Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ইতিহাসের এই দিনে: ইয়ান বোথামের স্পেশাল রেকর্ড এবং কানাডার লজ্জার রেকর্ড

১৯৮০ সাল

১৯৮০ সালের আজকের দিনে প্রথম ক্রিকেটার হিসাবে ম্যাচে দশ উইকেট শিকারের পাশাপাশি শতক হাঁকানোর কীর্তি গড়েন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম। এমন কীর্তি এরপর শুধুমাত্র ইমরান খান ও সাকিব আল হাসান গড়তে পেরেছেন। ১৯৮০ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলার জন্য ভারত সফরে আসে ইংল্যান্ড ক্রিকেট দল। ১৫ই ফেব্রুয়ারি শুরু হওয়া ম্যাচটি শেষ হয় ১৯ই ফেব্রুয়ারি। ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে ব্যাটে-বলে ইয়ান বোথামের অসাধারণ নৈপুণ্যের জন্য। সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন ইয়ান বোথাম প্রথম ইনিংসে ৫৮ রানে ছয় উইকেট শিকার করে ভারতকে ২৪২ রানে গুটিয়ে দেন।

ম্যাচের একমাত্র শতক হাঁকান ইয়ান বোথাম; Image Source: Getty Images

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে নেন ইয়ান বোথাম। বব টেইলরের সাথে ৬ষ্ঠ উইকেট জুটিতে ১৭১ রান যোগ করেন তিনি। উইকেটরক্ষক বব টেইলরের জন্যও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। তিনি ম্যাচে মোট দশটি ক্যাচ ধরে তৎকালীন সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন। ম্যাচে দুই দলের আর কোনো ক্রিকেটার অর্ধশতক হাঁকাতে পারেননি। সেখানে ইয়ান বোথাম একাই করেন ১১৪ রান। মাত্র ১৪৪ বলে ১৭টি চারের মারে তিনি ১১৪ রান করে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে লিড এনে দেন। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটসম্যানদের চোখের ঘুম হারাম করেন তিনি। মাত্র ৪৮ রান খরচায় সাত উইকেট শিকার করেন। যার দরুন ভারত মাত্র ১৪৯ রানে সবকটি উইকেট হারায় এবং ইংল্যান্ডকে জয়ের জন্য মাত্র ৯৬ রানের টার্গেট দেয়। ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়েই এটি অতিক্রম করে।

২০০৩ সাল

২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় কানাডা। সেসময়ে ওয়ানডে ক্রিকেটে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড ছিলো এটি। প্রবত নিসাঙ্কা ১২ রানে চার উইকেট, চামিন্দা ভাস ১৫ রানে তিন উইকেট এবং ফার্নান্দো ৪ রানে দুই উইকেট শিকার করলে ১৮.৪ ওভারে ৩৬ রানে সবকটি উইকেট হারায় কানাডা। কানাডার পাঁচ ব্যাটসম্যান শূন্য রানে সাজঘরে ফিরে যায়। দলের কেউই দুই অংকের রান করতে পারেননি। এই লজ্জার রেকর্ডের শীর্ষস্থানে কানাডাকে বেশিদিন থাকতে হয়নি। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাটিতে ৩৫ রানে সবকটি উইকেট হারিয়ে ওয়ানডেতে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে জিম্বাবুয়ে।

ফিচার ইমেজ- Getty Images

Related Articles