বছর ঘুরে মুসলিম বিশ্বে ত্যাগ, সংযম আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে আবার এসেছে মাহে রমজান। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের রমজান এসেছে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন পরিস্থিতিতে। বিশ্বজুড়ে এখন করোনা মহামারী। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি বহু মানুষ মৃত্যুবরণ করছে। এমন পরিস্থিতি ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগীতেও অনেক প্রভাব ফেলছে। লকডাউনের ফলে মসজিদসমূহ বন্ধ রয়েছে। এমনকি আত্মীয়-স্বজনের সাথে সবাই মিলে ইফতারের আনন্দ ভাগাভাগি করাও সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় কেমন যাচ্ছে মুসলিম বিশ্ব তারই কিছু চিত্র দেখবো আজকের ফটো আর্টিকেলে।
একজন ফিলিস্তিনি ড্রাম বাজিয়ে মানুষজনকে ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার জন্য আহবান করছেন; Image: REUTERS/Raneen Sawaftaকরোনা হানা দিয়েছে পবিত্র শহর মক্কায়। তাই সৌদি সরকার পবিত্র কাবা চত্বরে সর্বসাধারণের জন্য তাওয়াফ এবং নামাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে। তবে সুনির্দিষ্ট কিছু মানুষের নামাজ আদায়ের অনুমতি রয়েছে। পবিত্র রমজানের প্রথম তারাবীহ এর নামাজ চলাকালীন সময়ে; Image: REUTERS/Ganoo Essaশ্রীলঙ্কার কলম্বোয় বাড়ির ছাদে ইফতার করছে এক মুসলিম পরিবার। Image: REUTERS/Dinuka Liyanawatteমিশরের কায়রোতে পরিবারের সাথে সেহরি খেয়ে ফজরের নামাজ আদায়ের পর নিবিষ্ট মনে কোরান তেলাওয়াতে মগ্ন এক শিশু। Image: REUTERS/Mohamed Abd El Ghanyপাকিস্তানের করাচীতে রাস্তার পাশে স্ট্রেচার এবং চেয়ার পেতে ইফতার করছেন অ্যাম্বুলেন্স চালকেরা। Image: REUTERS/Akhtar Soomroসোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত Shabelle Makeshit Camp এ একজন বাস্তুহারা সোমালি নারী তার সন্তানদের সাথে ইফতার সামগ্রী তৈরি করছেন। Image: REUTERS/Feisal Omarসারাদিন রোযা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা। শ্রীলঙ্কার কলম্বোতে। Image: REUTERS/Dinuka Liyanawatteভারতে দিল্লীতে বাড়ির ছাদে দাড়িয়ে মুসলিম পুরুষেরা পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার চেষ্টা করছেন। Image: REUTERS/Adnan Abidiওয়াশিংটনের রেডমন্ডে বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দুই মুসলিম যুবক। Image: REUTERS/Lindsey Wassonআট বছর বয়সী শাহবাজ তার নিজ বাড়িতে কোরান তেলাওতে মগ্ন। নেপালের কাঠমান্ডুতে। Image: REUTERS/Navesh Chitrakarরোযা রাখার বয়স এখনো হয়নি। তাই দিনের বেলা ছোট ছোট শিশুরা এক পাত্র থেকে অল্প কিছু খাবার ভাগ করে খাচ্ছে। নাইজেরিয়ার মাইদুগুরিতে। Image: REUTERS/Kolawole Adewaleআফগানিস্তানের হেরাত প্রদেশের গুজরাহতে মাওলানা মুজিবুর রহমান আনসারীর বয়ান শুনতে হাজারো মানুষের ভিড়। Image:Hamyan-e Mawlana Mujibur rahman Ansari/via REUTERSসারাদিন রোযার পর ইফতার করছেন একজন বৃদ্ধ। ভারতের দিল্লীতে। Image: REUTERS/Adnan Abidiলকডাউনে সব কিছুই এখন অনলাইন ভিত্তিক। তাই ইন্দোনেশিয়ার জাকার্তায় একজন ইমাম সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরান তেলাওয়াত লাইভ স্ট্রিমিং করছেন। Image: REUTERS/Willy Kurniawanলকডাউনে মসজিদ চত্বর ফাকা পড়ে আছে। তাই ইমাম উমাইর খান তাঁর পরিবার নিয়ে মসজিদ চত্বর একটু সময় কাটাচ্ছেন। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায়। Image: REUTERS/Jesse Winterপাকিস্তানের লাহোরে মুসল্লিরা সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করছেন। Image: REUTERS/Mohsin Rezaপবিত্র রমজানের প্রথম রোযার দিনে একান্ত মনে প্রার্থনা করছেন ইন্দোনেশিয়ার একজন মুসল্লি। Image: REUTERS/Jorge Silvaপবিত্র রমজানের চাঁদ দেখার পূর্ব মুহূর্তে প্রার্থনারত একদল মানুষ। Image: REUTERS/Mike Hutchingsকেনিয়ার নাইরোবিতে লকডাউনের ফলে বন্ধ হয়ে গেছে মসজিদ। কিন্তু মন তো মানতে চায় না! তাই মসজিদের বাইরের অংশে নামাজ আদায় করছে কিছু মানুষ। Image: REUTERS/Njeri Mwangiলকডাউন মানা হচ্ছে না অনেক দেশেই। কোনোরকম সামাজিক দূরত্বের ধার ধারছেন না অনেকেই। যেমনটা দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কোনো এক মসজিদে তারাবীহের নামাজ আদায়-কালীন মুহূর্তে; Image: Antara Foto/Rahmad/via REUTERS জেরুজালেমের ওল্ড সিটির কোনো এক গলিপথে জুমার দিনে প্রার্থনারত একজন ফিলিস্তিনি নারী। Image: REUTERS/Ammar Awadফেসমাস্ক, টুপি এবং পাঞ্জাবি পড়ে বাড়ি থেকে মসজিদের দিকে তাকিয়ে আছে ছোট্ট এই শিশু। থাইল্যান্ডের ব্যাংককে। Image: REUTERS/Soe Zeya Tunনিভৃতে প্রার্থনা করার মাঝে আলাদা এক প্রশান্তি রয়েছে। ইন্দোনেশিয়ার কোনো এক মসজিদে। Image: Antara Foto/Wahdi Septiawan/via REUTERSলকডাউনে মসজিদ বন্ধ ঘোষণা করেছে সরকার। তাতে কি? মুসলিমদের জন্য তাদের ঘরই মসজিদ! ইন্দোনেশিয়ার জাকার্তায়। Image: REUTERS/Ajeng Dinar Ulfianaফেসশিল্ড পড়ে মসজিদে নামাজ আদায় করতে এসেছেন একজন মুসল্লি। Image: REUTERS/Jorge Silvaটেলিস্কোপ এবং মনোকুলারে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার চেষ্টা করছেন দুইজন মুসলিম। Image: REUTERS/Willy Kurniawanএই রমজানে প্রিয় মানুষদের কবর জিয়ারত করতে কবরস্থানে যাবে একটি পরিবার। তারই প্রস্তুতি স্বরূপ ছোট্ট শিশুকে মাস্ক পড়িয়ে দিচ্ছে পরিবারের কেউ। Image: REUTERS/Willy Kurniawanপ্রিয়জনের কবরের কাছে বসে কোরান তেলাওয়াত করছেন একজন নারী। Image: REUTERS/Willy Kurniawanপবিত্র কাবাঘরের দেওয়াল পরিষ্কার করছেন একজন পরিচ্ছন্নতা-কর্মী। Image: Saudi Press Agency/ Handout via REUTERSলকডাউনের ফলে এই রমজানেও জনশূন্য স্পেনের মাদ্রিদের একটি মসজিদ। Image: REUTERS/Juan Medinaরমজান মাস এসে গেছে। তাই নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কিনতে বেড়িয়েছেন এই দুজন বাহরাইনি নাগরিক। Image: REUTERS/Hamad I Mohammed