Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ইহুদী জাতির ইতিহাস (পর্ব তিন): হযরত ইউসুফ (আ)- দাসবালক থেকে মিসরের উজির

খ্রিস্টান বিশ্বে যিনি জোসেফ নামে খ্যাত, মুসলিম আর ইহুদীদের কাছেই তিনি নবী হযরত ইউসুফ (আ)- অনিন্দ্য সুন্দর যে পুরুষ তিন ধর্মের মানুষের কাছেই সম্মানিত। এ তিন ধর্মের পবিত্র গ্রন্থ মোতাবেক, হযরত ইউসুফ (আ) হলেন সেই ব্যক্তি যার মাধ্যমে ইসরাইল জাতি স্থান লাভ করে মিসরে। কিন্তু তাঁর আজ ফকির তো কাল রাজা হবার যে নাটকীয় ঘটনা- সেটি জনবিদিত। আর সেই সাথে জননন্দিত হলো ইউসুফ-জুলেখার কাহিনী।

ইহুদী জাতির ইতিহাস কভার করা এ সিরিজে আমরা ইউসুফ (আ) এর জীবনের পাশাপাশি ইউসুফ-জুলেখার মূল একপক্ষীয় সম্পর্কের ঘটনাও বর্ণনা করব। তবে সেক্ষেত্রে আমরা এমন সব পুরনো নথিও খুঁজে বের করব, যেগুলোর কথা অনেকেই জানেন না। আপাতত আজকের এ লেখাটি সিরিজের তৃতীয় পর্ব যেখানে আমরা ইউসুফ (আ) এর মিসরের উজির হবার কাহিনী জানব।

ইহুদী জাতির ইতিহাসের প্রথম পর্ব পড়তে ক্লিক করুন: সূচনা পর্ব

ইউসুফ (يوسف) শব্দটি এসেছে হিব্রু একই শব্দ (יוֹסֵף) থেকে যার অর্থ ‘বৃদ্ধি করা’। হযরত ইউসুফ (আ) ছিলেন বারো ভাই এর একজন, তাঁর বাবা ছিলেন হযরত ইয়াকুব (আ), যাকে খ্রিস্টানরা জ্যাকব বলে থাকেন। তাঁর অন্য নাম ছিল ইসরাইল। বড় ১০ ভাইয়ের প্রায় সকলেই ছোট ইউসুফ (আ)-কে হিংসা করত, কারণ তাদের বাবা তাঁকে সবচেয়ে বেশি আদর করতেন। এজন্য তারা সিদ্ধান্ত নিল, ইউসুফ (আ)-কে সরিয়ে দেবে। এ ব্যাপারে তিন ধর্মই একমত। পবিত্র কুরআনের ১২:৪ আয়াত অনুযায়ী, ইউসুফ (আ) স্বপ্নে দেখেন, চাঁদ, সূর্য ও এগারোটি তারকা তাঁকে সিজদা করছে। কিন্তু, তাঁর পিতা তাঁকে মানা করেন এ স্বপ্ন ভাইদের জানাতে। উল্লেখ্য, বাইবেলের আদিপুস্তকে (৩৭:১-১১) এ স্বপ্ন দেখার সময় ইউসুফ (আ) এর বয়স ১৭ বছর ছিল বলে জানানো হয়েছে।

হযরত ইয়াকুব (আ) এর একাদশ পুত্র হযরত ইউসুফ (আ) এর মা ছিলেন রাহেলা, যার গর্ভে আরেক সন্তান বিনইয়ামিন জন্ম নিয়েছিলেন। কিন্তু বাকি ১০ পুত্রের জন্ম ইয়াকুব (আ) এর অন্য স্ত্রী লিয়ার গর্ভে। এজন্য বাকিরা ইউসুফ (আ) এর সৎ ভাই হলেও, বিনইয়ামিন ছিলেন তাঁর আপন ভাই।

ঈর্ষার বশবর্তী হয়ে বড় ভাইয়েরা তাঁকে হত্যার পরিকল্পনা আটে। পিতাকে ব্যাপক অনুরোধ করে হিতাকাঙ্ক্ষী সাজা ভাইয়েরা ইউসুফ (আ)-কে নিয়ে গেল। তারা তাঁকে হত্যা করেনি, কারণ সবার বড় ভাই রুবেন প্রাণে বধের ব্যাপারে বাধ সাধে। তার কথায় শেষপর্যন্ত ইউসুফ (আ)-কে এক শূন্য কুয়ায় ফেলে দেয়া হলো। তারা রাত্রে পিতার কাছে ফিরে জানালো, তারা যখন দৌড় প্রতিযোগিতা করছিল এবং ইউসুফ (আ)-কে মালপত্রের নিরাপত্তার জন্য রেখে গিয়েছিল, তখন এক নেকড়ে এসে তাঁকে খেয়ে ফেলে। তারা ইউসুফের বানোয়াট রক্তমাখা জামাও পেশ করল প্রমাণ হিসেবে, কিন্তু পিতা ইয়াকুব (আ) তাতে অবিশ্বাস করলেন।

এই সেই কুয়া যেখানে ইউসুফ (আ)-কে ফেলে দেয়া হয়েছিল বলে বলা হয়। এটি উত্তর ইসরায়েলের গালিলিতে অবস্থিত; Source: Wikimedia Commons

ওদিকে এক যাত্রীদল কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল, এবং তারা পানি পান করবার জন্য বালতি নামাতেই দেখে এক সুপুরুষ বালক। তারা তাঁকে মাত্র কয়েক দিরহামের জন্য বিক্রি করে দিলো। এতটাই নির্লোভ ছিল তারা ইউসুফ (আ) এর ব্যাপারে। এখানে ‘তারা’ কে সে বিষয়ে রয়েছে মতভেদ। ইবনে ইসহাক (র) বলেন, ভাইয়েরা আশপাশে থেকে লুকিয়ে দেখছিল, কী ঘটে ইউসুফ (আ) এর ভাগ্যে। ইবনে কাসির (র) এর তাফসিরে বর্ণিত, ইবনে আব্বাস (রা) এর মতে, ইউসুফ (আ)-কে কুয়া থেকে তোলার ঘটনা দেখে ভাইয়েরা এগিয়ে এসে তাঁকে যাত্রীদলের কাছে বিক্রি করেছিল খুব কম দামে, কারণ তাদের মূল লক্ষ্য ছিল আপদ বিদায় করা, অর্থ উপার্জন নয়। বাইবেলের আদিপুস্তক মোতাবেকও, ভাইয়েরাই বিক্রি করেছিল মিসরগামী এ মাদায়েনি বণিকদলের কাছে। তবে, কাতাদা (র) এর মতে, ‘তারা’ বলতে যাত্রীদলেরই বোঝানো হয়েছে।

মিসরে যে লোকটির কাছে ইউসুফ (আ)-কে বিক্রি করা হয় দাস হিসেবে তিনি ছিলেন ধনী। পবিত্র কুরআনে তাঁর নাম উল্লেখিত নেই, কিন্তু বলা আছে (১২:২১ আয়াত) যে, সেই ব্যক্তি নিজের স্ত্রীকে বলেছিলেন, তারা বালকটিকে নিজেদের ছেলে হিসেবে গ্রহণ করতে পারেন। ইবনে আব্বাস (রা) বলেন, লোকটির নাম ছিল কিতফীর। তিনি ছিলেন মিসরের উজির। তাঁকে আজিজ মিসরিও ডাকা হয়, যা একটি উপাধি, নাম নয়। আজিজ (عزيز) বর্তমানে জনপ্রিয় আরবি নাম হলেও এর প্রচলন সেমিটিক, ফিনিশিয়, আরামায়িক ও হিব্রু ভাষাতেও ছিল। বাইবেল বা তাওরাতেও কিতফীরের ‘ত-ফ-র’ এর কাছাকাছি নামই উল্লেখ করা হয়েছে ‘পতিফার’ (Potiphar)। মিসরীয় নিজস্ব ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকলে এটা বোধগম্য যে পতিফার একটি খাঁটি প্রাচীন মিসরিয় নাম। তখন মিসরীয় দেব দেবীদের সাথে নাম মিলিয়ে রাখা হত, যেমন পতিফেরা অর্থ “যাকে দেবরাজ রা দান করেছেন”। মিসরে যে একত্ববাদী ধর্ম তখন ছিল না সে ব্যাপারে সকলেই একমত। বাইবেলে পতিফারকে মিসররাজের নিরাপত্তাকর্মীদের প্রধান বলা হয়েছে। তবে আজিজের স্ত্রীর নাম বাইবেল বা কুরআন কোথাও উল্লেখ করা হয়নি। লোককথায় তার নামগুলোর মধ্যে একটি হলো ‘জুলাইখা’।

তখন অবশ্য এ পিরামিডগুলো ছিল না; Source: touregypt.net

এ পর্যায়ে এসে আমরা বহুল প্রচলিত ইউসুফ-জুলেখার কাহিনীর সম্মুখীন হই। কিন্তু আমাদের পরিচিত কাহিনীর চেয়েও অনেক অজানা কিছু অধ্যায় আমরা পাঠকদের জানাতে চাই বিধায় এ বিষয় নিয়ে বিস্তারিত এ পর্বে না জানিয়ে পরের পর্বে জানাতে চেষ্টা করা হবে, যার পুরোটাই হবে জুলাইখার কাহিনী নিয়ে। কুরআন কতটা জানায়, বাইবেল কতটা জানায়, এবং এর বাইরে আর কী কী জানা যায়? এবং অতি অবশ্যই আমরা ইউসুফ-জুলেখা নামক ইরানি টিভি সিরিজের চিত্রনাট্যের অনুসরণে যাব না, যেখানে গল্পের খাতিরে চিত্রনাট্যকারেরা কল্পনার আশ্রয় নিয়েছেন।

ইউসুফ (আ) দেখতে এতটাই অপরূপ ছিলেন যে জুলাইখা তাঁর প্রেমে পড়ে যান। এমনকি বর্ণিত আছে, অন্যান্য মহিলারা ছিঃ ছিঃ রব তুললে তাদের সামনেও কৌশলে তাঁকে হাজির করেন জুলাইখা, এবং তাঁর রূপ দেখে সে মহিলাদের হাতে থাকা ছুরির ধারে হাত কেটে যায়। তবে ইউসুফ (আ) জুলাইখার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জুলাইখা জোর করেন, এবং শেষপর্যন্ত ব্যর্থ হয়ে তাঁকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফাঁসিয়ে দেন। ফলে তাঁর জেল হয়ে যায়। (জুলাইখার বিস্তারিত কাহিনী পরের পর্বে)

শিল্পীর তুলিতে প্রাচীন মিসর; Source: Wallpaper Abyss

তাঁর সাথে আরো দুজন কয়েদী ছিল। ইউসুফ (আ) আল্লাহ কর্তৃক স্বপ্ন ব্যাখ্যার গুণ পেয়েছিলেন। কয়েদী দুজন স্বপ্ন দেখেছিল। তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন ইউসুফ (আ)। সত্যি সত্যি সেটা মিলে গেল, তার ভবিষ্যৎবাণী মাফিক, একজন ছাড়া পেয়ে মিসরের রাজার মদ পরিবেশক হলো, আরেকজন ক্রুশবিদ্ধ হল। মুক্তিপ্রাপ্তকে ইউসুফ (আ) অনুরোধ করেছিলেন যেন সে তার প্রভুকে জানায় ইউসুফ (আ) এর কথা।

এদিকে মিসররাজ নিজেও এক স্বপ্ন দেখলেন নিজের শয়নকক্ষে। দেখলেন, তিনি দাঁড়িয়ে আছেন নীল নদের তীরে। পানি কমতে কমতে কাদা হয়ে যাচ্ছে। মাছ লাফিয়ে কাদায় উঠে পড়ছে। হঠাৎ নদী থেকে সাতটা মোটা গরু উঠে এলো, পেছনে সাতটা শীর্ণ গরু। এরপর আজব ব্যাপার হলো। ঐ সাতটা শীর্ণ গরু খেয়ে ফেলল সাতটা মোটা গরুকে! তিনি ভয় পেয়ে গেলেন। নদীর পাড়ে সাতটা শস্যদানা দেখা গেল, রঙ সবুজ। এরপর সেগুলো কাদায় মিশে গেল। এরপর ঠিক ওখানেই সাতটা শুকনো শস্য পড়ে রইল।

তাঁর ঘুম ভেঙে গেল, অস্থির হয়ে গেলেন। তিনি লোক ডাকলেন, ডাকলেন জাদুকরদের। কী অর্থ এই স্বপ্নের? কেউ বলতে পারল না। বলল, আরে, এটা দুঃস্বপ্ন। রাজার মদপরিবেশক যখন এই কাহিনী শুনল, তখন তার মনে পড়ে গেল, কয়েক বছর আগে সে যখন জেলে ছিল, তখন তার সাথের কয়েদী, যার নাম ইউসুফ, স্বপ্ন শুনে বলে দিয়েছিল যে সে মুক্তি পেয়ে ফারাও এর মদপরিবেশক হবে!রাজাকে এটা বলার পর, তিনি ইউসুফকে জিজ্ঞেস করতে পাঠালেন।

ইউসুফ (আ) জানালেন, সাত বছর অনেক শস্য ফলবে, প্রয়োজনের বেশি। এগুলো সংরক্ষণ করতে হবে। কারণ এরপর সাত বছর চলবে খরা। তখন সেই শস্য ব্যবহার করতে হবে। এরপর এক বছর প্রচুর বৃষ্টি হবে।

রাজা তাঁকে তাঁর কাছে নিয়ে আসতে বললেন। তিনি আবারও তদন্ত করলেন ইউসুফ (আ) এর মামলার, এবং জানতে পারলেন  আসলে তিনি নির্দোষ। এরপর ইউসুফ (আ)-কে নিজের একান্ত সহচর করে নিলেন। ইউসুফ (আ) তাঁর কাছ থেকে কোষাগারের দায়িত্ব চেয়ে নিলেন। ধীরে ধীরে আরো উঁচু পদে উঠতে লাগলেন তিনি। একসময় তিনি হলেন রাজার অধীনে মিসরের উজির। এক দাসবালক থেকে মিসরের রাজদরবারের গণ্যমান্য একজন!

মিসরের আবু সিম্বেল মন্দির; Source: Travel HD Wallpapers

আসলেই ৭ বছর অনেক শস্য ফলল। উদ্ধৃত্ত পুরোটা জমা করলেন ইউসুফ (আ)। আর এরপর শুরু হল ৭ বছরের খরা। এত ভয়াবহ খরা যে আশপাশের সব দেশ পর্যন্ত আক্রান্ত হলো। এমনই একদিন, মধ্যপ্রাচ্য থেকে ১০ জন লোক এলো মিসরে। তারা শুনেছে, মিসরে এক দূরদর্শী লোকের কল্যাণে অনেক জমানো ফসল আছে, তারা খরাতে খুবই আক্রান্ত। তারা শস্য ভিক্ষা করতে এসেছে বুড়ো বাপকে দেশে রেখে।

দরবারে তারা এসে দাঁড়াতেই, ইউসুফ (আ) এর চোখে বুঝি পানি চলে এলো। এ যে তারই সেই ১০ ভাই, যারা তাকে কুয়াতে ফেলে গিয়েছিল! যার কাছে খাবার ভিক্ষা করতে তারা এসেছে, সেই তার ভাই, এখন মিসরের উজির! তিনি তাদের ভর্তি করে শস্য দিতে বললেন। ইউসুফ (আ) কথাচ্ছলে তাদের থেকে তাদের সৎ ভাই বিনইয়ামিনের কথাও জেনে নিলেন।

ইউসুফ (আ) বললেন, “তোমরা কি সত্যবাদী?”

তারা অবাক হয়ে বলল, “মিথ্যে কেন বলব?”

“ঠিক আছে, পরের বার তোমাদের ছোট ভাইটাকে নিয়ে আসবে। ঠিক আছে? না হলে এক দানাও শস্য পাবে না।”

ভাইয়েরা রাজি হয়ে গেল। চলেও গেল।

তারা জানলো না, ইউসুফ (আ) যে একজনকে দিয়ে গোপনে তাদের শস্যের বস্তার ভেতরে রেখে দিয়েছেন সেসব জিনিস যার বিনিময়ে তারা শস্য কিনেছিল। ভাইদের থেকে অর্থ তিনি নেননি। পুরোটাই তাদের অজান্তে তাদের সাথেই দিয়ে দিলেন। তাদের চলে যাবার পথের দিকে চেয়ে রইলেন, তাদের আবার আগমনের প্রতীক্ষায়। সাথে থাকবে তাঁর আপন ভাই।

মিসর থেকে নিজের দেশে দিরে এলো ১০ ভাই, সাথে এতগুলো উট বোঝাই শস্য। কিন্তু পরের বার শস্য আনার শর্তটা বাবাকে জানালো তারা, ছোটভাই বেঞ্জামিন (বেনইয়ামিন/বিনইয়ামিন) যদি পরের বার সাথে না যায়, তাহলে উজির আর শস্য দেবেন না।

ভাইয়েরা বস্তা খুলেই দেখলো, তাদের টাকা ফিরিয়ে দেয়া হয়েছে। সবাই খুশি হয়ে গেল। কিন্তু কেন এমনটা করা হল সেটা বুঝলো না। এই টাকা দিয়ে পরে আবার শস্য কেনা যাবে মিসর থেকে।

যখন শস্য ফুরিয়ে এলো, তখন তারা আবার প্রস্তুত হল, মিসর থেকে শস্য কিনতে। এবার বিনইয়ামিনকে সাথে নিতে হবে। কিন্তু বাবা ইয়াকুব (আ) অস্বীকৃতি জানালেন, তিনি তার ছোট ছেলেকে যেতে দেবেন না। কারণ, ইউসুফ (আ)-কে ভাইয়েরা দেখে রাখতে পারেনি। ছেলেদের পীড়াপীড়িতে অবশেষে ইয়াকুব (আ) রাজি হলেন, তবে কথা দিতে হল, যেকোনো মূল্যে বিনইয়ামিনকে ফেরত আনতে হবে।

শুরু হলো তাদের দীর্ঘ ভ্রমণ।

মিসরে পৌঁছালে পরে উজির তাদের সাদরে গ্রহণ করলেন। বিনইয়ামিনকে দেখেই তার জড়িয়ে ধরতে ইচ্ছে হলো, কিন্তু পারলেন না। তাই ইউসুফ (আ) পরিকল্পনা করলেন।

তাদের সম্মানে একটা ভোজসভা দিলেন। সেখানে সবাইকে জোড়ায় জোড়ায় বসতে হবে। ফলে ১১ ভাইয়ের ১০ জন জোড়ায় জোড়ায় বসল, কিন্তু জোড়া ছাড়া রয়ে গেলেন বিনইয়ামিন। এটাই চেয়েছিলেন ইউসুফ (আ)। ফলে ইউসুফ (আ) আর বিনইয়ামিন বসলেন একসাথে।

কথিত আছে, ভোজের একপর্যায়ে দেখা গেল, বিনইয়ামিনের চোখে পানি। অশ্রুর কারণ জিজ্ঞেস করলেন ইউসুফ (আ), উত্তরে বলল বিনইয়ামিন, “আমার এক ভাইকে আমি হারিয়েছি ছোট বেলায়। ও যদি এখানে থাকত, তার পাশেই বসতাম আমি।“

সেদিন রাত্রে, ইউসুফ (আ) বিনইয়ামিনকে ডেকে নিলেন এক কক্ষে। এরপর বললেন, “আমিই তোমার সেই ভাই। ইউসুফ।” কিন্তু, আপাতত ব্যাপারটা গোপন রাখতে বললেন। ইউসুফ (আ) কর্তৃক নিজের পরিচয় ভাইকে জানাবার ঘটনা ইবনে কাসির (র) এর তাফসিরে লিখিত আছে।

পরদিন যখন উটের পিঠে চড়ানো হচ্ছিল শস্যের বস্তা, তখন ইউসুফ (আ) এর আদেশে একজন গোপনে রাজার সোনার পাত্র শস্যের থলেতে ঢুকিয়ে রাখল। যখন ভাইয়েরা রওনা দিয়ে দিল, তখনই প্রধান ফটক আটকে দেয়া হলো।

পাহারাদাররা চিৎকার করে উঠলো, “তোমরা চোর!”

হঠাৎ এমন অভিযোগে অবাক হলো ভাইয়েরা। কারণ তারা তো চুরি করেনি। তারা বলল, “আমরা কেবল শস্য নিতে এসেছি।”

তাদের জিজ্ঞেস করা হল, “চোরের শাস্তি কি তোমাদের আইনে?”

তারা উত্তর দিল, “যার সম্পদ চুরি করা হয়েছে, তার দাস হয়ে থাকবে চোর। যে ধরা পড়বে তাকে যেন শাস্তির জন্য আটক করা হয়।”

চিরুনি অভিযানের পর তাদের এক বস্তা থেকে আসলেই রাজার সোনার পাত্র খুঁজে পাওয়া গেল। বিনইয়ামিনের থলেতে। তখন অন্য ১০ ভাই বলে উঠল, “এ চুরি করতে পারে, এর ভাইটাও (জোসেফ) চোর ছিল!” তারা জানত না, সেই ভাই এখানেই আছে!

নিয়ম মাফিক, বিনইয়ামিনকে রেখে যেতে হবে। তখন বড় ভাইদের মনে পড়ল, বাবার কাছে কী কথা দিয়ে এসেছিল তারা। তারা অনুরোধ করল, বিনইয়ামিনের জায়গায় আরেকজনকে রেখে দেয়া হোক। কিন্তু ইউসুফ (আ) মানলেন না।

সবচেয়ে বড় ভাই তখন রয়ে গেলেন, বাকি ভাইদের পাঠিয়ে দিলেন, বাবাকে খবরটা জানাতে। অন্যদিকে, ইউসুফ (আ) তার ভাই বিনইয়ামিনকে বলে দিলেন আসলে এটা তারই পরিকল্পনা। নিজের কাছেই তাকে রাখলেন তিনি।

সেই অনেক কাল আগে ইয়াকুব (আ) ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধই হয়ে গিয়েছিলেন। আজ আরেক সন্তান হারিয়ে আরও কষ্ট পেলেন।

কিন্তু কী করবে বুঝতে না পেরে, পেটের তাড়নায় আবার এলো ভাইয়েরা মিসরে। এবার রীতিমত ভিক্ষা করল তারা শস্যের জন্য।

এবার আর পারলেন না জোসেফ নিজেকে ধরে রাখতে। মিসরের ভাষা বাদ দিয়ে তার ভাইদের ভাষাতে বলে উঠলেন, “তোমরা তোমাদের ভাই ইউসুফ আর বিনইয়ামিনকে কী করতে মনে আছে?” (কুরআন ১২:৮৯)

উজিরের দিকে তাকিয়ে তারা অবাক হয়ে বলল, “তুমি ইউসুফ!”

“হ্যাঁ, আমিই ইউসুফ। আর আমার ভাই বিনইয়ামিন এই যে।”

ভাইয়েরা একেবারে ভয়ে যবুথবু হয়ে গেল। এখন কী করবেন তাদেরকে ইউসুফ (আ)? এত পাপের শাস্তি?

কিন্তু ইউসুফ (আ) তাদের ক্ষমা করে দিলেন। তাদের জড়িয়ে ধরলেন। আনন্দের অশ্রু বিসর্জন করলেন।

এর পরের কাহিনী সংক্ষেপে, ইয়াকুব (আ)-এর চোখের ওপর ইউসুফ (আ) এর একটি জামা রাখবার পর পরই তাঁর দৃষ্টিশক্তি ফিরে আসে। তাঁকে মিসরে নিয়ে আসা হল, ইউসুফ (আ) এর মা-কেও (মা-কেও আনা হয়েছিল, এটা কুরআনে উল্লেখিত। কিন্তু বাইবেল মতে, মা আগেই মারা গিয়েছিলেন।)। পুরো পরিবার আবার একত্রিত হলো। রাজার সাথেও পরিচয় করিয়ে দেয়া হলো তাদেরকে। (অবশ্য ইবনে কাসিরের তাফসিরে রয়েছে যে, এরকম মতবাদও আছে, আসলে তাঁর মা বিনইয়ামিনকে জন্ম দিতে গিয়ে মারা যাননি, বরং জীবিত ছিলেন। কুরআনে বলা হয়নি যে আসল মা নাকি সৎমা এসেছিলেন। কিন্তু কোনো মা এসেছিলেন বটে, তাফসিরে এ মতবাদও উল্লেখিত আছে যে, আসলে ইউসুফ (আ) এর মা নয় বরং খালা লিয়া এসেছিলেন, কিন্তু লিয়া যেহেতু ইয়াকুব (আ) এর আরেক স্ত্রী, তাই তিনিও ইউসুফ (আ) এর মা, সৎ মা।)

ইউসুফ (আ) তাঁর পিতামাতাকে উচ্চ আসনে বসালেন। এরপর উপস্থিত সকলেই অর্থাৎ ভাইয়েরাও ইউসুফ (আ) এর সামনে সিজদায় পরে গেলেন। তখন ইউসুফ (আ) বললেন, তিনি যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ্‌ সেটা সত্য করেছেন। (কুরআন ১২:১০০)

তখন থেকেই মিসরে বসবাস শুরু করল ইয়াকুব (আ) এর পরিবার, তার ১২ সন্তান। এই ১২ সন্তান পরবর্তীতে হিব্রু বা ইসরাইলের ১২ গোত্র হয়ে দাঁড়ায়। বনী ইসরাইল।

১১০ বছর বয়সে মারা যান ইউসুফ (আ)। মারা যাবার আগে তিনি অনুরোধ করেন, তার লাশ যেন তার পূর্বপুরুষদের সাথে দাফন করা হয়, কোনো দিন যদি মিসর থেকে তারা চলে যায়, সাথে নিয়ে যায় লাশ। পাঠকদের এ কথাটা মনে রাখতে হবে পরবর্তী এক পর্বের জন্য, যখন মুসা (আ) বনী ইসরাইলকে নিয়ে মিসর ত্যাগের পর্ব আসবে।

ইউসুফ (আ) এর মিসর-বাস ও উচ্চপদের কারণে বাইবেল গবেষকগণ মত প্রকাশ করেন যে, নিশ্চয়ই এত উচ্চপদস্থ একজনের রেকর্ড পাওয়া যাবে মিসরীয় প্রাচীন নথিতে। তবে অবশ্যই হিব্রু ইউসুফ নামে নয়, কারণ তিনি তো এ নামে নিশ্চয়ই মিসরে পরিচিত হননি দাস হিসেবে আসবার পর। তাই তাঁকে খুঁজতে হবে অন্য নামে। যেমন আদিপুস্তকে (৪১:৪৫) বলা আছে যে, মিসরের রাজা ইউসুফ (আ) এর নাম দিয়েছিলেন- যাফনাথ পানেহ (Zaphnath-Paaneah); উচ্চারণ শুনে বোঝা যায় মিসরীয় নাম। তবে আমরা এর অর্থ জানি না নিশ্চিতভাবে।

অনেকেই ফারাও জোসারের (Pharaoh Djoser) উজির ইমহোতেপকে (Imhotep) ইউসুফ (আ) বলে ধারণা করেন। এ নামের সাথে ইউসুফ নামের মিল আছে কিনা সে নিয়েও হয়েছে গবেষণা। তবে, এ দুজনকে এক ব্যক্তি হিসেবে দাবি করার পেছনে অন্য কারণ হলো, সিহিয়েল দ্বীপে পাওয়া এক খোদাই করা লিখনিতে জানা যায়, তাঁর সময় সাত বছর প্রচুর ফসলাদি এবং সাত বছর খরা হয়েছিল। ইমহোতেপই সমাধান দিয়েছিলেন ফসল জমিয়ে খরার সময় ব্যবহার করার ব্যাপারে।

এই সেই খোদাই করা লেখনি; Source: arkdiscovery.com

ইমহোতেপ আরেকটি কারণে বিখ্যাত, কারণ তিনি প্রথম পিরামিড বানান, তবে সেটা সমাধি হিসেবে নয়। মিসরের সাক্কারাতে জোসারের পিরামিড বা স্টেপ পিরামিড নামে খ্যাত সে পিরামিডের উদ্দেশ্য ছিল শস্য জমা রাখা! এখানে জমাকৃত ফসল দিয়েই খরার বছরগুলো পার করা হয়েছিল বলে ধারণা করা হয়।

ইমহোতেপের বানানো স্টেপ পিরামিড; Source: arkdiscovery.com

এখানে রাখা হত শস্য; Source: arkdiscovery.com

তবে ইমহোতেপের হযরত ইউসুফ (আ) না হবার ব্যাপারেও অনেকে যুক্তি দিয়েছেন। ইমহোতেপ যে-ই হোন না কেন, ইহুদী ধর্ম, খ্রিস্ট ধর্ম ও ইসলামের ইতিহাসে ইউসুফ (আ) একটি বড় ও গুরুত্ববহ জায়গা জুড়ে আছেন। কিন্তু যে বিষয়টি অনেকেই পুরোপুরি জানেন না সেটি হলো, যে ইসরাইলিদের এত সাদরে মিসরে থাকতে দেয়া হয়েছিল, সেই একই ইসরাইলিরা বা হিব্রুরা কীভাবে নির্যাতিত দাস হয়ে উঠলো? কেন তারা অত্যাচারিত হত? কেনই বা তাদেরকে মিসর থেকে উদ্ধার করা এত জরুরি হয়ে পড়েছিল? কী হয়েছিল মাঝের শত শত বছরে?

এ পর্যন্ত যা যা প্রশ্ন পাঠকদের মনে এসেছে সেগুলো কমেন্ট সেকশন থেকে বাছাই করে উত্তর দেয়া হবে পরের পর্বগুলোতে।

আমরা ফিরে আসব মাঝের শত শত বছরের কাহিনীতেই, পরের পর্বে ইউসুফ-জুলাইখার জানা-অজানা বিবরণীগুলো পাঠকের সামনে তুলে ধরবার পরেই!

 

চতুর্থ পর্ব: ইউসুফ-জুলেখার কাহিনীর জানা অজানা অধ্যায়

এ সিরিজের পর্বগুলো হলো:

প্রথম পর্ব: ইহুদী জাতির ইতিহাস: সূচনা পর্ব

দ্বিতীয় পর্ব: মিশরে যাবার আগে কেমন ছিল বনি ইসরাইল?

তৃতীয় পর্ব: হযরত ইউসুফ (আ): দাসবালক থেকে মিসরের উজির- ইহুদী জাতির ইতিহাস

চতুর্থ পর্ব: ইউসুফ-জুলেখার কাহিনীর জানা অজানা অধ্যায়

পঞ্চম পর্ব: মসজিদুল আকসা আর বাইতুল মুকাদ্দাসের ইতিবৃত্ত

ষষ্ঠ পর্ব: দাসবন্দী বনী ইসরাইল এবং হযরত মুসা (আ:) এর জন্ম

সপ্তম পর্ব: মিসরের রাজপ্রাসাদ থেকে সিনাই পর্বত

অষ্টম পর্ব: সিনাই পর্বত থেকে ফারাওয়ের রাজদরবার

নবম পর্ব: মিসরের অভিশাপ

দশম পর্ব: দ্বিখণ্ডিত লোহিত সাগর, এক্সোডাসের সূচনা

একাদশ পর্ব: মরিস বুকাইলি আর ফিরাউনের সেই মমি

দ্বাদশ পর্ব: তূর পর্বতে ঐশ্বরিক সঙ্গ এবং তাওরাত লাভ

ত্রয়োদশ পর্ব: ইসরাইলের বাছুর পূজা এবং একজন সামেরির ইতিবৃত্ত

চতুর্দশ পর্ব: জীবন সায়াহ্নে দুই নবী

পঞ্চদশ পর্ব: রাহাব ও দুই গুপ্তচরের কাহিনী

ষোড়শ পর্ব: জেরিকোর পতন এবং স্যামসনের অলৌকিকতা

সপ্তদশ পর্ব: এক নতুন যুগের সূচনা

 

বোনাস প্রাসঙ্গিক আর্টিকেল:

দ্য ফার্স্ট মুসলিম: একজন ইহুদীর চোখে মহানুভব হযরত মুহাম্মাদ (সা)

ইজরায়েল-ফিলিস্তিন সংঘাত: কী, কেন এবং কীভাবে এর শুরু?

 

 

 

This article is in Bangla language and covers the Jewish history of Joseph. For more information, please visit the hyperlinked websites.

Feature Image: Wonderful Engineering

This article is copyrighted under Roar Bangladesh Ltd. No textual part of this article may be reproduced or utilized in any form or by any means, electronic or mechanical, including photocopying, recording, or by any information storage and retrieval system, without express permission in writing from the publisher. Any person or entity found reproducing any portion of this article will be held in violation of copyright, and necessary steps will be taken.

Related Articles