Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

অস্ট্রেলিয়ার আদিবাসীদের গল্প

অস্ট্রেলিয়ার আদিবাসীরা মহাদেশটিতে প্রায় ৫০,০০০ বছরেরও বেশি সময় ধরে বাস করছে। অস্ট্রেলিয়া জুড়ে ২৫০টি স্বতন্ত্র ভাষাগোষ্ঠী ছড়িয়ে আছে। এবোরিজিনাল অস্ট্রেলিয়ানরা দুটি দলে বিভক্ত: আদিবাসী জনগণ (১৭৮৮ সালে ব্রিটেন যখন এখানকার দ্বীপে উপনিবেশ স্থাপন শুরু করে তখন তারা অস্ট্রেলিয়ায় বসবাস করছিল), এবং টরেস স্ট্রেইট দ্বীপের অধিবাসীরা (তারা টরেস স্ট্রেইট দ্বীপপুঞ্জের বাসিন্দাদের বংশধর, আধুনিক দিনের অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের অংশ)।

২০১৭ সালে ১১১ জন আদিবাসী অস্ট্রেলিয়ানের জিনোমের এক গবেষণায় দেখা গেছে, আজকের আদিবাসী অস্ট্রেলিয়ানরা সবাই এক সাধারণ পূর্বপুরুষের সাথে সম্পর্কিত, যারা প্রায় ৫০,০০০ বছর আগে মূল ভূখণ্ডে আবির্ভূত একটি স্বতন্ত্র জনসংখ্যার সদস্য ছিলেন। আদিমকালে মানুষ নৌকা ব্যবহার করে এশিয়া থেকে উত্তর অস্ট্রেলিয়ায় এসেছিল বলে ধারণা করা হয়। আরেক তত্ত্ব মতে, এই আদিবাসীরা প্রায় ৭০,০০০ বছর আগে আফ্রিকা থেকে চলে এসেছিল।

Image source: Encyclopedia Britannica

অস্ট্রেলিয়ার আদিবাসীদের একটি সমৃদ্ধ এবং প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যা কয়েক হাজার বছর ধরে চলে আসছে। এই ঐতিহ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হলো আদিবাসী সৃষ্টির গল্প এবং বিশ্বাস, যা প্রজন্মের পর প্রজন্ম চলে এসেছে। আদিবাসী সৃষ্টির গল্পগুলো বিভিন্ন ভাষাগোষ্ঠী এবং অঞ্চলে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। গল্পগুলো প্রায়শই স্বপ্নের সাথে সম্পর্কিত, যেমন- সৃষ্টির একটি সময় ভূমি, প্রাণী এবং মানুষ শক্তিশালী আধ্যাত্মিক প্রাণীদের ক্রিয়া দ্বারা গঠিত হয়। পূর্বপুরুষ হিসেবে পরিচিত এই প্রাণীরা নদী, পর্বত এবং প্রাকৃতিক দৃশ্যের অন্যান্য বৈশিষ্ট্য তৈরি করেছে, এবং প্রাণীদের তাদের অনন্য বৈশিষ্ট্যগুলো দিয়েছে বলে বলা হয়। পূর্বপুরুষরাও এমন আইন তৈরি করেন যা মানুষের আচরণ এবং প্রাকৃতিক বিশ্বের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।

আদিবাসীদের স্বপ্ন দেখার ধারণা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে অন্তর্ভুক্ত করে। এই স্বপ্ন আদিবাসীদের ভূমি এবং তাদের পূর্বপুরুষদের মধ্যে চলমান সংযোগকেও বোঝায়। তারা বিশ্বাস করে- তাদের পূর্বপুরুষেরা ভূমিতে উপস্থিত থাকেন, এবং আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। স্বপ্ন দেখা আধ্যাত্মিক মাত্রা, জীবনী শক্তি এবং আত্মার ধারাবাহিকতায় বিশ্বাসকেও অন্তর্ভুক্ত করে। আদিবাসীদের সৃষ্টির গল্প এবং বিশ্বাসও আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

উপনিবেশের প্রভাব: সংস্কৃতির স্থানচ্যুতি এবং ক্ষতি

১৭৮৮ সালে অস্ট্রেলিয়ায় ইউরোপীয়দের আগমন এই মহাদেশের আদিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনে। ঔপনিবেশিক প্রক্রিয়া আদিবাসীদেরকে বাস্তুচ্যুত করে এবং তাদের সংস্কৃতি, সমাজ ও পরিচয়ের উপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

Image source: Australians Together

ঔপনিবেশিক শাসকেরা সেখানকার জমি ও সম্পদের সন্ধানে প্রায়ই বলপ্রয়োগ করে আদিবাসীদের অঞ্চলগুলো দখল করে নিত। এই জোরপূর্বক বাস্তুচ্যুতি আদিবাসী সম্প্রদায়ের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। কারণ, তারা বিশ্বাস করে যে এই ভূমি থেকে অপসারণ আধ্যাত্মিক পূর্বপুরুষদের সাথে তাদের সংযোগ বিচ্ছিন্ন করেছে। অনেক আদিবাসী সম্প্রদায়কে অপরিচিত এলাকায় স্থানান্তরিত হতে বাধ্য করা হয়, ফলে তারা তাদের ঐতিহ্যগত জীবনধারা হারিয়েছে।

ঔপনিবেশিকীকরণ প্রক্রিয়া আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষতিও নিয়ে আসে। তারা সক্রিয়ভাবে আদিবাসীদেরকে ইউরোপীয় সংস্কৃতিতে আত্তীকরণ করার চেষ্টা করেছিল। প্রায়ই আদিবাসী শিশুদের তাদের পরিবার থেকে জোরপূর্বক অপসারণ এবং বোর্ডিং স্কুলে স্থানান্তর করা হতো। এই নীতি ‘স্টোলেন জেনারেশনস’ নামে পরিচিত, যা আদিবাসী শিশুদের ‘সভ্য’ করার লক্ষ্যে করা হয়েছিল। কিন্তু এটা প্রকৃতপক্ষে তাদের সাংস্কৃতিক পরিচয় ছিনিয়ে নিয়েছিল। উপরন্তু, ঔপনিবেশিকরা নতুন প্রযুক্তি এবং জীবনযাপনের উপায় প্রবর্তন করে যা শিকার ও সংগ্রহের মতো চিরাচরিত জীবনযাত্রাকে ব্যাহত করে।

সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষতিও আদিবাসী পরিচয়ের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। অনেক আদিবাসী তাদের পূর্বপুরুষ এবং ঐতিহ্যবাহী জীবনধারার সাথে তাদের সংযোগ হারিয়েছে, যার ফলে তাদের নিজস্ব মূল্যবোধ হারিয়েছিল। এতে তারা তাদের নিজস্ব সংস্কৃতি এবং ইতিহাস থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

ঔপনিবেশিকতা একইসাথে আদিবাসীদের জ্ঞান ও প্রজ্ঞার উল্লেখযোগ্য ক্ষতি নিয়ে আসে। তাদের জমি, গাছপালা এবং প্রাণী সম্পর্কে একটি অন্তরঙ্গ জ্ঞান ছিল যা বংশ পরম্পরায় চলে গেছে। কিন্তু আদিবাসীদের তাদের জমি থেকে সরে যেতে বাধ্য করা হয় বলে তাদের ঐতিহ্যগত জীবনধারা ব্যাহত হওয়ার কারণে তা হারিয়ে যায়

Image source: The Guardian

আদিবাসী শিশুদের জোরপূর্বক অপসারণ

আদিবাসী শিশুদের তাদের পরিবার থেকে জোরপূর্বক অপসারণ, যা ‘স্টোলেন জেনারেশনস’ নামে পরিচিত, অস্ট্রেলিয়ার ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত। উনিশ শতকের শেষের দিকে সরকার এই নীতি প্রণয়ন করে এবং বিশ শতকেও তা অব্যাহত ছিল। এর লক্ষ্য ছিল আদিবাসী শিশুদের ‘সভ্য’ করা এবং তাদের ইউরোপীয় সংস্কৃতিতে অভ্যস্ত করা। আদিবাসী পরিবার, সম্প্রদায় এবং ব্যক্তিদের উপর এই নীতির প্রভাবগুলো ধ্বংসাত্মক ছিল, আজও তা অব্যাহত রয়েছে।

১৯১০-৭০ সালের মধ্যে এই নীতির কারণে ১০-৩৩ শতাংশ আদিবাসী অস্ট্রেলিয়ান শিশুকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। তাদেরকে দত্তক প্রতিষ্ঠানে রাখা হয়, এবং তাদের মাতৃভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়। তাদের নামও পরিবর্তন করা হয়।

এই নীতির আড়ালে ‘সুরক্ষা’র দোহাই দিয়ে আদিবাসী শিশুদের তাদের পরিবার থেকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে। এই শিশুদের বোর্ডিং স্কুল ও মিশনারির মতো প্রতিষ্ঠানে রাখা হয়, যেখানে তাদের ইউরোপীয় জীবনযাপনের পদ্ধতি শেখানো হয়। তাদের মধ্যে অনেকেই শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হয়, এবং তাদের পরিবার ও সম্প্রদায়ের সাথে যোগাযোগ থেকে বঞ্চিত হয়

Image source: ABC

আদিবাসী শিশুদের জোরপূর্বক অপসারণ আদিবাসী পরিবার এবং সম্প্রদায়ের উপর গভীর প্রভাব ফেলে। এর ফলে পরিবারগুলো ভেঙে যায়, যা শিশু ও তাদের বাবা-মা উভয়ের জন্য মানসিক আঘাতের কারণ হয়। অনেকেই পরিবার ছাড়া বেড়ে ওঠে এবং শিশুরা প্রায়শই তাদের সংস্কৃতি ও সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছাড়াই বড় হয়। শিশুরা তাদের সংস্কৃতি ও ভাষা শেখার সুযোগ থেকে বঞ্চিত হয়, যার ফলে তারা তাদের সাংস্কৃতিক পরিচয় হারিয়েছে, এবং পূর্বপুরুষদের থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

এই নীতি আদিবাসী সম্প্রদায় এবং সামগ্রিকভাবে সমাজের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এর ফলে শিশুরা ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের ঐতিহ্যগত অভ্যাস এবং রীতিনীতিগুলো প্রেরণে সক্ষম হয়নি। এর ফলে সেসব সম্প্রদায়ের নেতাদেরও ক্ষতি হয়েছে, কারণ অপসারিত অনেক সন্তানকে তাদের সম্ভাব্য নেতৃত্বের গুণাবলীর জন্য বেছে নেওয়া হয়।

স্বীকৃতি এবং অধিকারের জন্য লড়াই: অস্ট্রেলিয়ায় আদিবাসী সক্রিয়তা

অস্ট্রেলিয়ার আদিবাসীরা চলমান বৈষম্য ও অবিচারের মুখে স্বীকৃতি ও অধিকারের জন্য লড়াই করে চলেছে। ঔপনিবেশিকতার প্রথম দিন থেকে আজ পর্যন্ত, আদিবাসী কর্মীরা আদিবাসী সম্প্রদায়ের সমস্যাগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ ও পরিবর্তনের পক্ষে জনসমর্থন আদায়ের জন্য কাজ করে চলেছে।

স্বীকৃতি এবং অধিকারের জন্য লড়াই ১৯৬০ এবং ১৯৭০ এর দশকে শুরু হয়, যখন আদিবাসী কর্মীরা বৈষম্যমূলক নীতি ও অনুশীলনের অবসানের আহ্বান জানাতে শুরু করে। এর মধ্যে ভূমি অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আদিবাসী সংস্কৃতি ও ভাষা পুনরুদ্ধারের দাবি অন্তর্ভুক্ত ছিল। এছাড়া আদিবাসী শিশুদের জোরপূর্বক অপসারণ প্রথার অবসান ও চুরি হওয়া প্রজন্ম তাদের পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্যও প্রচারণা চালায়।

স্বীকৃতি ও অধিকারের লড়াইয়ের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তগুলোর একটি ছিল ১৯৬৭ সালের গণভোট, যেখানে অস্ট্রেলিয়ানরা কমনওয়েলথকে আদিবাসীদের জন্য আইন তৈরি করতে এবং আদমশুমারিতে আদিবাসীদের অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়ার জন্য সংবিধান সংশোধনের জন্য ভোট দেয়। অন্য অস্ট্রেলিয়ানদের মতো একই অধিকার এবং দায়িত্বের সাথে নাগরিক হিসেবে আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল

Image source: Library Guides at Mentone Girls’ Grammar School Australia

স্বীকৃতি এবং অধিকারের লড়াইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল হাইকোর্টের ১৯৯২ সালের মাবো সিদ্ধান্ত, যা স্বীকৃতি দেয় যে আদিবাসীদের জমির সাথে তাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, এবং ঔপনিবেশিকতার মাধ্যমে তাদের জমির অধিকার শেষ হয়নি। এই সিদ্ধান্ত দেশীয় শিরোনামের স্বীকৃতি পায়, এবং ভূমি অধিকার চুক্তির আলোচনার পথ প্রশস্ত করেছে।

সংস্কৃতি এবং পরিচয় পুনরুদ্ধার করা: আদিবাসী ঐতিহ্যের পুনরুজ্জীবন

অস্ট্রেলিয়ার ঔপনিবেশিকতা এবং আদিবাসীদের তাদের ভূমি থেকে জোরপূর্বক অপসারণ আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের উপর বিধ্বংসী প্রভাব ফেলে। সাম্প্রতিক দশকগুলোতে আদিবাসী সংস্কৃতির পুনরুত্থান হয়েছে এবং ঐতিহ্যগত জীবনধারা পুনরুদ্ধারে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে। সাংস্কৃতিক পুনরুজ্জীবনের মূল উপাদানগুলোর মধ্যে একটি হলো আদিবাসী ভাষার পুনরুদ্ধার। এরই মধ্যে আদিবাসী ভাষাগুলোকে সংরক্ষণ এবং পুনরুজ্জীবিত করার জন্য নতুন করে আগ্রহ দেখা দিয়েছে।

সাংস্কৃতিক পুনরুদ্ধারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ঐতিহ্যবাহী প্রথা ও রীতিনীতির পুনরুদ্ধার। এর মধ্যে ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও আচার-অনুষ্ঠানের পুনরুজ্জীবন অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরন্তু, অনেক আদিবাসী ঐতিহ্যগত অভ্যাস, যেমন- শিকার, জমায়েত এবং নিরাময়ের অনুশীলনগুলো পুনরায় শিখছে। আদিবাসীদের গল্প বলা, যার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী গল্প, গানের লাইন এবং স্বপ্নের গল্প, এসবও সাংস্কৃতিক পুনরুজ্জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে

Image source: Culture Trip

পুনর্মিলন: আদিবাসী অস্ট্রেলিয়ানদের ভবিষ্যৎ

অস্ট্রেলিয়ার উপনিবেশ এবং আদিবাসীদের প্রতি বাস্তবায়িত নীতি ও অনুশীলন আদিবাসী সংস্কৃতি, সমাজ এবং পরিচয়ের উপর বিধ্বংসী প্রভাব ফেলেছে। সাম্প্রতিক বছরগুলোতে আদিবাসীদের পুনর্মিলনের জন্য ক্রমবর্ধমান আন্দোলন হচ্ছে, যার লক্ষ্য অতীতের ক্ষতি মোকাবেলা করা এবং আদিবাসীদের ভবিষ্যতের জন্য কাজ করা।

এটি একটি জটিল এবং চলমান প্রক্রিয়া যার মধ্যে রয়েছে অতীতকে সম্বোধন করা, বর্তমানকে বোঝা, এবং আদিবাসীদের জন্য একটি উন্নত ভবিষ্যতের জন্য কাজ করা। এতে আদিবাসীদের চলমান সমস্যা, যেমন- দারিদ্র্য, স্বাস্থ্য, এবং কারাভোগের উচ্চ হারের মতো সমস্যার সমাধানের দিকে কাজ করা জড়িত

পুনর্মিলনের মূল উপাদানগুলোর মধ্যে একটি হলো আদিবাসী এবং অ-আদিবাসীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানের প্রচার বৃদ্ধি করা। এছাড়া, আদিবাসীদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে অ-আদিবাসীদের জানানো এবং পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার দিকেও কাজ করা এর লক্ষ্য। পুনর্মিলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আদিবাসী অধিকার ও আত্মনিয়ন্ত্রণের স্বীকৃতি ও সম্মান। এর মধ্যে রয়েছে আদিবাসীদের তাদের জমি, সংস্কৃতি এবং পরিচয়ের অধিকারকে সম্মান করা।

Related Articles