Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

বিপিএল অষ্টম আসরে কেমন গেল প্লেয়ার্স ড্রাফট?

বিপিএল মানেই যেন বিতর্ক, সমালোচনা, আর নাটকের সমারোহ। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর, যে উপলক্ষ্যে আজ অনুষ্ঠিত হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তো ছিল আগেই, এমনকি গতকাল পর্যন্ত ঠিক হয়ে থাকা একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পর্যন্ত বাতিল হয়েছে আজ সকালে! 

তবে সব সমস্যা কাটিয়েই আজকের প্লেয়ার ড্রাফটে ২০৩ দেশি ও ৪৩৫ বিদেশি ক্রিকেটার থেকে নিজেদের পছন্দের স্কোয়াড সাজিয়ে নেওয়ার সুযোগ ছিল ছয়টি ফ্র্যাঞ্চাইজির সামনেই। নিয়ম অনুযায়ী, ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি এবং তিনজন বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ ছিল দলগুলোর সামনে। কিছু ফ্র্যাঞ্চাইজি সে পথে হেঁটেছে, আবার কিছু ফ্র্যাঞ্চাইজি অনেকটাই ছিল নিষ্প্রভ। তবে চলুন দেখে নেওয়া যাক, কোন ফ্র্যাঞ্চাইজি কেমন দল সাজিয়েছে!  

সিলেট সানরাইজার্স

সিলেট সরাসরি চুক্তিতে নিয়েছে পরিচিত কিছু মুখ। আর কোচিং প্যানেলেও রয়েছে বেশ কিছু চমক। তাদের বক্তব্য,  ‘আমাদের কোচ হিসেবে আসছে মারভেন ডিলন, ব্যাটিং কোচ জুলিয়ান ওয়াট, সহকারী কোচ হিসেবে থাকবেন মন্টু দত্ত।’

সরাসরি চুক্তি:

  • তাসকিন আহমেদ

  • দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)

  • কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)

  • কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)

ড্রাফট থেকে: 

  • মোসাদ্দেক হোসেন সৈকত

  • মোহাম্মদ মিঠুন

  • আল আমিন হোসেন

  • নাজমুল ইসলাম অপু

  • রবি বোপারা (ইংল্যান্ড)

  • অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা)

  • এনামুল হক বিজয়

  • সোহাগ গাজী

  • অলক কাপালি

  • মুক্তার আলি

  • সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)

  • মিজানুর রহমান

  • নাদিফ চৌধুরী

  • জুবায়ের হোসেন লিখন

  • শফিউল হায়াত হৃদয়

Image Credit: Sylhet Sunrisers

ঢাকা স্টারস

বিপিএলে ঢাকা বরাবরই বেশ ধারাবাহিক দল। তবে এবারের বিপিএলের শুরুতেই বেশ খানিকটা নাটক হয়ে গেল তাদেরকে নিয়ে। ফ্র্যাঞ্চাইজি মালিকরা নাকি সময়মতো অংশগ্রহণ ফি জমা দিতে পারেনি। অতএব, প্লেয়ার ড্রাফটের ঠিক আগের রাতেই মালিকানা বাতিল! উপরন্তু, সেই দলের মালিকানাটা নিয়ে নিল এবার বিসিবি নিজেই! 

সরাসরি চুক্তি: 

  • মাহমুদউল্লাহ রিয়াদ 
  • ইসুরু উদানা (শ্রীলঙ্কা) 
  • কাইস আহমেদ (আফগানিস্তান) 
  • নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)

ড্রাফট থেকে: 

  • তামিম ইকবাল
  • রুবেল হোসেন
  • মাশরাফি বিন মুর্তজা
  • শুভাগত হোম চৌধুরী
  • মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান)
  • ফজল হক ফারুকী (আফগানিস্তান)
  • নাঈম শেখ
  • আরাফাত সানি
  • ইমরান-উজ জামান
  • শফিউল ইসলাম
  • জহুরুল ইসলাম
  • শামসুর রহমান
  • এবাদত হোসেন
Image Credit: Dhaka Stars

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

গত আসরেও চট্টগ্রাম ছিল অন্যতম শক্তিশালী দল, যদিও শেষ পর্যন্ত ফাইনালে ওঠা হয়নি তাদের। এবার প্লেয়ার্স ড্রাফটে তারা গুরুত্ব দিয়েছে তরুণদের। শুরুতেই নাম লিখিয়েছে নাসুম আহমেদের, গত আসরের দারুণ পারফরম্যান্সের সুবাদেই তাকে এই সম্মান দিয়েছে তারা। এরপর একে একে দলটি স্কোয়াডে ভিড়িয়েছে ফর্মে থাকা ক্রিকেটারদের। 

সরাসরি চুক্তি: 

  • নাসুম আহমেদ
  • বেনি হাওয়েল (ইংল্যান্ড)
  • কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
  • উইল জ্যাকস (ইংল্যান্ড)

ড্রাফট থেকে: 

  • শরিফুল ইসলাম
  • আফিফ হোসেন ধ্রুব
  • শামীম হোসেন পাটোয়ারি
  • মুকিদুল ইসলাম মুগ্ধ
  • চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)
  • রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)
  • রেজাউর রহমান রাজা
  • সাব্বির রহমান
  • মৃত্যুঞ্জয় চৌধুরী
  • মেহেদী হাসান মিরাজ
  • আকবর আলি
  • নাঈম ইসলাম
Image Credit: Chattogram Challengers

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তিতে সবচেয়ে বড় কিছু নাম লিখিয়েছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিই। সাকিব আল হাসান, আফগান স্পিনার মুজিব-উর রহমান, কিংবা ক্রিস গেইলরা তো বরাবরই বিশ্ব ক্রিকেটে বড় নাম। এছাড়াও প্লেয়ার ড্রাফটে তারা দলে টেনেছে আলজারি জোসেফ, ডিকওয়েলা, সোহান, শান্ত, কিংবা তাইজুল-নাঈম-তৌহিদ হৃদয়ের মতো নামও। 

সরাসরি চুক্তি: 

  • সাকিব আল হাসান
  • মুজিব-উর রহমান (আফগানিস্তান)
  • দানুষ্কা গুনাথিলাকা (শ্রীলঙ্কা)
  • ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

ড্রাফট থেকে: 

  • কাজী নুরুল হাসান সোহান
  • নাজমুল হোসেন শান্ত
  • মেহেদী হাসান রানা
  • ফজলে মাহমুদ রাব্বি
  • ওবেদ ম্যাকয় (ওয়েস্ট ইন্ডিজ)
  • আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
  • তৌহিদ হৃদয়
  • জিয়াউর রহমান
  • শফিকুল ইসলাম
  • সৈকত আলী
  • নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা)
  • নাঈম হাসান
  • তাইজুল ইসলাম
  • সালমান হোসেন ইমন
  • ইরফান শুক্কুর
Image Credit: Fortune Barishal

খুলনা টাইগার্স

বিপিএলের অষ্টম আসরে খুলনা টাইগার্সের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত কোচ ও সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। সরাসরি চুক্তিতে খুলনা দলে টেনেছে মুশফিকুর রহিম, থিসারা পেরেরার মতো নামগুলো। এছাড়াও সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসানদের মতো কার্যকর খেলোয়াড়দেরকেও দলে টানার পর খুলনা দলটিকে বেশ আকর্ষণীয়ই দেখাচ্ছে বৈকি! 

সরাসরি চুক্তি: 

  • মুশফিকুর রহিম
  • থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)
  • ভানুকা রাজাপক্ষে (শ্রীলঙ্কা)
  • নাভিন-উল হক (আফগানিস্তান)

ড্রাফট থেকে: 

  • শেখ মেহেদী হাসান
  • সৌম্য সরকার
  • কামরুল ইসলাম রাব্বি
  • ইয়াসির আলি চৌধুরী রাব্বি
  • সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা)
  • সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
  • ফরহাদ রেজা
  • রনি তালুকদার
  • সৈয়দ খালেদ আহমেদ
  • জাকের আলি অনিক
  • নাবিল সামাদ
Image Credit: Khulna Tigers

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএলে গত কয়েক আসর ধরেই দারুণ শক্তিশালী দল গঠন করে থাকে কুমিল্লা। এবারের প্লেয়ার্স ড্রাফটের আগেই শোনা যাচ্ছিল, তারা দলে টানতে পারে ফাফ ডু প্লেসিস, মঈন আলী, কিংবা সুনীল নারাইনের মতো নামগুলো। এছাড়াও তারা আরো স্কোয়াডে নিয়েছে মুস্তাফিজুর রহমান, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, পারভেজ ইমনসহ আরো কিছু নাম। ড্রাফট থেকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরো দলে নেওয়া হয়েছে কুশল মেন্ডিস ও পেসার ওশেন থমাসকে। সব মিলিয়ে দারুণ ব্যালান্সড একটা দল মনে হচ্ছে কুমিল্লাকে। 

সরাসরি চুক্তি: 

  • মুস্তাফিজুর রহমান
  • ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)
  • মঈন আলী (ইংল্যান্ড)
  • সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)

ড্রাফট থেকে: 

  • লিটন দাস
  • শহিদুল ইসলাম
  • ইমরুল কায়েস
  • তানভীর ইসলাম
  • কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)
  • ওশেন থমাস (ওয়েস্ট ইন্ডিজ)
  • আরিফুল হক
  • নাহিদুল ইসলাম
  • মাহমুদুল হাসান জয়
  • সুমন খান
  • মুমিনুল হক
  • মাহিদুল ইসলাম অঙ্কন
  • পারভেজ হোসেন ইমন
  • আবু হায়দার রনি
  • মেহেদী হাসান

যারা দল পাননি

বিপিএল মানেই বোধহয় চমকের বহর। আর সেই চমকেরই একটা অংশ হিসেবেই বোধহয় এমন সব নাম প্লেয়ার্স ড্রাফটে হয়েছে উপেক্ষিত, যা ছিল নেহায়েতই অবিশ্বাস্য। দল পাননি আশরাফুল, নাসির, জুনায়েদ সিদ্দিকী, সাদমান, সাইফ হাসান, নাইম হাসান, রুবেল মিয়া, শাহাদাত রাজিব, সোহরাওয়ার্দী শুভ, কিংবা তানভীর হায়দারদের মতো খেলোয়াড়রা। এছাড়াও তরুণদের মধ্যে ডিপিএল টি-টোয়েন্টিতে সেরা ৫ জন রান স্কোরারের একজন তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, আমিনুল ইসলাম বিপ্লব, আবু জায়েদ রাহি, গত বিপিএলের চমক আনিসুল ইসলাম ইমন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, কিংবা হালের মুনিম শাহরিয়াররাও সুযোগ পাননি। তবে গভর্নিং বডির অনুমোদন সাপেক্ষে এদের মধ্যেও অনেককেই পরে দলে টানতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিপিএলের এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। আসরে সাকুল্যে ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্টই হবে রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে, এরপর অনুষ্ঠিত হবে তিনটি প্লে’অফও।  

This article is in Bangla language. It is the brief of the BPL Players' Draft 2022. 

Featured Image: Prothom Alo 

Related Articles