Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

২০১৮ সালের অ্যালান বোর্ডার মেডেল অনুষ্ঠানে স্মিথ, পেরিদের আধিপত্য

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ২০১৮ সালের অ্যালান বোর্ডার মেডেল জেতেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো অ্যালান বোর্ডার মেডেল পেলেন তিনি। রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন এবং ডেভিড ওয়ার্নারের পর পঞ্চম ক্রিকেটার হিসেবে একাধিকবার অ্যালান বোর্ডার মেডেল জিতলেন স্টিভ স্মিথ। পুরস্কারের জন্য নির্দিষ্ট সময়ে সবধরনের আন্তর্জাতিক ম্যাচে তিনি ৬৭.৪৬ ব্যাটিং গড়ে ১,৭৫৪ রান করেছেন।

অ্যালান বোর্ডার মেডেল জেতেন স্টিভ স্মিথ; Image Source – Getty Images

স্টিভ স্মিথ ২৪৬ ভোট নিয়ে অ্যালান বোর্ডার মেডেল জেতেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেভিড ওয়ার্নার ১৬২ ভোট এবং নাথান লায়ন ১৫৬ ভোট পান।

স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হন। নির্দিষ্ট সময়ে টেস্ট ক্রিকেটে স্টিভ স্মিথ ১৯ ইনিংসে ছয়টি শতকের সাহায্যে ৮১.৫৬ ব্যাটিং গড়ে ১,৩০৫ রান করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অফ স্পিনার নাথান লায়ন। তিনি ১১ ম্যাচে ৬২ উইকেট শিকার করেছেন। স্টিভ স্মিথ ৩২ ভোট পেয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। নাথান লায়ন পান ২৬ ভোট।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের অ্যাওয়ার্ড হাতে স্টিভ স্মিথ; Image Source – Getty Images

সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের অ্যাওয়ার্ড জেতেন। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ পুরস্কারের জন্য বিবেচিত সময়ের বাইরে ছিল। এই পাঁচ ম্যাচে ওয়ার্নার মাত্র ৭৩ রান সংগ্রহ করেন। পুরস্কারের জন্য নির্ধারিত সময়ে ডেভিড ওয়ার্নার তিনটি শতকের সাহায্যে ৫৭ ব্যাটিং গড়ে ৬৯১ রান করেছিলেন।

বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের অ্যাওয়ার্ড হাতে ডেভিড ওয়ার্নার; Image Source – Getty Images

পুরুষদের মধ্যে বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটারের অ্যাওয়ার্ড জেতেন তাসমানিয়ার জর্জ বেইলি। তিনি নির্দিষ্ট সময়ে ঘরোয়া ক্রিকেটে তিনটি শতক এবং ১১টি অর্ধশতকের সাহায্যে ৫২.৪৩ ব্যাটিং গড়ে ১,৪৬৮ রান করেছেন।

বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটারের অ্যাওয়ার্ড হাতে জর্জ বেইলি; Image Source – Getty Images

অ্যারন ফিঞ্চ দ্বিতীয়বারের মতো বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটারের অ্যাওয়ার্ড জিতেছেন। নির্দিষ্ট সময়ে তিনি পাঁচ ম্যাচে ১৫৮ রান সংগ্রহ করেছিলেন। ফিঞ্চ ১১ ভোট পেয়ে এই পুরস্কার জিতে নেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হেনরিক্স ও জাম্পা। দুজনেই ১০টি করে ভোট পেয়েছেন।

বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটারের অ্যাওয়ার্ড হাতে অ্যারন ফিঞ্চ; Image Source – Getty Images

ব্র‍্যাডম্যান উদীয়মান ক্রিকেটারের অ্যাওয়ার্ড জিতেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দ্রুতগতির বোলার জাই রিচার্ডসন। ২১ বছর বয়সী এই পেসার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ১৫ জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তার দ্রুতগতির বোলিং দিয়ে।

নির্দিষ্ট সময়ে তিনি ২৫.২৮ গড়ে ৪৩ উইকেট শিকার করে ব্র‍্যাডম্যান উদীয়মান ক্রিকেটারের অ্যাওয়ার্ড জেতেন।

ব্র‍্যাডম্যান উদীয়মান ক্রিকেটারের অ্যাওয়ার্ড হাতে জাই রিচার্ডসন; Image Source – Getty Images

বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জেতেন ২৭ বছর বয়সী তারকা অলরাউন্ডার এলিস পেরি। গত মৌসুমে দুর্দান্ত সময় কাটান তিনি। ঐতিহাসিক দিবারাত্রি টেস্টে ২১৩ রানের ইনিংস সহ ৭৫৬ রান করেছেন। সেই সাথে ২০ উইকেট শিকার করেছেন পেরি। উইমেনস বিগ ব্যাশ ক্রিকেট লিগেও দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ৮০ ব্যাটিং গড়ে ৪০৪ রান করার পাশাপাশি ৯ উইকেট শিকার করেছেন।

বেলিন্ডা ক্লার্ক মেডেল জেতেন এলিস পেরি; Image Source – Getty Images

এলিস পেরি ১১৬ ভোট পেয়ে বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জেতেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেথ মুনি ৭৮ ভোট পান।

বর্ষসেরা নারী ঘরোয়া ক্রিকেটারের অ্যাওয়ার্ড হাতে বেথ মুনি; image source: Gety images

বেথ মুনি বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড না জিতলেও বর্ষসেরা নারী ঘরোয়া ক্রিকেটারের অ্যাওয়ার্ড জেতেন। বেথ মুনি এবার আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার এবং টি-টুয়েন্টি ক্রিকেটারের অ্যাওয়ার্ডও জিতেছিলেন। অস্ট্রেলিয়ার বর্ষসেরা নারী ঘরোয়া ক্রিকেটারের পুরস্কারের জন্য নির্দিষ্ট সময়ে তিনি ৪০.৯৩ গড়ে ৬১৪ রান করেছেন।

অ্যাওয়ার্ড হাতে জর্জিয়া রেডমেইন; image source: Getty images

বেটি উইলসন উদীয়মান নারী ক্রিকেটারের অ্যাওয়ার্ড জেতেন জর্জিয়া রেডমেইন। তাসমানিয়া এবং হোবার্ট হ্যারিকেন্সের ২৪ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান জর্জিয়া রেডমেইন পুরস্কারের জন্য নির্ধারিত ১২ মাসে ৪৯৩ রান সংগ্রহ করেছেন। সেই সাথে ১১টি ক্যাচ এবং একটি স্ট্যাম্পিং করেছেন তিনি।

ফিচার ইমেজ- Getty Images

Related Articles