অ্যানান্সির নাম হয়তো আপনি শুনে থাকবেন না, কিন্তু এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি- ভার্চুয়াল জগতে অ্যানান্সির সাথে আপনার পরিচয় ঘটেছে অনেক অনেক আগে, বলতে পারেন একদম শৈশবে। স্কুলের সাধারণ পড়াশোনা থেকে আমেরিকার পপ কালচার- ঘানার এই ‘স্পাইডার গড’ এর বিস্তৃতি জুড়ে আছে পুরো বিশ্ব জুড়েই। দক্ষিণ আমেরিকাতে ঘানার পুরাণের এই ঈশ্বরের আদলেই তৈরি হয়েছে বিখ্যাত চরিত্র ‘ব্রের র্যাবিট’। কিংবা যদি একদম পরিচিত উদাহরণ খুঁজতে চান, তাহলেও সমস্যা নেই। শৈশবে ফিরে গিয়ে মনে করতে পারেন মার্ভেলের ‘স্পাইডার ম্যান’কেই। আফ্রিকান লোককথার এই ঈশ্বর, কুয়াকু অ্যানান্সির গল্প তাহলে জেনে ফেলা যাক।