য নারী’ হয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলেন তিনি। কেননা ভেতরে ভেতরে তার সাথে যে সম্পর্কই থাক, প্রকাশ্যে যে মিঠুন যোগিতার স্বামী, তার সন্তানদের বাবা। এ বিষয়টি মেনে নেয়া সহজ ছিল না শ্রীদেবীর জন্য। তাই তিনি আল্টিমেটাম দেন মিঠুনকে: “যেকোনো একজনকে বেছে নিতে হবে; হয় আমাকে, নয় যোগিতাকে।”

যোগিতা কিন্তু শ্রীদেবীর সাথে মিঠুনের সম্পর্কের ব্যাপারে কিছুটা জানতেন। তারপরও শুরুতে তিনি খুব একটা শক্ত অবস্থানে যাননি। এমনকি এ-ও তিনি বলেছিলেন, “ও (মিঠুন) দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলেও আমি তা মেনে নেব।” মিঠুনের প্রেমে ঠিক এতটাই অন্ধ ছিলেন তিনি। হয়তো সে কারণেই মিঠুন এত সহজে শ্রীদেবীর সাথে পরকীয়া চালিয়ে যেতে পারছিলেন।

যোগিতাকে ছেড়ে যেতে পারেননি মিঠুন; Image Source: Cinestaan

বিস্ময়কর ব্যাপার, এতক্ষণ কাহিনীতে ব্যাকফুটে থাকা যোগিতার কারণেই শেষ পর্যন্ত গোটা কাহিনীর মোড় ঘুরে যায়। আগে তিনি যা-ই বলে থাকুন না কেন, যখন মিঠুন-শ্রীদেবীর বিয়ের গুঞ্জন বাতাসে ভাসতে থাকে, তখন আকস্মিকভাবে আত্মহত্যার চেষ্টা করে বসেন তিনি। আর ঠিক তখনই, অনেক দেরি করে হলেও, মতি ফেরে মিঠুনের। তার মনে পড়ে যায়, যোগিতার গুরুত্ব তার জীবনে ঠিক কতটা। তিনি আরো উপলব্ধি করেন, যোগিতাকে ত্যাগ করা তার পক্ষে সম্ভব নয়, কেননা তিনি ইতোমধ্যেই তার দুই সন্তানের মা।

ফলে স্বাভাবিকভাবেই, যোগিতার প্রতি যত্নশীল হতে গিয়ে শ্রীদেবীর থেকে দূরে সরে যেতে থাকেন মিঠুন। এরই মাঝে মিঠুন-যোগিতা দম্পতির তৃতীয় সন্তানেরও আগমন ঘটলে শ্রীদেবী বুঝে যান, এ দম্পতির বিচ্ছেদের আশা করা বৃথা। তখন তিনি নিজেই মিঠুনের থেকে গুটিয়ে নেন নিজেকে। ফলে বাস্তবজীবনে তো বটেই, এমনকি ‘ওয়াক্ত কি আওয়াজ’ (১৯৮৮) ও ‘গুরু’ (১৯৮৯) ছবির পর ভেঙে যায় মিঠুন-শ্রীদেবীর পর্দার জুটিও। ‘গুরু’ ছবির শেষ দৃশ্যেই জীবনে শেষবারের মতো দেখা হয় দুজনের।

এই কাহিনীতে দোষ-ত্রুটি কার কতটুকু আছে সে বিচারে যদি আমরা না-ও যাই, নির্মোহভাবে বিশ্লেষণ করলে দেখতে পাব যোগিতার লাভটাই হয়েছিল সবচেয়ে বেশি। কারণ প্রকাশ্যে মিঠুন কখনোই তার পরকীয়ার কথা স্বীকার করেননি, বরং যোগিতার প্রতি নিজের প্রেমের কথাই জনসম্মুখে বলে বেড়িয়েছেন। তাই ব্যক্তিজীবনে আঘাত পেলেও, সমাজের চোখে ছোট হতে হয়নি যোগিতাকে।

২০১২ সালে মারা যান অর্জুন কাপুরের মা মোনা কাপুর; Image Source: Indian Express

কিন্তু শ্রীদেবী বা মোনার ভাগ্য এতটা ভালো ছিল না। মিঠুন তার সাথে সম্পর্কের কথা স্বীকার না করায়, শতভাগ সত্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি মিঠুন-শ্রীদেবীর ভালোবাসা বা বিয়েটা। অপরদিকে আরো বড় দুর্ভাগা মোনা। কারণ তার স্বামী তথা বনিকে একদা রাখী পরিয়ে দিয়েছিলেন যে শ্রীদেবী, তিনিই মিঠুনের সাথে বিচ্ছেদের পর প্রেম শুরু করে দেন বনির সাথে। ফলে ঘনীভূত হয় বনি-মোনার সংসারের অশান্তি, এবং পরিণামস্বরূপ ১৯৯৬ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের।

মজার ব্যাপার হলো, ১৯৯৬ সালেই বনির সাথে শ্রীদেবীর বৈবাহিক সম্পর্ক আনুষ্ঠানিক স্বীকৃতি পায় বটে, তবে তার আগেও চলে প্রচুর নাটক। এর আগ পর্যন্ত শ্রীদেবী বরাবরই সংবাদমাধ্যমে বনির সাথে তার সম্পর্কের কথা অস্বীকার করে আসছিলেন, এবং এ ধরনের সকল সম্ভাবনাকেই ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু যখন তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, কেবল তখনই তার মনে পড়ে যায় যে, তিনি তো মাস কয়েক আগে বিয়ে করেছেন বনিকে!

বলাই বাহুল্য, এতক্ষণ যে বহুমুখী প্রেমাখ্যান পাঠ করলেন, তা বলিউডের যেকোনো রোমান্টিক ছবিকেই হার মানাবে। এবার আসা যাক এই কাহিনীর সমাপ্তিতে

২০১২ সালে প্রথম পৃথিবী ছেড়ে চলে যান এই কাহিনীর সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি, মোনা কাপুর। দুই সন্তানের জননী ছিলেন তিনি। আর ২০১৮ সালে মৃত্যু হয় শ্রীদেবীর। অবশ্য তার আগ পর্যন্ত দীর্ঘ ২২ বছর তিনি সংসার করেছেন বনির সাথে। দুইটি সন্তানও হয়েছিল তাদের। এদিকে মিঠুনও সুখে-শান্তিতে সংসার করে চলেছেন যোগিতার সাথে। তাদের রয়েছে মোট চার সন্তান।

বনি কাপুর ও শ্রীদেবী; Image Source: Bollywood Hungama

শ্রীদেবীর মৃত্যুর পর অবশ্য তার সাথে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন মিঠুন। বলেছিলেন:

“আমরা হাসি-মজার মধ্যে দিয়েই কাজ করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে গেলাম। সেই সম্পর্কের সূত্রে আমি আর শ্রী ক্রমশ জড়িয়ে গেছিলাম একটা ভালোলাগার বন্ধনে। সেই সম্পর্কে হয়তো ছিল শান্তির প্রত্যাশা। চাহিদার প্রতিশ্রুতি।”

তিনি দিয়েছিলেন সম্পর্কটি ভেঙে যাওয়ার পেছনের ব্যাখ্যাও:

“দায়বদ্ধতা। জানি না, সত্যি জানি না। তবে এটুকু জানি, সেই ‘দায়’ কখনও আমি মেটাতে পেরেছি, কখনও হয়তো পারিনি। আর এই পারা, না-পারার মাঝেই আমার আর শ্রী-র সম্পর্কে তৈরি হল একটা দূরত্ব। বাকিটুকু কেবলই মন খারাপের স্মৃতি। আমি ওকে চিরকাল মনে রাখবো। শ্রী-ও আমাকে মনে রেখেছে, সে আমি জানি।”

This article is in Bengali language. It is about the love story between Mithun Chakraborty and Sridevi. Necessary references have been hyperlinked inside.

Featured Image © India Today

Related Articles