Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

গাইয়াস ক্যালিগুলা সিজার: রোমান সাম্রাজ্যের মসনদে এক উন্মাদ সম্রাটের অভ্যুত্থান

আজকের দিনে রোম শহরের ঘরে কেউ বসে নেই। হাতেগোনা কতক দাস-দাসী ব্যতীত বাকি সবাই ঘরের কাজকর্ম ফেলে শহরের ঘোড়দৌড়ের ময়দানে গিয়ে জমায়েত হয়েছে। শহরের মাঝামাঝি অবস্থিত সেই ময়দানের কাছাকাছি গেলেই জনতার হর্ষধ্বনিতে কান ফেটে যাওয়ার উপক্রম হবে। কিন্তু সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। উল্টো সবাই যে যার মতো শক্তি খাটিয়ে যারপরনাই চেঁচিয়ে বাজির ঘোড়াকে উৎসাহ প্রদান করছে। কিন্তু দৌড় শুরু হবার পূর্বে কিছু সময়ের জন্য সবাই নীরব হয়ে গেলো। হাজার হাজার জনতার উল্লাস তখন আশ্চর্যজনকভাবে পিনপতন নীরবতায় রূপান্তরিত হয়েছে। এর কারণ, আজকের প্রতিযোগিতার প্রধান অতিথি স্বয়ং রোমান সম্রাট এসে উপস্থিত হয়েছেন। সম্রাট এসে একপলক প্রতিযোগী ঘোড়াদের দিকে তাকিয়ে থাকলেন। যাচাই-বাছাই শেষে তিনি নীল দলের এক ঘোড়ার পক্ষে বাজি ধরলেন। নির্দিষ্ট সময়ে শুরু হলো ঘোড়দৌড়, আর সেই সাথে পুনরায় শুরু হয়ে গেলো দর্শকদের গগনবিদারী চিৎকার। প্রায় দুই রাউণ্ড দৌড়ের পর নীল দলের ঘোড়াকে পিছে ফেলে একে একে অন্য ঘোড়ারা সমাপ্তিসীমা অতিক্রম করে ফেললো। বিজয়ীদের পক্ষে বাজি ধরা জনতা আনন্দে ফেটে পড়লো। বাজি হারার দল তখন দু’চার বাক্য গালমন্দ করে নিজের কপাল দুষতে থাকলো।

সেদিন সবাই ঘোড়দৌড় দেখতে জড়ো হয়েছিলো ময়দানে; Image Source: Eagles and Dragons

কিন্তু এই ব্যস্ত জনতার কেউই লক্ষ করলো না, তখন তাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সম্রাট। সম্রাটের বাজির ঘোড়া হেরে গেছে। একথা সম্রাট একদমই মেনে নিতে পারছেন না। তাই তার মেজাজ বিশেষ ভালো নেই। তার উপর জনতার আনন্দ দেখে তার গা জ্বলতে লাগলো। তিনি তার উপদেষ্টাকে কাছে ডাকলেন। ডেকে ফরমান জারি করলেন, কাউকে যেন ময়দান ছেড়ে বাড়ি যেতে না দেওয়া হয়। সম্রাটের নীল দলের বিপক্ষে বাজি ধরা সকলকে আজ মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই বলে ক্রুর হাসি হাসতে থাকলো সম্রাট। আর তার দিকে ত্রাসের দৃষ্টিতে তাকিয়ে থাকলো সভাসদরা। কিন্তু হাকিম নড়ে তো হুকুম নড়ে না। সম্রাটের আদেশ পালন করতে ইতোমধ্যে সেনারা ময়দানে নেমে পড়েছে। দর্শকদের হর্ষধ্বনি মুহূর্তের মধ্যে পরিণত হলো বিমূর্ত হাহাকারে। ময়দানের বাদামি ধূলা সেদিন আর্দ্র হয়ে উঠলো নিরীহ জনতার রক্তপাতে। সেদিনের রোমের এই হাহাকার দেখে হয়তো প্রয়াত সম্রাট টাইবেরিয়াস অট্টহাসিতে ফেটে পড়েছিলেন। কারণ, তিনি মৃত্যুর পূর্বে তার এই উত্তরসূরিকে দেখে ভবিষ্যদ্বাণী করেছিলেন, “রোমের গর্ভে এক বিষধর সাপ বেড়ে উঠছে।” 

সেই বিষধর সাপ ছিলেন রোমান সম্রাট ক্যালিগুলা। যার বিষাক্ত ছোবলে জর্জরিত ছিল রোমের প্রতিটি প্রজা। বই, গল্প, সিনেমার বদৌলতে আমরা অনেকেই ক্যালিগুলার নাম শুনেছি। রোমান সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম আকর্ষণ এই বদ্ধ উন্মাদ শাসক। তার অত্যাচার নিয়ে ইতিহাসের চেয়ে অতিরঞ্জিত গল্পই প্রচলিত বেশি। কিন্তু সেগুলো ঝেড়ে ফেলে দিয়েও আমরা যেই ক্যালিগুলার মুখোমুখি হবো, তা হবে এক অস্বস্তিকর অনুভূতি। 

ক্যালিগা পায়ে ক্যালিগুলা

ক্যালিগুলা সিজারের আসল নাম ছিল গায়াস জুলিয়াস সিজার জার্মানিকাস। কেউ তাকে রোমের ঐতিহাসিক সম্রাট জুলিয়াস সিজারের সাথে মিলিয়ে ভুল করবেন না। কারণ, জুলিয়াস সিজার ছিলেন ক্যালিগুলার মহা-মহা-পিতামহ। ১২ খ্রিস্টাব্দের ৩১ আগস্ট রোমের সিজার ক্লডিয়ান পরিবারের নতুন সদস্য হিসেবে জন্ম নেন গায়াস সিজার। এই গায়াস সিজার পরবর্তীতে ইতিহাসের পাতায় নিজের নাম পাকাপাকিভাবে লিখিয়ে নেন রোমের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এবং অত্যাচারি শাসক হিসেবে। তার শাসনামলের পুরোটা সময় জুড়ে তিনি জনতার মাঝে ত্রাস সৃষ্টি করে শাসন করেছিলেন। ‘মগের মুল্লুক’ কথাটির বাস্তবিক পরিণতি হয়েছিল ক্যালিগুলার রোমে। তিনি ছিলেন তার পিতা মহান জার্মানিকাস এবং মাতা আগ্রিপিনার ছয় সন্তানের মাঝে তৃতীয়। তিনি যখন জন্ম নেন তখন রোমের সম্রাট ছিলেন তার মহা পিতামহ অগাস্টাস সিজার

ক্যালিগুলা সিজার; Image Source: Britannica Encyclopedia

তার পিতা জার্মানিকাস ছিলেন রোমান সাম্রাজ্যের জনপ্রিয় সেনাপতি। তাকে রোমের সাধারণ জনগণ মনেপ্রাণে ভালোবাসতো। জার্মানিকাস রোমান সেনাবাহিনী নিয়ে বিভিন্ন অঞ্চলে অভিযানে বের হতেন। তার সাথে থাকতেন তিন বছর বয়সী শিশু ক্যালিগুলা। ছোট বাচ্চারা যা দেখে, তাই অনুকরণ করতে ভালোবাসে। তাই কিশোর ক্যালিগুলাও সৈন্যদের দেখাদেখি পোশাক পরার বায়না ধরেছিলেন। জার্মানিকাস ছেলের বায়না মঞ্জুর করে তাকে পোশাক বানিয়ে দেন। পায়ে পরিয়ে দেন ‘ক্যালিগা’ নামক রোমান জুতা। ক্যালিগা পায়ে সৈন্যদের মাঝে ডানপিটে গায়াস সিজারের ছুটোছুটি ছিল বেশ পরিচিত দৃশ্য। এই ক্যালিগা থেকেই তাকে ধীরে ধীরে সবাই ক্যালিগুলা ডাকতে থাকে। যা পরবর্তীতে তার প্রচলিত ডাক নামে পরিণত হয়।

ক্যালিগা থেকে ক্যালিগুলা; Image Source: Wikimedia Commons

রক্তাক্ত পারিবারিক ইতিহাস

ক্যালিগুলার জন্মের দু’বছর পর ১৪ খ্রিস্টাব্দে মৃত্যু হয় সম্রাট অগাস্টাস সিজারের। রোমের ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই সম্রাটের মৃত্যুর পর তার শূন্যস্থান পূরণ নিয়ে পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। অগাস্টাসের মৃত্যুর পূর্বেই প্রায় আধ-ডজন উত্তরাধিকারীর মৃত্যুর পর তখন বেঁচে ছিলেন তার সৎপুত্র টাইবেরিয়াস। অগাস্টাসের পর তিনি রোমের একচ্ছত্র অধিপতি হিসেবে মনোনীত হন। সিংহাসনে বসেই তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং জনতার ভালোবাসার প্রতীক জার্মানিকাসকে পূর্ব প্রদেশের শাসনকার্যের ভার দিয়ে রোম থেকে দূরে সরিয়ে দেন। জার্মানিকাসের সাথে পূর্বে চলে যান ক্যালিগুলা। সেখানে যাওয়ার পর রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন জার্মানিকাস। এই অসুখ থেকে তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবে সন্দেহের তীর গিয়ে বিঁধে টাইবেরিয়াসের গায়ে। এখান থেকে শুরু হয় টাইবেরিয়াসের প্রতি রোমের জনগণের ঘৃণা। ক্যালিগুলার মা আগ্রিপিনাও এই তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তিনি সরাসরি সম্রাটকে অপমান করে বসেন। সম্রাট ক্রুদ্ধ হয়ে তাকে একটি ছোট দ্বীপে নির্বাসন পাঠিয়ে দেন। সেখানে অনাহারে দুর্বল হয়ে করুণ মৃত্যু ঘটে তার।

সম্রাট টাইবেরিয়াস; Image Source: Ancient Origins

আগ্রিপিনার মৃত্যুর পর পরিস্থিতি যেন সম্রাটের নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য তিনি আগ্রিপিনার রেখে যাওয়া দুই জ্যেষ্ঠ ছেলেকে কারারুদ্ধ করেন। সেখানে একজন আত্মহত্যা করেন এবং অন্যজন অনাহারে মারা পড়েন। শুধু বেঁচে থাকেন ক্যালিগুলা এবং তার বোনেরা। নিতান্ত কিশোর বয়সের ক্যালিগুলাকে মেরে সময় এবং শক্তির অপচয় করতে চাননি সম্রাট। ক্যালিগুলা বেঁচে থাকেন তার দাদি অ্যান্টোনিয়ার সাথে। এই সময়ে ক্যালিগুলার মাঝে কিছু অসামঞ্জস্য ব্যবহারের লক্ষণ দেখা যায়। যেমন, অনেক ইতিহাসবিদ ধারণা করেন, এই সময়ে তিনি তার বোন দ্রুসিলার সাথে ব্যভিচারে লিপ্ত হন। অবাক হলেও সত্য, কিশোর বয়সে ক্যালিগুলার এই রূপ অনেককেই ভয় পাইয়ে দিয়েছিলো। পরবর্তীতে টাইবেরিয়াস স্বয়ং ক্যালিগুলার দেখভালের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সুদূর ক্যাপ্রিতে ক্যালিগুলাকে ডেকে পাঠান।

কিশোর বয়সে পরিবারের অভিভাবক সবাইকে হারিয়ে দিশেহারা ক্যালিগুলা তখন তারই পিতার হত্যাকারী সন্দেহভাজনের মাঝে আশ্রয় খুঁজে পান। তবে সেই আশ্রয় ছিল অনেকটা বন্দিদশার মতো। একজন রাজকুমার হয়ে বন্দি অপরাধীর ন্যায় জীবনযাপন ক্যালিগুলার মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তুলে। ধীরে ধীরে বদলে যেতে থাকেন তিনি। একটা সময় দেখা গেলো তিনি অন্যের দুঃখে নির্লিপ্ত হয়ে আছেন। এমনকি তিনি মঞ্চ নাটকের ন্যায় বন্দিদের অত্যাচারের দৃশ্য দেখে আনন্দ লাভ করতেন। ক্যালিগুলার চরিত্রের এই কঠোর রূপ দেখে অট্টহাসিতে ফেটে পড়েছিলেন টাইবেরিয়াস। তিনি এই সময়ে ক্যালিগুলা সম্পর্কিত তার বিখ্যাত উক্তিটি করেছিলেন, “রোমের গর্ভে এক বিষধর সাপ বেড়ে উঠছে।” যা পরবর্তীতে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়।

নির্দয় হয়ে উঠেন ক্যালিগুলা; Image Source: Wisdom land

পাগলামির শুরু

ক্যালিগুলাকে বন্দি করার ছয় বছরের মাথায় সম্রাট টাইবেরিয়াস মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। এর আগেও সম্রাট বহুবার অসুস্থ হয়েছিলেন কিন্তু মৃত্যুর কাছাকাছি গিয়েও ফিরে এসেছেন অলৌকিকভাবে। তাই সবাই ভাবলো, এবারও বেঁচে যাবেন ‘ঘাটের মরা’ সম্রাট। এদিকে রোমের অবস্থাও ভালো নেই। বিশৃঙ্খল সম্রাটের অধীনে ছন্নছাড়া রোম। তার মৃত্যুর মাধ্যমে সবাই এই অভিশাপ থেকে মুক্তি চায়। জনতার এই প্রার্থনা বুঝি কবুল হলো। ৩৭ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন টাইবেরিয়াস। সম্রাটের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে রোমের মসনদে আসীন হলেন গাইয়াস ক্যালিগুলা সিজার। কিন্তু এই মৃত্যু নিয়েও নানা গুজব রটিত হয়েছিলো। অনেকের মতে, সম্রাট অচেতন হয়ে পড়লে ক্যালিগুলা তাকে মৃত ভেবে নিজে সম্রাটের রাজ আংটি আঙুলে পরেছিলেন। যেই না তিনি সিনেটরদের সম্রাটের মৃত্যুর খবর জানাতে যাবেন, তখন খবর আসলো, টাইবেরিয়াস মরেননি এবং তিনি তার আংটির খোঁজ করছেন। ক্রুদ্ধ ক্যালিগুলা তখন তার বিশ্বস্ত কমান্ডার মার্কোর সাহায্যে টাইবেরিয়াসকে হত্যা করে নিজের শাসনকালের সূচনা করেন। কিন্তু এই ঘটনা কতটুকু সত্য, তা নিয়ে তর্ক করা যায়। ক্যালিগুলা নিয়ে নির্মিত সিনেমা ও নাটকগুলোতে অবশ্য এই ঘটনাকে সত্য ধরে বেশ ফলাও করে চিত্রায়ন করা হয়েছে।

রোমের সম্রাট হন ক্যালিগুলা সিজার; Image Source: Perischini

একপ্রকার পাগলামির মাধ্যমে যাত্রা শুরু করা ক্যালিগুলা শাসনকালের প্রথমদিকে জনতার সমর্থন জিতে নেন। তিনি জরুরি ফরমান জারি করে সকল নাগরিককে টাইবেরিয়াসের কারা থেকে মুক্তি দান করেন। আগের সম্রাটের জারি করা অতিরিক্ত কর মওকুফ করে দেন। তার এই ঘোষণায় রোম উল্লাসে ফেটে পড়ে। চারদিকে ধ্বনিত হতে থাকে, “জয় সিজারের জয়! জয় সম্রাটের জয়!” ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। ঠিক যেমন টাইবেরিয়াস মরার আগে অসুস্থ হয়েছিলেন। সবাই ভাবলো এযাত্রায় বুঝি আর রক্ষা নেই। তারা সম্রাটের উত্তরসূরি গেমেলাসকে মানসিকভাবে সম্রাট হওয়ার জন্য প্রস্তুত করতে লাগলেন। কিন্তু এক মাসের পর ক্যালিগুলা সুস্থ হয়ে উঠলেন। যেন ‘পুনর্জন্ম’ হলো সম্রাটের। অবশ্য এই পুনর্জন্ম শুভ হলো না তার জন্য। তিনি যেন এক ভিন্ন ক্যালিগুলায় রূপান্তরিত হলেন। টাইবেরিয়াসের সেই বন্দি রাজকুমার ক্যালিগুলার মতো কিছুটা বিভ্রান্ত থাকতেন তিনি।

রোমান মুদ্রায় ক্যালিগুলা; Image Source: Wikimedia Commons

তিনি উপদেষ্টা হিসেবে তার চাচা ক্লডিয়াসকে নিযুক্ত করেন, যিনি তখন রোমে ভাঁড় হিসেবে পরিচিত ছিলেন। অনেকেই তার এই নিযুক্তিতে অবাক হলেও সম্রাটের বিরুদ্ধে কোনো কথা বলেননি। এই ক্লডিয়াস একদিন লক্ষ করলেন, নিজের কক্ষে নারীর ভূষণে নাচছেন সম্রাট। ভয়ার্ত চোখে ক্লডিয়াস এই দৃশ্য অবলোকন করলেন। হয়তো তিনি তখন বুঝেছিলেন, পুনর্জন্ম হয়ে যে মানুষটি উঠে এসেছেন, তিনি আর তাদের সেই পুরাতন ক্যালিগুলা নন, ভিন্ন কোনো উন্মাদ মানুষ। এই উন্মাদ সম্রাট নতুন ফরমান জারি করে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সকলের মৃত্যুদণ্ডাদেশ দেন। এদের মধ্যে কিশোর গেমেলাসও ছিলেন। পাগলামির চূড়ান্ত করে তিনি তাদের পিতামাতার চোখের সামনে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার হুকুম দেন। জল্লাদখানা অসহায় পিতামাতার কান্নায় ভারী হয়ে উঠলো। রোমের সেই ভারী বাতাসকে আরো ভারী করতে ক্যালিগুলা ঘোষণা করলেন, তিনি আর মানুষ নন, একজন দেবতায় রূপান্তরিত হয়েছেন। এখন থেকে রোমে তার পূজাও করতে হবে। এই উন্মাদনাকে বধ করতে তাকে বিয়ে দেওয়া হলো। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরেও তার পাগলামি একটুও কমলো না। বরং বেড়ে গেলো কয়েকগুণ।

অরাজকতার আখড়া

অসুস্থতার পর কেটে গেছে একটি বছর। অবিশ্বাসী ক্যালিগুলা ততদিনে যাকে পাচ্ছেন তাকেই মেরে ফেলছেন। কাউকে ভরসা হচ্ছিলো না তার। শুধু বেঁচে আছেন তার উপদেষ্টা ক্লডিয়াস। অবশ্য ক্যালিগুলা তখন দেবতা। তাই তার সম্মানে দরকার মন্দির। ক্যালিগুলা তার চাচাকে নির্দেশ দিলেন যেন তার সম্মানে সুউচ্চ মন্দির নির্মিত হয়। অন্যান্য দেবতার সাথে তার আলাপ করতে যেন অসুবিধা না হয় সেজন্য প্রাসাদ থেকে জুপিটারের মন্দির পর্যন্ত এক বিশাল সেতু নির্মাণের আদেশ দিলেন তিনি। পাছে সবাই হাসাহাসি করতে লাগলো। শেষমেশ রোমের কপালে জুটলো কিনা এক পাগল সম্রাট। কিন্তু যারা হেসেছে, তারা পরবর্তীতে আর কয়দিন বেঁচে ছিলেন, সেটা কেউ বলতে পারবে না। দোষী-নির্দোষী সবাই একে একে মারা পড়ছিলেন সম্রাটের নির্দেশে। একবার এক গুরুত্বপূর্ণ সিনেটরের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে ইতস্তত করছিলেন ক্লডিয়াস। ক্যালিগুলা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে স্মরণ করিয়ে দিয়েছিলেন,

“তুমি কি ভুলে গেছো হতভাগা ক্লডিয়াস, আমি সম্রাট। আমি যা খুশি করার এখতিয়ার রাখি।” 

ক্যালিগুলার প্রাসাদের ধ্বংসাবশেষ; Image Source:Enrico Verdesi

ক্যালিগুলা কারো ‘ভুলে যাওয়া’ সহ্য করতে পারতেন না। যেমন ধরা যাক জন্মদিনের কথা। সম্রাটের জন্মদিন ভুলে যাওয়ার অপরাধে দুই উপদেষ্টাকে কতল করেছিলেন তিনি। সিনেটর থেকে শুরু করে রাজপ্রাসাদের সবাই ভীত থাকতো, এই বুঝি তার মৃত্যু পরওয়ানা চলে আসলো। প্রশ্ন করতে পারেন, রোমের প্রজাতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ এবং কার্যকর সভা থাকতে ক্যালিগুলা কীভাবে এত মানুষের মৃত্যু পরওয়ানা জারি করেছিলেন? শাসনকালের শুরুর দিকে সম্রাট অনেকটা জনপ্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে তাকে রোমের প্রধান বিচারপতি হিসেবে ঘোষণা করেছিলেন। নিজেকে দেবতা ঘোষণা করার পর সেটা অনেকটা দেবতার রায়ের মতো অখণ্ডিত হয়ে পড়ে। তাই অসহায় সিনেটরদের কিছুই করার ছিল না।

ক্যালিগুলার রাজসভা; Image Source: Wikimedia Commons

বাধ্যতামূলক পতিতাবৃত্তির প্রচলন

ক্যালিগুলা খরচ করতে ভালোবাসতেন। তার লাগামহীন খরচের ভারে নুইয়ে পড়েছিলো রোমান অর্থনীতি। কিন্তু সম্রাটের কাছে কেউ ভুলেও বলতে পারতো না যে, কোষাগারে একটি কড়িও বাকি নেই। তবে ক্যালিগুলা অর্থ ঘাটতির ব্যাপারটি নিজে থেকে বুঝতে পারলেন। সবাই ভাবলেন, এবার হয়তো সম্রাটের টনক নড়বে। কিন্তু কিসের কী? উল্টো ‘টনক’ নড়ার বদলে বাকি সবাইকে নাড়িয়ে দিলেন সম্রাট। তিনি ঘোষণা করলেন অর্থ যোগানের জন্য এক রাজপতিতালয় খোলা হবে। সেখানে ১৪ বছর বয়সী তরুণী থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধা পর্যন্ত সব রাজকীয় নারীদের বাধ্যতামূলক পতিতাবৃত্তি গ্রহণ করতে হবে দুই সপ্তাহের জন্য। যৌন বিকারগ্রস্ত জনতা লুফে নিলো সম্রাটের এই প্রস্তাব। অনেক নারী সম্মান বাঁচাতে আত্মহত্যার পথ বেছে নিলেন। কিন্তু এখানেও লাভ হলো সম্রাটের। তিনি আত্মহত্যার অপরাধে সেই পরিবারের পুরো সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করে দেন। শূন্য রাজকোষাগার আবার অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ হয়ে উঠলো।

ঘোড়ার সিনেটর হওয়ার ঘটনা নিয়ে আঁকা ব্যঙ্গাত্মক চিত্র; Image Source: Leonardo Newtonic

নির্দয় ক্যালিগুলার হৃদয়ে বোধহয় একফোঁটা মমতাও ছিল না। কিন্তু এই ধারণা ভুল। নির্দয় ক্যালিগুলারও মায়া-মমতা ছিল। তার সব মায়া মমতা উৎসর্গ করেছিলেন তার ঘোড়া ইনসিটাটাসের প্রতি। কথিত আছে, এই ঘোড়াকে তিনি এতটাই ভালোবাসতেন যে, একবার সিদ্ধান্ত নিয়েছিলেন একে রোমের সিনেটরের মর্যাদায় উত্তীর্ণ করবেন। কিন্তু এই কথার ঐতিহাসিক ভিত্তি কিছুটা দুর্বল হওয়ায় অনেকেই ভুয়া আখ্যায়িত করেছেন।

প্রিয় ঘোড়াকে মদ্যপান করাচ্ছেন ক্যালিগুলা; Image Source: Perischini

যুদ্ধে যাবেন ক্যালিগুলা

ক্যালিগুলার মাথায় দুশ্চিন্তা ভর করলো। তার মৃত্যুর পর মানুষ তাকে ভুলে যাবে। তারপর একটা সময় থাকবে তার অস্তিত্ব ছিল সেটাই কেউ মনে রাখবে না। নাহ! এমনটা হতে দেওয়া যায় না। মানুষের মাঝে এবং ইতিহাসের পাতায় বেঁচে থাকতে হলে প্রয়োজন মহান কিছু করার। আর এই মাহাত্ম্য অর্জনের একমাত্র উপায় হচ্ছে যুদ্ধে যাওয়া। ক্যালিগুলাও যুদ্ধে বের হয়েছিলেন। তিনি ব্রিটেন আর জার্মানি আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরিকল্পনা করলে কী হবে, ততদিনে রোমান সেনাবাহিনী অনেকটাই দুর্বল হয়ে গেছে। কারণ ক্যালিগুলার নির্দেশে বহু অভিজ্ঞ সেনাপতিকে ইতোমধ্যে হত্যা করা হয়েছিলো।

ঝিনুক সংগ্রহ করেই যুদ্ধ শেষ করলেন ক্যালিগুলা; Image Source: History Hit

ক্যালিগুলা যুদ্ধে গেলেন ঠিকই, কিন্তু যুদ্ধ আর করলেন না। তিনি সেনাবাহিনীকে আদেশ দিলেন যেন সাগরের নুড়ি পাথর, ঝিনুক সংগ্রহ করে নিয়ে আসা হয়। তিনি দেশে ফিরলেন সেই পাথর, ঝিনুকের সংগ্রহ নিয়ে। সেই ঝিনুক বোঝাই পেটরা দেখে জনতা ভাবলো সোনা-রূপা বোঝাই করে সম্রাট রোমে ফিরেছেন। তারা জয়ধ্বনি দিয়ে সম্রাটকে বরণ করে নিলো।  

অত্যাচারীর পতন

মাত্র চার বছরের মাথায় ক্যালিগুলার অত্যাচারে সহ্যের বাঁধ ভেঙে গেলো কতিপয় সিনেটর এবং সেনা কর্মকর্তার। এভাবে ত্রাসের মাঝে আর কয়দিন বেঁচে থাকা যায়। আর আগামীকাল যে তারা বেঁচে থাকবেন, সেটারই বা নিশ্চয়তা কই? অনেকেই তার পরিবার-পরিজনকে সম্রাটের দণ্ডাদেশে হারিয়েছেন। অনেকের কন্যা, স্ত্রী সম্রাটের পতিতালয়ের শিকার হয়ে আত্মহত্যায় জীবন বিসর্জন দিয়েছেন। তাই ক্যাসিয়াস শেরিয়া নামক এক প্রিটোরিয়ান রক্ষীর নেতৃত্বে গোপনে গোপনে তারা একত্র হয়ে ক্যালিগুলাকে হত্যা করার পরিকল্পনা করতে থাকেন। এদিকে ক্যালিগুলা ঘোষণা করলেন, তিনি রোম ত্যাগ করে মিশরে চলে যাবেন। সেখান থেকে তিনি তার নতুন রাজত্ব শুরু করবেন। এই পুরাতন রোম ধ্বংস করে তিনি মিশরে গড়ে তুলবেন দেবতা ক্যালিগুলার আশীর্বাদপুষ্ট রোম। ক্যালিগুলার এই ঘোষণা তার হত্যা পরিকল্পনাকারীদের সতর্ক করে দিলো। হাতে একদম সময় নেই তাদের। তাই তারা পরদিনই খেলার ময়দানে ক্যালিগুলাকে হত্যা করার পরিকল্পনা করলেন।

ক্যালিগুলা হত্যাকাণ্ড; Image Source: Perischini

ক্যালেন্ডারের পাতায় ৪১ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি একটি খেলার অনুষ্ঠানে একজন দেহরক্ষী প্রথম ক্যালিগুলাকে ছুরিকাঘাত করে বসে। এরপর মুহূর্তের মধ্যে কয়েকজন প্রিটোরিয়ান রক্ষী ক্যালিগুলাকে ঘিরে ছুরিকাঘাত করতে থাকে। ইতিহাসবিদদের মতে, মোট ৩০ বার তাকে ছুরিকাঘাত করার মাধ্যমে হত্যা করা হয়। ক্যালিগুলার নাম এবং বংশ চিরতরে রোমের মাটি থেকে মিশিয়ে দিতে তার স্ত্রী এবং সন্তানদেরও হত্যা করা হয়। তার মন্দির ধ্বংস করে দেওয়া হয়। সম্রাটের মৃত্যুতে হঠাৎ করে রোমের রাজনীতির ময়দান গরম হয়ে উঠে। প্রিটোরিয়ান রক্ষীরা বিশৃঙ্খলার হাত থেকে নিজেদের বাঁচাতে তথাকথিত ভাঁড় উপদেষ্টা ক্লডিয়াসকে রোমের সম্রাটের আসনে বসিয়ে দেন। এভাবে এক অত্যাচারীর বিদায়ে রোমের ইতিহাসের এক কাল অধ্যায়ের অবসান ঘটে। ক্যালিগুলার মৃত্যুর পর নতুন রোমান সম্রাট ক্লডিয়াস তার হত্যাকারী ক্যাসিয়াস শেরিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। অবশ্য তার অপরাধ হিসেবে নিরীহ শিশু এবং ক্যালিগুলার স্ত্রী হত্যাকে বিবেচনায় আনা হয়েছিলো। এরপর এক কালের বোকা ক্লডিয়াস শক্ত হাতে রোমের গৌরব ফিরিয়ে আনেন।

রূপালি পর্দার ক্যালিগুলা

ক্যালিগুলা ভয় পেতেন ইতিহাস তাকে মনে রাখবে না। অথচ তিনি যা করেছেন, তার ভয়াবহতা ইতিহাস কোনোদিন ভুলবে না। যার প্রমাণ আজ হাজার বছর পরেও তার নামে রচিত হচ্ছে গ্রন্থ। বাংলাতে সেবা প্রকাশনীর মোড়কে ‘ক্যালিগুলা’ নামের একটি ঐতিহাসিক ঘরানার জীবনীমূলক গ্রন্থ ইতোমধ্যে পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এছাড়া ম্যালকম ম্যাকডয়েল অভিনীত ‘ক্যালিগুলা’ সিনেমা নির্মিত হয়েছিলো ১৯৭৯ সালে। বিশ্ববিখ্যাত ‘আই, ক্লডিয়াস’ নামক টিভি সিরিজে ক্যালিগুলার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নাট্যায়িত করেছেন বিখ্যাত অভিনেতা জন হার্ট। আগ্রহী পাঠকরা প্রয়োজনে সিনেমা এবং নাটকটি উপভোগ করতে পারেন।

ইতিহাসের কুখ্যাত শাসক ক্যালিগুলা; Image Source: Ancient Origins

ক্যালিগুলার ত্রাসের শাসনকাল রোমান সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম আকর্ষণীয় অংশ। তার শাসনকালের প্রভাব রোমান সাম্রাজ্যের বাকি দিনগুলোতেও লক্ষণীয় ছিল। ক্যালিগুলা আজ নেই। কিন্তু রয়ে গেছে কিছু প্রশ্ন। ক্যালিগুলা কি মানসিক বিকারগ্রস্ত ছিলেন? নাকি তিনি ঠাণ্ডা মাথায় এসব কিছু করে গেছেন নিতান্তই নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ হিসেবে? হয়তো এখন এসব প্রশ্নের কোনো সঠিক উত্তর পাওয়া সম্ভব নয়। কিন্তু আমরা শুধুই অনুমান করতে পারি। যে কারণেই হোক, তার ত্রাসের শাসন তাকে অধিষ্ঠিত করেছে ইতিহাসের অন্যতম কুখ্যাত সম্রাটের আসনে। তিনি সেখানে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে।

This is a Bangla article about Gaius Caligula Julius Caeser, the thir emperor of Rome. He was known for being the cruelest emperor ever lived. He was the first of the roman emperor to be assassinated. 

References: All the references are hyperlinked.

Feature Image: Wisdom Land

Related Articles