ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী জাকার্তা সহ আশেপাশের এলাকাগুলোতেও এর প্রভাব অনুভূত হয়েছে। জাকার্তার অধিবাসীরা প্রায় ২০ সেকেন্ড ধরে ভূকম্পন অনুভব করে। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু এবং প্রচুর ভবনের ক্ষয়ক্ষতির সংবাদ জানা গেছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদেরকে @Agus Fitrah/AP

চলুন এক নজরে দেখে নেই এই ভূমিকম্পর্কিত উল্লেখযোগ্য কিছু তথ্য:

  • ভূমিকম্পটি ইন্দোনেশিয়ায় আঘাত করে শুক্রবার মাঝরাতে। জাভার মধ্য এবং পশ্চিম অঞ্চল ভূ-কম্পন এবং পরবর্তীতে কিছু আফটার শক অনুভূত হয়, যা জনমনে আতঙ্কের সৃষ্টি করে। আতঙ্কিত জনগণকে ছুটোছুটি করতে দেখা যায়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত দৃশ্যে এলাকা ছেড়ে যাওয়া মানুষের চাপে রাস্তাঘাটে প্রচণ্ড যানজট সৃষ্টি হতে দেখা যায়।
  • ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পরপরই জাভার দক্ষিণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল এবং এলাকার জনগণকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সুনামির কোনো লক্ষণ দেখা না যাওয়ায় সতর্কতা প্রত্যাহার করা হয়।

  • ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির একজন মুখপাত্র সুতোপো পূর্ব নুগ্রহ শনিবারে জানিয়েছেন, ভূমিকম্পের ফলে কমপক্ষে দুজন নিহত হয়েছে এবং শতাধিক ভবন আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, যার মধ্যে জাভার একটি হাসপাতালও আছে। হাসপাতালটির অন্তত ৭০ জন রোগীকে তাঁবুতে স্থানান্তর করতে হয়েছে।
  • মার্কিন জিওলজিকাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাশিকমালয়া শহর থেকে ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভের ৯২ কিলোমিটার গভীরে। তাশিকমালয়া শহরটির অবস্থান রাজধানী জাকার্তা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে।
  • ইন্দোনেশিয়ার আবহাওয়া এবং ভূ-প্রকৃতি বিভাগ জানিয়েছে, পশ্চিম জাভায় শনিবার সকালে ৫.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এটিতে সুনামির কোনো সম্ভাবনা ছিল না।

ইন্দোনেশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভাতে প্রায় ২৫ কোটি মানুষের বসবাস। দেশটি ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’ এর উপর অবস্থিত, যার ফলে এখানে প্রায়ই ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত সংঘটিত হয়। গত বছরের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুমাত্রায় এক ভূমিকম্পে অন্তত ১০০ জন নিহত হয়েছিল।

ফিচার ইমেজ- Reuters

Related Articles