Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

যে ৪ টি অ্যাপ আপনার নাগরিক জীবন সহজ করে দিবে

অফিস যাওয়া এবং ছুটির সময়ে ঢাকার রাস্তায় প্রচুর যানজট থাকে। এই সময়টায় বাসে সিট পাওয়াও মুশকিলের ব্যাপার। কিংবা কখনও কখনও বাসে দাঁড়ানোরও জায়গা থাকে না। অগত্যা আপনাকে বাসে হ্যান্ডেল ধরে ধরে ঝুলে ঝুলে অফিসের দিকে পা বাড়াতে হয়। কেমন হতো যদি আপনি একাই একটা মোটরসাইকেলে কিংবা একটি প্রাইভেট গাড়িতে বসে হাওয়া হাওয়া খেতে খেতে অফিসে যাচ্ছেন কিংবা আসছেন?

আপনার সমস্যার প্রতি লক্ষ্য রেখে ‘ডাটাভক্সসেল লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান একটি নতুন পরিকল্পনা নিয়ে এসেছে, যার নাম SAM (Share a Motorcycle)। রাজধানীতে প্রায় চার লক্ষের ও বেশি মোটর সাইকেল রয়েছে যা ব্যক্তিগত কাজে ব্যবহার হয়। সুতরাং বুঝতেই পারছেন একেকটি মোটর সাইকেলে মালিক নিজে এবং একজন যাত্রী বহন করলে চার লাখ মানুষ উপকৃত হবে।

SAM (Share a Motorcycle)

share-a-motorcycle

Image source- shareamotorcycle.com

SAM মূলত একটি অ্যাপ। বাংলাদেশ এবং ভারতের কয়েকজন প্রোগ্রামার মিলে তৈরি করেছেন এই অ্যাপটি। আর ডাটাভক্সসেল লিমিটেড বাংলাদেশে ই-কমার্স ভিত্তিক এই নতুন ধরনের ব্যবসা শুরু করতে যাচ্ছে। এই অ্যাপটির মাধ্যমে যাত্রী নিজে বাইকারের সাথে যোগাযোগ করে সময় মতো নির্দিষ্ট স্থানে সাহায্য পেতে পারবে।

SAM কিভাবে কাজ করে

SAM এর সার্ভিসটি পেতে হলে যাত্রী এবং বাইকার উভয়কেই অ্যাপটি Install করে নিতে হবে। আপনি চাইলে এর অ্যান্ড্রয়েড ভার্শনটি Install করে নিতে পারেন। অ্যাপে লগ ইন থাকা অবস্থায় যাত্রী দুই কিলোমিটারে এলাকার মধ্যে থাকা বাইকারের কাছে request পাঠাতে পারবে। বাইকার সম্মত হলে request গ্রহণ করে যাত্রীকে তার গন্তব্যে পৌছে দিতে পারবেন।

share-a-motocycle-2

Image source- shareamotorcycle.com

কিভাবে অর্থের লেনদেন করবেন

এবার আসা যাক টাকা পয়সার মামলায়। SAM এ মাইলেজ মিটার রয়েছে যা আপনাকে দূরত্ব নির্ধারণে সহায়তা করবে এবং যাত্রী সে অনুসারে বিল প্রদান করতে পারবেন। তবে বিল প্রদান নগদে করতে হবে না। বিল প্রদান হবে স্বয়ংক্রিয়ভাবে স্যাম অ্যাপসের ই-ওয়ালেটের মাধ্যমে তাই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ।

এছাড়াও অ্যাপটি সামাজিক শ্রেণীভেদ কমাতে সাহায্য করবে। এটি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য নতুন বিকল্প পরিবহনব্যবস্থা। এ ছাড়া এটি অতিরিক্ত সময় ও শক্তি খরচ ছাড়া অতিরিক্ত কিছু অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে।

কোথায় পাবেন 

অ্যাপটি অ্যানড্রয়েডের গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। শিগগিরই আইওএস প্ল্যাটফর্মেও এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন অ্যাপটির উদ্যোক্তারা।

VAT Checker Apps

vat-checker-app

Image Source- aajtoday.com

এবার আসা যাক খাওয়া দাওয়ার কথায়। আমরা প্রায়ই হোটেল রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুডের দোকানে যাই খাবার কিনতে কিংবা খেতে। ইদানিং প্রায় সকল খাবারের দোকানেই ভ্যাট দিতে হয় আলাদা করে। আমরা চুপচাপ ভাল মানুষের মতো খেয়েদেয়ে সেলফি তুলে চলে আসি। কখনও একবারের জন্য ভাবি না- আমাদের দেয়া ভ্যাট কি সরকারের কাছে পৌছায় কিংবা পৌছালেও ঠিক কত % পৌছায়? পকেট থেকে টাকাটা আমাদের ঠিকই বেরোয় কিন্তু এই কষ্টের টাকাটা চলে যায় কিছু অসাধু ব্যবসায়ীদের হাতে। আপনাকে বোকা বানিয়ে নেয়া হচ্ছে তথাকথিত ভ্যাট।

একজন সুনাগরিক হিসেবে আপনার উচিত ভ্যাট চেক করা। তাই আজ আমরা ভ্যাট চেকার অ্যাপ নিয়ে কথা বলবো। এই অ্যাপটি ভ্যাট ফাঁকি প্রতিরোধের চিন্তা থেকে তৈরি করা হয়েছে। এটি সরকারি ওয়েবসাইট www.nbr.gov.bd থেকে তথ্য সংগ্রহ করে।

অ্যাপটির ফিচারগুলো দেখে নিন

  • কোন প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা কিনলে তারা একটা রশিদ দেয়, যাতে একটা বি আই এন ( BIN- Business Identification Number ) নাম্বার থাকে। অ্যাপটিতে BIN নাম্বার বসিয়ে চেক করতে পারবেন আপনার প্রদত্ত ভ্যাট সরকারের কাছে ঠিক মতো যাচ্ছে নাকি প্রতারণা করা হচ্ছে।
  • অ্যাপটি আপনার প্রদত্ত BIN নাম্বার এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার অভিযোগ যথাযথ কতৃপক্ষের নিকট প্রেরণ করবে।
  • ভ্যাট সংক্রান্ত অন্য যেকোন অভিযোগও করতে পারবেন। কোন সেলসম্যান মূসক চালান প্রদানে কোনরূপ অসহযোগিতা কিংবা দূর্ব্যবহার করলে অথবা মূসক ফাঁকি দিলে অভিযোগ করুন।
  • অ্যাপটির মাধ্যমে আপনারা ভ্যাট সংক্রান্ত প্রয়োজনীয় কিছু ব্লগপোস্টও পড়তে পারবেন যেগুলা অনলাইনভিত্তিক আর নিয়মিত আপডেট করা হয়।

তবে কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা খুব বেশিদিন হয়নি রেজিস্ট্রেশান করেছে তাদের ক্ষেত্রে আপনি তাদের প্রতিষ্ঠানের নিবন্ধন সনদটি দেখতে পারেন। কারণ রাজস্ব বোর্ডের ওয়েবসাইট আপডেট হতে সময় লাগে।  মূল্য সংযোজন কর আইন অনুযায়ী নিবন্ধিত প্রতিটি প্রতিষ্ঠানে নিবন্ধন সনদ প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখা বাধ্যতামুলক। মূসক চালান প্রদানে কোনরূপ অসহযোগিতা কিংবা দূর্ব্যবহার করলে অথবা মূসক ফাঁকি দিলে অভিযোগ করুন।

কোথায় পাবেন

অ্যাপটি অ্যানড্রয়েডের গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। এর জন্য আপনাকে কোন অর্থ বিনিময় করতে হবে না। খাওয়া দাওয়া করুন, সেলফি তুলুন, ফেসবুকে সেলফি তুলুন এবং ভ্যাট চেক করে দেশ ও জাতির উপকারে আসুন।

Robi Tracker – Vehicle Tracking Solution

প্রযুক্তির এই যুগে সাইট হ্যাকিঙের পাশাপাশি গাড়ি হ্যাকিংও শুরু হয়ে গিয়েছে। কি? গাড়ি নিয়ে চিন্তিত হয়ে পড়লেন নাকি? গাড়ি গ্যারেজে রেখেও শান্তির ঘুম নষ্ট হয়ে যাবে? আপনার শান্তির ঘুম যাতে নষ্ট না হয় সে দিকে লক্ষ্য রেখে রবি ট্র্যাকার’ নামে একটি ডিজিটাল সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

robi-vehicle-tracker-3

Image Source- freeapp.us

রবি ট্র্যাকারের মাধ্যমে ইউজার ইন্টারফেস ব্যবহার করে অথবা এসএমএস পাঠিয়ে গাড়ির বর্তমান অবস্থান জানতে পারবেন গ্রাহকরা। ‘রবি ট্র্যাকার’ শুধু গাড়ির অবস্থান জানাবে তা নয়, ব্যবহারকারীরা এর মাধ্যমে গাড়ির গতি সীমাও নির্ধারণ করে দিতে পারবেন এবং নির্ধারিত গতিসীমা পেরিয়ে গেলে তা সহজেই জানতে পারবেন মালিক।

শুধু তাই নয় জরুরি অবস্থায় SMS ও পাঠিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন গ্রাহকরা। এ ছাড়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে ট্র্যাকারের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে তবে সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে সংকেত পাঠাবে ডিভাইসটি। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি বাটন রয়েছে যাতে চাপ দিলে গ্রাহকের কাছে এসএমএস ও ই-মেইল পৌঁছে যাবে।

robi-vehicle-tracker

Image Source- freeapp.us

কোথায় পাবেন এবং দরদাম

যে কোনো সময় প্রয়োজনীয় সহায়তা পেতে ‘রবি ট্র্যাকার’র হটলাইন-০১৮৪১২১২১৯৪-৯

‘রবি ট্র্যাকারে’র মূল্য ১০ হাজার ৫০০ টাকা (ট্র্যাকিং ডিভাইস ও ইন্সটলেশন) এবং মাসিক সাবস্ক্রিপশন ফি ৫১৫ টাকা। পাশাপাশি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও আজীবন সার্ভিস ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

Law Support Apps

law-support-app-projuktibangla-net

Image Source- projuktibangla.com

আমাদের দেশে আইনি সহায়তা পেতে সর্বদাই সশরীরে পুলিশের নিকট গিয়ে GD কিংবা সুপারিশ করতে হয়। Law Support Apps টির মাধ্যমে আপনি সহজেই আইনি সহায়তা পেতে পারবেন। কষ্ট করে পুলিশের নিকট ছুটোছুটি করতে হবে না। অ্যাপটিতে কী কী সুবিধা রয়েছে তা এক ঝলকে দেখে নিন।

অ্যাপ্লিকেশনটিতে থাকছেঃ

  • বিশেষজ্ঞ উকিল খুঁজে পাবার সুবিধা। সুপ্রীম, জজ কোর্টের স্থানভিত্তিক উকিলদের নিয়েই তৈরি হয়েছে এই অংশের ড্যাটাবেজ।
  • ‪‎থাকছে‬ মামলা নম্বর সাবমিট করে অনলাইনে মামলার বিস্তারিত জানার সুযোগ।
  • ‪‎নারী‬ নির্যাতন, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সরকারী সংস্থা, NGO এবং মানবাধিকার সংস্থার বিস্তারিত তথ্য। এসকল সংস্থার সাথে অনলাইনে যোগাযোগ, ফর্ম ডাউনলোড এবং Appointment নেওয়ার অনলাইন সুবিধা।
  • থাকছে Emergency Support. থাকছে আপনার বর্তমান অবস্থান শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে আপনার নিকটস্থ পুলিশ বা RAB কার্যালয় খুঁজে পাবার এবং ম্যাপিং এর মাধ্যমে সেখানে কিভাবে যেতে পারেন তার নির্দেশনা।
  • ‪‎আরও‬ থাকছে জরুরী প্রয়োজনে পুলিশ ব্লাডব্যাংকের অনলাইন সেবা।
  • ‪‎কোর্ট‬ ফি ছাড়াই দরিদ্র মানুষের জন্য আইনী সেবা ও সরকারী সহায়তার খুঁটিনাটি।
  • ‪রয়েছে‬ অনলাইনে GD করার সুযোগ। জিডি ও মামলা করার প্রয়োজনীয় দিক নির্দেশনা।
  • রয়েছে দৈনন্দিন জীবনের জন্য অতি প্রয়োজনীয় আইনি তথ্য ও গাইডলাইন্স।
  • ‪‎এছাড়াও‬ রয়েছে উকিলদের মেম্বারশিপ নেওয়ার সুযোগ এবং অ্যাপ সম্বন্ধে মতামতের সুবিধা সহ আরও কিছু অনলাইন সেবা।

কোথায় পাবেন এবং দরদাম

অ্যাপটি Google Play Store এ পাবেন। একদম বিনামুল্য।

The following article is on some of the useful apps that make our daily life easier. They might help us commuting, having our meals easily, getting deliveries and so on.

References:

  1. shareamotorcycle.com
  2. legalsolutions.thomsonreuters.com
  3. prothom alo.com
  4. play.google.com
  5. robi.com.bd

Feature image: bdlife24.com

Related Articles