HTC’র পতন এর উত্থানের মতই নাটকীয়। তুমুল প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে যেখানে স্যামসাং, অ্যাপলের মতন মার্কেটিং জিনিয়াস কোম্পানি বিদ্যমান, সেখানে শুধু ভালো হার্ডওয়্যার, প্রিমিয়াম কোয়ালিটির বড়াই দেখাতে গিয়েই খেই হারিয়েছে HTC। পাশাপাশি বাজে কিছু সিদ্ধান্ত, বিনিয়োগের ক্ষেত্রে ভুল কিছু পদক্ষেপ, এবং অন্যান্য প্রতিযোগীদের সাফল্য ছায়ায় ঢাকা পরে তাদের ধীরে ধীরে স্মার্টফোন বাজার থেকে পুরোপুরি ছিটকে পড়েছে তারা।