যে গাছেরা ছোঁয় না একে অপরকে

ঘুমানোর সময় তিনি যখন উপরের দিকে তাকালেন, তখন খেয়াল করলেন, বাতাসের কারণে এক গাছের ডাল আরেক গাছের দিকে হেলে পড়লেও গাছগুলোর পাতা আরেক গাছের পাতার সাথে দূরত্ব বজায় রাখছে। যেন এক গাছ আরেক গাছের পাতাকে ছুঁতে আগ্রহী নয়।

article

নীলগাই: বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এক প্রাণী

গত শতাব্দীতে মানুষের লোভী প্রবৃত্তির শিকার হয়ে বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া প্রাণীর সংখ্যা নেহায়েত কম নয়। গণ্ডার, গাউর, বুনো মোষ, ময়ূর, হাড়গিলা, নীলগাই, ঘড়িয়াল, জলার কুমির, বারশিঙ্গা, হায়েনা, চিতা, ধূসর নেকড়ে, কৃষ্ণষাঁড়, মন্থর ভালুকসহ প্রায় ৩১ প্রজাতির প্রাণী বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। মহাবিপন্ন, বিপন্ন এবং সংকটাপন্ন হিসেবে চিহ্নিত হয়েছে আরও কয়েকশত প্রজাতির প্রাণী। বাংলাদেশ থেকে ৮০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণী হচ্ছে নীলগাই। কিন্তু ২০১৮ সালে ভারত থেকে দলছুট হয়ে বাংলাদেশে চলে আসার মাধ্যমে সেই প্রাণীটি নতুন শতাব্দীতে দেশের প্রথম নীলগাই হিসেবে আত্মপ্রকাশিত হয়েছে।

article

রয়েল বেঙ্গল টাইগার: বাংলাদেশের জাতীয় পশুর রাজকীয় উপাখ্যান

ভারতীয় উপমহাদেশে যত ধরনের বাঘের দেখা মেলে, তাদের মধ্যে আকারে বৃহত্তম, ক্ষিপ্রগতিসম্পন্ন এবং হিংস্রতায় অনন্য এই রয়েল বেঙ্গল টাইগার। শুধু উপমহাদেশ নয়, সারাবিশ্বের বাঘ পরিবারের সিংহভাগ সদস্য বেঙ্গল টাইগার গোত্রের অন্তর্ভুক্ত।

article

ম্যামথ: হারিয়ে যাওয়া এক অতিকায় প্রাণীর গল্প

সাম্প্রতিকালে কিছু বিজ্ঞানী উঠেপড়ে লেগেছেন, ম্যামথকে আবার ফিরিয়ে আনার চেষ্টায়! এ প্রকল্প আশার আলো দেখছে, কারণ তাদের নিকটবর্তী প্রজাতি এশীয় হাতি এখনো পৃথিবীতে বর্তমান আছে। প্রকল্পের বিজ্ঞানীরা আশা করছেন, খুব শীঘ্রই এ প্রকল্প সফলতার মুখ দেখতে পারে।

article

ম্যামথ: হারিয়ে যাওয়া এক অতিকায় প্রাণীর গল্প

সাম্প্রতিকালে কিছু বিজ্ঞানী উঠেপড়ে লেগেছেন, ম্যামথকে আবার ফিরিয়ে আনার চেষ্টায়! এ প্রকল্প আশার আলো দেখছে, কারণ তাদের নিকটবর্তী প্রজাতি এশীয় হাতি এখনো পৃথিবীতে বর্তমান আছে। প্রকল্পের বিজ্ঞানীরা আশা করছেন, খুব শীঘ্রই এ প্রকল্প সফলতার মুখ দেখতে পারে।

article

ডাইনোসরদের কি ফিরিয়ে আনা সম্ভব?

বিলুপ্ত হয়ে যাওয়া কোনো প্রাণীকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই তার ডিএনএ লাগবে। শতভাগ ডিএনএ পাওয়া গেলে বিজ্ঞানীরা সেই প্রাণীকে নতুন করে ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু ৬৬ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসরেদের ডিএনএ কি আদৌ পাওয়া সম্ভব?

article

ডাইভিং বেল স্পাইডার: সারাজীবন জলের নিচেই থাকে যে মাকড়শা

এর নাম ডাইভিং বেল স্পাইডার হলেও একে ওয়াটার স্পাইডার বা জলজ মাকড়শা নামেও ডাকা হয়। ডাইভিং বেল স্পাইডার হলো তার গ্রুপের একমাত্র সদস্য যারা পুরো জীবন জলের নীচে কাটিয়ে দেয়। এরা শুধু জলের নিচে বসবাই করে না, সেই সাথে শিকার, প্রজনন, ডিম পাড়াসহ যাবতীয় কাজ করে জলের নিচেই।

article

উর্বশী ফুলের সৌন্দর্য: এ যেন মর্তের অপ্সরী

উর্বশী, নামটি শুনে হিন্দু পুরাণে উল্লেখিত সুন্দরীশ্রেষ্ঠা, অনন্তযৌবনা কোনো অপ্সরীর কথা মাথায় আসে। তবে পুরাণের স্বর্গের অপ্সরী নয়, আলোচনা করব স্বর্গের অপ্সরীদের মতোই সুন্দর, মোহনীয় ও দুর্লভ একটি উদ্ভিদ প্রজাতিকে নিয়ে। এর বাংলা নাম উর্বশী যার অর্থ সুন্দরীশ্রেষ্ঠা।

article

বিচিত্র প্রাণিজগতের বিচিত্র ঘুম

একটি প্রাণী কেন ঘুমায়? হ্যাঁ, ক্লান্তি দূর করে চাঙ্গা হয়ে ওঠার ব্যাপারটি তো রয়েছেই। এর পাশাপাশি স্মৃতিশক্তিকে রিফ্রেশ করতে, কিংবা পূর্বে অর্জিত অভিজ্ঞতা থেকে নতুন জ্ঞান আহরণ করতে তাকে সাহায্য করে থাকে ঘুম। অর্থাৎ বুঝতেই পারছেন, ঘুমের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে প্রাণীর মস্তিষ্কের। আরো স্পষ্ট করে বলতে গেলে, আরইএম (র‍্যাপিড আই মুভমেন্ট) ঘুমের।

article

End of Articles

No More Articles to Load