Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

সুমেরীয়: লিখিতভাবে পাওয়া পৃথিবীর প্রথম ভাষা

ভাষার উৎপত্তি ঠিক কবে ও কীভাবে হয়েছিল সেটা নিয়ে মতভেদ আছে। ভাষা জিনিসটা যেহেতু সভ্যতার চাইতেও প্রাচীন, কাজেই এর জন্মকথা নিশ্চিত করে বলার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, লিখন পদ্ধতি আবিষ্কারের আগে যেসব ভাষা ছিল তাদের সম্পর্কে প্রায় কিছুই আর আমাদের জানার উপায় নেই। ভাষা পরিবর্তনশীল, এক ভাষা পরিবর্তিত হয়ে একাধিক ভিন্ন ভাষার জন্ম দেয়। এজন্য পৃথিবীর বেশীরভাগ ভাষা আসলে একে-অপরের নিকট বা দূরবর্তী আত্মীয়। সংস্কৃত, গ্রিক, হিব্রু এগুলো অনেকদিনের পুরনো ভাষা হিসেবে বিবেচিত হয়ে এসেছে। ভাষাতত্ত্বের জ্ঞান বাড়ার সাথে সাথে মানুষ জানতে পেরেছে পৃথিবীতে আরও কয়েক হাজার বছরের পুরনো ভাষার কথা।

১৮২০ খ্রিস্টাব্দ নাগাদ প্রাচীন মিশরীয় লিপি পাঠোদ্ধারের পর লিখিত ভাষার প্রাচীনত্ব নিয়ে অনেক চমকপ্রদ তথ্য উদ্ধার হতে থাকে। তবে এখন থেকে প্রায় ৪,৮০০ বছরের পুরোনো হলেও মিশরের হায়ারোগ্লিফকে পৃথিবীর প্রথম লিখন ব্যবস্থা হিসেবে ধরা হয় না। সাধারণত লিখিতভাবে পাওয়া সবচেয়ে পুরনো ভাষা হিসেবে ধরা হয় মেসোপটেমিয়ার সুমেরীয় ভাষাকে। প্রথম পাওয়া লিপির বয়স ৫,১০০ থেকে ৪,৯০০ বছরের মতো। দাপ্তরিক এবং রাজকীয় দলিলপত্র ছাড়াও সুমেরীয় ভাষাতে প্রচুর ধর্মীয় এবং সাহিত্যিক রচনা পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত পাওয়া পৃথিবীর প্রথম মহাকাব্যিক কাহিনী ‘গিলগামেশ’ এই ভাষাতেই রচিত।

সুমেরীয় লিপিতে সুমেরিয়ান ভাষার নাম; Courtesy: Writer

স্থান-কাল-পাত্র

বর্তমান ইরাকের দক্ষিণভাগে পৃথিবীর প্রথম সভ্যতাগুলোর একটি গড়ে ওঠে ৫,৫০০ থেকে ৪,০০০ খ্রিস্টপূর্বাব্দের ভেতর। এই সভ্যতাকে বলা হয় সুমেরীয় সভ্যতা। দজলা ও ফোরাত (তাইগ্রিস ও ইউফ্রেতিস) দুই নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদকে গ্রিকরা বলত ‘মেসোপটেমিয়া’, যার অর্থ ‘নদীমধ্যবর্তী স্থল’। যেসব মানুষ এই সভ্যতা গড়ে তুলেছিল তাদের ভাষাকেই বলা হয় সুমেরীয়। অবশ্য নিজেদের ভাষাকে তারা বলত ‘এমে.ঙির’, যার মানে ‘স্থানীয় ভাষা’ (ডট দিয়ে শব্দের দুইটি আলাদা অংশ বোঝানো হয়েছে)। আরও কিছু নৃতাত্ত্বিক গোষ্ঠীর জনপদ এই অঞ্চলে থাকলেও গোড়ার দিককার শহর, নদী, স্থাপনা, মানুষের নাম ইত্যাদি দেখে বোঝা যায় এই সভ্যতা সুমেরীয়দেরই গড়া।

অতি প্রাচীন এই ভাষা এখন থেকে প্রায় চার হাজার বছর আগেই ‘মারা গেছে’, অর্থাৎ কথ্য ভাষা হিসেবে এর ব্যবহার খ্রিস্টপূর্ব ২০০০ সালের দিকেই বন্ধ হয়ে গেছে। সেই জায়গাতে আরেকটি ভাষা ‘আক্কাদিয়ান’ মেসোপটেমিয়ার কথ্য ভাষার জায়গা নেয়, কিন্তু প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সুমেরীয় ভাষা ধর্মীয় এবং আনুষ্ঠানিক ভাষার মর্যাদায় আসীন ছিল। ব্যাপারটি অনেকটা ল্যাটিন ভাষার সাথে তুলনীয়। ল্যাটিন মরে যাওয়ার পরও মধ্যযুগ জুড়ে ধর্মীয়, গবেষণাগ্রন্থ, গুরুত্বপূর্ণ দলিল ইত্যাদি লেখার কাজে ল্যাটিন ব্যবহৃত হতো। সুমেরীয়দের কাছ থেকে সভ্যতা হস্তান্তর হয়ে আক্কাদিয়ানদের কাছে আসার পর তারা পুরোপুরিই তাদের পূর্বসূরিদের ঐতিহ্য বজায় রেখেছিল।

সুমেরের প্রাচীন উর শহরে পাওয়া লিপি; Source: Wikimedia Commons

ভাষাগত বৈশিষ্ট্য

আগেই বলা হয়েছে, পৃথিবীর বেশীরভাগ ভাষা একটার সাথে আরেকটা সম্পর্কিত। এর মানে বিভিন্ন ‘ভাষা-পরিবার’ আছে। যেমন ইন্দো ইউরোপিয়ান, দ্রাবিড়িয়ান, সেমিটিক ইত্যাদি ভাষা পরিবার। বাংলা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, রুশ ইত্যাদি ইন্দো ইউরোপিয়ান পরিবারের সদস্য। সেই কারণে এদের ভিতর কমবেশী মিল দেখা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, সুমেরীয় ভাষার সাথে আর কোনো ভাষারই মিল পাওয়া যায় না। এটি কোনো ভাষা-পরিবারেরই সদস্য নয়। এজন্য সুমেরীয়কে বলা হয় ‘ল্যাংগুয়েজ আইসোলেট’ বা বিচ্ছিন্ন ভাষা।

লিখিত আকারে পাওয়া প্রথম ভাষা হওয়ার কারণে প্রচুর গবেষণা হয়েছে সুমেরীয়কে নিয়ে, অনেক ভাষার সাথে একে মেলানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এমনিতে এটি একটি ‘আগলুটিনেটিভ’ (Agglutinative) ভাষা। যেসব ভাষা বিভিন্ন শব্দ একটার সাথে আরেকটা জুড়ে আরেকটি শব্দ তৈরি করা হয়, তাদের বলা হয় আগলুটিনেটিভ। যেমন সুমেরীয়রা তাদের ভাষাকে বলত ‘এমে.ঙির’। ‘এমে’ অর্থ স্থানীয় আর ‘ঙির’ অর্থ ভাষা। দুটি আলাদা শব্দ একসাথে জোড়া লেগে একটি আলাদা শব্দ হয়েছে। সুমেরীয় ভাষায় বাক্যে সাধারণত কর্তা আগে বসে, তারপর কর্ম, সবশেষে বসে ক্রিয়াপদ। ‘ইনফ্লেটেড’ ভাষায় (সংস্কৃত, আরবী ইত্যাদি) যেরকম মূল শব্দের অভ্যন্তরীন গঠন পরিবর্তিত হলে বাক্যে শব্দের অর্থ পরিবর্তিত হয়, সুমেরীয় আগলুটিনেটিভ হওয়ার কারণে সেরকমটা হয় না। এজন্য ভাষাটার গঠন চমৎকার, অনেকটা লেগো খেলনার টুকরোর মতো ছোট ছোট টুকরো জোড়া দিয়ে নতুন কিছু গড়া যায়।

লিখন পদ্ধতি

লিখন পদ্ধতি বিকাশের একদম শুরুর দিককার নিদর্শন; Source: Walters Art Museum

একদম শুরুর দিকে (৩৩০০ থেকে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের ভিতর) সুমেরীয় লিখন পদ্ধতি ছিল শব্দনির্ভর, অর্থাৎ সাধারণত একটি চিহ্ন দিয়ে একটি সম্পূর্ণ শব্দ প্রকাশ করা হতো। কয়েক শতাব্দী পর এই ব্যবস্থা সহজ করার জন্য ‘লোগোসিল্যাবিক’ পদ্ধতি গ্রহণ করা হয়। এতে করে একটি চিহ্ন দিয়ে একটি আস্ত শব্দ না বুঝিয়ে একটি শব্দাংশ বা সিল্যাবল প্রকাশ করা হতো। এখনও চৈনিক এবং জাপানি ভাষা লেখার জন্য মোটামুটি একইরকম পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। কাঠের তৈরি ত্রিভুজাকার মাথার কলম নরম মাটির ফলকে গেঁথে এই চিহ্নগুলি আঁকা হতো, এজন্য এই লিখনপদ্ধতিকে বলা হয় ‘কিউনিফর্ম’ (Cuneiform, যার অর্থ ‘গোঁজ-আকৃতি’)।

প্রায় ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ সময়কার লিপি; Source: Schøyen Collection

যেহেতু সুমেরীয় টুকরো টুকরো অংশ জোড়া লাগিয়ে গড়া যায়, এই বিচিত্র শব্দাংশনির্ভর লিখনপদ্ধতি দিয়েই ভাষাটা লিখতে সুবিধা হতো। সুমেরীয়দের পর আক্কাদিয়ানরা যখন এই সভ্যতার উত্তরাধিকার লাভ করে, তারাও তাদের ভাষা লেখার জন্য এই লিখনপদ্ধতিই গ্রহণ করে, যদিও আক্কাদিয়ান ভাষার সাথে সুমেরীয়র কোনো মিলই নেই। ক্লাসিক্যাল যুগের আগে প্রাচীন যুগে কিউনিফর্ম খুবই জনপ্রিয় লিখনপদ্ধতি ছিল। সুমেরীয় ও আক্কাদিয়ান বাদে এব্লেইট, আমোরাইট, এলামাইট, হাত্তিক, হুররিয়ান, উরার্তিয়ান, হিট্টাইট, লুউইয়ান ভাষাগুলি এই লিখনপদ্ধতিতে লেখা হতো। এছাড়া মধ্যপ্রাচ্যের বিলুপ্ত ভাষা উগারিটিক এবং সনাতন ফার্সি ভাষা লেখার জন্য কিউনিফর্মের উপর ভিত্তি করে তৈরি লিখনপদ্ধতি গ্রহণ করা হয়।

পুনরুদ্ধার

সুমেরীয়দের কাছ থেকে আক্কাদিয়ান, তারপর উত্তরে আশিরিয়া ও দক্ষিণে ব্যাবিলনে ভাগ হয়ে যায় এই সভ্যতা। কিন্তু ৫৩০ খ্রিস্টপূর্বাব্দে ইরানী সাম্রাজ্য গোটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার দখল নেওয়ার পরও পবিত্র ভাষা হিসেবে সুমেরীয়র চর্চা ছিল। ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে দিগ্বিজয়ী আলেক্সান্ডার দ্য গ্রেট এই অঞ্চলের দখল নেওয়ার পর থেকে ধীরে ধীরে সুমেরীয়, আক্কাদিয়ান ও কিউনিফর্মের চর্চা হারিয়ে যেতে থাকে এবং একটা সময়ে প্রাচীন সুমের মানুষের স্মৃতি থেকে লোপ পায়।

সনাতন ফার্সি, আক্কাদিয়ান এবং এলামাইট (বাম থেকে ডান), কিউনিফর্মে তিন ভাষায় লেখা ফলক; Source: Wikimedia Commons

মধ্যযুগ জুড়ে ভ্রমণকারীরা ইরান ও মধ্যপ্রাচ্যে বিচিত্র এই লিখনপদ্ধতি দেখে দেখে এর মর্মোদ্ধারের চেষ্টা করে এসেছে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ঊনবিংশ শতক জুড়ে ধাপে ধাপে ইউরোপে এই লিপির পাঠোদ্ধার চলতে থাকে। প্রথমে কিউনিফর্মে লেখা সনাতন ফার্সির পাঠোদ্ধার করা হয়, এরপর তার চেয়ে প্রাচীন আক্কাদিয়ানের। ১৮৫০ খ্রিস্টাব্দ নাগাদ ধারণা করা হয়, এই লিপির ইতিহাস আরও প্রাচীন। ১৮৫৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক অফিসার স্যার হেনরি রলিনসন ঘোষণা করেন, দক্ষিণ ইরাকে আলাদা একটি ভাষার লিপি পাওয়া গিয়েছে। জার্মান পণ্ডিত পাউল হাউপ্ট সর্বপ্রথম বৈজ্ঞানিক উপায়ে সুমেরীয় ভাষার বিশ্লেষণ করেন। সুপ্রাচীন এই লিপির বিভিন্ন চিহ্নের হরেক রকম উচ্চারণ ও অর্থ প্রথমদিকে অসুবিধার সৃষ্টি করে, কিন্তু প্রত্নতাত্ত্বিক খননে যত বেশী মাটির ফলক উদ্ধার হতে থাকে, ধীরে ধীরে এই ভাষা সম্পর্কে জ্ঞান তত বাড়তে থাকে।

গিলগামেশের মহাকাব্যের একটি মাটির ফলক; Source: Wikimedia Commons

এখনও ঐতিহ্যমণ্ডিত মহাপ্রাচীন এই ভাষা পড়তে পারেন সেরকম জ্ঞানী ব্যক্তির সংখ্যা পৃথিবীতে হাতে গোনা, কিন্তু সুমেরীয়র জৌলুশ এখন বহুল আলোচিত।

তথ্যসূত্র

১) Christiansen, Morten H; Kirby, Simon (2003). Morten H. Christiansen and Simon Kirby, eds. Language evolution: the hardest problem in science?. Language evolution. Oxford ; New York: Oxford University Press. pp. 77–93.

২) Gadd, C. J. (1924). A Sumerian Reading-Book. Oxford University Press. pp. 7-15

ফিচার ইমেজ: Ancient History Encyclopedia

Related Articles