Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ইউজেনিক্স তত্ত্ব এবং আমেরিকার অন্ধকার যুগ

বর্তমান সময়ে পৃথিবীর মোড়লের আসনে বসা মার্কিন যুক্তরাষ্ট্রের সমৃদ্ধ আর অগ্রগতির কথা যেভাবে প্রচার করা হয়, ঠিক ততটাই গোপন রাখা হয় তাদের অন্ধকার সময়ের কথা। গোপন করা হয় তাদের হাতে ঘটে যাওয়া নানা কেলেঙ্কারি। কিন্তু এর অনেককিছুই বিশ্ববাসীর কাছে চাপা নেই। দাসপ্রথা, বর্ণবাদ, যুদ্ধ তাদের ইতিহাসে কালিমা লেপে দিয়েছে। আজকের দিনে সারা পৃথিবীর মানুষ যখন সমান অধিকার আর বর্ণবাদের বিরুদ্ধে সচেতন, তখনও আমাদের দেখতে হয় আমেরিকার ভূমিতে ‘ব্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।

আজকের এ লেখায় আমরা আমেরিকার এমন এক ইতিহাসের কথা জানব, যখন ‘ইউজেনিক্স’ নামক এক বৈজ্ঞানিক তত্ত্ব প্রয়োগ করে মানবজাতির উন্নয়ন আর সুস্থ-সবল ভবিষ্যত প্রজন্ম তৈরির নামে হাজার হাজার মানুষকে বন্ধ্যা করা হয়েছিল, এমনকি কেড়ে নেয়া হয় বহু লোকের প্রাণও।

২য় ইউজেনিক্স সম্মেলনের লোগো।
২য় ইউজেনিক্স সম্মেলনের লোগো; Image Source: Wikimedia Commons

ইউজেনিক্স কী?

এটি এমন একটি বৈজ্ঞানিক তত্ত্ব এবং অনুশীলন, যাতে একজন মানুষ তার জন্য নির্বাচিত নির্দিষ্ট বৈশিষ্ট্যসম্পন্ন সঙ্গীর সাথে প্রজনন ঘটিয়ে একটি সুস্থ সবল ভবিষ্যত প্রজন্ম তৈরি করবে। এর মাধ্যমে মানবসমাজ থেকে তথাকথিত নানা রোগ, প্রতিবন্ধকতা, মানসিক সমস্যা, খারাপ বৈশিষ্ট্য ইত্যাদি দূর করা যাবে। 

ইউজেনিক্সের প্রবক্তা এবং সমর্থকরা মনে করতেন, অপরাধ প্রবণতা, মানসিক রোগ, আভিজাত্য, ভদ্রতা, এমনকি দরিদ্রতা মানুষ তার বংশগতির ধারায় পেয়ে থাকে। তারা এটাও মনে করতেন, এসব বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের বংশবিস্তার রোধ করা গেলেই ভবিষ্যতের পৃথিবী সুন্দর করে গড়ে তোলা যাবে। তাই তারা ইউজেনিক্সের ভিত্তিতে এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে কর্মপন্থা ঠিক করেন, যাতে করে ‘অযোগ্য’ মানুষরা বংশবিস্তার না করতে পারে। এর পরিপ্রেক্ষিতে নিষ্ক্রিয়করণ বা বন্ধ্যাকরণের মতো প্রকল্প হাতে নেওয়া হয়।

শুরু থেকেই ইউজেনিক্স মানুষকে তথাকথিত সুস্থ, সবল, আদর্শ সমাজ গড়ার কথা বলে উৎসাহিত করছিল। বিংশ শতাব্দীর শুরুতে এটি আমেরিকায় তুমুল জনপ্রিয়তা পেতে থাকে। শতাব্দীর মাঝামঝি সময় পর্যন্ত এর প্রয়োগ ও প্রচার চলছিল বহাল তবিয়তে। 

ইউজেনিক্সের উত্থান এবং স্যার ফ্রান্সিস গ্যাল্টন

ইউজেনিক্স (Eugenics) শব্দটি মূলত ‘Good’ এবং ‘Birth’ শব্দদ্বয় থেকে এসেছে। এর অর্থ দাঁড়ায় ‘Good Birth’ অথবা ‘Good Creation’, বাংলা পরিভাষায়- সুন্দর জন্ম কিংবা সৃষ্টি। 

স্যার ফান্সিস গ্যাল্টন (১৮২২-১৯১১); Image Source: Wikimedia Commons

ইউজেনিক্স সম্পর্কে প্রথম ধারণা দেন গ্রিক দার্শনিক প্লেটো। প্লেটোর তার  বই ‘দ্য রিপাবলিক’-এ (খ্রিষ্টপূর্ব ৩৭৮) সমাজে উচ্চ বা সম্ভ্রান্ত পরিবারের নারী-পুরুষের বিয়ের এবং তাদের সন্তান উৎপাদনের মাধ্যমে একটি যোগ্যতম সমাজ তৈরি করার কথা বলেন। এ প্রক্রিয়ায় কোনো পুরুষ কোন নারীকে বিয়ে করবে, তা সেই দেশের শাসকের ঠিক করে দিতে হবে। 

কিন্তু ইউজেনিক্স দৃশ্যপটে আসে ১৮৮৩ সালে ব্রিটিশ বুদ্ধিজীবী, পলিম্যাথ স্যার ফ্রান্সিস গ্যাল্টনের হাত ধরে। গ্যাল্টন তার বই ‘ইনকোয়ারিস ইন্টু হিউম্যান ফ্যাকাল্টি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট’-এর মাধ্যমে ইউজেনিক্সকে সবার সামনে নিয়ে আসেন। মজার বিষয় হচ্ছে, স্যার ফ্রান্সিস গ্যাল্টন ছিলেন চার্লস ডারউইনের হাফ-কাজিন। তিনি ডারউইনের ‘সারভাইভাল অভ দ্য ফিটেস্ট’ বা  ‘যোগ্যতমের জয়’ তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত ছিলেন। সে সময় ব্রিটিশ অভিজাত সমাজ এই তত্ত্ব লুফে নেয়। বুদ্ধিজীবী সমাজে বেশ জনপ্রিয়তা পেয়ে যায় ইউজেনিক্স। কিন্তু গ্যাল্টনের নিজের দেশ ব্রিটেনে তার পরিকল্পনাগুলো তেমনটা আলোর মুখ দেখেনি। তবে বিশ শতকের শুরুতে এটি আমেরিকা জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করে।

আমেরিকায় ইউজেনিক্স

আমেরিকায় ইউজেনিক্সের উত্থান ঘটে ১৮৯৬ সালে, বিবাহ আইনের মাধ্যমে। সে বছর যারা মৃগীরোগী বা মানসিকভাবে অসুস্থ ছিল, তাদের বিয়ে এবং সন্তান গ্রহণ নিষিদ্ধ করা হয়। এরপর ১৯০৩ সালে, আমেরিকান ব্রিডার’স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন তৈরি করা হয়। এর উদ্দেশ্য ছিল ইউজেনিক্স নিয়ে উচ্চতর গবেষণা এবং প্রচার প্রসারে কাজ করা। পরে ১৯১১ সালে গঠিত হয় রেস বেটারমেন্ট ফাউন্ডেশন; যা ১৯১৫, ১৯২৫ এবং ১৯২৮ সালে ইউজেনিক্স সম্মেলন আয়োজন করে।

১৯২৬ সালে ইউজেনিক্সের প্রোপাগান্ডা পোস্টার; Image Source: Wikimedia Commons

ইউজেনিক্স আমেরিকার বুদ্ধিজীবী, অভিজাত, বিজ্ঞানী এবং সমাজতাত্ত্বিক ছাড়াও নানা শ্রেণির লোকের কাছে জনপ্রিয়তা পেতে থাকলে ইউজেনিক্স রেকর্ড অফিস তৈরি করা হয়। যেটি দেশে বসবাস করা পরিবারগুলোর জিনগত বৈশিষ্ট্যের তালিকা তৈরি করে। তারা দুই ধরনের তালিকা করে। এর মধ্যে এক দল ‘ফিট’, আর অন্য দল ‘আনফিট’। এর মানে, একদল বংশ বিস্তারের যোগ্য এবং অন্য দল অযোগ্য। ইউজেনিক্সের সংজ্ঞামতে, কে ফিট আর কে ফিট নয়- তা জানার জন্য তারা নাগরিকদের জ্ঞান যাচাই, দেহের বিভিন্ন অঙ্গের আকার-আকৃতি আর মাপ সংগ্রহ করেছিল। অযোগ্যের তালিকায় রাখা হয় কৃষ্ণাঙ্গ, সংখ্যালঘু, আদিবাসী এবং দরিদ্র জনগোষ্ঠীকে। একইসাথে তারা এটাও প্রমাণ করার চেষ্টা করছিল যে, তাদের এ দৃষ্টিভঙ্গি সামাজিক বা অর্থনৈতিকভাবে বর্ণবাদী না বা আগ্রাসী নয়। জিনগত কারণে মানুষের মধ্যে যে খারাপ বৈশিষ্ট্যগুলো তৈরি হয়েছে, তারা সেগুলোই কমানোর চেষ্টা করছে। 

বিশ শতকের শুরুতে আমেরিকায় এশিয়া ও ইউরোপ থেকে অধিবাসীদের ঢল আসতে থাকলে বেশ কয়েকজন অ্যাংলো স্যাক্সন শ্রেষ্ঠত্বে বিশ্বাসী সমাজতাত্ত্বিক এবং বিজ্ঞানী চিন্তিত হয়ে পড়েন। তাদের ভয় ছিল, অন্য দেশ থেকে আসা ইহুদী, আরব, ভারতীয়রা তাদের জাতির বিশুদ্ধতা নষ্ট করে ফেলবে। তাদের সাথে যুক্ত হয় কিছু নারীবাদী সংগঠন এবং রকফেলার ফাউন্ডেশনের মতো বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান।

জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে কর্মসূচী এবং প্রোপাগান্ডা

ধীরে ধীরে ইউজেনিক্স আন্দোলনের পরিধি বাড়তে থাকে। একে আরো জনপ্রিয় করতে সারা দেশে প্রোপাগান্ডা পোস্টার লাগানো হয়। কিছু পোস্টারের ভাষা ছিল এমন,“কিছু মানুষ অন্যের বোঝা হওয়ার জন্য জন্মায়”। আবার কিছু পোস্টারে একজন কৃষকের ছবি দিয়ে লেখা থাকত,“শুধুমাত্র স্বাস্থ্যবান বীজই বপন করতে হবে”। ১৯০৮ সালে ল্যুইসিয়ানা রাজ্যে আয়োজন করা হয় বেটার বেবি কনটেস্ট।

ইন্ডিয়ানায় ১৯৩১ সালে ‘বেটার বেবি’ প্রতিযোগিতার ছবি; Image Source: Wikimedia Commons

যে দম্পতিদের সন্তান সবচেয়ে বেশি সুস্থ-সবল হতো, তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে পুরস্কৃত করা হতো। এছাড়াও ১৯২০ সালে আয়োজন করা হয় ‘ফিটার ফ্যামিলিস’ নামক এক প্রতিযোগিতা। এটি প্রথম বিশ্বযুদ্ধের আগপর্যন্ত নিয়মিত আয়োজন করা হতো।

বাধ্যতামূলক বন্ধ্যাকরণ

১৯০৭ সালে ইন্ডিয়ানা অঙ্গরাজ্য ইউজেনিক্সের ভিত্তিতে বাধ্যতামূলক নিষ্ক্রিয় বা বন্ধাকরণ আইন পাশ করে। পরবর্তী সময়ে ইন্ডিয়ানার দেখানো পথে হাঁটে আরো ৩৩টি রাজ্য। ১৯২৭ সালে সুপ্রিম কোর্ট ঘোষণা করে, শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের বন্ধ্যাকরণ দেশের সংবিধান লঙ্ঘন করে না। শুধুমাত্র ক্যার্লিফোর্নিয়া মানসিক রোগ নিরাময় কেন্দ্রগুলোতে ১৯০৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বিশ হাজার মানুষকে বন্ধ্যা করা হয়।

ইউজেনিক্সের প্রোপাগান্ডা পোস্টার; Image Source: Nature

১৯৩০ সালে পুয়ের্তোরিকোর গভর্নর দেশ থেকে দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে অর্থনীতি চাঙ্গা করার যুক্তি দেখিয়ে সেখানকার হাজার হাজার নারীকে জোরপূর্বক বন্ধ্যা করেন। ১৯৭৬ সালের গভর্নমেন্ট অ্যাকাউন্ট্যাবিলিটি অফিসের তদন্তমতে, ১৯৭০-৭৬ সাল পর্যন্ত ২৫-৫০ শতাংশ নেটিভ আমেরিকান বন্ধ্যাকরণের শিকার হয়েছেন। তাদের কোনোরূপ সম্মতি ছাড়াই এ কাজ করা হয়।

হিটলার এবং ইউজেনিক্স

আমেরিকার জোরপূর্বক বন্ধ্যাকরণ ২য় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ইউজেনিক্স নিয়ে কর্মকাণ্ডের ধারেকাছেও ছিল না। হিটলার বিশুদ্ধ আর্য জাতি নির্মাণে বিশ্বাসী ছিলেন। তার কাছে ইহুদি এবং ভবঘুরেরা ছিল নিকৃষ্ট। ১৯৩৪ সালে তার লেখা বই ‘মাইন ক্যাম্ফ’-এ ইউজেনিক্সের প্রয়োগ নিয়ে তার ধারণা প্রকাশ পায়। এর পরবর্তী ফলাফল ছিল ৬০ লক্ষ ইহুদি হত্যা।

ইউজেনিক্সের পতন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উত্থান

২য় বিশ্বযুদ্ধে ইউজেনিক্সের ভয়াবহ প্রয়োগের ফলে যুদ্ধপরবর্তী সময়ে সেই আন্দোলন মুখ থুবড়ে পড়ে। যদিও জোর করে বন্ধ্যাকরণের কাজ এখনো হচ্ছে। কিন্তু প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। ইউজেনিক্স আমাদের কাছে নতুনভাবে এসে ধরা দিয়েছে।

আধুনিক ইউজেনিক্স, যাকে আমরা ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং’ নামে জানি। এই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষতিকর জিনকে সরিয়ে ফেলা যায়। এর ফলে বংশগতভাবে পাওয়া অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বর্তমানে সন্তান জন্ম হওয়ার আগেই বাবা-মায়েরা জিনগত পরীক্ষার মাধ্যমে আগাম সন্তানের সম্ভাব্য রোগ সম্পর্কে জানতে এবং সেটি নিরাময়ের ব্যবস্থা নিতে পারেন। এই বিষয়টি কিছুটা বিতর্ক ছড়িয়েছে। অনেকেই মনে করেন, প্রতিটি মানুষের রোগ নিয়ে জন্ম নেবার অধিকার আছে।

অনুমতি ছাড়া বন্ধ্যাকরণের সাথে জড়িত তেমন কেউই শাস্তি পায়নি। কিছু কিছু অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা করেছে। 

বিজ্ঞান অনেক দূর এগিয়ে যাবে। হয়তো মানুষের জীবনে সহজ করে আরো সুখশান্তি নিয়ে আসবে। তবে ইউজেনিক্সের ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সচেতনতাই কাম্য।

This article is in Bangla. It is about the history of Eugenics.

References:

1. Eugenics - History

2. America’s Hidden History: The Eugenics Movement - Nature

3. Eugenics - Britannica

Featured Image: Adam Cohen’s book “Imbeciles” details how Carrie Buck, shown here with her mother, Emma, in 1924, came to be at the center of a Supreme Court case that legalized forced sterilization for eugenic purposes.Photograph Courtesy Arthur Estabrook Papers, Special Collections & Archives, University at Albany, SUNY

Related Articles