Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

পুসকাস: দুর্ভাগা এক ফুটবল জাদুকর

ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো সম্পর্কে একবার বুফন একটা কথা বলেছিলেন, “যদি ইনজুরিতে না পড়তো, তাহলে পেলে ম্যারাডোনার সাথে একই উচ্চতায় রোনালদোর নাম উচ্চারিত হতো।”

একজন খেলোয়াড় তার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিতে না পারার পেছনে শুধু নিজের অক্ষমতাটাই কাজ করে না, এর সাথে সাথে সতীর্থদের ব্যর্থতা, ইনজুরি কিংবা দুর্ভাগ্যও সঙ্গী হয়। রোনালদোর দুর্ভাগ্য যে তিনি ইনজুরিতে পড়েছিলেন। তবে ইনজুরি থেকে ফেরার পর ফিটনেস নিয়ে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না। তাই সামর্থ্য থাকা সত্ত্বেও তার পিছিয়ে পড়ার জন্য নিজের অসচেতনতাও কিছুটা দায়ী।

তবে সব কিছু ঠিক থাকার পরেও শুধুমাত্র ভাগ্যের কারণে যেসব খেলোয়াড় পিছিয়ে পড়েছেন, তাদের মাঝে ফেরেঙ্ক পুসকাস একেবারে প্রথম দিকে থাকবেন। সবার আগে সম্ভবত থাকবেন আলফ্রেডো ডি স্টেফানো।

রিয়াল সতীর্থ ডি স্টেফেনো আর গেন্তোর সাথে ছবি সূত্রঃ Essentially Sports

একজন স্ট্রাইকারের প্রধান কাজ কী? নিঃসন্দেহে গোল করা। গোল করেও যদি কেউ অন্যান্য কাজ যেমন- গোলের সুযোগ তৈরি কিংবা অ্যাসিস্ট করতে পারেন, তাহলে সেটা বাড়তি পাওনা। এখন ম্যাচপ্রতি কয়টি করে গোল করলে একজন স্ট্রাইকারকে গ্রেট বলা যাবে?

এই বিষয়টিও অনেক কিছুর উপর নির্ভর করে। একই স্ট্রাইকার যদি ব্রাজিলের মতো দলে থেকে ইরানের বিপক্ষে খেলেন তাহলে তার গোল বাড়বে, আবার ইরানের মতো দলে থেকে ব্রাজিলের বিপক্ষে খেললে তার গোল কমে যাবে। আপনার দল কতটুকু সবল কিংবা দুর্বল অথবা আপনার দলের স্ট্র্যাটেজি কী, সেটার উপরে গোলের সংখ্যাটা অনেকাংশে নির্ভর করে। তবে সব বিষয় মাথায় রেখেও বলা যায়, মোটামুটি গোল সংখ্যা যদি ম্যাচপ্রতি ০.৫০টিও হয়, তাহলে তাকে ভালো বলা যায়।

পেলের সাথে পুসকাস; Source: Managing Madrid

কিন্তু কোনো স্ট্রাইকারের যদি ম্যাচপ্রতি গোলের সংখ্যা প্রায় ১ এর কাছাকাছি হয়, তাহলে সেই পরিসংখ্যানকে মোটামুটি অবিশ্বাস্য বলা যাবে। হাঙ্গেরির হয়ে পুসকাসের রেকর্ডটাও তেমনই ছিল! ৮৫ ম্যাচে ৮৪ গোল যে কোনো স্ট্রাইকারের জন্যেই স্বপ্নের মতো। ম্যাচপ্রতি গোল ০.৯৮টি! পরবর্তীতে স্পেনের হয়ে আরো চারটি ম্যাচ খেলে কোনো গোল পাননি তিনি। এজন্য ৮৯ ম্যাচে ৮৪ গোল থাকায় এই মানটি দাঁড়ায় ০.৯৪ এ। এই রেকর্ডও একজন স্ট্রাইকারের জন্য দুর্দান্ত। সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে যাকে বিবেচনা করা হয়, সেই ব্রাজিলের রোনালদোর আন্তর্জাতিক গোলের সংখ্যা ম্যাচপ্রতি ০.৬৩টি। ক্লাব ক্যারিয়ারে পুসকাসের মোট গোল ৫২১ ম্যাচে ৫০৮টি, অফিসিয়াল গোল সংখ্যায় সর্বকালের সেরার তালিকায় তিনি ৪র্থ।

হাঙ্গেরিয়ান লিগে চারবার আর স্প্যানিশ লিগে চারবার টপ স্কোরার ছিলেন পুসকাস। হাঙ্গেরিয়ান লিগ জিতেছেন ৫ বার, স্প্যানিশ লিগও ৫ বার। এর সাথে আরেক গ্রেট ডি স্টেফানোর সাথে জুটি বেঁধে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন দু’বার, পরে আরেকবার জিতেছেন।

কিন্তু পরিসংখ্যানের সাধ্য কী তার খেলার সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে! এগুলো তো তার সফলতার গল্প, তাহলে তিনি দুর্ভাগা হলেন কীভাবে? সেই গল্পই শোনা যাক আজকের লেখায়।

ফেরেঙ্ক পুসকাস ১৯২৭ সালে হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। হাঙ্গেরিতে কিসপেস্ট নামে একটা দল ছিল। অনেক ছোট বয়স থেকেই তিনি সেই দলের জুনিয়র সাইডে খেলতে থাকেন। বয়স যখন তার মাত্র ১৬, তখনই তিনি সিনিয়র দলে সুযোগ পান। মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলের হয়ে অভিষেক হয় পুসকাসের। ১৯৪৮ সালে হঠাৎ করে হাঙ্গেরির সেনাবাহিনী কিসপেস্ট দলটাকে দখল করে নেয়। সেনাবাহিনীর দল হওয়ায় দলের সবাইকে সৈনিকসুলভ উপাধি দেওয়া হলো। কেউ লেফট্যানেন্ট, কেউ সেকেন্ড লেফট্যানেন্ট। পুসকাস পেলেন মেজর উপাধি। কিন্তু ফুটবল ভক্তরা তাকে ডাকতে লাগলো ‘গ্যালোপিং মেজর’, মানে বিদ্যুৎ গতির মেজর বলে।

বল পায়ে স্কিল দেখাচ্ছেন; Source: wordPress.com

কিসপেস্ট (যা কিনা পরবর্তীতে Honved নামে পরিচিত হয়েছিল) এর হয়ে তিনি পাঁচটি লিগ জেতেন। তবে পুসকাস স্মরণীয় হয়ে আছেন হাঙ্গেরি জাতীয় দলের হয়ে পারফর্মেন্সের জন্য। হাঙ্গেরির সেই দলটিকে ‘Mighty Magyars’ বলা হতো। এই দলের উত্থান হয় ১৯৫০ সালে, আধিপত্য চলতে থাকে ১৯৫৬ সাল পর্যন্ত। এর মাঝে তারা প্রবল প্রতাপে জিতে নেন ১৯৫২ সালের অলিম্পিক। ৫ ম্যাচে হাঙ্গেরি গোল করে ২০টি, বিপরীতে হজম করে মাত্র ২টি গোল। কোয়ার্টার, সেমি এবং ফাইনালে পুসকাস গোল করেন

তবে এসব কিছুর জন্যও পুসকাসকে ইতিহাস স্মরণ রাখবে না। তার দু’পায়ের কারুকাজে মুগ্ধ হতে হলে আপনাকে জানতে হবে ১৯৫৪ সালের বিশ্বকাপের ঘটনা।

হাঙ্গেরি যখন বিশ্বকাপে আসে তখন তারা ছিল টানা ২৭ ম্যাচে অপরাজিত (২৩ জয় আর ৪ ড্র)। তবে জয়ের জন্য না, হাঙ্গেরি চমক দেখানোটা শুরু করে ১৯৫৩ সালের ২৫শে নভেম্বর। ম্যাচটি হয়েছিল ওয়েম্বলি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে ইংল্যান্ড এর আগে কখনো ব্রিটিশ দ্বীপের বাইরের কোনো দলের কাছে কখনো হারেনি। ম্যাচটি হাঙ্গেরি জেতে ৬-৩ গোলে, পুসকাস ২টি গোল করেন। পুসকাস এবং তার দল শর্ট এবং লং পাসের একটি চোখ ধাঁধানো প্রদর্শনী দেখান সে ম্যাচে।

এই হাঙ্গেরি ১৯৫৪ সালের বিশ্বকাপ শুরুও করে ফেভারিটের মতো করেই। গ্রুপ পর্বে তারা দক্ষিণ কোরিয়াকে হারায় ৯-০ গোলে আর পশ্চিম জার্মানিকে হারায় ৮-৩ গোলে। কিন্তু তারা বিপদে পড়ে যায় পুসকাসকে ইনজুরিতে হারিয়ে। আগের ম্যাচ দুটোতে পুসকাস যথাক্রমে ২টি এবং ১টি করে গোল করেন

পুসকাসবিহীন হাঙ্গেরি ব্রাজিলকে হারায় কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচটি ইতিহাসে Battle of Berne নামে পরিচিত হয়ে আছে। বৃষ্টিতে ভেজা ম্যাচটিতে মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়েরা মারামারি করে। ম্যাচে ৪২টি ফ্রি কিক, ২টি পেনাল্টির পাশাপাশি ৪ জনকে হুঁশিয়ারি প্রদান ও ৩ জনকে বহিস্কার করা হয়েছিল। ম্যাচ শেষেও ড্রেসিং রুমে তারা আবার মারামারিতে লিপ্ত হয়। তবে ম্যাচটি হাঙ্গেরি জিতে নেয় ৪-২ গোলে

সেমিতে উরুগুয়েকেও ৪-২ গোলে হারিয়ে অনায়াসেই ফাইনালে উঠে যায় হাঙ্গেরি। ফাইনালে পশ্চিম জার্মানির মুখোমুখি ম্যাচে হাঙ্গেরি ছিল নিশ্চিত ফেভারিট। এমনিতেই গ্রুপ পর্বে হাঙ্গেরির বিপক্ষে পশ্চিম জার্মানি ৩-৮ গোলে হেরেছিল, তার উপর কোয়ার্টার ফাইনালে উঠতে তাদেরকে খেলতে হয়েছিল প্লে অফ। অঘোষিত চ্যম্পিয়ন যেন হয়েই ছিল হাঙ্গেরি, ফাইনালটি যেন ছিল শুধু একটি আনুষ্ঠানিকতা।

দ্য গ্যালোপিনো মেজর; Source: pinterest.com

পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও মাঠে নেমেছিলেন পুসকাস। ৮ মিনিটের মাথাতেই হাঙ্গেরি ২-০ গোলে এগিয়ে প্রমাণ দেয় যে, তাদেরকে যে ফেভারিট ভাবা হচ্ছিল সেটি অমূলক ছিল না। পুসকাস ১ গোল করেন আর ১টি অ্যাসিস্ট করেন। কিন্তু জার্মানরা যে অন্য ধাতুতে গড়া। পরের ১০ মিনিটের মাঝেই তারা ২ গোল করে আবার ম্যাচে ফিরে আসে। এর মাঝে বিরতির পর হাঙ্গেরির আরো দুটো বল গোলপোস্টে লেগে ফিরে আসে এবং পুসকাসের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়! খেলা শেষ হবার ৬ মিনিট আগে জার্মানি গোল করে এবং ম্যাচটি জিতে নেয়। দুর্ভাগা পুসকাস হয়ে যান এক অবিসংবাদিত ট্র্যাজিক হিরো। স্বদেশী ককসিস ৬ ম্যাচে ১১ গোল করলেও, মাত্র ৩ ম্যাচে ৪ গোল করেই গোল্ডেন বল জিতে নেন পুসকাস।

তবে সেই ম্যাচ হারলেও ১৯৫৬ সাল পর্যন্ত হাঙ্গেরি আধিপত্য দেখিয়ে যায় ফুটবল মাঠে। ১৯৫০ সাল থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ৪২টি ম্যাচে জয় আর ৭টি ড্র এর বিপরীতে মাত্র ১টি ম্যাচে পরাজিত হয়েছিল তারা, সেটিই হলো পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে।

সাধে কি আর পুসকাসকে দুর্ভাগা বলা হয়?

হাঙ্গেরিতে রাজনৈতিক সমস্যার কারণে পুসকাস এবং আরো কয়েকজন খেলোয়াড় দেশে না ফেরার সিদ্ধান্ত নেন। এই সময়ে এসি মিলান এবং জুভেন্টাস তাকে দলে নেওয়ার চেষ্টা করে কিন্তু বুদাপেস্টে ফিরতে না চাওয়ার কারণে উয়েফা তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়। এ কারণে তিনি ইউরোপে খেলতে পারেননি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর তিনি ইতালিতে খেলতে চান কিন্তু তার বয়স এবং ওজনের কারণে কোনো বড় দল তাকে নিতে আগ্রহী ছিল না। এই সময়ে তিনি ইংলিশ লিগেও খেলার চিন্তা করেন, কিন্তু ভাষা না জানার কারণে সেখানেও খুব বেশী অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত তিনি যখন রিয়াল মাদ্রিদে যোগ দেন, তখন তার বয়স ৩১ বছর।

রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ারের যেন পুনর্জন্ম হয়। এখানেই তিনি আবার নিজেকে ফিরে পান। রিয়াল মাদ্রিদের হয়ে ১০টি শিরোপা জেতেন, যার মাঝে ছিল ৫টি লিগ আর ৩টি চ্যম্পিয়ন্স লিগের (তৎকালীন ইউরোপিয়ান কাপ) শিরোপা। আরেক গ্রেট আলফ্রেডো ডি স্টেফানোর সাথে জুটি গড়ে রিয়াল মাদ্রিদের ইতিহাসকে নতুনভাবে লিখেন পুসকাস। এটি ছাড়াও ১৯৬২ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হ্যাটট্রিক করার পরেও ইউসেবিওর বেনফিকার কাছে দল হারে ৫-৩ গোলে। ১৯৬৬ সাল পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন।

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে পুসকাস; Source: Real Madrid CF

খেলোয়াড়ি ক্যারিয়ার ছাড়ার পর তিনি কোচ হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন, তবে আগের মতো এখানে তেমন সফলতা পাননি। সবচেয়ে বড় সফলতা ছিল Panathinaikos-কে নিয়ে ১৯৭১ সালে ইউরোপিয়ান কাপ আর ইন্টারকন্টিনেন্টাল কাপের রানার্স আপ হওয়া। ২০০৬ সালে ৭৯ বছর বয়সে তিনি মৃত্যূ বরণ করেন।

ফিফা থেকে পুসকাসের প্রতি সম্মান দেখিয়ে ২০০৯ সাল থেকে একটি পুরস্কার প্রবর্তন করা হয়। বছরের সবচেয়ে সুন্দর গোলদাতা এই পুরস্কারটি পাবেন। এই পুরস্কার প্রবর্তন সম্পর্কে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলেন,

“It is important to preserve the memory of those footballing greats who have left their mark on our history. Ferenc Puskás was not only a player with immense talent who won many honours, but also a remarkable man. FIFA is therefore delighted to pay tribute to him by dedicating this award to his memory,”

পুসকাস খেলোয়াড় হিসেবে খাটো এবং এবং কিছুটা মোটা ধাঁচের ছিলেন, বাতাসে খুব কার্যকর ছিলেন না। এছাড়া হাঙ্গেরির রাজনৈতিক অস্থিরতাও তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছিল। ১৯৫৪ বিশ্বকাপের ফাইনাল হারলেও তার পারফর্মেন্স ছিল অসাধারণ। এই কারণেই হয়তো ভাগ্যের কিছুটা সহযোগিতা না পাওয়া সত্ত্বেও তিনি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। সত্যিকারের ফুটবলপ্রেমীরা পুসকাসকে কখনো এড়িয়ে যেতে পারবেন না। পুসকাসেরা ইতিহাসের নায়ক, হোক না কোনো ট্র্যাজিক কাহিনীর!

ফিচার ইমেজ- Goal.com

Related Articles