Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

পবিত্র কুরআন ও হাদিসের চমৎকার কিছু বাংলা অ্যাপ

পবিত্র রমজান মাস চলে এসেছে। রমজান মাস এলে অনেকেই কুরআন তিলাওয়াত এবং হাদিস পাঠে মনোনিবেশ করেন। তাদের জন্যই আমাদের এ আয়োজন। ইন্টারনেটে কুরআন এবং হাদিসের প্রচুর অ্যাপ আছে। এখানে সেখান থেকে বাছাই করা কয়েকটি অ্যাপের বিবরণ দেওয়া হলো, যার প্রতিটি আপনি কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন।

Al Quran (Tafsir & by Word)

আল কুরআন অ্যাপের লগো; Source: greentechapps.com

আপনি যদি পবিত্র কুরআন শরিফের প্রতিটি শব্দের অর্থ বুঝে বুঝে তিলাওয়াত করতে চান, তাহলে এটি অত্যন্ত চমৎকার একটি অ্যাপ। এতে আপনি পুরো বাক্যের বঙ্গানুবাদ ছাড়াও প্রতিটি শব্দের অর্থ পৃথক পৃথকভাবে দেখতে পারবেন। এছাড়াও যেকোনো শব্দের উপর ক্লিক করলে শব্দটির ইংরেজি অর্থের পাশাপাশি শব্দটি কোন ধরনের পদ থেকে এসেছে, কোন মূল থেকে এসেছে এবং এই মূল থেকে উৎপত্তি হওয়া শব্দ আর কোন কোন সূরায় আছে, তা-ও প্রদর্শিত হবে। একইসাথে শব্দটির অন্যান্য রূপগুলোও তাদের ইংরেজি অর্থসহ দেখা যাবে। অ্যাপটির আরেকটি দারুণ ফিচার হলো, এতে গুন্নাহ, ইদগামসহ বিশেষ উচ্চারণের স্থানগুলোতে রঙ্গিন টেক্সট ব্যবহার করা হয়েছে।

আল কুরআন অ্যাপে বাংলা অনুবাদ এবং আরবি শব্দের মূল; Source: Screenshot

অ্যাপটিতে একাধিক বাংলা অনুবাদের তালিকা দেওয়া থাকলেও বর্তমানে কেবলমাত্র মহিউদ্দিন খানের অনুবাদটিই ডাউনলোড হয়। অ্যাপটির সাথে তাফসির ইবনে কাসিরের ইংরেজি অনুবাদ দেওয়া আছে। যেকোনো আয়াতের পাশে ক্লিক করে আয়াতটির বিস্তারিত ব্যাখ্যা পড়া যাবে। এর চমৎকার সার্চ অপশন ব্যবহার করে বাংলা, ইংরেজি বা আরবি ভাষায় যেকোনো শব্দ খোঁজা যাবে। শেখ সুদাইস এবং শূরাইমসহ একাধিক ক্বারীর তিলাওয়াত থেকে পছন্দমতো তিলাওয়াত ডাউনলোড করার সুযোগ আছে এতে। সম্পূর্ণ সূরা অথবা প্রয়োজনবোধে নির্দিষ্ট কিছু আয়াত ডাউনলোড করার সুযোগ রাখা হয়েছে।

আল কুরআন অ্যাপটি নির্মাণ করেছে লন্ডন ভিত্তিক দাতব্য সংস্থা গ্রিনটেক অ্যাপস। গুগল প্লেস্টোরে অ্যাপটি ডাউনলোড করা হয়েছে পাঁচ লক্ষ বার। ৪৮,০০০ এর বেশি ব্যবহারকারীর ভোটে অ্যাপটির বর্তমান রেটিং ৪.৮। অ্যাপটি ডাউনলোড করতে পারবেন প্লেস্টোরের এই লিংক থেকে। এর আকার মাত্র ১৩ মেগাবাইট।

কুরআন মাজিদ (একাধিক তাফসীরসহ শব্দে শব্দে কুরআন)

কুরআন মাজিদ অ্যাপের ব্যানার; Source: facebook.com/ihadis.official

এই অ্যাপটি মূলত পবিত্র কুরআনের তাফসিরের জন্য ব্যবহার করা যেতে পারে। এতে একসাথে তিনটি বাংলা তাফসির দেওয়া আছে। সেগুলো হলো তাফসির আবু বকর যাকারিয়া, তাফসির আহসানুল বায়ান এবং তাফসির ইবনে কাসির। এছাড়াও এতে চারটি বাংলা অনুবাদ সংযোজিত আছে। সেগুলো হলো বায়ান, মহিউদ্দিন খান, তাইসিরুল কুরআন এবং মুজিবুর রহমানের অনুবাদ। উপরের মতো এই অ্যাপেও প্রতিটি শব্দের অনুবাদ পৃথক পৃথকভাবে দেখানোর ব্যবস্থা আছে। এছাড়াও এতে বিষয়ভিত্তিক আয়াত ব্রাউজ করার ব্যবস্থাও রাখা হয়েছে।

কুরআন মাজিদ অ্যাপটি নির্মাণ করেছে ইসলামিক রিসোর্স ডেভেলপমেন্ট – আইআরডি। গুগল প্লেস্টোরে অ্যাপটি ডাউনলোড করা হয়েছে পঞ্চাশ হাজার বার। এর মধ্যে ৫,০০০ এর বেশি ব্যবহারকারীর ভোটে অ্যাপটির বর্তমান রেটিং ৪.৯। অ্যাপটি ডাউনলোড করতে পারবেন প্লেস্টোরের এই লিংক থেকে। এর আকার মাত্র ১৩ মেগাবাইট।

কুরআন মাজীদ (বাংলা) || Al Quran Bangla

কুরআন মাজীদ (বাংলা) অ্যাপের হোমপেজ এবং উচ্চারণ ও অনুবাদ; Source: Mufti Tech Software

যারা আরবি পড়তে পারেন না, এই অ্যাপটি তাদের জন্য। এখানে প্রতিটি আয়াতের উচ্চারণ বাংলা অক্ষরে লিপিবদ্ধ আছে। এছাড়াও মহিউদ্দিন খান এবং জহুরুল হকের দুটি অনুবাদও এখানে সংযুক্ত আছে। চারজন ক্বারী থেকে পছন্দ অনুযায়ী তিলাওয়াত ডাউনলোড করারও অপশন আছে। তবে অন্যান্য অ্যাপের মতো প্রতিটি আয়াত পৃথকভাবে ডাউনলোড করার অপশন নেই, একসাথে সম্পূর্ণ সূরা ডাউনলোড করতে হবে। অ্যাপটিতে একইসাথে বাংলাদেশের বিভিন্ন শহরের সেহরী এবং পাঁচ ওয়াক্ত নামাযের সময়সূচীও দেওয়া আছে, যা এই রমজানে আপনার কাজে লাগতে পারে। বাংলা, ইংরেজি এবং আরবিতে যেকোনো শব্দ সার্চ করার অপশনও আছে এতে।

কুরআন মাজীদ (বাংলা) অ্যাপটি নির্মাণ করেছে মুফতি টেক সফটওয়্যার। গুগল প্লেস্টোরে অ্যাপটি ডাউনলোড করা হয়েছে এক লক্ষ বার। এর মধ্যে ১০,০০০ এর বেশি ব্যবহারকারীর ভোটে অ্যাপটির বর্তমান রেটিং ৪.৯। অ্যাপটি ডাউনলোড করতে পারবেন প্লেস্টোরের এই লিংক থেকে। এর আকার মাত্র ৯.৯ মেগাবাইট।

বাংলা হাদিস (Bangla Hadith)

বাংলা হাদিস অ্যাপের হোমপেজ এবং হাদিস গ্রন্থের পেজ; Source: hadithbd.com

বাংলা হাদিস অ্যাপটি হাদিসের এক বিশাল সংগ্রহ। এতে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম ছাড়াও আবু দাউদ, তিরমিজীসহ বিভিন্ন হাদিস গ্রন্থ অন্তর্ভুক্ত আছে। অবশ্য কেবলমাত্র সহিহ বুখারী এবং মুসলিমের দুটি করে চারটি গ্রন্থই ডিফল্টভাবে অ্যাপটির ডাটাবেজে যুক্ত আছে। এর বাইরে অন্যান্য গ্রন্থগুলো ইচ্ছে অনুযায়ী ডাউনলোড করার সুযোগ রাখা হয়েছে। এতে জাল এবং দুর্বল হাদিসগুলোর জন্যও একটি ভিন্ন ক্যাটাগরি আছে, যেখানে প্রায় ২,০০০টি হাদিস অন্তর্ভুক্ত আছে।

সহিস বুখারীর তাওহিদ পাবলিকেশন্স ও ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত দুটি গ্রন্থ এবং সহিহ মুসলিমের হাদিস একাডেমি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত দুটি গ্রন্থ এখানে অন্তর্ভুক্ত আছে। হাদিসগুলো অধ্যায়, পরিচ্ছদ এবং বিষয়বস্তু অনুযায়ী সাজানো আছে। প্রতিটি একইসাথে বাংলা, ইংরেজি এবং মূল আরবি ভাষায় লিপিবদ্ধ আছে। এই তিন ভাষার যেকোনো শব্দ ব্যবহার করে হাদিস সার্চ করার অপশনও আছে এতে।

হাদিস ছাড়াও অ্যাপটিতে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর মোট ৫৫টি গ্রন্থ আছে, যা প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নেওয়া যাবে। বাংলা হাদিস অ্যাপটি নির্মাণ করেছে হাদিসবিডি টিম, যাদের ওয়েবসাইটও বেশ সমৃদ্ধ। গুগল প্লেস্টোরে অ্যাপটি ডাউনলোড করা হয়েছে এক লক্ষ বার। এর মধ্যে ৭,০০০ এর বেশি ব্যবহারকারীর ভোটে অ্যাপটির বর্তমান রেটিং ৪.৮। অ্যাপটি ডাউনলোড করতে পারবেন প্লেস্টোরের এই লিংক থেকে। এর আকার ৫৮ মেগাবাইট।

আল হাদিস (Al Hadith)

আল হাদিস অ্যাপের ব্যানার; Source: facebook.com/ihadis.official

এটি আরেকটি চমৎকার একটি হাদিসের অ্যাপ। কুরআন মাজিদের মতোই অ্যাপটিও নির্মাণ করেছে ইসলামিক রিসোর্স ডেভেলপমেন্ট – আইআরডি। সহিহ বুখারি এবং মুসলিমের সম্পূর্ণ সংগ্রহ ছাড়াও এতে মোট ২৫টি হাদিস গ্রন্থের অধীনে প্রায় ২৮,০০০ হাদিস আছে। প্রতিটি হাদিসের উপরে সেটি সহিস কিনা তা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। হাদিসগুলো বিভিন্ন অধ্যায় এবং বিষয়বস্তু অনুযায়ী সাজানো আছে এবং আরবি ও বাংলায় সার্চ করার চমৎকার সুবিধা আছে।

১ লক্ষাধিকবার ডাউনলোড করা হাদিস অ্যাপটির রেটিং ১১,০০০ ব্যবহারকারীর ভোটে ৪.৭। প্রচুর হাদিস থাকা সত্ত্বেও এর আকার মাত্র ৪২ মেগাবাইট। তবে অ্যাপটির একটি ত্রুটি আছে, এর নতুন সংস্করণটি কিছু কিছু স্মার্টফোনে ইনস্টল হতে ঝামেলা করে।

নামাযের নিয়ম এবং বিভিন্ন দোয়া

দোআ ও যিকির অ্যাপের ইন্টারফেস; Source: greentechapps.com

আমরা অনেকেই নামায পড়ি ঠিকই, কিন্তু কোন অংশে কী পড়ছি তার অর্থ জানি না। নামাযের বিভিন্ন  অংশের দোয়ার উচ্চারণ এবং অর্থ জানার জন্য ব্যবহার করতে পারেন পাঁচ ওয়াক্তের নামাজ শিক্ষা নামের এই অ্যাপটি। ২,০০০ ব্যবহারকারীর ভোটে অ্যাপটির রেটিং ৪.৭। এতে নামাযের নিয়ত এবং বিভিন্ন অংশের দোয়া ছাড়াও পাঁচ কালিমা, ওযু-গোসলের নিয়মাবলি এবং জুমা, ঈদ ও তারাবীহর সালাতের গুরুত্ব, নিয়ত ও নিয়মাবলি দেওয়া আছে। অ্যাপটির আকার মাত্র ২.৩ মেগাবাইট।

কাছাকাছি একটি অ্যাপ হচ্ছে  গ্রিনটেক অ্যাপস নির্মিত অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ। এই অ্যাপটির ইউজার ইন্টারফেস অনেক বেশি আকর্ষণীয়। কিন্তু এখানে শুধু মূল আরবির নিচে বাংলা অনুবাদ দেওয়া আছে, উচ্চারণ দেওয়া নেই। তবে এই অ্যাপটির সাথে সম্পর্কিত আরেকটি অ্যাপ আছে, যার নাম দোআ ও যিকির (হিসনুল মুসলিম)। এতেও উচ্চারণ দেওয়া নেই। তবে এতে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে পড়ার জন্য প্রচুর দোয়া-দুরুদ দেওয়া আছে। এই অ্যাপটিও গ্রিনটেক অ্যাপস দ্বারা নির্মিত। ১৩,০০০ ভোটে এর রেটিং ৪.৭, আকার মাত্র ১.৮ মেগাবাইট।

ফিচার ইমেজ- Youtube

Related Articles