ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার উইন্ডো মানেই একদম জমজমাট ড্রামা, রূদ্ধশ্বাস রোমাঞ্চ, আর নিত্যনতুন ডিলের ছড়াছড়ি। গতবার মেসি-রোনালদো-রামোসদের মতো বড় তারকারা দলবদলের খাতায় নাম লিখিয়েছেন, এবার সেই তালিকায় নাম লেখিয়েছেন হালান্ড-সাদিও মানে’র মতো তারকারা।
বার্সেলোনা কি আবার কেনাবেচা শুরু করবে? রিয়াল মাদ্রিদ আবার বসাবে তারার মেলা? বায়ার্ন-পিএসজি-ম্যানসিটি নতুন কোনো চমক দেখাবে, নাকি ইউরোপিয়ান ফুটবল দেখবে অন্য কোনো নতুন ড্রামা? এবারের ট্রান্সফার উইন্ডো খুলে গেছে, আর এই জানালা বন্ধ হবে পহেলা সেপ্টেম্বর।
লা লিগা হোক কিংবা বুন্দেসলিগা, সিরি-আ থেকে লিগ ওয়ান, ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন কে আসছেন অথবা কে ক্লাব ছেড়ে যাচ্ছেন, গোটা ইউরোপিয়ান ফুটবলে কখন কোন ট্রান্সফার হচ্ছে, কোথায় কোন রদবদল আসছে, এর নির্ভরযোগ্য এবং নিত্যনতুন আপডেট পাওয়া যাবে আমাদের এই লাইভ ব্লগ থেকে।
শনিবার, ৬ আগস্ট
বার্নলির ২৫ বছর বয়সী উইঙ্গার ম্যাক্সওয়েল করনেটকে দলে ভিড়িয়েছে ক্রিস্টাল প্যালেস।
ক্রিস্টাল প্যালেসের বেলজিয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকেকে দলে ভিড়িয়েছে ডিসি ইউনাইটেড।
শুক্রবার, ৫ আগস্ট
চেলসির ১৮ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার লেভি কলওয়েলকে এক মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে ব্রাইটন।
ব্রাইটনের স্প্যানিশ ফুলব্যাক মার্ক কুকুরেয়াকে ৫৫ মিলিয়ন পাউন্ডের বদলে দলে টেনেছে চেলসি। যদিও এই ট্রান্সফার ফি পরবর্তীতে আরও ৭ মিলিয়ন পাউন্ড বাড়তে পারে। ২৪ বছর বয়সী কুকুরেয়া ব্লুজদের সাথে চুক্তি করেছেন ৬ বছরের জন্য।
পিসা থেকে ইতালিয়ান স্ট্রাইকার লরেঞ্জো লুক্কাকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে ডাচ ক্লাব আয়াক্স। এবং এই ধারের চুক্তি শেষে এই ২১ বছর বয়সী স্ট্রাইকারকে ১০ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিতে পারবে ডাচ ক্লাবটি।
বার্সেলোনার সাথে নতুন চুক্তি নয়, স্প্যানিশ ডিফেন্ডার সিজার আজপেলিকেতা চেলসির সাথে তার চুক্তি আরও দুই বছর বাড়িয়ে নিলেন।
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার রিকি পুজকে দলে টেনেছে এলএ গ্যালাক্সি এবং তাদের সাথে পুজের চুক্তি হয়েছে সাড়ে তিন বছরের জন্য।
লাইপজিগের ইংলিশ উইঙ্গার আদেমোলা লোকমানকে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে টেনেছে আতালান্তা। ইতালিয়ান এই ক্লাবের সাথে লোকমানের চুক্তি হয়েছে ৮ বছরের জন্য।
লিলের পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেজকে ১৫ মিলিয়ন ইউরোর বদলে কিনেছে ফরাসি জায়ান্ট পিএসজি। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের সাথে তাদের চুক্তি হয়েছে দীর্ঘ ৫ বছরের।
বৃহস্পতিবার, ৪ আগস্ট
ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফুলব্যাক অ্যালেক্স তেলেস এক মৌসুমের জন্য ধারে স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে নাম লিখিয়েছেন।
ম্যানচেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাকতে এক মৌসুমের জন্য ধারে শেফিল্ড ইউনাইডেটে পাড়ি জমিয়েছেন।
বুধবার, ৩ আগস্ট
আর্সেনালের ১৮ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার চার্লি পাতিনোকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে ব্ল্যাকপুল।
লেস্টার সিটির অধায় শেষ হলো ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলের। মাত্র এক মিলিয়ন ইউরোর বদলে ২০২৫ এর জুন পর্যন্ত ফরাসি ক্লাব নিসের ডেরায় পাড়ি জমিয়েছেন তিনি।
এক মৌসুমের জন্য ধারে স্তেদ দে রেইমসের হয়ে নাম লিখিয়েছেন আর্সেনালের ইংলিশ স্ট্রাইকার ফ্লোরিয়ান বালোগুন।
এম্পোলির ইতালিয়ান সেন্টারব্যাক মাত্তিয়া ভিতিকে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে নিস।
আর্সেনালের গোলরক্ষক বার্ন্ড লেনোকে ৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছে ফুলহ্যাম। জার্মান এই গোলকিপারের সাথে ক্লাবের চুক্তি হয়েছে ৩ বছরের জন্য।
ক্লাব ব্রুজেসের বেলজিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার শারলা দে কেতলারকে ৩৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। ২১ বছর বয়সী এই তরুণের সাথে ক্লাবের চুক্তি হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত।
মঙ্গলবার, ২ আগস্ট
অ্যাস্টন ভিলা থেকে ১৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মিডফিল্ডার কার্নে চুকওয়েজেকে দলে ভিড়িয়েছে চেলসি।
বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার অস্কার মিংগেজাকে ৫ মিলিয়ন ইউরোর কম মুল্যে দলে ভিড়িয়েছে সেল্টা ভিগো। অস্কারের সাথে তাদের চুক্তি হয়েছে ৩ বছরের জন্য।
১৮ বছর বয়সী অ্যামেরিকান গোলরক্ষক গ্যাব্রিয়েল স্লোনিয়াকে ৬ বছরের চুক্তিতে দলে টেনেছে চেলসি। এই দল-বদলে তারা খরচ করেছে প্রায় ১৫ মিলিয়ন পাউন্ড।
ওয়েস্টহ্যামের ২৮ বছর বয়সী উইং-ব্যাক আরথুর মাসুয়াকু এক মৌসুমের জন্য ধারে বেসিকতাসের হয়ে নাম লিখিয়েছেন। যদিও ধারের চুক্তি শেষে তাকে পাকাপাকিভাবে কিনে নেবার সুযোগ রাখা হয়েছে এই চুক্তিতে।
ইন্টার মিলানের ফুল-ব্যাক ভ্যালেন্তিনো ল্যাজারোকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে তোরিনো।
সোমবার, ১ আগস্ট
জুভেন্টাসের সাথে চুক্তি বাতিল হবার পর ফ্রি'তে ফরাসি ক্লাব ওজিসি নিসে যোগ দিয়েছেন সাবেক আর্সেনাল মিডফিল্ডার অ্যারন রামজি।
অ্যাটলেটিকো মাদ্রিদের স্প্যানিশ উইঙ্গার রিকার্ডো রিকেলমেকে এক মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে আরেক স্প্যানিশ ক্লাব জিরোনা।
টটেনহ্যাম হটস্পারের ওয়েলশ ডিফেন্ডার জো রোদন এক মৌসুমের জন্য ধারে ফরাসি ক্লাব স্তেদ রেনেতে গেছেন। যদিও ধারের চুক্তি শেষ হবার পর স্তেদ রেনে তাকে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নিতে পারবে।
স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস দুই মৌসুমের চুক্তিতে বিনামূল্যে ইতালিয়ান ক্লাব কোমোতে পাড়ি জমিয়েছেন।
লিভারপুলের ইংলিশ মিডফিল্ডার টাইলার মর্টন এক মৌসুমের জন্য লোনে ব্লাকবার্ন রোভার্সে যোগ দিয়েছেন।
রিয়াল মাদ্রিদের স্প্যানিশ স্ট্রাইকার বোরহা মায়োরালকে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে গেটাফে। ক্লাবটির সাথে তার চুক্তি হয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
মিডলসবোরোর ২৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার মার্কস তাভারেনিয়ারকে ১২.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছে বোর্নমাউথ।
রবিবার, ৩১ জুলাই
স্টুটগার্টের বেলজিয়ান মিডফিল্ডার ওরেল মাঙ্গালাকে ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছে নটিংহ্যাম ফরেস্ট।
হফেনহাইমের জার্মান ফুলব্যাক ডেভিড রউমকে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে আরেক জার্মান ক্লাব লাইপজিগ। রউমের সাথে তাদের চুক্তি হয়েছে দীর্ঘ ৫ বছরের।
বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার অস্কার মিংগেজার সাথে সেল্টা ভিগোর প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আসন্ন মৌসুম থেকে অস্কারকে দেখা যাবে সেন্টা ভিগোর জার্সিতে। এই দলবদলে বার্সেলোনা পাবে ২ মিলিয়ন ইউরো। তবে ভবিষ্যতে সেল্টা ভিগো তাকে বিক্রি করলে, সেই দলবদলের অর্ধেক পাবে বার্সা।
শনিবার, ৩০ জুলাই
এক মৌসুমের জন্য ধারে ফরাসি ক্লাব মার্শেইতে গেছেন আর্সেনালের পর্তুগিজ লেফটব্যাক নুনো তাভারেস।
এসি মিলানের কিংবদন্তি খেলোয়াড় পাওলো মালদিনির ছেলে দানিয়েল মালদিনি এক মৌসুমের জন্য ধারে আরেক ইতালিয়ান ক্লাব স্পেজিয়াতে যোগ দিয়েছেন।
দিনামো মস্কোর ক্যামেরুনিয়াস ফরোয়ার্ড ক্লিন্তন এন’জিয়েকে বিনামূল্যে দলে ভিড়িয়েছে টার্কিশ ক্লাব সিভাসপোর।
- শুক্রবার, ২৯ জুলাই
ফুলহ্যামের ১৮ বছর বয়সী ইংলিশ উইংগার মিচেল ওলাকিগবেকে ৫ বছরের চুক্তিতে কিনেছে ব্রেন্টফোর্ড।
এভারটনের ২১ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার এলিয়াস সিমস এক মৌসুমের জন্য ধারে সান্ডারল্যান্ডের হয়ে নাম লিখিয়েছেন।
- বৃহস্পতিবার, ২৮ জুলাই
চলতি ট্রান্সফার উইন্ডোতে আরও একটি বড় দাও মারল বার্সেলোনা। সেভিয়া থেকে জুলস ক্যুন্দেকে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে তারা। যদিও এই ট্রান্সফার ফি পরবর্তীতে আরও ৫ মিলিয়ন ইউরো বাড়তে পারে। ফরাসি এই ডিফেন্ডারের সাথে কাতালান ক্লাবটির চুক্তি হয়েছে ৫ বছরের জন্য।
ওয়াটফোর্ডের স্প্যানিশ রাইটব্যাক কিকো ফেরমেইনা ভিয়ারিয়ালে যোগ দিয়েছেন। ইয়োলো সাবমেরিনরা তাকে কিনেছে মাত্র ১ মিলিয়ন পাউন্ডের আশেপাশে দাম দিয়ে, আর চুক্তিটা ৩ বছরের জন্য।
অ্যাটলেটিকো মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুলব্যাক স্যামুয়েল লিনোকে এক মৌসুমের জন্য ধারে নিয়েছে ভ্যালেন্সিয়া।
বার্নলির ইংলিশ মিডফিল্ডার ডুয়াইট ম্যাকনেইলকে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে টেনেছে এভারটন। ম্যাকনেইলের সাথে তাদের চুক্তি ৫ বছরের জন্য।
উদিনেসের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন রাইটব্যাক নাহুয়েল মোলিনাকে ২০ মিলিয়ন ইউরোর বদলে দলে টেনেছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। মোলিনার সাথে তাদের চুক্তি হয়েছে ৫ বছরের।
বার্সেলোনার বয়সভিত্তিক দলের ১৬ বছর বয়সী তরুণ লেফটব্যাক অ্যাডাম আযনউ ফ্রি ট্রান্সফারে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন। বাভারিয়ানদের সাথে তার চুক্তি হয়েছে ২০২৫ সাল পর্যন্ত।
বার্সেলোনার সাথে ৬ মাসের ছোট্ট একটি চুক্তিতে লা লিগায় ফিরেছিলেন দানি আলভেজ। তবে এই চুক্তি শেষের পর আর ক্লাব চায়নি দানির সাথে চুক্তি নবায়ন করতে। তাই ফ্রি এজেন্ট হয়েই মেক্সিকান ক্লাব পুমাসে যোগ দিয়েছিলেন তিনি। গতকাল তার ডেব্যুও হয়ে গেলো।
টটেনহ্যাম হটস্পারের ১৮ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ডেন স্কারলেট এক মৌসুমের জন্য ধারে পোর্টসমাউথে যোগ দিয়েছেন।
বায়ার্ন মিউনিখের আমেরিকান সেন্টারব্যাক ক্রিস রিচারডস ৫ বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দিয়েছেন। ২২ বছর বয়সী এই ডিফেন্ডারকে কিনতে তারা খরচ করেছে ১৫ মিলিয়ন ইউরো।
- বুধবার, ২৭ জুলাই
স্পোর্টিং সিপির পর্তুগিজ উইং-ব্যাক রুবেন ভিনাগ্রে এক মৌসুমের জন্য প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনে যোগ দিয়েছেন।
ফেনানবাচের সাউথ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন জেকে ১৯.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলি। মূলত কোলিবালির শূন্যস্থান পূরণের জন্য নাপোলিতানারা এই ২৫ বছর বয়সী সেন্টারব্যাকের সাথে তিন বছরের চুক্তি করেছে।
সুইস উইংব্যাক কেভিন এমবাবুকে সাড়ে পাঁচ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে টেনেছে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম। যদিও এই দল-বদল অর্থ আরও ২ মিলিয়ন পাউন্ড বাড়তে পারে। এমবাবুর সাথে ক্লাবের চুক্তি হয়েছে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।
সাসুয়েলোর ইতালিয়ান স্ট্রাইকার জিয়ানলুকা স্কামাক্কাকে মোট ৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে টেনেছে প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্টহ্যাম। তার সাথে চুক্তি হয়েছে লম্বা সময়ের জন্য, তবে ঠিক কতো বছরের জন্য সেটা এখনও ক্লাবটি জানায়নি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে প্রাক্তন বার্সেলোনা এবং অ্যাটলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার লুইস সুয়ারেজ জানালেন, এবার তিনি ফিরে যাচ্ছেন তার জন্মভূমিতে। আসন্ন মৌসুম থেকে তিনি খেলবেন উরুগুইয়ান ক্লাব নাসিওনালের হয়ে।
- পড়তে পারেন: সুয়ারেজকে ছেড়ে দেয়াটা কি বার্সেলোনার সঠিক সিদ্ধান্ত ছিল?
- মঙ্গলবার, ২৬ জুলাই
ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমির ১৯ বছর বয়সী স্প্যানিশ লেফটব্যাক আলভারো ফার্নান্দেজকে এক মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে প্রেস্টন নর্থ এন্ড।
ব্রাইটনের ২১ বছর বয়সী জার্মান মিডফিল্ডার রেদা খাদ্রাকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে শেফিল্ড ইউনাইটেড।
জুভেন্টার আর অ্যারন রামসি অধ্যায়ের সমাপ্তি। যেহেতু কোচের পরিকল্পনায় রামসি নেই, তাই দু’পক্ষের আলোচনার পর চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লাইপজিগের ফরাসি উইংব্যাক নরদি মুকিয়েলেকে ১৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে টেনেছে ফরাসি জায়ান্ট পিএসজি। নতুন ক্লাবের সাথে মুকিয়েলের চুক্তি ২০২৭ সালের জুন মাস পর্যন্ত।
রেনের ১৭ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার মাথিয়েস তেলকে ২০ মিলিয়ন ইউরোর বদলে কিনেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। যদিও দল-বদল অর্থ পরবর্তীতে আরও সাড়ে আট মিলিয়ন ইউরো বেড়ে মোট ২৮.৫ মিলিয়ন ইউরো হবে পারে। তেলের সাথে বাভারিয়ানদের চুক্তি ৫ বছরের জন্য। মূলত তাদের মূল স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কির শূন্যস্থান পূরণ করতেই এই তরুণ স্ট্রাইকারকে দলে টেনেছে বায়ার্ন মিউনিখ।
নিউ ইয়র্ক সিটির ২৩ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার ভ্যালেন্তিনো ক্যাস্তেল্লানোসকে এক মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে স্প্যানিশ ক্লাব জিরোনা।
টটেনহ্যাম হটস্পারের আইরিশ ফরোয়ার্ড টরয় প্যারোটকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে প্রেস্টন নর্থ এন্ড।
- সোমবার, ২৫ জুলাই
শাখতার দোনেস্কের ২৩ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার মানোর সলোমনকে এক বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম।
আগেই প্রাথমিক চুক্তি সম্পন্ন করে রাখা, ফরাসি ক্লাব বোর্দোর স্ট্রাইকার সেকেউ মারাকে ১১ মিলিয়ন পাউন্ড দিয়ে দুই বছরের চুক্তিতে কিনেছে প্রিমিয়ার লিগের ক্লাব সাউদাম্পটন।
- শনিবার, ২৩ জুলাই
জিরোনার ২০০৪ সালে জন্ম নেওয়া প্রতিভাবান স্প্যানিশ তরুণ মিডফিল্ডার অস্কার হার্নান্দেজকে দলে টেনেছে বার্সেলোনা। আপাতত এই ফুটবলার খেলবেন ক্লাবটির বয়সভিত্তিক দলে।
আয়াক্সের ফুলব্যাক নিকোলাস তালিয়াফিকোকে ৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিও। ২৯ বছয় বয়সী এই আর্জেন্টাইনের সাথে ক্লাবটির চুক্তি হয়েছে ২০২৫ সাল পর্যন্ত।
- শুক্রবার, ২২ জুলাই
ম্যানচেস্টার সিটির ফুলব্যাক আলেক্সজান্ডার জিনচেঙ্কোকে ৩২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছে আর্সেনাল। ২৫ বছর বয়সী এই ইউক্রেনিয়ানের সাথে গানার্সদের চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।
চেলসির ২০ বছর বয়সী মিডফিল্ডার টিনো আঞ্জোরিনকে এক মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে হার্ডসনফিল্ড টাউন।
বার্নলির ডিফেন্ডার বেন মি ফ্রি ট্রান্সফারে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছেন। মি-এর সাথে ক্লাবটির চুক্তি হয়েছে ২ বছরের জন্য।
লাইপজিগের ডাচ ফরোয়ার্ড ব্রাইন ব্রোবিকে ফের দলে টেনেছে ডাচ ক্লাব আয়াক্স। এই দলবদলে তারা খরচ করল ১৬.৫ মিলিয়ন ইউরো, যেটা ভবিষ্যতে বেড়ে ১৯.৫ মিলিয়ন হয়ে যেতে পারে। এবং প্রাক্তন এই স্ট্রাইকারকে আবার দলে টেনে তার সাথে আয়াক্স ৫ বছরের লম্বা চুক্তি করেছে।
নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার ডুয়াইট গেইলকে দুই বছরের চুক্তিতে বিনামূল্যে দলে টেনেছে স্টোক সিটি।
ফরাসি ক্লাব বোর্দোর স্ট্রাইকার সেকেউ মারাকে কেনার জন্য প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছেন প্রিমিয়ার লিগের ক্লাব সাউদাম্পটন।
পাঁচ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করে পোর্তো থেকে ১৯ বছয় বয়সী পর্তুগিজ মিডফিল্ডার ফ্রান্সিকো কন্সেইকাওকে দলে ভিড়িয়েছে ডাচ ক্লাব আয়াক্স। এই তরুণ পর্তুগিজের সাথে ক্লাবটির চুক্তি হয়েছে ৫ বছরের জন্য।
অলিম্পিক লিওঁ'র রাইটব্যাক লিও দ্যুবোকে তিন মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে টেনেছে গ্যালাতাসারাই। দ্যুবোর সাথে তাদের চুক্তি হয়েছে ২ বছরের জন্য।
- বৃহস্পতিবার, ২১ জুলাই
লাৎসিওর সাথে চুক্তির মেয়াদ শেষ হবার পর নিজের প্রথম ক্লাব গ্রেমিওতে বিনামূল্যে ফিরে এসেছেন লিভারপুলের সাবেক মিডফিল্ডার লুকাস লেইভা।
বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আগেই। কিন্তু তখনো ঠিক হয়নি নতুন গন্তব্য। এবার জানা গেল মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএম-এ যোগ দিচ্ছেন ব্রাজিলের বর্ষীয়ান রাইটব্যাক দানি আলভেজ।
জুভেন্টাসের ২১ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ফিলিপ্পো রানোচ্চিয়াকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে আরেক ইতালিয়ান ক্লাব এফসি মোনজা।
অবশেষে পালমেইরাসের সাথে প্রথম চুক্তি সম্পন্ন করলেন ব্রাজিলিয়ান উঠতি তারকা এনড্রিক। মূলত ১৬ বছর বয়স না হলে কেউ অফিশিয়াল চুক্তি করতে পারে না। এজন্য ১৬তম জন্মদিনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। পালমেইরাস এনড্রিকের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি পাশাপাশি ৬০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ রেখেছে।
ফ্রি ট্রান্সফারে নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ড। প্রিমিয়ার লিগের নতুন প্রমোট পাওয়া এই ক্লাবের সাথে তিনি চুক্তি করেছেন মাত্র এক বছরের জন্য।
- বুধবার, ২০ জুলাই
গ্রানাডার কলম্বিয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে দলে টেনেছে ফরাসি ক্লাব মার্শেই।
ডি লিটকে কিনে নিয়েছে বায়ার্ন মিউনিখ। তার শূন্যস্থান পূরণে ৪১ মিলিয়ন ইউরোর বিনিময়ে তোরিনো থেকে ব্রাজিলীয় সেন্টারব্যাক গ্লেইসন ব্রেমারকে কিনে এনেছে জুভেন্টাস। যদিও পরবর্তীতে দলবদলের এই অর্থের পরিমাণ বেড়ে ৫০ মিলিয়ন ইউরো হয়ে যেতে পারে। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের সাথে জুভেন্টাস চুক্তি করেছে ৫ বছরের জন্য।
জুভেন্টাসের সাথে চুক্তি শেষ হয়ে যাবার পর সেটিকে আর না বাড়িয়ে বিনামূল্যে রোমায় মরিনহোর শিবিরে ৩ বছরের জন্য যোগ দিয়েছেন আর্জেন্টাইন প্লেমেকার পাওলো দিবালা।
রেঞ্জার্স থেকে ডিফেন্ডার কেলভিন বাসেইকে ২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে ডাচ ক্লাব আয়াক্স। বাসেই এর সাথে ক্লাবটির চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।
সোয়ানসি সিটির গোলরক্ষক বেন হ্যামারকে বিনামূল্যে দুই বছরের চুক্তিতে দলে টেনেছে প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াটফোর্ড।
লিভারপুলের ডিফেন্ডার বেন ডেভিসকে দলে টেনেছে রেঞ্জার্স। ডেভিসকে কিনতে তারা খরচ করেছে ৪ মিলিয়ন ইউরো এবং ক্লাবের সাথে তার চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।
- মঙ্গলবার, ১৯ জুলাই
এক মৌসুমের জন্য ধারে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেইতে যোগ দিয়েছেন সেল্টা ভিগোর গোলরক্ষক রুবেন ব্লাংকো।
ফরাসি ক্লাব লেন্স থেকে অবশেষে পাকাপাকিভাবে আরেক ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেইতে যোগ দিলেন ফুলব্যাক জোনাথন ক্লাউস। এই দলবদলে মার্শেই খরচ করেছে ৮ মিলিয়ন ইউরো।
হার্ডসনফিল্ড টাউনের ইংলিশ মিডফিল্ডার লুইস ও’ব্রায়েন এবং ফুলব্যাক হ্যারি টোফফোলো মোটকে ১০ মিলিয়ন ইউরোর বদলে কিনেছে নটিংহ্যাম ফরেস্ট। ও’ব্রায়েনের সাথে ক্লাবটির চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।
লিভারপুলের ডিফেন্ডার রিস উইলিয়ামসকে ২ বছরের জন্য লোনে দলে নিয়েছে ব্ল্যাকপুল।
লীডস ইউনাইটেডের তরুণ মিডফিল্ডার জেমস শ্যাকেল্টনকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে মিলওয়েল।
উলভসের তরুণ পর্তুগিজ স্ট্রাইকার ফাবিও সিলভাকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে আন্ডারলেখট। ধারে দল ছাড়ার পূর্বে ক্লাবের সাথে ১ মৌসুমের জন্য চুক্তিও বাড়িয়ে নিয়েছেন তিনি।
লরিয়ে থেকে ডিফেন্ডার মরটিস জেনকে ধারে দলে টেনেছে স্কটিশ ক্লাব সেল্ট্রিক। ধারের চুক্তি শেষে এই ফরাসি ডিফেন্ডারকে পাকাপাকিভাবে কিনে নেবার সুযোগ থাকছে সেল্ট্রিকের জন্য।
ব্রাইটনের ইংলিশ মিডফিল্ডার অ্যারন মোরেকে ধারে দলে টেনেছে সেল্ট্রিক।
তাকেফুসো কুবোকে আর লোনে না দিয়ে এবার পাকাপাকিভাবে বিক্রিই করে দিলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়াদাদ কুবোকে বিনামূল্যে কিনে নিলেও ভবিষ্যতে তাকে বিক্রির ৫০% অর্থ রিয়াল মাদ্রিদকে দিতে হবে।
ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জ্যাক স্টেফানকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে মিডলসবরো।
মিডলসবরোর ফুলব্যাক জেড স্পেন্সকে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিতে ১২.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছে প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। চলতি মৌসুমের এটি তাদের ষষ্ঠ ট্রান্সফার।
- রবিবার, ১৭ জুলাই
২২ বছর বয়সী ডাচ সেন্টারব্যাক ম্যাথায়াস ডি লিটকে দলে ভিড়িয়েছে বায়ার্ন মিউনিখ। এইজন্য তাদের জুভেন্টাসকে দিতে হয়েছে ৭০ মিলিয়ন ইউরো। সেই সাথে ডি লিটের পারফরম্যান্স বিবেচনায় আরো ১০ মিলিয়ন ইউরো তুরিনের বুড়িকে দিতে হতে পারে বাভারিয়ানদের।
- পড়তে পারেন: ম্যাথায়াস ডি লিট: সাধারণ কোনো ডিফেন্ডার নন
আয়াক্সের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে ৪৬.৫ মিলিয়ন ইউরোর বদলে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের সাথে লিসান্দ্রোর চুক্তি হয়েছে ৫ বছরের জন্য।
Image Credit: ESPN FC এভারটনের ২০ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার জ্যারেড ব্রান্থওয়েটকে এক মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে ডাচ ক্লাব পিএসভি।
আর্সেনাল অ্যাকাডেমির ১৮ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ওমারি হাটচিনসন বিনামূল্যে চেলসির হয়ে নাম লিখিয়েছেন।
অ্যাথলেটিক বিলবাও থেকে ডিফেন্ডার উনাই নুনেজকে এক মৌসুমের জন্য ধারে নিয়েছে সেল্টা ভিগো।
স্তেদ দে রেমের ফরাসি স্ট্রাইকার হুগো একিতিতে এক মৌসুমের জন্য লোনে পিএসজিতে পাড়ি জমিয়েছেন। লোন চুক্তি শেষ হবার পর এই তরুণ স্ট্রাইকারকে প্যারিসিয়ানরা ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নিতে পারবে।
- শনিবার, ১৬ জুলাই
বায়ার্ন মিউনিখের ৩৩ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কিকে ৩ বছরের চুক্তিতে কিনেছে স্পেনের ক্লাব বার্সেলোনা। এই দলবদলে কাতালানরা খরচ করল ৪৫ মিলিয়ন ইউরো। এবং পরবর্তীতে দলবদল মূল্য বেড়ে ৫০ মিলিয়ন হয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
Agreement in principle for the transfer of Robert Lewandowski
— FC Barcelona (@FCBarcelona) July 16, 2022
🔗 https://t.co/quEclaHkdl https://t.co/YTCRbaW173- পড়তে পারেন: রবার্ট লেভানডফস্কি: দ্য নাম্বার নাইন
বায়ার্ন মিউনিখের জার্মান উইঙ্গার সার্জ ন্যাব্রি ক্লাবের সাথে চুক্তি বাড়িয়েছেন। নতুন চুক্তি ২০২৬ সালের জুন মাস পর্যন্ত।
নাপোলির সেনেগালিজ ডিফেন্ডার কলিদু কোলিবালিকে ৪ বছরের চুক্তিতে দলে টেনেছে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। এই দল-বদলের লন্ডনের ক্লাবটি খরচ করেছে ৪০ মিলিয়ন পাউন্ড।
জুভেন্টাসের সাথে চুক্তি শেষ হবার পর ফ্রি'তেই এফসি টরেন্টোতে পাড়ি জমালেন ইতালিয়ান উইংগার ফেদেরিকো বের্নাদেস্কি।
বরুশিয়া মুনশেনগ্লাডবাখের সুইস স্ট্রাইকার ব্রেল এমবোলোকে ১২.৫ মিলিয় ইউরোর বদলে কিনেছে ফরাসি ক্লাব মোনাকো। এমবোলোর সাথে তাদের চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।
- শুক্রবার, ১৫ জুলাই
ম্যানচেস্টার সিটির সাথে নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন আলজেরিয়ান উইংগার রিয়াদ মাহরেজ। সিটিজেনদের সাথে তিনি থাকবেন ২০২৫ সাল পর্যন্ত।
- পড়তে পারেন: পেপ গার্দিওলার ১০টি দামী সাইনিং
অসুস্থতার জন্য ফুটবল খেলাটাই প্রায় ছেড়ে দিতে বসেছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। কিন্তু সুস্থ হয়ে প্রিমিয়ার লিগে ফিরে এসে আবার শুরু করলেন নতুন এক অধ্যায়। ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন এই ড্যানিশ প্লেমেকার। ওল্ড ট্র্যাফোর্ডে তিনি থাকবেন ২০২৫ সালের জুন পর্যন্ত।
ব্রাইটনের ২১ বছর বয়সী আইরিশ ফরোয়ার্ড অ্যারন কননেলিকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে ইতালির দ্বিতীয় সারির ক্লাব ভেজিয়া।
রিভার প্লেটের ২১ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ১০ মিলিয়ন ইউরোর বদলে দলে ভিড়িয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। যদিও ট্রান্সফার ফি এর পরিমাণ পরবর্তীতে আরও ৮ মিলিয়ন ইউরো বেড়ে মোট ১৮ মিলিয়ন ইউরোতে দাঁড়াতে পারে।এবং এঞ্জোর সাথে ক্লাবের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত।
- বৃহস্পতিবার, ১৪ জুলাই
তুরস্কের ক্লাব কার্সইয়াপোর থেকে ১৮ বছর বয়সী মিডফিল্ডার এমরে দেমিরকে ২ মিলিয়ন ইউরোর বদলে কিনেছে বার্সেলোনা। দেমিরের সাথে তাদের চুক্তি হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। আপাতত তাদের বি দল ‘বার্সা অ্যাতলেটিক’-এর হয়েই খেলবেন তিনি।
১৮ বছর বয়সী ইউক্রেনিয়ান মিডফিল্ডার ইয়েহোর ইয়ারমোলেউককে ১.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছে ব্রেন্টফোর্ড।
আলবেনিয়ান গোলরক্ষক টমাস স্ট্রাকস্তার সাথে লাজিও এর চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত মৌসুমেই। এবার চার বছরের চুক্তিতে ফ্রিতে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দিলেন তিনি।
জেনোয়া থেকে ২২ বছর বয়সী ফুলব্যাক আন্দ্রেয়া ক্যাম্বিয়াসোকে ৫ বছরের চুক্তিতে দলে টেনেছে জুভেন্টান্স। ক্যাম্বিয়াসোকে কিনতে তারা খরচ করেছে ৮.৫ মিলিয়ন ইউরো।
চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত মৌসুমেই। এজেন্ট আর ক্লাবের মাঝে বনিবনা না হওয়াতে দেমবেলে হয়ে গিয়েছিলেন ফ্রি এজেন্ট। এখন সেই ফ্রি এজেন্ট হিসেবেই আবার বার্সেলোনাতে ফিরলেন এই ফরাসি উইঙ্গার। ক্লাবের সাথে চুক্তি বাড়িয়ে যে তিনি ২০২৪ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন, বার্সেলোনা সেটা আজই তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিল।
বার্সাতেই থাকছেন দেমবেলে; Image Credit: Getty Images ওয়াটফোর্ড ছেড়ে নরওয়েজিয়ান ফরোয়ার্ড জস কিং পাড়ি জমালেন টার্কিশ ক্লাব ফেনানবাচেতে।
ইন্টার মিলান ছেড়ে গেলেন চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত থাকার চুক্তি করেছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর সাথে।
বার্সেলোনার আলবেনিয়ান স্ট্রাইকার রে মানাজকে ফ্রি ট্রান্সফারে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াটফোড।
ফরাসি গোলরক্ষক বেঞ্জামিন লেকোমোতে এক মৌসুমের জন্য ধারে মোনাকো থেকে স্প্যানিশ ক্লাব এসপানিওলে যোগ দিয়েছেন।
- সোমবার, ১৩ জুলাই
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে, লীডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার সাথে চুক্তিবদ্ধ হয়েছে তারা। রাফিনহা বার্সেলোনাতে যোগ দেবেন ৫ বছরের জন্য।
ম্যানচেস্টার সিটির ইংলিশ উইঙ্গার রাহিম স্টারলিং ৫ বছরের চুক্তিতে লন্ডনের ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন। এই দলবদলে ব্লুজরা খরচ করেছে ৪৭.৫ মিলিয়ন পাউন্ড।
- পড়তে পারেন:
- চেলসি: ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দর্শন ও তারুণ্যের শক্তি
- চেলসির ৯ নম্বর জার্সির অভিশাপ
- Image Credit: Chelsea FC
ফেনারবাচের সাথে চুক্তি বাতিল করে ফ্রি ট্রান্সফারে আরেক টার্কিশ ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরে যোগ দিয়েছেন জার্মান প্লেমেকার মেসুত ওজিল।
সাউদাম্পটন ছাড়ার পর এবার রিডিংয়ে যোগ দিলেন ৩৫ বছর বয়সী শেইন লং। এই আইরিশ স্ট্রাইকারকে তারা ক্লাবে নিয়েছে মাত্র ১ বছরের জন্য।
অবশেষে বার্সেলোনার সাথে দুই বছর মেয়াদের নতুন চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছেন উসমান দেম্বেলে।
বার্সেলোনার পর্তুগিজ উইঙ্গার ফ্রান্সিসকো ত্রিনকাওকে এক বছরের লোনে দলে ভিড়িয়েছে তার স্বদেশী ক্লাব স্পোর্টিং সিপি। লোনের মেয়াদ শেষে স্পোর্টিং চাইলে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাকাপাকিভাবে দলে ভেড়াতে পারবে তাকে। সেক্ষেত্রে ভবিষ্যতে যদি স্পোর্টিং তাকে বিক্রি করে, তার ৫০% যোগ হবে বার্সেলোনার অ্যাকাউন্টে।
গ্রানাডা থেকে পর্তুগিজ গোলরক্ষক লুইস ম্যাক্সিমিলিয়ানোকে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চার বছরের চুক্তিতে কিনেছে ইতালিয়ান ক্লাব লাৎসিও।
গিনি জাতীয় দলের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড মোহাম্মদ বায়োকে ১৪ মিলিয়ন ইউরো খরচ করে ক্লেয়ারমন্ত থেকে কিনেছে ফরাসি ক্লাব লিল। বায়োর সাথে তাদের চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।
ওয়েস্টহ্যাম ছাড়ার পর আন্দ্রেই ইয়ারমালেঙ্কো আবু ধাবির ক্লাব আল আইনে এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন।
রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমির স্প্যানিশ সেন্টার-ব্যাক মারিও গিলাকে ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছেন ইতালিয়ান ক্লাব লাৎসিও। ২১ বছর বয়সী এই ডিফেন্ডারের সাথে তাদের ৫ বছরের চুক্তি হয়েছে।
হাল সিটির ২১ বছর বয়সী ফরোয়ার্ড কেইন লুইস-পটারকে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে ব্রেন্টফোড। ক্লাবটির সাথে লুইস-পটারের ৬ বছরের চুক্তি হয়েছে।
- রবিবার, ১২ জুলাই
গত ১ বছর ধরে বিক্রির চেষ্টা করে ব্যর্থ হওয়া মিলান তাদের উইঙ্গার সামু ক্যাস্তেয়িয়োকে বিক্রি করতে না পেরে এই মৌসুমে বিনামূল্যে ছেড়ে দিয়েছে। ক্যাস্তেয়িয়ো এরপর নতুন চুক্তিতে ৩ বছরের জন্য যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায়।
নতুন প্রস্তাবিত চুক্তিতে এসি মিলানের সাথে বেতন নিয়ে বনিবনা না হওয়ায় সেই চুক্তিতে স্বাক্ষর করেননি আলেসিও রোমানিওলি। তাদের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রোমাগনোলি তাই ফ্রিতেই ৫ বছরের জন্য যোগ দিয়েছেন লাৎসিওতে।
বার্নলির আইরিশ সেন্টারব্যাক নাথান কলিন্সকে ২০.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ৫ বছরের জন্য দলে ভিড়িয়েছে উলভারহ্যাম্পটন।
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন উইঙ্গার ন্যানি ফ্রি এজেন্ট হিসেবে মেলবোর্ন ভিক্টোরিতে যোগ দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই পর্তুগিজ তাদের সাথে ২০২৪ সাল পর্যন্ত চুক্তিতে সই করেছেন।
নাপোলি ছেড়ে দিলেন কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড অসপিনা। তার নতুন ঠিকানা এখন সৌদি আরবের ক্লাব আল নাসের।
- শনিবার, ১১ জুলাই
লাৎসিও ও ফ্ল্যামেঙ্গোতে পরপর দুই মৌসুম লোনে কাটানো মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরাকে ৯.৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে বিক্রি করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের সাথে এই সেলেসাওয়ের চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।
ফরাসি ক্লাব লেন্স থেকে মালিয়ান মিডফিল্ডার চেইক ডকৌরেকে ২২.৬ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছে প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস। যদিও এই দলবদলে আরও ৫ মিলিয়ম পাউন্ড বোনাস হিসেবে রয়েছে। ক্লাবের সাথে ডকৌরে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
লিভারপুলের ওয়েলস ফুলব্যাক নেকো উইলিয়ামসকে ১৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে টেনেছে নটিহ্যাম ফরেস্ট। ২১ বছর বয়সী নেকোর সাথে ক্লাবটির চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।
- রবিবার, ১০ জুলাই
বায়ার্ন মিউনিখের উইংব্যাক ওমার রিচার্ডস চার বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগে সদ্য প্রমোশন পাওয়া ক্লাব নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়েছেন। ২৪ বছর বয়সী এই ইংলিশ ফুটবলারকে কিনতে আপাতত ক্লাবটি খরচ করেছে ৮.৫ মিলিয়ন পাউন্ড। যদিও পরবর্তীতে আরও দেড় মিলিয়ন যোগ হবার সুযোগ রয়েছে।
রেঞ্জার্সের ২৫ বছর বয়সী মিডফিল্ডার জো আরিবোকে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে সাউদাম্পটন। দলের মধ্যমাঠের শক্তিমত্তা বাড়াতে এই মিডফিল্ডারকে তারা খরচ করেছে প্রায় দশ মিলিয়ন ইউরো।
ইন্টার মিলানের লিজেন্ডারি গোলরক্ষক সামির হ্যান্দানোভিচ ক্লাবের সাথে এক বছরের চুক্তি বাড়িয়েছেন। তাই ইন্টারে ২০২৩ সাল পর্যন্ত তাকে দেখা যাবে।
বোলোনিয়ার স্কটিশ লেফট-ব্যাক অ্যারন হিকিকে ২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোরড। হিকির সাথে ক্লাবের চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।
- শনিবার, ৯ জুলাই
স্টোক সিটি থেকে ফ্রি ট্রান্সফারে সোয়ানসি সিটিতে যোগ দিয়েছেন মিডফিল্ডার জো অ্যালেন। সোয়ানসি সিটির সাথে তার চুক্তি দুই বছরের জন্য।
গ্যালতাসারাই এর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকাওকে ৫ বছরের চুক্তিতে ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া।
বার্সেলোনার ফরাসি সেন্টারব্যাক ক্লেমেন্ত লংলেকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার।
- শুক্রবার, ৮ জুলাই
ছয় বছর ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে আবার তুরিনো বুড়িদের ডেরায় ফিরলেন পল পগবা। ফ্রি এজেন্ট হবার কারণে জুভেন্টাস তাকে পেয়ে গেছে বিনামূল্যেই।
রিয়াল মাদ্রিদ তাদের স্ট্রাইকার লুকা ইয়োভিচকে ফ্রিতেই ছেড়ে দিতে বাধ্য হলো। সার্বিয়ান এই স্ট্রাইকার দুই বছরের জন্য ইতালিয়ান ক্লাব ফ্লোরেন্টিনাতে যোগ দিয়েছেন, এবং এই ২ বছরের চুক্তি শেষ হলে আরও দুই বছর বাড়িয়ে নেবার সুযোগ রয়েছে। তবে এই দলবদলে রিয়াল মাদ্রিদ ৫০% ফিউচার সেল রেখেছে। যার অর্থ, ফ্লোরেন্টিনা পরবর্তীতে ইয়োভিচকে বিক্রি করলে, ট্রান্সফার ফি এর অর্ধেক রিয়াল মাদ্রিদকে দিতে হবে।
হেলাস ভেরোনা থেকে নিকোলো কাসেলের সাথ ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে লাজিও। দল-বদল মূল্য ১০ মিলিয়ন ইউরোর আশেপাশে।
গিল ভেসেন্তের ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার স্যামুয়েল লিনোকে দলে টেনেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। লিনোর সাথে ক্লাবটির চুক্তি ৫ বছরের।
ফুলহ্যাম থেকে একরকম বহিস্কার করে দেয়া হয়েছিল মিচেল সেরিকে। ফ্রি ট্রান্সফারে তাই তিনি এখন যোগ দিলেন হাল সিটিতে।
লাজিও এর বর্ষীয়ান ৩৯ বছর বয়সী গোলরক্ষক পেপে রেইনা এক বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে নাম লিখিয়েছেন।
টটেনহ্যাম হটস্পারের ডাচ উইংগার স্টেভেন বারগউইনকে পাঁচ বছরের চুক্তিতে কিনেছে আয়াক্স। এই দল-বদলে এই ডাচ ক্লাবটি খরচ করেছে ৩০ মিলিয়ন ইউরো।
ফ্রি ট্রান্সফারে জুভেন্টাসে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া।
ডি মারিয়া পৌঁছে গেছেন তুরিনে; Image Credit: JuveFC on Twitter ম্যানচেস্টার সিটির তরুণ ওয়েলস মিডফিল্ডার ডিলান লেভিডকে তিন লক্ষ পাউন্ডের বিনিময়ে কিনেছে ওয়েলস ক্লাব ডানডি ইউনাইটেড। লেভিটের সাথে তাদের চুক্তি হয়েছে ২ বছরের জন্য।
- বৃহস্পতিবার, ৭ জুলাই
সোয়ানসি সিটির ২৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার ফ্লিন ডোয়েনসকে দলে ভিড়িয়েছে ওয়েস্ট হ্যাম। ট্রান্সফার ফি হিসেবে আপাতত ৯ মিলিয়ন পাউন্ড খরচ করেছে তারা। যদিও পরবর্তীতে তা বেড়ে ১৪ মিলিয়ন পাউন্ডে পরিণত হবার সম্ভবনা রয়েছে।
লিভারপুলের সাথে ২০২৭ সাল পর্যন্ত থাকার চুক্তিতে সই করেছেন ইংলিশ রাইটব্যাক জো গোমেজ।
পাকাপাকিভাবে জুনিয়র মেসিয়াসকে ৪.৫ মিলিয়ন ইউরো কিনে নিয়েছে সদ্য ইতালিয়ান লিগ জেতা এসি মিলান। মেসিয়াসের সাথে ক্লাবের চুক্তি হয়েছে ২০২৪ সাল পর্যন্ত।
ফেইনুর্দের কলাম্বিয়ান উইংগার লুইস সিনিস্তেরাকে কিনেছে প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেড। এই দলবদলে ফেইনুরদ পাবে ২৫ মিলিয়ন ইউরো। এবং সিনিস্তেরার সাথে ক্লাবের চুক্তি হয়েছে ৫ বছরের জন্য।
মার্শেই'র সার্বিয়ান উইঙ্গার নেমানিয়া রাদোনিচকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে তোরিনো। এবং ধারের চুক্তি শেষ হবার পর পাকাপাকিভাবে কিনে নেবারও সুযোগ থাকছে তাদের জন্য।
মেইঞ্জের ফরাসি বংশভূত ক্যাপ্টেন মৌসা নিয়াখতেকে তিন বছরের চুক্তিতে দলে টেনেছে সদ্য প্রমিয়ার লিগে সুযোগ পাওয়া ক্লাব নটিংহ্যাম ফরেস্ট। এই দলবদলে ক্লাবটি খরচ করেছে ১০ মিলিয়ন পাউন্ড, যদিও পরবর্তীতে বেড়ে মোট ১৫ মিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে।
ফরাসি ক্লাব মার্শেই'র লেজেন্ডারি গোলরক্ষক স্টিভ মানদান্দা বিনামূল্যে স্তেদ রেনেতে পাড়ি জমিয়েছেন।
ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার রোমেও লাভিয়াকে ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছে সাউদাম্পটন। লাভিয়ার সাথে ক্লাবটির চুক্তি ৫ বছরের। এছাড়াও ৪০ মিলিয়নের বাই ব্যাক ক্লজ রেখেছে সিটিজেনরা।
- বুধবার, ৬ জুলাই
পিএসজির সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেই এক মৌসুমের জন্য ধারে স্ট্রাসবার্গে পাড়ি জমালেন ফরাসি সেন্টারব্যাক কোলিন দাগবা।
লাইপজিগ থেকে মিডফিল্ডার টাইরাল অ্যাডামসকে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছে লিডস ইউনাইটেড। অ্যাডামসের সাথে লিডসের ৫ বছরের চুক্তি হয়েছে।
মালমোর ২৩ বছর বয়সী বসনিয়ান ডিফেন্ডার আনেল আহমেদহোদিচকে ৪ বছরের চুক্তিতে ৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছে শেফিল্ড ইউনাইটেড।
আয়াক্সের স্ট্রাইকার সেবাস্টিয়ান হলারকে দলে টেনেছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। দল-বদল মূল্য ৩৫ মিলিয়ন ইউরো এবং নতুন ক্লাবের সাথে হলার ৪ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন।
বিনামুল্যে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিলেন বেলজিয়ান মিডফিল্ডার অ্যালেক্স উইটসেল। স্প্যানিশ এই ক্লাবের সাথে চুক্তি করেছেন এক বছরের জন্য।
জাতীয়তা পালটে ফেললেন দুই তরুণ ফুটবলার। সাউদাম্পটনের উইং-ব্যাক তারিক ল্যাম্পট্রি এবং অ্যাতলেটিকো ক্লাবের উইংগার ইনাকি উইলিয়াম দুজনেই এখন খেলবেন ঘানার হয়ে।
বয়স ৪১ বছর, কিন্তু তাতে কি। রিয়াল বেটিসের লিজেন্ড হোয়াকিন বুটজুড়ো তুলে না রেখে আরও এক বছরের জন্য তার ক্লাবের সাথে চুক্তি নবায়ন করলেন।
হ্যাটট্রিক ট্রান্সফার করেছে ডার্বি কাউন্ট্রি। কনর হৌরিহানে, জেমস চেস্টার এবং ডেভিড ম্যাকগ্রোল্ড্রিকে বিনামূল্যে দলে টেনেছে তারা।
ফ্রি ট্রান্সফারে লিভারপুল থেকে এসি মিলানে পাড়ি জমালেন বেলজিয়ান উইংগার ডিভক অরিগি।
- মঙ্গলবার, ৫ জুলাই
ফেইনুর্দের তরুণ ফুলব্যাক টাইরেল মালাসিয়াকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ'র সাথে প্রায় চুক্তিবদ্ধ হয়েই গিয়েছিলেন এই ডাচ ফুটবলার। কিন্তু মাঝপথে রেড ডেভিলরা আগ্রহ দেখালে মালাসিয়া নিজেও মত পাল্টে ইংল্যান্ডে খেলতে রাজি হয়ে যান। তার সাথে ক্লাবটির চুক্তি হয়েছে ৪ বছরের, এবং এই চুক্তির মেয়াদ শেষ হবার সাথে সাথে আরও এক বছরের জন্য বাড়িয়ে নেবার সুযোগ রয়েছে। দলবদলের অর্থের পরিমাণ ১২.৯ মিলিয়ন পাউন্ড, যদিও পরবর্তীতে এই অর্থ বেড়ে ১৪.৬ মিলিয়ন্ পাউন্ডে উঠে যাবার সম্ভাবনা রয়েছে।
Image Credit: Tyrell Malacia on Twitter ২৫ বছর বয়সী টার্কিশ রাইটব্যাক জেকি চেলিককে কিনেছে রোমা। ইতালিয়ান এই ক্লাবের সাথে চেলিক ৪ বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন। এই দলবদল থেকে তার প্রাক্তন ক্লাব লিল আয় করেছে ৭ মিলিয়ন ইউরো।
১৯ বছর বয়সী উইংগার কারামোকো দেম্বেলে সেল্টিক থেকে ফরাসি ক্লাব স্তেদ ব্রেস্তোয়াতে যোগ দিয়েছেন। নতুন ক্লাবের সাথে তার চুক্তি চার বছরের।
- সোমবার, ৪ জুলাই
এসি মিলানের আইভরি কোস্টের মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসিকে বিনামূল্যে কিনেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কেসির সাথে কাতালান ক্লাবের চুক্তি হয়েছে ২০২৬ পর্যন্ত এবং রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো। একই দিনে আরও একটি দলবদলের খবর প্রকাশ করেছে তারা। চেলসি থেকে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে বিনামূল্যে দলে ভিড়িয়েছে ক্লাবটি। ড্যানিশ এই সেন্টারব্যাকের সাথে বার্সা চুক্তি করেছে ২০২৬ সাল পর্যন্ত এবং কেসির মতো তারও রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো।
উলভসের সাথে আরও এক বছরের নতুন চুক্তিতে সই করেছেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও মৌতিনহো।
ডিনামো বাতুমির বুলগেরিয়ান উইংগার খুইচা খোয়ারেৎজখেলিয়াকে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে ইতালিয়ান ক্লাব নাপোলি। তার সাথে খেলোয়াড়ের চুক্তি হয়েছে ৫ বছরের।
অ্যাস্টন ভিলার সাথে চুক্তি বাড়িয়ে নিলেন ইংলিশ ফুটবলার অ্যাশলি ইয়ং। নতুন চুক্তি ২০২৩ সাল পর্যন্ত।
২৬ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও পালহিনহাকে কিনেছে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম। পালহিনহার সাথে ক্লাবটির চুক্তি হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তবে ফুলহ্যাম তাকে কিনতে কেমন অর্থ ব্যয় করেছে, সেটা জানা যায়নি।
আর্লিং হালান্ড এবং জুলিয়ান আলভারেজের আগমনে ম্যানসিটি থেকে গ্যাব্রিয়েল জেসুসের বিদায় অনেকটা নিশ্চিতই ছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো। ৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে পাড়ি জমালেন ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।
ইংলিশ মিডফিল্ডার ক্যালভিন ফিলিপসকে ছয় বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে নিজেদের দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি। বিনিময়ে ম্যানসিটিকে খরচ করতে হয়েছে ৪২ মিলিয়ন পাউন্ড, যা ভবিষ্যতে ৪৫ মিলিয়ন পাউন্ডে বেড়ে দাঁড়ানোর সুযোগ রয়েছে।
- রবিবার, ৩ জুলাই
দলবদল নিশ্চিত হয়ে গিয়েছিল অনেক আগেই, শুধু আনুষ্ঠানিক ঘোষণা ছিল বাকি। তবে আজ সেটাও হয়ে গেল। ১৯ বছর বয়সী পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার ফাবিও কারভালহোকে ফুলহ্যাম থেকে কিনেছে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব লিভারপুল।
Image Credit: Bleacher Report on Twitter - শনিবার, ২ জুলাই
ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডিন হেন্ডারসনকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে সদ্য প্রিমিয়ার লিগে উঠে আসা ক্লাব নটিংহ্যাম ফরেস্ট। যদিও ধারের চুক্তি শেষ হবার পরে কিনে নেবার কোনো অপশন রাখা হয়নি।
আইভরি কোস্টের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ভকৌন বায়োকে ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াটফোর্ড। বায়োর সাথে ক্লাবটির চুক্তি হয়েছে দুই বছরের জন্য।
আনকোরা একজন ডিফেন্ডারকে দলে টেনেছে ফরাসি ক্লাব লিল। ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক আলেক্সস্যান্দ্রোকে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ৫ বছরের জন্য কিনেছে ক্লাবটি।
বেনফিকার ২২ বছর বয়সী গোলরক্ষক মাইল স্যাভিলারকে ৫ বছরের চুক্তিতে কিনেছে ইতালিয়ান ক্লাব রোমা। একই দিনে ক্লাবটি ঘোষণা করেছে আরও একটি দল-বদলের কথা। ইতালিয়ান ফুলব্যাক আলেস্যান্দ্রো ফ্লোরেঞ্জিকে পাকাপাকিভাবে এসি মিলানের কাছে বিক্রি করে দিয়েছে তারা। ফ্লোরেঞ্জি মিলানের সাথে চুক্তি করেছেন ২০২৫ সাল পর্যন্ত। আর এই দল-বদলে রোমা পাচ্ছে ৩ মিলিয়ন ইউরো নগদ অর্থ।
আয়াক্সের সাথে আর নতুন চুক্তি করেনি আন্দ্রে ওনানা। তাই বিনামূল্যেই এই তরুণ গোলরক্ষকে কিনে নিয়েছে ইন্টার মিলান। একইদিনে চুক্তি হয়েছে আরও একটি। আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ মিখতারিয়ানকে বিনামূলে দলে টেনেছে তারা। মিখতারিয়ানের সাথে মিলানের চুক্তি হয়েছে ২ বছরের জন্য।
এক মৌসুম লোনে কাটানোর পর অবশেষে ফরাসি মিডফিল্ডার মাত্তেও গৌন্দোজিকে পাকাপাকিভাবে কিনে নিয়েছে অলিম্পিক মার্সেই।
২৯ বছর বয়সী ইংলিশ গোলরক্ষক স্যাম জনস্টোনকে বিনামুল্যে দলে ভিড়িয়েছে ক্রিস্টাল প্যালেস। ক্লাবটির সাথে তার চুক্তি হয়েছে চার বছরের জন্য।
লিভারপুলের সাথে আরও ৩ বছরের চুক্তি বাড়ালেন মোহাম্মদ সালাহ।
বার্সেলোনায় সফল একটা মৌসুম কাটিয়ে সেভিয়াতে ফিরে গিয়েছিলেন লুক ডি ইয়ং। এরপর সেভিয়া থেকে পাড়ি জমালেন তার পুরনো ক্লাবে। ৪ মিলিয়ন ইউরোর বদলে ডাচ ক্লাব পিএসভি তাকে কিনে নিয়েছে।
- শুক্রবার, ১ জুলাই
শাখতার দোনেস্ক থেকে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার তেতেকে এক বছরের জন্য লোনে দলে টেনেছে ফরাসি ক্লাব অলিম্পিক লিও।
ওয়াটফোর্ড ছাড়লেন মুসা সিসোকো। ১.৪ মিলিয়ন ইউরোর বদলে তাকে কিনে নিয়েছে ফরাসি ক্লাব নতে।
ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী সেন্টারব্যাক এগান-রাইলিকে চার বছরের চুক্তিতে দলে টেনেছে বার্নলি। অন্যদিকে সিটির আরেক ডিফেন্ডার হারউড-বেলিস এক মৌসুমের জন্য লোনে এসেছেন বার্নলিতে।
৩২ বছর বয়সী ফ্রেঞ্চ গোলরক্ষক জোনাস মার্টিনকে বিনামূল্যে দলে টেনেছে ফরাসি ক্লাব লিল। এবং রেনে ছেড়ে আসার পর নতুন ক্লাবের সাথে তার চুক্তি হয়েছে ২০২৪ সাল পর্যন্ত।
বেনফিকা থেকে চার বছরের চুক্তিতে সেল্টিকে পাড়ি জমালেন পতুগিজ উইংগার জোটা। লোনে এক মৌসুম কাটানোর পর এই খেলোয়াড়কে পাকাপাকিভাবে কিনে নিতে সেল্টিক খরচ করেছে ৬.৩ মিলিয়ন ইউরো।
Image Credit: CelticFC on Twitter ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন জার্মান গোলরক্ষক স্টেফান ওর্তেগা। ইংলিশ ক্লাবটির সাথে তার চুক্তি হয়েছে ৩ বছরের জন্য।
পাঁচ বছর আগে অলিম্পিক লিওঁ থেকে বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার কোরোঁতাঁ তোলিসো। বায়ার্নের সাথে চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্টে হিসেবে আবারো পুরানো ঘাটিতেই ফিরছেন তিনি। লিওঁ'র সাথে তোলিসোর চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।
এভারটনের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসনকে দলে ভিড়িয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। এজন্য তাদের খরচ করতে হয়েছে ৫০ মিলিয়ন পাউন্ড, ভবিষ্যতে যা বেড়ে দাঁড়াতে পারে ৬০ মিলিয়ন পাউন্ডে। রিচার্লিসনের সাথে তাদের চুক্তি হয়েছে ৫ বছরের।
- বৃহস্পতিবার, ৩০ জুন
ক্লাবের ব্যক্তিগত সামাজিক মাধ্যমগুলোতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস জানিয়ে দিয়েছে, অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ধারে আসা স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা আসন্ন মৌসুম থেকে আর ক্লাবের সাথে থাকছেন না। একই সাথে বিদায় নিচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা এবং উরুগুইয়ান মিডফিল্ডার ফেদ্রিকো বের্নাদেস্কি। ক্লাবের সাথে চুক্তি শেষ হয়ে যাবার পর দু'জনেই আর নবায়ন করেননি।
চুক্তি ছিল মাত্র এক বছরের ধারে খেলার। আজ ৩০ এপ্রিলের পর থেকে বার্সেলোনার সাথে এই ধারের চুক্তি শেষ হলো লুক ডি ইয়ংয়ের। এখন আবার তিনি ফিরে যাবেন পুরোনো ক্লাব সেভিয়াতে, তারপর হয়তো খুঁজে নেবেন নতুন ঠিকানা। লুক ডি ইয়ংয়ের পাশাপাশি এক বছরের ধারের চুক্তি শেষ হবার পর স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রায়োরেও ফিরে যাচ্ছেন তার পুরনো ক্লাব উলভসে।
ফরাসি ক্লাব অলিম্পিক লিও লু আভর থেকে ১৯ বছর বয়সী ফ্রেঞ্চ ডিফেন্ডার ইসাক তোরের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে। দলবদলের অর্থ ৫.৫ মিলিয়ন, যা পরবর্তীতে আরও বাড়তে পারে।
মাত্রই এক মৌসুম আগেই রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি'র বিনিময়ে ইন্টার মিলান থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন রোমেলু লুকাকু। তবে দ্বিতীয় দফায় চেলসির হয়ে প্রথম মৌসুমটা মাঠে এবং মাঠের বাইরে একেবারেই ভালো কাটেনি এই বেলজিয়ান স্ট্রাইকারের। অবশেষে ৮ মিলিয়ন ইউরোর লোন ফি'র বিনিময়ে এক মৌসুমের জন্য লোনে ইন্টারে ফিরছেন এ বেলজিয়ান।
- মঙ্গলবার, ২৮ জুন
বার্সেলোনার যুবদল থেকে পিএসজির যুবদলে যোগ দিয়ে আলোচনায় আসা তরুণ মিডফিল্ডার জাভি সিমন্সকে ৫ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ডাচ ক্লাব পিএসভি। পিএসজির মূল দলের হয়ে গত মৌসুমে ৭ বার মাঠে নামেন তিনি। কোনো ট্রান্সফার ফি না পেলেও পিএসজি এই চুক্তিতে একটি বাই-ব্যাক অপশন রেখে দিয়েছে।
লিল থেকে সেন্ট্রাল ডিফেন্ডার সভেন বটম্যানকে ৩৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে এনেছে গত মৌসুমে নতুন সৌদি মালিকের অধীনে যাওয়া নিউক্যাসল ইউনাইটেড। বটম্যানের সাথে তাদের চুক্তি হয়েছে ৫ বছরের।
গত এপ্রিলে ম্যানচেস্টার সিটিকে বিদায় বলা ফার্নান্দিনহো ব্রাজিলীয় দল অ্যাথলেটিকো পারানায়েন্সে ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন। ২০ বছর আগে মাত্র ১৭ বছর বয়সে এই ক্লাবেই পেশাদার ক্যারিয়ার শুরু হয় এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।
- রবিবার, ২৬ জুন
ডার্বি কাউন্টির ১৮ বছর বয়সী উইঙ্গার ম্যালকম এবিওয়েই বিনামূল্যে পাঁচ বছরের চুক্তিতে ক্রিস্টাল প্যালেসের হয়ে নাম লিখিয়েছেন।
নিজের ফেসবুক পেজে ভিডিও আপলোড করে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগদানের ঘোষণা দিয়েছেন গ্যারেথ বেল। এই গ্রীষ্মে তার সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষ হচ্ছে। ৩৩ বছর বয়সী এই উইঙ্গারকে রিয়াল আর দলে রাখার কোনো আগ্রহ দেখায় নি। তাই একদম বিনামূল্যেই এই ৫টি চ্যাম্পিয়নস লিগজয়ীকে নিজেদের দলে ভিড়িয়ে নিচ্ছে এলএ গ্যালাক্সি। এমএলএসের সেকেন্ডারি ট্রান্সফার উইন্ডো খুলছে আগামী ৭ই জুলাই। ওইদিন থেকে আগামী ১২ মাসের জন্য বেলের সাথে চুক্তি হয়েছে গ্যালাক্সির।
Official, confirmed. Gareth Bale joins Los Angeles FC on a free transfer on a one-year deal. 🇺🇸🏴🤝 #LAFC
Deal completed. New chapter. #MLS pic.twitter.com/Y7mx8sgQkt— Fabrizio Romano (@FabrizioRomano) June 25, 2022
- শনিবার, ২৫ জুন
ইংলিশ উইঙ্গার প্যাট্রিক রবার্টসকে ফ্রি ট্রান্সফারে কিনে নিয়েছে সান্ডারল্যান্ড। তার সাথে ক্লাবের চুক্তি হয়েছে ২০২৪ সাল পর্যন্ত।
ইউনিয়ন ব্রেলিনের ২৪ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার তাইয়ো আয়োনিয়ি পাঁচ বছরের চুক্তিতে সদ্য প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া ক্লাব নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়েছেন। ট্রান্সফার মূল্য ১৭ মিলিয়ন ইউরোর একটু বেশি।
বোর্নমাউথে যোগ দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার জো রথওয়েল। ব্ল্যাকবার্ন রোভার্সের সাথে আর নতুন চুক্তি না করায় বিনামুল্যেই তাকে পেয়েছে বোর্নমাউথ, চুক্তি হয়েছে চার বছরের জন্য।
- শুক্রবার, ২৪ জুন
লেভান্তের ৩৪ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার হোসে লুইস মোরালেসকে দুই বছরের চুক্তিতে দলে টেনেছে আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।
বায়ার লেভারকুসেনের আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস আলারিওকে ৩ বছরের জন্য দলে ভিড়িয়েছে এইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। এজন্য ফ্রাঙ্কফুর্টের খরচ হয়েছে ৬ মিলিয়ন ইউরো।
- বৃহস্পতিবার, ২৩ জুন
বার্নলির হয়ে টানা ছয় মৌসুম কাটানোর পর ক্লাব ছাড়লেন ৩০ বছর বয়সী ইংলিশ গোলরক্ষক নিক পোপ। চার বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি। অবশ্য এই দলবদলে 'ম্যাগপাই'রা কতো খরচ করল, সেটা জানা যায়নি।
- বুধবার, ২২ জুন
রিভারপ্লেটের ২৪ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ পতুগিজ ক্লাব বেনফিকায় যোগ দিয়েছেন। নতুন ক্লাবের সাথে তার চুক্তি হয়েছে ৫ বছরের জন্য এবং দলবদলের মূল্যটা ১০ মিলিয়ন ইউরো হলেও ভবিষ্যতে ১৮ মিলিয়ন ইউরোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
লাইপজিগের হয়ে নতুন চুক্তিতে সই করলেন ফরাসি তরুণ ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুঙ্কু। ক্লাবটির সাথে তার নতুন চুক্তি ২০২৬ সাল পর্যন্ত, তবে ৬০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজও চুক্তিপত্রে রাখা হয়েছে।
ওয়েস্টহ্যামের ২৯ বছর বয়সী ডিফেন্ডার রায়ান ফ্রেডরিক্সকে বিনামূল্যে দলে টেনেছে বোর্নমাউথ। ক্লাবটির সাথে ফ্রেডরিক্সের চুক্তি হয়েছে দুই বছরের জন্য।
ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফিরে এসেছেন পল পগবা৷ ১০ বছর আগে এভাবেই একবার ইউনাইটেড থেমে জুভেন্টাসে পা রাখেন তিনি। এরপর ইউনাইটেড তাকে আবার কিনে নেয় ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে। এরপর চলতি বছর চুক্তি শেষ হওয়ার পর দু'পক্ষ কোনো সমাধানে আসতে পারেনি। তাই পগবা আবার ফিরে গেলেন তুরিনো বুড়িদের ডেরায়।
Image Credit: Twitter - মঙ্গলবার, ২১ জুন
লিভারপুলের হয়ে টানা ছয়টা মৌসুম কাটানোর পর সাদিও মানে বিদায় জানালেন অ্যানফিল্ডকে। তার পরবর্তী গন্তব্য বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের হয়ে তিন বছরের চুক্তিতে সই করেছেন তিনি; যার অর্থ, ২০২৫ সালের জুন পর্যন্ত মানেকে দেখা যাবে বায়ার্ন মিউনিখের জার্সিতে। এই দলবদলে লিভারপুল পাচ্ছে ৩২ মিলিয়ন ইউরো, যা পরবর্তীতে বেড়ে ৪২ মিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে।
লিভারপুলের উইঙ্গার তাকুমি মিনামিনোকে কিনেছে ফরাসি ক্লাব মোনাকো। তাকে বিক্রি করে লিভারপুল পাবে মোট ১৭ মিলিয়ন ইউরোর মতো, নতুন ক্লাবের সাথে তার চুক্তি হবে ৫ বছরের জন্য।
সাউদাম্পটন কিনেছে নতুন ডিফেন্ডার। জার্মান তরুণতুর্কি আরমেল বেলা-কচ্যাপকে দলে টেনেছে তারা। ২০ বছর বয়সী এই ডিফেন্ডারকে কিনতে তাদের গুনতে হয়েছে ১০ মিলিয়ন ইউরো।
পোর্তোর হয়ে শেষ মৌসুমে ২৭ ম্যাচে ২০ গোলে অবদান রেখেছিলেন ফাবিও ভিয়েরা। আর্সেনালের মাঝমাঠের সৃজনশীলতা বাড়িয়ে তুলতে ২২ বছর বয়সী এই পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডারকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে আর্সেনাল। ভিয়েরা এবং আর্সেনালের ভেতর চুক্তিটা হয়েছে বড় একটা সময়ের জন্য। কিন্তু সেটা কত বছরের, তা খোলাসা করে জানায়নি ক্লাবটি।
Image Credit: Sky Sports - সোমবার, ২০ জুন
ফরাসি ক্লাব রেনে থেকে ২৬ বছর বয়সী মরোক্কান ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দোকে কিনেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। চুক্তি হয়েছে পাঁচ বছরের জন্য, এবং দলবদলের মূল্য ৩১ মিলিয়ন ইউরো। যেটা বেড়ে পরবর্তীতে ৩৫ মিলিয়নেও চলে যেতে পারে।
বুন্দেসলিগায় ফিরলেন মারিও গোৎজে। ইউরোপাজয়ী ক্লাব ফ্রাঙ্কফুটের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন ৩০ বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার।
- শনিবার, ১৮ জুন
স্কটিশ ক্লাব অ্যাবারডিন থেকে নতুন ফুলব্যাক কিনেছে লিভারপুল। ১৮ বছর বয়সী ক্যালভিন রামজিকে ৫ মিলিয়ন + ৩ মিলিয়ন অতিরিক্ত পাউন্ডের বিনিময়ে দলে টেনেছে তারা।
- শুক্রবার, ১৭ জুন
বায়ার্ন মিউনিখের বেঞ্চে বসেই কাটছিল সময়। স্প্যানিশ মিডফিল্ডার মার্ক রোকা পেলেন নতুন ক্লাব। প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেড তাকে দলে টেনেছে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে। চুক্তিটা হয়েছে ৪ বছরের জন্য।
ম্যানচেস্টার সিটির গোলরক্ষক কেভিন বাজুনুকে ৫ বছরের চুক্তিতে ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে টেনেছে সাউদাম্পটন।
- বুধবার, ১৫ জুন
রেসিও দে সান্তান্দার থেকে পাবলো তোরের সাথে বার্সা আগে থেকেই চুক্তি করে রেখেছিল। মৌসুম শেষ হলেই তিনি এসে যোগ দেবেন বার্সা বি’তে। যদিও আগামী মৌসুম থেকে মূল দলের সাথেও তোরের থাকার সম্ভাবনা রয়েছে। ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তরুণ মিডফিল্ডারকে বার্সা কিনেছে মাত্র ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে, যদিও পরে সেটা বেড়ে ২০ মিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে। এবং ১০০ মিলিয়ন রিলিজ ক্লজ রেখে তোরের সাথে ক্লাবটি চুক্তি করেছে ২০২৬ সাল পর্যন্ত।
Image Credit: FC Barcelona on Twitter - মঙ্গলবার, ১৪ জুন
টটেনহ্যাম দলে ভিড়িয়েছে নতুন এক মিডফিল্ডারকে। ব্রাইটন থেকে ২৫ বছর বয়সী মালির ডিফেন্সিভ মিডফিল্ডার ইউভেস বিসুমাকে ৪ বছরের জন্য ২৫ মিলিয়ন পাউন্ডের বিপরীতে দলে টেনে লন্ডনের ক্লাবটি। পরবর্তীতে আরও ১০ মিলিয়ন পাউন্ড বেড়ে দলবদলের ফি ৩৫ মিলিয়ন পাউন্ড হবার সুযোগ রয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফ্রি ট্রান্সফারে ইতালিয়াল ক্লাব রোমাতে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী সার্বিয়ান মিডফিল্ডার নেমানিয়া মাতিচ। যদিও রোমার সাথে তার চুক্তি মাত্র এক বছরের।
- সোমবার, ১৩ জুন
উরুগুইয়ান ফরোয়ার্ড ডারউইন নুনেজকে বেনফিকা থেকে নিয়ে এসেছে লিভারপুল। ৮৫ মিলিয়ন ইউরোর প্রাথমিক ট্রান্সফার ফি'সহ অতিরিক্ত ফি মিলিয়ে এই ট্রান্সফারটিতে সম্ভাব্য খরচ ১০০ মিলিয়ন ইউরোর।
আয়াক্সের ২০ বছর বয়সী মিডফিল্ডার রায়ান গ্রেভেনবের্খকে দলে ভিরিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আয়াক্সের সাথে ১৮.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে গ্রেভেনবের্খকে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ্ করেছে তারা।
১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কিনোসকে দলে টেনেছে আর্সেনাল। সাও পাওলোর এই তরুণ তুর্কির মূল দলে অভিষেকই হয়েছিল গত মৌসুমে। আর্সেনালের সাথে তার চুক্তিটা বেশ লম্বা সময়ের জন্য, তবে তাকে টানতে গানার্সরা ঠিক কতো খরচ করলো, সেটা জানা যায়নি।
টানা ১৭ বছর পর জুভেন্টাসের সাথে সম্পর্ক ছিন্ন করলেন বর্ষীয়ান ইতালিয়ান ডিফেন্ডার কিয়েলিনি। ক্যারিয়ারের শেষ সময়গুলো এখন তিনি পার করবেন লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে।
- শনিবার, ১১ জুন
বরুশিয়া ডর্টমুন্ড থেকে নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডকে মাত্র ৬০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করে নিয়ে এসেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ২২ বছর বয়সী এই খেলোয়াড়ের সাথে সিটির চুক্তির মেয়াদ ৫ বছর।
Image Credit: Twitter মোনাকোর হয়ে ৭৪টি ম্যাচ খেলা ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন শোয়ামেনিকে দলে ভিরিয়েছে রিয়াল মাদ্রিদ। এই তরুনকে ৬ বছর মেয়াদী চুক্তিতে দলে ভেড়াতে রিয়ালের খরচ হয়েছে ৮০ মিলিয়ন ইউরো। চুক্তিতে কিছু শর্ত রয়েছে, যা সফল হলে তাদের আরো ২০ মিলিয়ন ইউরো দিতে হবে মোনাকোকে।
- বৃহস্পতিবার, ৯ জুন
লিঁও থেকে রেকর্ড ট্রান্সফারে ২০১৭ সালে আলেক্সান্ডার লাকাজেতকে ২০১৭ সালে এমিরেটসে নিয়ে এসেছিল আর্সেনাল। আর্সেনাল ক্যারিয়ারের বেশিরভাগ সময় পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের ছায়ায় পার করলেও গত শীতে অবামেয়াং আর্সেনাল ছাড়লে অধিনায়কের বাহুবন্ধনী পান তিনি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৩১ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের সাথে চুক্তি নবায়ন করেনি আর্সেনাল। এরপর তিনি ফ্রি'তে ফিরে আসেন লিঁওতে। লিঁওর সাথে লাকাজেতের চুক্তি হয়েছে ৩ বছরের জন্য।
- বুধবার, ৮ জুন
এক মৌসুমের লোনের চুক্তির পর ম্যাট টার্গেটকে চার বছরের জন্য পাকাপাকিভাবে কিনে নিল নিউক্যাসল ইউনাইটেড। ২৬ বছর বয়সী এই লেফটব্যাককে কিনতে ক্লাবটি খরচ করেছে ১৫ মিলিয়ন পাউন্ড।
সাউদাম্পটনের গোলরক্ষক ফ্রেজার ফস্টারকে বিনামূল্যে দলে টেনেছে টটেনহ্যাম হটস্পার। ফ্রেজারের সাথে ক্লাবের চুক্তি হয়েছে চার বছরের জন্য।
- বৃহস্পতিবার, ২ জুন
রুডিগার চেলসি ছাড়ছেন, সেটা কারও অজানা ছিল না। তবে জার্মান এই ডিফেন্ডারের নতুন ঠিকানা কোথায় হবে? এই প্রশ্নের জবাব দিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন আন্তোনিও রুডিগার।
Image Credit: Helios de la Rubia/Real Madrid via Getty Images - বুধবার, ১ জুন
সেভিয়া থেকে ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডিয়েগো কার্লোসকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। কার্লোসকে কিনতে তাদের গুনতে হয়েছে ২৬ মিলিয়ন পাউন্ড।
- মঙ্গলবার, ৩১ মে
ধারে এক মৌসুম কাটানোর পর পাকাপাকিভাবে পর্তুগিজ ফুলব্যাক নুনো মেন্ডেজকে কিনে নিয়েছে পিএসজি। চার বছরের নতুন চুক্তির পাশাপাশি মেন্ডেজের জন্য পিএসজি খরচ করেছে ৪০ মিলিয়ন ইউরো।
- বৃহস্পতিবার, ১২ মে
৬ মাস লোনে থাকার পর ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোর সাথে চুক্তি পাকাপাকি করেছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত কৌতিনহো থাকছেন ভিলা পার্কে। এজন্য বার্সেলোনাকে দিতে হয়েছে প্রায় ২০ মিলিয়ন ইউরো।
Image Credit: Getty Images - মঙ্গলবার, ১০ মে
আর্লিং হালান্ডকে ম্যানসিটির কাছে বিক্রির পর তার পরিবর্ত হিসেবে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবার্গ থেকে করিম আদিয়েমিকে পাকাপাকিভাবে কিনে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ২০ বছর বয়সী এ তরুণের জন্য ডর্টমুন্ডকে খরচ করতে হয়েছে ৩৮ মিলিয়ন ইউরো।
- সোমবার, ২৩ মে
অলিম্পিক মার্শেই থেকে ২২ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার বোবাকার কামারাকে বিনামূল্যে দলে টেনেছে অ্যাস্টন ভিলা।
- শুক্রবার, ২৭ মে
এক মৌসুম লোনে থাকার পর অবশেষে ফুলহ্যাম থেকে পাকাপাকিভাবে নাপোলিতে যোগ দিচ্ছেন ক্যামেরুনিয়ান মিডফিল্ডার আন্দ্রে জাম্বো আঙ্গুইসা। এই ট্রান্সফারে নাপোলিকে খরচ করতে হয়েছে ১৫ মিলিয়ন ইউরো।
- বৃহস্পতিবার, ২৬ মে
রেডবুল সালজবার্গ থেকে ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ব্রেন্ডন অ্যারনসনকে ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে টেনেছে লীডস ইউনাইটেড। অ্যারনসনের সাথে ক্লাবটির চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।
This article is in Bangla language. This is where you will find all the latest updates on the done deals of the European Football transfer window 2022.
Featured Image credit: Jakaria Hasan/Roar Bangla