আমেরিকার গনতন্ত্রে এতদিন ধরে কোন স্বৈরশাসক এর জন্ম হয়নি, টিকে ছিল গনতান্ত্রিক ব্যবস্থা কারণ সংবিধান, কংগ্রেস, চেকস এন বেলেন্স নীতি, আইনসভা ইত্যাদি না৷ আমেরিকান গনতন্ত্রের এতদিনের টিকে থাকার পিছনে মুল কারণ অপ্রাতিষ্ঠানিক অলিখিত রীতিনীতি, শক্তিশালী গনতান্ত্রিক আদর্শ, জাতীয় সম্পদের প্রাচুর্যতা, বড় মধ্যবিত্ত সমাজ, প্রাণবন্ত সিভিল সোসাইটি।