Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

রুশ–ইউক্রেনীয় যুদ্ধে এখন পর্যন্ত কতজন রুশ সৈন্য নিহত হয়েছে?

রুশ–ইউক্রেনীয় যুদ্ধ শুরুর পর থেকে এই যুদ্ধে ঠিক কতজন রুশ সৈন্য নিহত হয়েছে, সেটি নিয়ে নানা তর্ক–বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে ৫,৯৩৭ জন রুশ সৈন্য নিহত হয়েছে। এরপর থেকে রুশ সরকার রুশ সৈন্যদের ক্ষয়ক্ষতি সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে, ২০২৩ সালের ২৩ জানুয়ারিতে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এখন পর্যন্ত এই যুদ্ধে ১,২১,৪৮০ জন রুশ সৈন্য নিহত হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধে এখন পর্যন্ত নিহত রুশ সৈন্যের সংখ্যা কত?

ব্রিটিশ রাষ্ট্র–নিয়ন্ত্রিত প্রচারমাধ্যম ‘বিবিসি’ রুশ সরকারবিরোধী প্রচারমাধ্যম ‘মিদিয়াজোনা’র সহায়তায় চলমান যুদ্ধে নিহত রুশ সৈন্যসংখ্যার একটি তুলনামূলকভাবে বাস্তবসম্মত হিসেব বের করার প্রচেষ্টা চালিয়েছে। তাদের হিসেব অনুসারে, চলমান রুশ–ইউক্রেনীয় যুদ্ধে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত অন্তত ১২,২২৫ জন রুশ সৈন্য (যাদের মধ্যে রয়েছে অন্তত ৪৫০ জন ওয়াগনার গ্রুপ সদস্য) নিহত হয়েছে। কিন্তু এটি এই যুদ্ধে রুশ ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ নয়।

রুশ–ইউক্রেনীয় যুদ্ধের তৃতীয় দিনে নিহত একজন রুশ সৈন্যের শেষকৃত্যানুষ্ঠান; Source: Kirill Ponomarev/The Moscow Times

রুশ–সমর্থিত গণপ্রজাতন্ত্রী লুগানস্ক ও গণপ্রজাতন্ত্রী দনেৎস্ক এই যুদ্ধে রাশিয়ার পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং সেপ্টেম্বরে প্রজাতন্ত্র দুটি রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার পর প্রজাতন্ত্র দুটির সশস্ত্রবাহিনীকে আনুষ্ঠানিকভাবে রুশ সশস্ত্রবাহিনীর অন্তর্ভুক্ত করে নেয়া হয়েছে। কিন্তু ২০২২ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত প্রজাতন্ত্র দুটির সরকার তাদের সশস্ত্রবাহিনী দুটোর ক্ষয়ক্ষতির পরিমাণ পৃথকভাবে প্রকাশ করেছে। সেই হিসেবে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত ১,৩০০ লুগানস্ক সৈন্য এবং অন্তত ৪,৫০০ দনেৎস্ক সৈন্য (সর্বমোট ৫,৮০০ জন সৈন্য) নিহত হয়েছে। লুগানস্ক ও দনেৎস্কের ক্ষয়ক্ষতিকে রুশ ক্ষয়ক্ষতির সঙ্গে যুক্ত করলে দেখা যায় যে, এখন পর্যন্ত এই যুদ্ধে অন্তত ১৮,০০০ রুশ সৈন্য নিহত হয়েছে। এই হিসেব অনুসারে, প্রতি মাসে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গড়ে প্রায় ১,৬৩৬ জন রুশ সৈন্য নিহত হচ্ছে।

উল্লেখ্য, বিবিসি/মিদিয়াজোনার ভাষ্য অনুসারে, তারা যতজন নিহত রুশ সৈন্যের নাম–পরিচয় সংগ্রহ করতে পেরেছে, প্রকৃত নিহত সৈন্যের সংখ্যা তার চেয়ে ৪০%-৬০% বেশি। সুতরাং, বিবিসি/মিদিয়াজোনার বক্তব্য অনুসারে, এখন পর্যন্ত এই যুদ্ধে ১৮,০০০ থেকে ৩০,০০০ রুশ সৈন্য নিহত হয়েছে।

This is a Bengali article about the Russian losses in the Russian–Ukrainian War.

Sources:
1. Olga Ivshina. "Without Training - To the Front: What Is Known about the Losses of Russia in Ukraine during the 11 Months of the War [in Russian]." BBC News Russian Service. 23 January 2023.
2. "Russia calls up 300,000 reservists, says 6,000 soldiers killed in Ukraine." Reuters. 21 September 2022.

Feature Image: BBC News

Related Articles