Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

শিখর ধাওয়ানের একশোতে একশো

জোহানসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্য দিয়ে ওডিআইতে নিজের শততম ম্যাচ খেললেন শিখর ধাওয়ান। সিরিজে ৩-০ তে এগিয়ে থাকা বিরাট কোহলির ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। রাবাদার দ্বিতীয় ওভারের শেষ বলে তার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। নিজের শততম ম্যাচ খেলতে নামা ধাওয়ান দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক কোহলির সাথে দ্বিতীয় উইকেট জুটিতে ১৫৮ রান যোগ করেন। বিরাট কোহলি ৭৫ রান করে ফিরে গেলেও শিখর ধাওয়ান ওডিআই ক্যারিয়ারের ১৩তম শতক তুলে নেয়। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসাবে ক্যারিয়ারের শততম ওডিআইতে শতক হাঁকানোর কীর্তি গড়েন তিনি।

শততম ওডিআইতে শতক হাঁকানোর পথে ধাওয়ানের একটি শট; Image Source – BCCI

আন্তর্জাতিক একদিনের ম্যাচে নবম ব্যাটসম্যান হিসেবে শততম ম্যাচে শতক হাঁকিয়ে স্মরণীয় করেছেন শিখর ধাওয়ান। সর্বপ্রথম ব্যাটসম্যান হিসাবে শততম ওডিআইতে শতক হাঁকিয়েছেন উইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজ। তিনি ১৯৮৮ সালের ১৮ই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে নিজের শততম ম্যাচে ১০২* রানের ইনিংস খেলেন। এরপর নিউ জিল্যান্ডের ক্রিস কেয়ার্নস, পাকিস্তানের ইউসুফ ইয়োহানা, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক, ওয়েস্ট ইন্ডিজের রামনারেশ সারওয়ান এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার নিজেদের শততম ওডিআইতে শতক হাঁকিয়েছেন।

মরনে মরকেলের বলে আউট হওয়ার আগে ১০৫ বলে ১১টি চার দুটি ছয়ের মারে ১০৯ রান করেন শিখর ধাওয়ান। ভারতের এই বাঁহাতি ওপেনার ১০০ ওডিআইতে ১৩টি শতক এবং ২৫টি অর্ধশতকের সাহায্যে ৪৬.৩৩ ব্যাটিং গড়ে ৪,৩০৯ রান করেছেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একশো ওডিআই শেষে সবচেয়ে বেশি রান করেছেন শিখর ধাওয়ান। রান মেশিন বিরাট কোহলি ১০০ ম্যাচ শেষে ৪,১০৭ রান করেছিলেন। একশো ওডিআই শেষে হাশিম আমলা ৪,৮০৮ রান করেছিলেন। তারপরেই আছেন শিখর ধাওয়ান।

ফিচার ইমেজ- BCCI            

Related Articles