Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ঘরে বসেই পেয়ে যান বিদেশি পণ্য, একদম সহজে!

বড়সড় শপিং করার জন্য অধুনাকালের ভারত গিয়ে কেনাকাটা করার চলটা চলে আসছে বেশ ক’ বছর ধরেই। এবং এর পেছনে কারণটাও বেশ জোরালো। বাংলাদেশের বাজার থেকে কম দামে জিনিসপাতি কিনে আনা যায়, আর কলকাতা যাওয়ার খরচাপাতিও তেমন বেশি নয়। কিন্তু যাতায়াতের ঝক্কিটা বেশ পীড়াদায়ক বটে। তাই যদি অ্যামাজনের মতো অর্ডার দিয়ে ঘরে বসেই যদি পাওয়া যেত ভারতের যত সামগ্রী, তাহলে সেই কষ্ট করে যাওয়া আর আসার ঝামেলাটুকো আর পোহাতে হতো না। আপনাদের সেই ঝামেলা থেকে বাঁচানোর জন্যই গড়ে ওঠা একটি কোম্পানি হলো ইউনিশপার (UniShopr) আর তাদের পরিধিটা কেবল ভারতে সীমাবদ্ধ নয়, বরং থাইল্যান্ড আর মালয়েশিয়া পর্যন্তও বিস্তৃত!

ঝক্কি ঝামেলা এড়াবার প্রক্রিয়াটা এমন- আপনি আপনার পছন্দের ভারতীয়, থাই কিংবা মালয়েশিয়ান ওয়েবসাইট থেকে পণ্য বাছাই করে ইউনিশপারের ফেসবুক পেজে ইনবক্স করবেন কিংবা ওয়েবসাইটে বসিয়ে দেবেন, বাকি কাজ ইউনিশপারের। তারাই আপনাকে দামটুকু জানাবে, সেটা পরিশোধ করে দিলে মোটামুটি তার সপ্তাহ দুয়েক পরেই আপনার ঘরে পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত সামগ্রীটি; সুদূর থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা ভারত থেকে।

যে জনপ্রিয় ওয়েবসাইটগুলো থেকে কেনাকাটা করা বেশ সহজ সেগুলো হলো-

ভারতের জন্য:

অ্যামাজন ইন্ডিয়ার সাইট; Image Source: Amazon India

থাইল্যান্ডের জন্য: (ব্রাউজারে রাইট ক্লিক করে Translate to English বেছে না নিলে অবশ্য পড়তে ঝামেলা হবে)

থাইল্যান্ডের Lazada; Image Source: Lazada

মালয়েশিয়ার জন্য: (ব্রাউজারে রাইট ক্লিক করে Translate to English)

মালয়েশিয়ার Zalora সাইট; Image Source: Zalora

এই সাইটের পণ্যগুলোর লিংক ইউনিশপার পেজে ইনবক্স করলে কিংবা সাইটে বসিয়ে দিলে আপনার সাথে যোগাযোগ করা হবে দাম জানিয়ে। আর এরপর তো কেবল অপেক্ষা। রোর বাংলার পাঠকদের জন্য রয়েছে বাড়তি একটি সুবিধা। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পেজের ইনবক্সে ROAR5 প্রোমোকোডটি সেন্ড করলে কিংবা সাইট থেকে অর্ডার করতে চাইলে প্রোমোর ঘরে ROAR5 বসালেই পাচ্ছেন ৫% করে ডিসকাউন্ট! এমনকি আপনি যদি আপনার বন্ধুকে রেফার করেন, তাহলেও আপনার বন্ধু অর্ডার করে থাকলে পেয়ে যাবেন দুজনেই ২০০ টাকা করে মোট ৪০০ টাকা ডিসকাউন্ট!

তাছাড়া অ্যামাজন প্রাইম ডে‘র মতো বড় উৎসব আসছে যেখানে থাকছে ৭০% পর্যন্ত ছাড়! আর সেটি চলবে ১৫ ও ১৬ জুলাই। কিন্তু ডিলগুলো কিন্তু শুরু হয়ে যাবে আগেই! 

এবার চলুন জেনে নেয়া যাক কীভাবে কাজ করে ইউনিশপার। অবশ্য, ইউনিশপারই বিশ্বে এরকম কাজ প্রথম করছে তা না, এমনকি বাংলাদেশেও না। তবে হ্যাঁ, ভারত, থাইল্যান্ড আর মালয়েশিয়া থেকে বহনযোগ্য পণ্য এনে দেবার ব্যাপারে ইউনিশপারই প্রথম। 

ইউনিশপারের মডেলটা অনেকটাই গ্র্যাবারের মতো। ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় গ্র্যাবার, ডারিয়া রেবেনক আর আরতেম ফেদেভ নামের দুই রুশ নাগরিকের হাত ধরে। তাদের কাজই ছিল ক্রেতার সাথে ট্রাভেলার বা ভ্রমণকারীর সংযোগ করে দেয়া।

গ্রাবারের ওয়েবসাইট; Image Source: https://grabr.io

ঠিক এই কাজটিই করছে ইউনিশপার। যখন আপনি একটি পণ্য কিনতে চাইবেন, তখন সেটি ধরুন ইন্ডিয়ার অ্যামাজনে গিয়ে খুঁজলেন, ধরা যাক পণ্যটি গেম অফ থ্রোনসের অরিজিনাল বুক সেট। সেটি আপনার চাই-ই চাই। কিন্তু আপনার যেহেতু গিয়ে কিনে আনার গরজ নেই, তাই সাহায্য নিলেন ইউনিশপারের। তাদেরকে সেই বইয়ের লিংকটি দেয়ার পর তারা আপনাকে জানাবে বইয়ের মোট দাম, যার মধ্যে সবরকমের খরচ অন্তর্ভুক্ত। ইউনিশপার তখন ভারত থেকে নিকটতম সময়ে যে ভ্রমণকারী আসবেন তাকে জানিয়ে দেবে সে পণ্যের কথা, সেটি কিনে ফেলবেন তিনি। এরপর নিজের ব্যাগ বা সুটকেসের খালি জায়গায় সেটি নিয়ে আসবেন (সাথে অবশ্য আগে অর্ডার করা অন্য পণ্যগুলোও থাকবে), থাকতে পারে তার নিজের জিনিসও। লাগেজের ফাঁকা জায়গাটি তিনি ব্যবহার করতে দেয়া এবং এতদূর ভ্রমণ করে নিয়ে আসবার জন্য ইউনিশপার সে পণ্যগুলোর দামের একটি শতাংশ তাকে দেয়। আর মূল পণ্যের রূপান্তরিত টাকা মূল্যের সাথে ইউনিশপারের সার্ভিস চার্জ যোগ করার পর যে মোট পাওয়া যায় সেটিই পরিশোধ করে দিতে হয় ক্রেতাকে। কোনো রকমের বড় ঝামেলা না হলে, দু সপ্তাহের মাঝে পণ্য পৌঁছে যায় তার ঠিকানায়।

এত শত কথার পর একটি নমুনা পণ্যের অর্ডার করার প্রণালীটা না বললেই নয়। প্রথমেই অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে যাচ্ছি আমরা। সেখান থেকে গেম অফ থ্রোনস বুকসেট সার্চ করে আমরা পেলাম এই লিংকটি

দেখা যাচ্ছে এ মুহূর্তে চলছে ২৪১০ রুপি দাম। এ বই সেট ইউনিশপার কতোতে এনে দিতে পারবে সেটি জানবার জন্য আছে দুটো উপায়, ফেসবুক পেজে লিংকটি দেয়া যাবে, সেখানে উত্তর দেয়া হবে। আর দ্বিতীয়ত, সাইটে গিয়ে INR অর্থাৎ ইন্ডিয়ান রুপি সিলেক্ট করে 2410 লিখে দিতে হবে। 

তাহলে মাত্র ৪,৭১৮ টাকাতেই সেটটি আপনি পেয়ে যাচ্ছেন হাতে দু সপ্তাহ বাদেই। ব্রেকডাউনে দেখা যাচ্ছে, এই ভারি সেটটি কষ্ট করে নিয়ে আসবার জন্য ট্রাভেলার পাচ্ছেন একটি নির্দিষ্ট অংক, আর কিছু পাচ্ছে ইউনিশপার। ফলাফল, আপনার হাতে বিদেশ থেকে আনা পণ্য। স্বভাবতই, আপনি যত বেশি অর্ডার করবেন, আপনার জন্য অতিরিক্ত চার্জটুকু ততই কমতে থাকবে! 

তাই ঝক্কি ঝামেলা ছাড়াই হোক বিদেশি শপিং কয়েক ক্লিকেই! আর ট্রাভেলার হিসেবে কলকাতা ঘুরে আসতে চাইলে, কিছু অর্থও সহজে উপার্জন করে নিতে পারছেন, আর সে জন্য ক্লিক করতে হবে এখানে। ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে অর্ডার রিকুয়েস্ট করবার প্রণালীটা দেখে নিতে পারেন এ ভিডিওতে:

This article is in Bangla language and describes the business model of UniShopr, an overseas traveler-buyer connection business. For more information, please visit the hyperlinks.

Feature Image: Custom-made.

Related Articles