জলবায়ু পরিবর্তনের ফলে বেরিং প্রণালী কি সুয়েজ খালের বিকল্প হয়ে উঠবে?

আর্কটিক মহাসাগরের মধ্য দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য প্যাসেজগুলোর মধ্যে উত্তর সাগর রুট, যেটি কারা সাগর থেকে রাশিয়ান সীমান্তের সবচেয়ে কাছের রুট। এটি সাইবেরিয়া জুড়ে অবস্থিত বেরিং প্রণালী নামে পরিচিত, যা কনটেইনার জাহাজের জন্য প্রথম সম্ভাব্য বিকল্প হতে পারে। পুরো রুটটি রাশিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (EEZ) মধ্যে অবস্থিত।

article

পৃথিবীর সবচেয়ে বয়স্ক পাথর!

পৃথিবীর অন্য সব পাথরের চেয়ে বেশি বয়সী কানাডার এই পাথরের বয়স প্রায় ৪.২৮ বিলিয়ন বছর। এর আগে বয়স্ক পাথরের প্রতিযোগিতায় এগিয়ে ছিলো ২৫০ মিলিয়ন বছর আগে জন্ম নেওয়া এক পাথর। তবে ন্যুভুয়াজিটকের কাছে সেসব যেন একদম নস্যি! শুধু যে পাথর নিয়েই মানুষের চিন্তাকে বদলেছে এই পাথর তাই নয়, একইসাথে বয়স্ক এই পাথরের মাধ্যমে মানুষের চোখে পৃথিবীর জন্ম নেওয়ার ইতিহাসটাও অনেকটাই বদলে গিয়েছে।

article

দক্ষিণ তালপট্টি দ্বীপ: প্রকৃতি যেখানে বিরোধ নিষ্পত্তিকারক

বঙ্গোপসাগরের মাত্র ২.৫ বর্গ কি.মি আয়তনের দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ চার দশক ধরে চলে দ্বন্দ্ব। কিভাবে দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র জড়িয়ে পড়েছিল এই দ্বন্দ্বে? আর কিভাবেই বা হয়েছিল এর সমাধান?

article

রূপকথার ফুটন্ত নদীর সন্ধান যেভাবে পেলেন আন্দ্রেজ রুজো

একটি পয়েন্ট আছে যেখানে নদী গরম কফির চেয়েও বেশি গরম। এটা কোনো রূপকথার গল্প নয়। বরং আশ্চর্যজনক বিষয়! আমি যখন গবেষণার কাজ শুরু করি, শুরুতে স্যাটেলাইট ইমেজ খুব কম রেজুলেশনের ছিল।

article

আফ্রিকার সর্ববৃহৎ ভাসমান শহরে জীবনের নানা ঢেউ

একটি শহরের কথা ভাবা যাক। আপনি কর্মস্থলে যাওয়ার জন্য কেতাদুরস্ত হয়ে বের হলেন। বাসা থেকে বেরিয়ে ট্যাক্সি ভাড়া করলেন। কিছুক্ষণের মাঝেই তুমুল বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেল এবং ট্যাক্সির পেছনের সিটে প্রবল গতিতে ময়লা পানি প্রবেশ করতে শুরু করেছে।

article

বৈকাল হ্রদ: পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম হ্রদের গল্প

রুশ ফেডারেশনের সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণাংশে অবস্থিত পৃথিবীর সর্বপ্রাচীন স্বাদুপানির হ্রদ বৈকাল। বিজ্ঞানীদের হিসাবমতে, এই হ্রদের বয়স প্রায় ২০-২৫ মিলিয়ন বছরের মতো হবে। রুশরা একে ওরেজো বেয়কাল বা বৈকাল নামে ডেকে থাকে। তিইউরিস্ক ভাষার আঞ্চলিক শব্দ ‘বাই-কুল’ থেকে এই হ্রদের নামকরণ করা হয়েছে। বাংলায় যার অর্থ দাঁড়ায় সম্পদশালী হ্রদ।

article

মেরু অঞ্চলের রোজা: যেখানে নেই দিন-রাতের হিসেব

উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে কোথাও রাত বা দিন মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী হয়। আবার কোথাও মাসের পর মাস শুধু দিন বা রাত বিরাজমান থাকে। এর ফলে এখানে সূর্য দেখে সেহরি কিংবা ইফতারের সময় ঠিক করা যায় না। তাহলে প্রশ্ন আসে এসব অঞ্চলের মানুষ কীভাবে রোজা রাখেন?

video

ডেভিলস টাওয়ার: ওয়াইয়োমিং-এর বুকে এক অদ্ভুত পাহাড়

সেজন্য স্থানীয়দের নিকট এর নাম ‘ভালুকের পর্বত’ বা ‘আস্তানা’। তাদের বিশ্বাস, পাহাড়ের গায়ে থাকা দাগগুলো ভালুকের নখের আঁচড় থেকে সৃষ্ট!

video

ডোভারের শ্বেতচূড়া: ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এক অনন্য প্রাকৃতিক নিদর্শন

সমুদ্রের কোল ঘেঁষে সগৌরবে দণ্ডায়মান ডোভারের শ্বেতচূড়াগুলো ইংল্যান্ডের সাহিত্য, ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। ইউরোপের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা এই শ্বেতচূড়া দেশটির অন্যতম প্রাকৃতিক নিদর্শন। ‘দেশের প্রবেশদ্বার’ হিসেবে পরিচিত এই চূড়াগুলো রুখে দিয়েছে বেশ কয়েকটি সামরিক অভিযান। ইংল্যান্ডকে বাঁচিয়েছে জুলিয়াস সিজার থেকে শুরু করে হিটলারের নাৎসি বাহিনীর অবশ্যম্ভাবী আগ্রাসন থেকে। এ যেন সীমান্ত্রের অতন্দ্র প্রহরী। তাই এই চূড়া নিয়ে ব্রিটিশদের আবেগ অন্যরকম।

article

রাশিয়া, সোভিয়েত রাশিয়া ও সোভিয়েত ইউনিয়ন: নাম সংক্রান্ত বিভ্রান্তির ব্যাখ্যা

অনেকেই রাশিয়া, সোভিয়েত রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন – এই তিনটিকে সমার্থক হিসেবে বিবেচনা করে থাকেন, যেটি প্রকৃতপক্ষে ভুল।

article

End of Articles

No More Articles to Load