Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

হাঁটুর ইনজুরিতে পড়ে দীর্ঘদিনের জন্য ক্রিকেট ছাড়ছেন মিচেল স্যান্টনার

  • ডান হাঁটুর ইনজুরির কারণে প্রায় নয় মাস মাঠের বাইরে থাকতে হবে মিচেল স্যান্টনারকে।
  • ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ, আইপিএল এবং কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন না স্যান্টনার।

নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার ব্যাট হাতে নিজের সেরা সময় কাটিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। লোয়ার মিডল-অর্ডারে ব্যাটিং করে চার ইনিংসে ১০৮.০০ ব্যাটিং গড়ে এবং ১০৫. ৮৮ স্ট্রাইক রেইটে ২১৬ রান করেছিলেন তিনি।

দুর্দান্ত এক সিরিজ শেষে স্বাভাবিকভাবে ফুরফুরে মেজাজে থাকার কথা ছিল স্যান্টনারের। কিন্তু সিরিজ শেষে বড় ধরনের দুঃসংবাদ শুনতে হলো তাকে। হাঁটুর ইনজুরির কারণে প্রায় নয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। চিকিৎসকরা বেশ কয়েক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। শেষপর্যন্ত অস্ত্রোপচারও হতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন স্যান্টনার; Source: Getty Images

হাঁটুর ব্যথাটা তাকে বেশকিছু দিন ধরে ভোগাচ্ছে, যার দরুন গত মাসে নিজেদের মাঠ ইডেন পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস সৃষ্টি করা টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারেননি। ব্যথা নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিলেন স্যান্টনার। ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ৬৭ রানের ইনিংস সহ দুটি অর্ধশতক হাঁকিয়েছিলেন। ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডেতে অবশ্য মাত্র দুই ওভার বোলিং করতে পেরেছিলেন স্যান্টনার।

নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন জানিয়েছেন, “মিচেল স্যান্টনারের ইনজুরিতে ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ড দলের সবাই ব্যথিত। সে খুবই প্রাণবন্ত, ড্রেসিংরুমে সবার প্রিয় ব্যক্তি।” তিনি আরও বলেন, “মিচেল স্যান্টনার তিন ফরম্যাটের জন্যই দলের গুরুত্বপূর্ণ সদস্য। আসন্ন সিরিজগুলোতে আমরা তাকে খুব মিস করবো।

ইনজুরির কারণে আসন্ন ইংল্যান্ড সিরিজ মিস করবেন স্যান্টনার। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও খেলা হবেনা তার। এবারই প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পেয়েছিলেন। ইংলিশ কাউন্টিতে ডার্বিশায়ারের হয়েও এই মৌসুম মিস করবেন। ড্যানিয়েল ভেট্টোরির উত্তরসূরি হয়ে দলে জায়গা পাওয়া মিচেল স্যান্টনারের অলরাউন্ড নৈপুণ্যও মিস করবে নিউজিল্যান্ড।

বাঁহাতি এই অলরাউন্ডার ১৭ টেস্টের ২১ ইনিংসে ব্যাট করে ২৫.৪৭ ব্যাটিং গড়ে ৫৩৫ রান করেছেন। বল হাতে শিকার করেছেন ৩৪ উইকেট। সীমিত ওভারের ক্রিকেটেও ব্যাটে-বলে দলের জয়ে অবদান রেখেছেন তিনি।

ফিচার ইমেজ: Christopher Lee-IDI/IDI via Getty Images

Related Articles