আপডেট
ওপেনারদের দারুণ শুরু আর স্টোকসের দারুণ ধারাবাহিকতায় শেষ ওয়ানডেতে রেকর্ড গড়ে জয় তুলে নিলো ইংলিশরা। ৬ উইকেটে ১৩ বল হাতে রেখে ২৭৮ রানের লক্ষ্যে পৌছে যায় তারা। একসময় ২৩৬ রানে ৬ উইকেট পড়ে গেলে ম্যচে ফিরে আসে টাইগাররা। কিন্তু শেষ উইকেট জুটিতে ৪২ রানের পার্টনারশিপ, ইমরুল কায়েসের ক্রিস ওকসের ক্যাচ ফেলে দেয়া সব মিলিয়ে দারুণভাবে শেষ ম্যাচ জিতে নেয় ইংলিশরা। হোম গ্রাউন্ডে টাইগারদের টানা ৬ ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড এখানেই থামলো।
অপরাজিত ৪৭ রান করে ইংল্যান্ডকে জয়ের বন্ধরে পৌছে দেয়ার নায়ক স্টোকস; Image Source: @espncricinfo
৬৯ বলে ৬২ রান করে ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন বিলিংস; Image Source: @espncricinfo
ওয়ানডে সিরিজের ভুল শুধরে এখন চোখ টেস্ট সিরিজে। ২ টেস্ট সিরিজের ১ম টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই। শুরু হবে ২০ অক্টোবর। সিরিজের ২য় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে ২৮ অক্টোবর।
ইংল্যান্ডের ৪র্থ উইকেটের পতন (১৭৯/৪)
BM Duckett c †Mushfiqur Rahim b Shafiul Islam 63 (68b 4×4 1×6) SR: 92.64
Fall of wicket 179/4 (33.2 ov); Partnership: 7 runs, 2.0 overs, RR: 3.50 (Stokes 5, Duckett 2)
ইংল্যান্ডের ২য় উইকেটের পতন (১২৭/২)
SW Billings c Imrul Kayes b Mosaddek Hossain 62 (69b 4×4 1×6) SR: 89.85Fall of wicket 127/2 (24.3 ov); Partnership: 64 runs, 12.5 overs, RR: 4.98 (Billings 31, Duckett 31)
ইংল্যান্ডের ১ম উইকেটের পতন (৬৩/১)
JM Vince lbw b Nasir Hossain 32 (37b 5×4 0x6) SR: 86.48
Fall of wicket 63/1 (11.4 ov); Partnership: 63 runs, 11.4 overs, RR: 5.40 (Vince 32, Billings 31)
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিততে হলে রেকর্ড গড়তে হবে ইংলিশদের। পরে ব্যাট করে ২৩৯ রানের বেশি তোলার রেকর্ড কারো নেই লো-স্কোরিং এই গ্রাউন্ডে। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২২৬ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। সেটাই এখন পর্যন্ত এই মাঠে রান তাড়া করে জেতার রেকর্ড।
কিন্তু লো-স্কোরিং এই গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের অপরাজিত ৬৭ রানের অনবদ্য ইনিংসের মাধ্যমে ২৭৭ রান তুলে বেশ শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। জিততে হলে তাই ৫ বছর আগের বাংলাদেশের সেই রেকর্ড ভাঙ্গতে হবে ইংলিশদের।
৬২ বলে অপরাজিত ৬৭ রানের পথে লেগ সাইডে বল পুশ করছেন মুশফিকুর রহিম; Image Source: @espncricinfo
বাংলাদেশের ৮০ রানের ওপেনিং জুটি ভাঙ্গার পর স্কোকস ও সতীর্থদের উদযাপন; Image Source: @espncricinfo
এদিকে ইংলিশ স্পিনার রাশিদের ৪ উইকেট, পেসারদের গতিহীনতা বলে দিচ্ছে চট্টগ্রামের এই পিচ কতটা স্পিন সহায়ক! সাকিব, নাসির, মোসাদ্দেক, মাহমুদুল্লার স্পিন ঘূর্ণিকে মোকাবেলা করতে তাই ইংলিশদের বেশ অসাধ্যই সাধন করতে হবে।
বাংলাদেশ ইনিংসের শুরুটা বেশ শক্তিশালী হলেও রাশিদের স্পিন আক্রমণের তোপে একসময় ১৯২ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সীমিত ওভারের ম্যাচে আবারো অলআউট হবার শঙ্কায় থাকে টাইগাররা। কিন্তু ৭ম উইকেট জুটিতে মোসাদ্দেক আর মুশফিকের হার না মানা ৮৫ রানের বদৌলতে ৬ উইকেটে ২৭৭ রানের স্কোর তুলে বাংলাদেশ। এটি ইংলিশদের বিরুদ্ধে টাইগারদের সেরা ৭ম উইকেট জুটি।
২৭৮ রানের টার্গেট। সময় যত জড়াচ্ছে উইকেটের চরিত্রও বদলাচ্ছে দ্রুত। ১ম ম্যাচে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করলেও ৪ স্পিনার নিয়ে খেলা বাংলাদেশ তাই জয়ের স্বপ্ন দেখতে পারে। ১১০০০ এর বেশি দর্শকের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আর ১৬ কোটি মানুষের পুরো বাংলাদেশ তাই মুখিয়ে আছে বাংলাদেশের টানা ৭ম ওয়ানডে সিরিজ জয়ের দিকে।
This article is in Bangla language. It's a news about a historical win of team England in cricket.
References:
Featured Image: espncricinfo.com