Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

নিয়ন্ত্রিত বোলিং এবং বল্টনের শতকে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া

  • সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত নারী ক্রিকেট দলকে আট উইকেটে পরাজিত করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
  • অসুস্থতার কারণে খেলতে পারেননি ভারতের ব্যাটিং স্তম্ভ মিতালি রাজ।
  • ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকান অস্ট্রেলিয়ার ওপেনার নিকোল বল্টন।
  • দ্বাদশ নারী ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে তিন হাজার রানের মাইলফলক অতিক্রম করেন মেগ ল্যানিং।

অসুস্থতার কারণে ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ গতকাল (১২ই মার্চ) খেলতে পারেননি। অন্যদিকে অস্ট্রেলীয় অধিনায়ক ল্যানিং ইনজুরি কাটিয়ে সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন।

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হারমানপ্রিত কৌর টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। শেষপর্যন্ত পুরো ম্যাচে শুধুমাত্র কয়েন ভাগ্যে জয় পাওয়াটাই ভারতের প্রাপ্তির হিসাবে ছিল। শুরুতে হারমানপ্রিতের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন দুই ওপেনার পুনম এবং স্মৃতি মানদানা। উদ্বোধনী উইকেট জুটিতে ৩৮ রান যোগ করেন তারা।

অস্ট্রেলিয়ার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০০ রানে গুটিয়ে যায় ভারত; Source: Icc-Cricket.com

অস্ট্রেলিয়ার স্পিনার গার্ডনার ১২ রান করা মানদানাকে ফিরিয়ে দিলে মিতালি রাজবিহীন ভারতের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৩ রানে সাত উইকেট হারিয়ে বসে। সেখান থেকে দলকে টেনে তুলেন নয় নাম্বারে নামা পূজা বস্ত্রকর এবং সুষমা বর্মা। অষ্টম উইকেট জুটিতে তারা ৭৬ রান যোগ করেন। পূজা বস্ত্রকরের ৫১ রান এবং সুষমা বর্মার ৪১ রানের ইনিংসের উপর ভর করে ভারত নারী ক্রিকেট দল ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০০ রান জমা করে।

অস্ট্রেলিয়ার দুই স্পিনার জেস জনাসেন এবং ওয়েলিংটন নিজেদের মধ্যে সাত উইকেট ভাগাভাগি করে নেন। জনাসেন ৩০ রানে চার উইকেট এবং ওয়েলিংটন ২৪ রানে তিন উইকেট শিকার করেন।

চার উইকেট শিকার করেন জেস জনাসেন; Source: Icc-Cricket.com

ভারতের দেওয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন নিকোল বল্টন এবং অ্যালিসা হিলি। উদ্বোধনী উইকেট জুটিতে ৫৫ বলে ৬০ রান যোগ করেন তারা। অ্যালিসা হিলি ২৯ বলে ছয়টি চার এবং একটি ছয়ের মারে ৩৮ রান করে শিখা পান্ডের ৫০তম ওয়ানডে শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন।

হিলির বিদায়ের পর ক্রিজে আসেন মেগ ল্যানিং। প্রথম বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে তিন হাজার রান পূর্ণ করেন ল্যানিং। দ্বিতীয় উইকেট জুটিতে নিকোল বল্টনের সাথে ৬৮ রান যোগ করেন তিনি। ৩৮ বলে ৩৩ রান করার পর রান আউটের ফাঁদে পড়েন ল্যানিং।

দ্বাদশ ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে তিন হাজার রান পূর্ণ করেন মেগ ল্যানিং; Source: Twitter

এরপর আর উইকেটের পতনের ঘটতে দেননি নিকোল বল্টন এবং এলিস পেরি। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটি গড়েন তারা। নিকোল বল্টন ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকিয়ে ১০১ বলে ১২টি চারের মারে ১০০ রানে অপরাজিত থাকেন। তার শতকের উপর ভর করে ১০৭ বল এবং আট উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকান বল্টন; Source: Twitter

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়ার পাশাপাশি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে দুই পয়েন্ট অর্জন করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

ফিচার ইমেজ: Icc-Cricket.com

Related Articles