Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

দ্য শ্যাডো লাইনস: সীমান্তে বিভক্ত মানবতা

বইটি মানুষের জটিল মনস্তত্ত্ব ও সময়ের ক্রান্তিলগ্ন উভয়ের ওপরেই লেখকের চিন্তাশীলতার আলো ফেলা সাহিত্যের এক অনন্য নিদর্শন। কিভাবে মানুষের দ্বারা সময় আক্রান্ত হয় আর কিভাবে সময় মানুষকে বদলে দিতে পারে চিরতরে সে মহাগল্পের সাথেই পরিচয় করায় অমিতাভ ঘোষের ‘ দ্যা শ্যাডো লাইনস’।

article

দ্য স্কারলেট লেটার : সমাজ ও ধর্মের বেড়াজালে জড়ানো এক পঙ্কিল জীবনের গল্প

আমেরিকান সাহিত্যের এক মূল্যবান রত্ন হয়ে ‘দ্য স্কারলেট লেটার’ ১৮৫০ সালে প্রকাশিত হয় এবং প্রথম প্রকাশকালের তিনদিনেই বিক্রি হয় প্রায় আড়াই হাজার কপি। পরবর্তী ছয়মাসের মধ্যে পর পর বইটির দু’টি সংস্করণ বের হয় এবং সেই থেকে এখন পর্যন্ত বইটির প্রকাশনা কখনো থেমে থাকেনি। হেনরি জেমসের মতো অনেক সমালোচক বইটির প্রশংসায় এভাবে বলেছেন যে, “অবশেষে অনেকদিন পর একজন আমেরিকান লেখক এমন এই লেখা নিয়ে আসতে সক্ষম হলেন, যা ইংল্যান্ডে প্রকাশিত সর্বোত্তম বইয়ের তালিকায় উঠে আসতে পারে।” রোমান্টিক বই হিসেবে হর্থোনের এই বইকে আখ্যায়িত করা যায়, আখ্যা দেওয়া যায় ঐতিহাসিক দিক থেকেও। বইটির মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও যেমন জায়গা করে নিতে পারে পাঠকের কাছে, তেমনি এর গঠনগত নিপুণতা আর প্রতীকি রূপায়ণ মনোযোগ আকর্ষণ করেছে সাহিত্যবোদ্ধাদের।

article

ডেথ অফ এ সেলসম্যান : পুঁজিবাদী পৃথিবীতে মধ্যবিত্তের মৃত্যু

আমেরিকান মধ্যবিত্ত জীবনের গল্প বলা এই বইটি এমন এক সময়কার সাহিত্যের অংশ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে দেশটির অর্থনীতি নতুন নতুন প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। আগের গ্রাম ও কৃষিনির্ভর অর্থনীতি হয়ে উঠছে শহরমুখী ও শিল্পকারখানানির্ভর। তীব্র পুঁজিবাদ সমাজে মাথাচাড়া দিয়ে উঠছে, ধনীরা যতো দ্রুত আরো ধনী হচ্ছে ততো দ্রুতই নেমে যাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনমান।

article

ওয়েটিং ফর গডো: নিরন্তর অপেক্ষা ও একজন গডোর সাথে মিলিত হবার নাটকীয় প্রয়াস

যেন এক ধার্মিক প্রাণ অনন্ত সময় ধরে মুক্তির সন্ধান চাচ্ছে, যেন কোন ধর্মভীরু ঈশ্বরের সন্ধান চেয়ে বসে আছে জনম জনমের পথ- জীবন যেন এমনই এক প্রতীক্ষার গল্প। এই প্রতীক্ষার গল্প নিয়েই স্যামুয়েল ব্যাকেটের সাজানো যুগান্তকারী নাটক ‘ ওয়েটিং ফর গডো’।

article

ফিডলার অন দ্য রুফ: একটি ছোট গল্পের জনপ্রিয় হয়ে ওঠার ইতিহাস

শোলোম আলেইখেম উনিশ শতকের সোভিয়েত রাশিয়ার একজন জনপ্রিয় লেখক ও নাট্যকার। ইহুদী সাহিত্যে তার প্রভাব ছিল সর্বজনবিদিত। তার অসাধারণ এক ছোট গল্প ‘তেভিয়ে দ্য ডেইরিম্যান’ এর জন্য সারা বিশ্বের সাহিত্যবোদ্ধাদের মাঝে তিনি অমর হয়ে রয়েছেন।

article

মরণ বিলাস: আহমদ ছফার কালজয়ী এক সৃষ্টি

একটি স্বার্থহীন সৎকাজেরও হয়তো অসীম ক্ষমতা থাকে সহস্র পাপকর্মকে ম্লান করে দেবার। হয়তো থাকে, হয়তো থাকেনা। কিন্তু ছফা ইঙ্গিত করেছেন এই সুযোগটা গ্রহণ করার প্রতি।

article

দ্য ব্লুয়েস্ট আই: নীল নয়নের আজন্ম অপূর্ণ আকাঙ্ক্ষা

বইটি শেষ হয় একটা শৈশবের করুণ পরিণতি দিয়ে, অনেকগুলো মনের হত্যা দিয়ে, মানবতার চরম পতন দিয়ে। শুধু শেষ হতে হতে বলে যায় সাদা চামড়ার এক জোড়া নীল চোখ কিভাবে হয়েছে সৌন্দর্য আর সামাজিক সম্মানের পরিমাপক, মানুষে মানুষে বাড়িয়েছে দুরত্ব অথবা হয়ে উঠেছে অভিশাপ হাজার জীবনের, বিষে নীলাভ করেছে শত সহস্র শৈশবকে। বইটি যেন পক্ষপাতী পৃথিবীর বৈষম্য আর বাস্তবতার এক কর্কশ হুংকার।

article

কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস: এক ব্যাঞ্জোবাদকের বিষণ্ণ গল্প

হঠাৎ সে এক হাতে সুর তোলে ‘শামিসেন’ এ, ব্যাঞ্জোর মত দেখতে বাদ্যযন্ত্রটি থেকে ভেসে আসে একটা বিষন্ন কঠিন সুর। আর তখনই তার সামনে ঢেউগুলো এসে চূর্ণ হতে থাকে, ঠিক যেমন নীলনদ ভাগ হয়েছিল মূসা নবীর সামনে।

article

End of Articles

No More Articles to Load